28/10/2022
একটা বিষয়ে দেখা যাচ্ছে কিছু কিছু হুজুর, আলেম এবং সাধারণ মানুষ নামাজের পরে দোয়া নিষেধ করেছেন এটা সম্পন্ন অংশে ভুল করেছেন। নামাজের প্রতিটা বাক্যাংশ দোয়া কিন্তুু আমাদের সমাজের অধিকাংশ হুজুর এবং সাধারণ মানুষ আরবিভাষী না তাই নামাজপাঠে অর্ধ বোঝেন না। যার কারনে নামাজের আসল সাধ পাওয়াটা অনেক দূষ্কর হয়েপরে। ফরজ নামাজের পরবর্তীতে মোনাজাত অতিব গুরুত্ববহন করে। মনে প্রাণে তৃপ্তিদায়ক ঢ়েকুর উঠে,গুনাহের কথা মনেপ্রাণে প্রতিপাদ্য হয়। কিছু সময়ের জন্য হলেও সরণে আসে সে যা করছে সম্পন্ন ভুল করছে। ফরজ নামাজের পরে মাজনুন দোয়া এবং তাজবিহ পরাটা গুরুত্ববহন করে। কারন হুজুরেপাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজের পরে তাজবীহ পরতেনপ্রত্যেক ফরজ নামাজ শেষে ৩ বার আসতাগফিরুল্লাহ্ বলতেন। (মুসলিম, ১২২২) (২) তারপর 'আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম' – এটি পরতেন । (মুসলিম, ১২২১) (৩) সুবহা-নাল্লা-হ (৩৩ বার)। আলহাদুলিল্লাহ্ (৩৩ বার)।রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, 'যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করবে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবেন, যদিও গোনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। ' (সহিহ মুসলিম)। ( কি কি তাজবীহ পরতেন পরবর্তিতে আলোচনা করা যাবে ইনশাল্লাহ) এবং হাদীসে বলা হয়েছে ফরজ নামজের পরে দোয়া কবুল হয়। তবে কেন আমরা দোয়া পড়িনা??? কারন আমাদের নিরক্ষরতার কারনে এমন শয়তানী পথের দিকে ধাপিত হয়েছি আমাদের আলেম সমাজ এবং সাধারণ মানুষ। তাজবীহ পাঠ করার পরে অবশ্যই হাত তুলে মোনাজাত করতেই হবে।
কোরআনে ইরশাদ হয়েছে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, তখন বলে দিন- আমি তো কাছেই রয়েছি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে, আর পূর্ণতা লাভ করে’ (সূরা বাকারা : ১৮৬)।
রাসূলুল্লাহ (সা.) যখন নামাজের সালাম ফেরাতেন, উচ্চস্বরে বলতেন- ‘আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই; তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই এবং তাঁরই সব প্রশংসা। তিনি সর্বশক্তিমান। আল্লাহ ব্যতীত আমাদের কোনো সাহায্যকারী নেই, কোনো উপায় ও শক্তি নেই। আল্লাহ ব্যতীত মাবুদ নেই। আমরা তাঁকে ব্যতীত আর কাউকে সেজদা করি না। তাঁরই নেয়ামত, তাঁরই অনুগ্রহ, তাঁরই জন্য উত্তম প্রশংসা। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই।’ (সহিহ মুসলিম শরিফ)।
লেখক: হাফেজ মোঃ মাহবুবুর রহমান।