Save Life Homeo Heaven

Save Life Homeo Heaven Welcome to Save Life Homeo Heaven. Your trusted companion on the path to holistic well-being! Our page is your sanctuary for all things homeopathy.

Don't forget to click 'Follow' to stay updated on the latest posts.

ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি ও সাধারন আলচনা--- ডাঃ মোঃ হারুন অর রশিদ DHMS(Dhaka)পঞ্চম পর্ব ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথিতে রোগ নি...
06/07/2025

ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি ও সাধারন আলচনা
--- ডাঃ মোঃ হারুন অর রশিদ DHMS(Dhaka)
পঞ্চম পর্ব
ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথিতে রোগ নির্ণয়ের ক্ষেত্রে টেম্পারামেন্ট বিশ্লেষণের ভূমিকা
ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় রোগ নির্ণয় একটি গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ-নির্ভর পদ্ধতি। এর অন্যতম প্রধান স্তম্ভ হলো টেম্পারামেন্ট থিওরি (Temperament Theory)। এই তত্ত্ব অনুযায়ী, প্রতিটি মানুষের স্বাভাবিক দেহগঠন, মানসিকতা, আবেগ এবং শারীরিক প্রতিক্রিয়ার ধরণ একটি বিশেষ মেজাজ বা “টেম্পারামেন্ট” দ্বারা নিয়ন্ত্রিত হয়। Count Cesare Mattei এই তত্ত্বকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে, রোগ শুধুমাত্র বাহ্যিক লক্ষণের প্রকাশ নয়; এটি দেহের প্রকৃতি ও অভ্যন্তরীণ শক্তির একটি প্রতিফলন।

টেম্পারামেন্ট-এর শ্রেণিবিভাগ
ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথিতে প্রধানত ৫ প্রকার টেম্পারামেন্ট বিশ্লেষণ করা হয়:
1. লসিকাত্মক (Lymphatic)
2. রক্তাত্মক (Sanguine)
3. স্নায়ুবিষয়ক বা স্নায়বিক (Nervous)
4. বিলিয়াস বা পিত্তাত্মক (Bilious)
5. মিশ্র (Mixed)
প্রতিটি টেম্পারামেন্ট নির্ধারণের পেছনে রোগীর শারীরিক গঠন, মানসিক অবস্থা, রোগপ্রবণতা, আবেগপ্রবণতা এবং প্রতিক্রিয়ার ধরনকে বিবেচনায় নেওয়া হয়।

01/07/2025
ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি ও সাধারন আলচনা--- ডাঃ মোঃ হারুন অর রশিদ DHMS(Dhaka)চতুর্থ পর্ব রোগ নির্ণয়ের প্রক্রিয়া শুরু হয় র...
01/07/2025

ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি ও সাধারন আলচনা
--- ডাঃ মোঃ হারুন অর রশিদ DHMS(Dhaka)

চতুর্থ পর্ব
রোগ নির্ণয়ের প্রক্রিয়া শুরু হয় রোগীর বাহ্যিক ও অভ্যন্তরীণ লক্ষণ পর্যবেক্ষণের মাধ্যমে। চিকিৎসক রোগীর ত্বকের অবস্থা, চোখ, নাক ও জিহ্বার রঙ ও আর্দ্রতা, শ্বাসপ্রশ্বাসের ধরন, শরীরের তাপমাত্রা, ঘুম ও হজমের অবস্থা এবং নাড়ির গতি পর্যবেক্ষণ করে রোগের সম্ভাব্য উৎস সম্পর্কে প্রাথমিক ধারণা নেন। পরবর্তী ধাপে চিকিৎসক রোগীর টেম্পারামেন্ট বা স্বভাব বিশ্লেষণ করেন। একজন লসিকাত্মক প্রকৃতির রোগী সাধারণত ঠান্ডা প্রকৃতির, ধীরগতি সম্পন্ন এবং সহজে ক্লান্ত হয়ে পড়ে; পক্ষান্তরে রক্তাত্মক রোগী অধিক উত্তেজিত, গরম স্বভাবের এবং রক্ত সংবহনজনিত সমস্যায় ভোগে। যাদের মধ্যে এই দুই বৈশিষ্ট্য মিলিত থাকে, তারা মিশ্র প্রকৃতির রোগী হিসেবে গণ্য হন। টেম্পারামেন্ট অনুযায়ী ওষুধ নির্বাচন করলে চিকিৎসার ফলাফল অধিক কার্যকর হয়।

ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি ও সাধারন আলচনা--- ডাঃ মোঃ হারুন অর রশিদ DHMS(Dhaka)তৃতীয় পর্বচিকিৎসা পরিকল্পনায় প্রভাবএই তত্ত্ব...
29/06/2025

ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি ও সাধারন আলচনা
--- ডাঃ মোঃ হারুন অর রশিদ DHMS(Dhaka)
তৃতীয় পর্ব
চিকিৎসা পরিকল্পনায় প্রভাব
এই তত্ত্ব চিকিৎসকের জন্য রোগ নির্ণয়ে শুধু নির্দেশনা নয়, বরং একটি সম্পূর্ণ নির্দেশচিত্র (roadmap)। রোগ নির্ণয়ের পর ওষুধ নির্বাচন এবং পটেন্সির স্তরও এই বিশ্লেষণের ভিত্তিতে নির্ধারণ করা হয়। যেমন, লসিকা দূষণের জন্য ব্যবহার হয় S সিরিজের ওষুধ (S1, S2), রক্ত দূষণের জন্য A সিরিজ (A1, A2), আর মিশ্র দূষণের জন্য C সিরিজ ও WE।
সার্বিকভাবে বলতে গেলে, হিউমোরাল তত্ত্ব ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথির রোগ নির্ণয়ে একটি মৌলিক ভূমিকা পালন করে। এটি শুধু একটি প্রাচীন মতবাদ নয়, বরং আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণের আলোকে রোগের গভীরতর কারণ নির্ধারণে ব্যবহৃত হয়। এই তত্ত্বের মাধ্যমে চিকিৎসক রোগের আসল উৎস নির্ণয় করতে সক্ষম হন, যার ফলে চিকিৎসাও হয় কার্যকর ও টেকসই।
হিউমোরাল থিওরি অনুসারে, দেহে রক্ত এবং লসিকার মধ্যে ভারসাম্য থাকলে রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। রক্ত দূষিত হলে জ্বর, প্রদাহ, রক্তচাপ ইত্যাদি সমস্যা দেখা দেয়; অপরদিকে, লসিকার দূষণে সৃষ্টি হয় সর্দি, অ্যালার্জি, ত্বকের অসুখ প্রভৃতি। কখনো কখনো উভয় তরলই দূষিত হয়, যাকে মিশ্র ভিটিয়েশন বলা হয়, যা তুলনামূলকভাবে জটিল ও দীর্ঘস্থায়ী রোগের জন্ম দেয়। দ্বিতীয়ত, টেম্পারামেন্ট থিওরিতে রোগীকে প্রধানত তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়—লসিকাত্মক, রক্তাত্মক এবং মিশ্র প্রকৃতি। এই শ্রেণিবিন্যাস রোগের প্রকৃতি বুঝতে ও উপযুক্ত ওষুধ নির্ধারণে সাহায্য করে। তৃতীয় স্তম্ভ হিসেবে ভাইটাল ফোর্স বা প্রাণশক্তিকে বিবেচনা করা হয়, যার দ্বারা দেহ নিজের সুস্থতা বজায় রাখে। এই শক্তি দুর্বল হলে রোগ প্রবল হয়, আর শক্তিশালী থাকলে দ্রুত নিরাময় ঘটে।

ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি ও সাধারন আলচনা--- ডাঃ মোঃ হারুন অর রশিদ DHMS(Dhaka)দ্বিতীয় পর্ব রোগ নির্ণয়ে এই তত্ত্বের ভূমিকাহ...
26/06/2025

ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি ও সাধারন আলচনা
--- ডাঃ মোঃ হারুন অর রশিদ DHMS(Dhaka)
দ্বিতীয় পর্ব
রোগ নির্ণয়ে এই তত্ত্বের ভূমিকা
হিউমোরাল তত্ত্ব অনুযায়ী, রোগ নির্ণয়ের সময় চিকিৎসক প্রথমেই নির্ধারণ করার চেষ্টা করেন—রোগটি রক্তের গুণমান নষ্ট হওয়ার কারণে হচ্ছে কিনা, নাকি লসিকার সঞ্চালনে সমস্যা দেখা দেওয়ার কারণে। এই নির্ধারণের জন্য রোগীর বাহ্যিক লক্ষণ, শরীরের তাপমাত্রা, ত্বকের অবস্থা, হজমক্রিয়া, ঘুম ও ক্লান্তির মাত্রা ইত্যাদি বিশ্লেষণ করা হয়। উদাহরণস্বরূপ, যদি দেখা যায় রোগীর ত্বকে শুষ্কতা, ফুসকুড়ি বা ঠান্ডাজনিত উপসর্গ আছে, তবে বোঝা যায় লসিকা দূষিত হয়েছে বা সঞ্চালনে বাধা সৃষ্টি হয়েছে। অপরদিকে, যদি রক্তচাপ বেড়ে যাওয়া, অনিয়ন্ত্রিত রক্তস্রাব বা ত্বকে লালচে ভাব থাকে, তবে রক্ত দূষণের ইঙ্গিত মেলে।

শ্রেণিকরণ: ভিটিয়েশন নির্ধারণ
হিউমোরাল তত্ত্ব অনুসারে রোগ তিনটি ভিটিয়েশন বা দূষণের ধরনে ভাগ করা হয়:
1. Lymphatic Vitiation: সাধারণত ঠান্ডা, শ্লেষ্মা, অ্যালার্জি, ত্বকজনিত সমস্যা ইত্যাদি এই শ্রেণিতে পড়ে।
2. Angiotic Vitiation (Blood): রক্তের চাপ, প্রদাহ, রক্তপাত প্রভৃতি লক্ষণ এখানে অন্তর্ভুক্ত হয়।
3. Mixed Vitiation: যখন উভয় তরলই ক্ষতিগ্রস্ত হয়, তখন জটিল ও দীর্ঘস্থায়ী রোগ দেখা দেয়। যেমন: সোরিয়াসিস, আর্থ্রাইটিস, টিউমার ইত্যাদি।

চলমান

ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি ও সাধারন আলচনা--- ডাঃ মোঃ হারুন অর রশিদ DHMS(Dhaka)ইলেক্ট্রো হোমিওপ্যাথিতে রোগ নির্ণয় পদ্ধতি:ইল...
25/06/2025

ইলেক্ট্রো ন্যাচারোপ্যাথি ও সাধারন আলচনা
--- ডাঃ মোঃ হারুন অর রশিদ DHMS(Dhaka)

ইলেক্ট্রো হোমিওপ্যাথিতে রোগ নির্ণয় পদ্ধতি:
ইলেক্ট্রো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটি স্বতন্ত্র বিকল্প চিকিৎসাশাস্ত্র, যার প্রবর্তক ছিলেন Count Cesare Mattei (১৮০৯–১৮৯৬)। এই চিকিৎসাব্যবস্থার মৌলিক ভিত্তি হলো—মানবদেহে দুইটি প্রধান অভ্যন্তরীণ তরল, রক্ত (blood) এবং লসিকা (lymph), যদি বিশুদ্ধ ও সঠিক গতিতে প্রবাহিত থাকে, তাহলে দেহ সুস্থ থাকে। কিন্তু এই দুই তরলের ভারসাম্য বা বিশুদ্ধতাবিচ্যুতি ঘটলে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক রোগ সৃষ্টি হয়। সেই সূত্র ধরেই ইলেক্ট্রো হোমিওপ্যাথিতে রোগ নির্ণয় পদ্ধতি গড়ে উঠেছে, যেখানে শুধুমাত্র উপসর্গ নয়, বরং রোগের প্রকৃত উৎস খুঁজে বের করা হয়। এই পদ্ধতি মূলত তিনটি তত্ত্বের ওপর ভিত্তি করে গঠিত: হিউমোরাল থিওরি, টেম্পারামেন্ট থিওরি এবং ভাইটাল ফোর্স তত্ত্ব।

ইলেক্ট্রো হোমিওপ্যাথিতে রোগ নির্ণয়ের ক্ষেত্রে হিউমোরাল তত্ত্বের ভূমিকা
ইলেক্ট্রো হোমিওপ্যাথির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো হিউমোরাল তত্ত্ব (Humoral Theory), যা প্রাচীন গ্রীক চিকিৎসাশাস্ত্রের একটি রূপান্তরিত ধারা। এই তত্ত্ব অনুযায়ী, মানবদেহে স্বাস্থ্য টিকে থাকে তখনই, যখন শরীরের দুইটি প্রধান তরল—রক্ত (Blood) ও লসিকা (Lymph) বিশুদ্ধ থাকে এবং সেগুলোর প্রবাহ যথাযথভাবে সম্পন্ন হয়। এই তরলগুলোর ভারসাম্যহীনতা বা দূষণ ঘটলেই রোগ সৃষ্টি হয়। Count Cesare Mattei এই তত্ত্বকে আধুনিক চিকিৎসার অন্তর্ভুক্ত করে ইলেক্ট্রো হোমিওপ্যাথিকে একটি বিজ্ঞানভিত্তিক বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে গড়ে তুলেছেন।

চলমান ......

নতুন এক চিকিৎসা পদ্ধতি যার নাম ইলেক্ট্রো ন্যাচারোপ্যথি। আমি ডাঃ মোঃ হারুন অর রশিদ এই চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দিয়ে থাকি।
24/06/2025

নতুন এক চিকিৎসা পদ্ধতি যার নাম ইলেক্ট্রো ন্যাচারোপ্যথি। আমি ডাঃ মোঃ হারুন অর রশিদ এই চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দিয়ে থাকি।

31/01/2025

আর্সেনিকাম অ্যালবাম
আর্সেনিকাম অ্যালবাম হোমিওপ্যাথ আইসি ডিলিউশন সম্পর্কে
অ্যাসিডাম আর্সেনিকোসাম, অ্যাসিডাম মেটালিকাম, আর্সেনিকাম, গেফিয়ন এবং মেটালাম অ্যালবাম নামেও পরিচিত।
এটি শ্বাসযন্ত্রের সমস্যাগুলির চিকিত্সার জন্য ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে গলার সংক্রমণ, গলা ব্যথা এবং কাশি যার ফলে শ্বাসকষ্ট হয়। এটি সংক্রমণের বিরুদ্ধে আপনার অনাক্রম্যতা বাড়াতেও ব্যবহৃত হয়। এই ওষুধটি অম্লতা এবং বদহজমের লক্ষণগুলি উপশম করে হজমের ব্যাধিগুলিকে উন্নত করতেও পরিচিত। এটি সংক্রমণের পরে জ্বর এবং দুর্বলতা কমাতেও সাহায্য করে।
সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি (সিসিআরএইচ) অনুসারে, আর্সেনিকাম অ্যালবাম 30 করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক ওষুধ হিসাবে গ্রহণ করা যেতে পারে। আর্সেনিকাম অ্যালবাম 30 এর দৈনিক এক ডোজ তিন দিনের জন্য খালি পেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সম্প্রদায়ে বিরাজমান করোনভাইরাস সংক্রমণের ক্ষেত্রে একই সময়সূচী অনুসরণ করে এক মাস পরে ডোজ পুনরাবৃত্তি করা উচিত। আর্সেনিকাম অ্যালবাম 30 ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ প্রতিরোধের জন্যও পরামর্শ দেওয়া হয়েছে। আপনার ডাক্তারের নির্দেশ অনুসারে ওষুধটি গ্রহণ করলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে বলে জানা যায় না।

Bryonia Alb (ঔষধ পরিচিতি) ★★ যে যে রোগের চিকিৎসা করা হয় লক্ষ্মণ ভিত্তিক--রোগের নাম: ১। যৌন২।শুক্রপাত৩। পুন:পুন প্রস্রাব৪...
17/07/2024

Bryonia Alb (ঔষধ পরিচিতি)

★★ যে যে রোগের চিকিৎসা করা হয় লক্ষ্মণ ভিত্তিক--

রোগের নাম: ১। যৌন
২।শুক্রপাত
৩। পুন:পুন প্রস্রাব
৪। গনোরিয়া
৫।ঋতুস্রাব
৬।জরায়ু বহিনির্গমন
৭।শ্বেতপ্রদর
৮।প্রসব বেদনা
৯।খুস্কি
১০।ঘামাচি
১১। দাদ
১২। সোরিয়াসিস
১৩। হাম
১৪। একজিমা
১৫। অর্শবলি
১৬। আঘাত
১৭। কানের স্রাব
১৮। শুষ্ক কাশি
১৯। কোষ্ঠবদ্ধতা
২০। জন্ডিস
২১। টিউমার
২২। পলিপাস
২৩। পক্ষাঘাত
২৪।বমি
২৫। বাত ব্যথা
২৬। মাথা ব্যথা।
২৭। সরলান্ত্র বহিনির্গমন
২৮। সায়েটিকার বেদনা।

ঔষধ এবং ডাক্তারের পরামর্শ নিতে যোগাযোগ করুন ০১৫৭৭১১০১৪৬ নাম্বারে।

Save Life Homeo Heaven
SAVE LIFE HOMEO HEAVEN

 #টনসিল_গ্ল্যান্ড_কেনো_অত্যন্ত_গুরুত্বপূর্ণ - ★★টনসিল শরীরের ইমিউন সিস্টেমের অংশ।  গলা এবং তালুতে তাদের অবস্থানের কারণে,...
11/06/2024

#টনসিল_গ্ল্যান্ড_কেনো_অত্যন্ত_গুরুত্বপূর্ণ -

★★টনসিল শরীরের ইমিউন সিস্টেমের অংশ। গলা এবং তালুতে তাদের অবস্থানের কারণে, তারা মুখ বা নাক দিয়ে জীবাণু শরীরে প্রবেশ করা বন্ধ করতে পারে। এছাড়াও টনসিলে প্রচুর পরিমাণে শ্বেত রক্তকণিকা থাকে, যা জীবাণু ধ্বংস করে।

★যে যে সমস্যা হতে পারেঃ

১। দীর্ঘস্থায়ী টনসিলাইটিস থেকে টনসিলের প্রদাহ বা ফোলা জটিলতা সৃষ্টি হতে পারে।
২। ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) হতে পারে।

৩। সংক্রমণ বেশি দীর্ঘস্থায়ী হলে সেটা আশেপাশের টিস্যুতে গভীরভাবে ছড়িয়ে পড়ে যেটাকে আমরা টনসিলার সেলুলাইটিস বলে থাকি।

৪। দীর্ঘস্থায়ী সংক্রমণে দেহের প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ঘন ঘন রোগাক্রান্ত হয়ে পড়ার প্রবণতা সৃষ্টি হবে।

৫। অবহেলায় ইনফেকশন থেকে পুঁজ এবং সেটা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে।

এখন মানুষের ইমিউনিটি এমনিতেই দুর্বল, ভেজাল খাবার প্রতিনিয়ত শরীরে যাচ্ছে। তাই কোনো বিষয়কে ছোট করে দেখা মোটেও ঠিক হবেনা, দ্রুত পদক্ষেপ বাঞ্ছনীয়।

★তাই হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ্য থাকুন। হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে যোগাযোগ করুন ০১৫৭৭১১০১৪৬ এই নাম্বারে।
সেভ লাইফ হোমিও হ্যাভেন,পল্লবী, মিরপুর, ঢাকা

আপনার নিম্নোক্ত সমস্যাগুলো থাকলে দেরি না করে আজই যোগাযোগ করুন..._স্না'য়বীক দূর্বলতা, _সা'ধারণ দূর্বলতা,_শা'রীরিক দূর্বলত...
10/06/2024

আপনার নিম্নোক্ত সমস্যাগুলো থাকলে দেরি না করে আজই যোগাযোগ করুন...
_স্না'য়বীক দূর্বলতা,
_সা'ধারণ দূর্বলতা,
_শা'রীরিক দূর্বলতা,
_মা'নষিক দূর্বলতা,
_যৌ'ন দূর্বলতা,
_ধ্ব'জভঙ্গ,
_প্রো'স্টাইটিস,
_সি'ফিলিস,
_মুখ'শায়ী গ্রন্থির প্রদাহ,
_চ'র্মরোগ,
_তো'ৎলামি,
_শি'রঃপীড়া,
_চু'লপড়া,
_র'ক্তস্বল্পতা,
_দ্রু'ত-বী'র্যপাত,
_২/১ মিনিটে লি'ঙ্গ নি'চতেজ হয়ে যাওয়া
_হ'স্তমৈ'থুনের ফলে দূ'র্বলতা নিয়ে চিন্তিত?
তাহলে আপনার জন্য হোমিও ঔ'ষধের প্যাকেজ নিয়ে আসছি। এই হোমিও ঔ'ষধ নিয়মিত সেবনে সকল দূর্বলতা থেকে মুক্তি পাবেন। নিজেকে আবার ফিরে পাবেন আপন শক্তিতে। তাই আর দেরি না করে এখনি যোগাযোগ করুন।

সতর্কতা : সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ঔষধ সেবন করবেন না। এতে হিতে বিপরীত হবে...

ডাক্তার এবং ঔষধের জন্য যোগাযোগ :
01577-110146

★দেশী বিদেশি সকল প্রকার হোমিওপ্যাথি ঔষধ পাওয়ায় যায়।

Address

HOUSE/12, ROAD/21, BLOCK/C, PALLABI, MIRPUR, DHAKA-
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 06:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801577110146

Website

https://join.skype.com/invite/qL3tc3tLMK8U, https://www.instagram.com/savelifehome

Alerts

Be the first to know and let us send you an email when Save Life Homeo Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Save Life Homeo Heaven:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram