Hafez Dr.Mahbubur Rahman

Hafez Dr.Mahbubur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafez Dr.Mahbubur Rahman, Dhaka.

14/08/2023

আহ!! আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন।

29/07/2023

ইয়াআল্লাহ।

26/07/2023

O Allah, there is no power, no power without You.

Send a message to learn more

29/10/2022

খাদ্যে ভেজাল বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত ও অন্যতম সমস্যা। সাধারণত খাদ্যে ভেজাল বলতে বোঝায় খাবারের সাথে নিম্নমানের ক্ষতিকর ও অপ্রয়োজনীয় দ্রব্য মেশানো। অসাধু ব্যবসায়ীরা তাদের লোভী মনোবৃত্তি থেকে খাবারে ভেজাল দিয়ে থাকে। এর ফলে মানুষের জীবন হুমকির মধ্যে পড়ে যাচ্ছে।

28/10/2022

একটা বিষয়ে দেখা যাচ্ছে কিছু কিছু হুজুর, আলেম এবং সাধারণ মানুষ নামাজের পরে দোয়া নিষেধ করেছেন এটা সম্পন্ন অংশে ভুল করেছেন। নামাজের প্রতিটা বাক্যাংশ দোয়া কিন্তুু আমাদের সমাজের অধিকাংশ হুজুর এবং সাধারণ মানুষ আরবিভাষী না তাই নামাজপাঠে অর্ধ বোঝেন না। যার কারনে নামাজের আসল সাধ পাওয়াটা অনেক দূষ্কর হয়েপরে। ফরজ নামাজের পরবর্তীতে মোনাজাত অতিব গুরুত্ববহন করে। মনে প্রাণে তৃপ্তিদায়ক ঢ়েকুর উঠে,গুনাহের কথা মনেপ্রাণে প্রতিপাদ্য হয়। কিছু সময়ের জন্য হলেও সরণে আসে সে যা করছে সম্পন্ন ভুল করছে। ফরজ নামাজের পরে মাজনুন দোয়া এবং তাজবিহ পরাটা গুরুত্ববহন করে। কারন হুজুরেপাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজের পরে তাজবীহ পরতেনপ্রত্যেক ফরজ নামাজ শেষে ৩ বার আসতাগফিরুল্লাহ্‌ বলতেন। (মুসলিম, ১২২২) (২) তারপর 'আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম' – এটি পরতেন । (মুসলিম, ১২২১) (৩) সুবহা-নাল্লা-হ (৩৩ বার)। আলহাদুলিল্লাহ্ (৩৩ বার)।রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, 'যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করবে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবেন, যদিও গোনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। ' (সহিহ মুসলিম)। ( কি কি তাজবীহ পরতেন পরবর্তিতে আলোচনা করা যাবে ইনশাল্লাহ) এবং হাদীসে বলা হয়েছে ফরজ নামজের পরে দোয়া কবুল হয়। তবে কেন আমরা দোয়া পড়িনা??? কারন আমাদের নিরক্ষরতার কারনে এমন শয়তানী পথের দিকে ধাপিত হয়েছি আমাদের আলেম সমাজ এবং সাধারণ মানুষ। তাজবীহ পাঠ করার পরে অবশ্যই হাত তুলে মোনাজাত করতেই হবে।

কোরআনে ইরশাদ হয়েছে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, তখন বলে দিন- আমি তো কাছেই রয়েছি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে, আর পূর্ণতা লাভ করে’ (সূরা বাকারা : ১৮৬)।

রাসূলুল্লাহ (সা.) যখন নামাজের সালাম ফেরাতেন, উচ্চস্বরে বলতেন- ‘আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই; তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই এবং তাঁরই সব প্রশংসা। তিনি সর্বশক্তিমান। আল্লাহ ব্যতীত আমাদের কোনো সাহায্যকারী নেই, কোনো উপায় ও শক্তি নেই। আল্লাহ ব্যতীত মাবুদ নেই। আমরা তাঁকে ব্যতীত আর কাউকে সেজদা করি না। তাঁরই নেয়ামত, তাঁরই অনুগ্রহ, তাঁরই জন্য উত্তম প্রশংসা। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই।’ (সহিহ মুসলিম শরিফ)।
লেখক: হাফেজ মোঃ মাহবুবুর রহমান।

28/10/2022

দোয়ার মাধ্যমে সকল মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব। বেশী বেশী দোয়া করে নিজেদের ভাগ্য পরিবর্তন সহ গুণাহ গুলো মাফের জন্য পার্থনা করুন।

আজকে শুক্রবার, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ দিন অধীক নেক আমল করে গুণাহ গুলো মাফে পার্থনা করুন।

28/10/2022

মৃত্যুর ঘটনা ঘটবেই এ বিষয়ের কোন ব্যতিক্রম হবে না। সীমালঙ্ঘন কারীগণ জাহান্নামে যাবে।

28/10/2022

মৃত্যু একদিন মুছেদিবে সকল রঙ্গিন
চলচ্চিরঙ্গিনত্র প্রদর্শনের পদ্ধতি বিশেষ।

27/10/2022

নিজ হাতে সৎভাবে উপার্জনকারীর মর্যাদা সম্পর্কে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, অর্থাৎ, ‘শ্রমজীবী আল্লাহর বন্ধু’। -বায়হাকি

নিজ হাতে কামাই-রোজগার ও হালাল উপার্জনের নির্দেশ কেবল সাধারণ মুসলমানদেরই দেওয়া হয়নি; বরং যুগে যুগে সব নবী-রাসুলগণ এ ব্যাপারে আদিষ্ট ছিলেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআ'লা বলেন,

يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

হে রাসুলগণ! আপনারা পবিত্র বস্তু ভক্ষণ করুন এবং নেক কাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। -সুরা মুমিনুন, আয়াত ৫১

26/10/2022

Al-Mulk 67:2

যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে, কর্মে তোমাদের মধ্যে কে উত্তম। তিনিই পরিপূর্ণ ক্ষমতার মালিক, অতি ক্ষমাশীল।

26/10/2022

একজন মুমিন ব্যক্তির কাছে মেয়েরা যত সংরক্ষিত, অন্য কোন মানুষের কাছে তা নয়।

26/10/2022

হে আমার রব, তুমি আমাদের পৃথিবীর পাপযুক্ত অল্পসুখের বিনিময়ে চিরসুখের জায়গা থেকে পরিত্যাজ্য কর না।

Address

Dhaka

Telephone

+8801721576424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Dr.Mahbubur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hafez Dr.Mahbubur Rahman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram