Quranic Cure Ruqyah center

Quranic Cure Ruqyah center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quranic Cure Ruqyah center, Medical and health, Dhaka.

Quranic Cure Ruqyah Center: রাসূল সা: এর নির্দেশিত চিকিৎসা পদ্ধতির আলোকে জ্বিন-জাদু ও বদ-নজর ইত্যাদি সমস্যার জন্য তাবিজ-কুফরি-শিরিকমুক্ত চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। অ্যাপয়েন্টমেন্ট/শিডিউল নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।01991663988 (হোয়াটসঅ্যাপ)

05/01/2026

মেয়ে বাবু হয়েছে আমাদের একজন রুগির আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআ'লা মা ও সন্তানের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আমিন।

02/01/2026

উত্তরা সেন্টারে আগামীকাল রুগি দেখবেন ওস্তাদ Raqi Abu Rayhan راقي أبو ريحان হাফি: সিরিয়াল নিতে কল করুন ✆ 01991-663988

নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা তাকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। Quranic Cure Ruqyah center (M.1)
01/01/2026

নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা তাকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।

Quranic Cure Ruqyah center (M.1)

31/12/2025

২৬ সালে আপনারা Quranic Cure Ruqyah center নিকট কী আশা করেন? কোন সেবা যুক্ত হতে পারে আমাদের? কী পরিবর্তন করা যায়? *পরামর্শ দিন সবাই

31/12/2025

যাদুর রি-নিউ করার ভয়ংকর কালো রাত আজকে রাত,তাই মাসনুন আমল গুরুত্ব দিয়ে করুন।

31/12/2025

আগামীকাল থেকে ঢাকায় রুগি দেখবেন ওস্তাদ Raqi Abu Rayhan راقي أبو ريحان সিনিয়র রাকি Quranic Cure Ruqyah center

30/12/2025

“হে আল্লাহ! আপনি বেগম জিয়ার সঙ্গে সেই আচরণ ও ইনসাফই করুন, যে আচরণ ও ইনসাফ তিনি ক্ষমতায় থাকাকালীন ইসলাম ও মুসলিমদের প্রতি করেছিলেন। নিশ্চয়ই আপনি ন্যায়পরায়ণ বিচারক, আর বান্দার হক্ব কখনো উপেক্ষা করেন না।”

Quranic Cure Ruqyah center (M.1)

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!১. সুদ :যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যু/দ্ধ ঘোষণা করেছেন,সেখানে কখনো বারকাহ আসত...
28/12/2025

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!

১. সুদ :
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যু/দ্ধ ঘোষণা করেছেন,
সেখানে কখনো বারকাহ আসতে পারে না ৷
রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ - "আল্লাহ ও তাঁর

রাসূলের পক্ষ থেকে যু/দ্ধের ঘোষণা। ”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে
তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ - "কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব,
অকৃতজ্ঞ হলে শা/স্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক
কে/টে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
হাদিস: "যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার
সম্পর্ক বজায় রাখে।”- বুখারি ২৯৮৬ -

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে,
কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হা/রাম টাকা জীবনে অভাবডেকে আনে।
হাদিস: "যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।
মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান-সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের
বারকাহ কমে যায় ৷
হাদিস: "রিযিক সালাতে আছে।”
সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত :
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ
জীবনের বারকাহ খেয়ে ফেলে।
সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ।
অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়৷
হাদিস: "যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে,
সে জান্নাতে যাবে না।"– মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায়
এবং ধ্বং/স হতে থাকে।
সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের
হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
হাদিস: "মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ
করো।" ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো: এতেসম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে
না-সে শেষ পর্যন্ত কম পায় ৷
হাদিস: "মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়,
তবুও সে তৃতীয়টি চাইবে।” – বুখারি ৬৪৩৯

১৩. বাবা-মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
হাদিস: "রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।"
- মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:
জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই,
বরং ধ্বং/স ডেকে আনে।

১৫. সদকা অবহেলা:
সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
হাদিস: "সদকা সম্পদ কমায় না।
-মুসলিম ২৫৮৮

১৬. হিংসা:
অন্যের রিযিক দেখে মন খারাপ করা নিজের
রিযিকের দরজা বন্ধ করে দেয়।

১৭. নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম:
যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি, তাদের প্রতি অন্যায়
করলে রিযিক উঠে যায়।

১৮. মিথ্যা কসম খাওয়া:
টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ
বারকাহ পু/ড়ি/য়ে ফেলে।
বুখারি ২০৮৭

১৯. অলসতা:
রিযিক চেষ্টা করা মানুষের কাছে আসে।
যারা চেষ্টা করে না, ভাগ্যও দরজা খোলে না।

২০. তাকদির নিয়ে অসন্তুষ্টি :
আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিযিকেরদরজা বন্ধ করে দেয়।
হাদিস: "আল্লাহ্ সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণকরেন।”
তিরমিজি ২৫১০

পোষ্টি ভালো লাগলে শেয়ার করে দিবেন

© Quranic Cure Ruqyah center (M.1)

25/12/2025

পাগল বানানো ও বিচ্ছেদের যাদু ধ্বংসের রুকইয়াহ্

25/12/2025

🐍সাপ শয়তানের হিংসা মা ও বাবার ভালো ছেলে মেয়ের ভালোবাসা দেখে🔥

25/12/2025

তাবিজের নিউ ভার্সন,কথিত 'রুকইয়াহ পেপার'। সতর্ক হোন। বিরত থাকুন।

22/12/2025

চট্টগ্রাম আগামীকাল শুক্রবার পর্যন্ত থাকবেন ওস্তাদ Raqi Abu Rayhan راقي أبو ريحان এর ভিতর কেউ রুকইয়াহ্ করতে চাইলে দ্রুত যোগাযোগ করুন 01991-663988

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Cure Ruqyah center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Quranic Cure Ruqyah center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram