17/07/2025
৫ ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি অবস্থার প্রেক্ষাপট দেখে আমার এক মুরুব্বির গল্পের কথা বারবার মনে পড়ছে, ----- গল্পটা হচ্ছে এক ব্যক্তি প্রতিদিন রাত্রে একটা নির্জন স্থানে গভীর রাতে ধ্যানে বসতেন এবং ফজরের আগে বাড়িতে চলে আসতেন, একদিন রাতে আসলেন এক দরবেশ বাবা এসে বললেন এই পাগল তোর সাধনা পূর্ণ হয়েছে তাই তোর আমি যা বলে যাচ্ছি মন দিয়ে খেয়াল করে শুনে রাখ, বলল বাবা তুমি বলো আমি খুব মন প্রাণ দিয়ে শুনবো, তখন দরবেশ বাবা বলল তুই কাল সকালে সূর্য ওঠার আগেই তিনটা জিনিস বলবি আল্লাহ তা তোর তাই পূর্ণ করব এই কথা শুনে মনে মনে খুশি খুশির ঠেলায় সে বাড়িতে এসে বউকে বিস্তারিত খুলে বলল বউ শুনার পর থেকে বলছে শোন তুমি প্রথমে আমার আগে গহনা গাটি এগুলা কথা বলবা, দ্বিতীয়, তারপরে আমাদের বাড়ি ঘর যেন বিল্ডিং যা যা লাগে সুন্দর হয় এটা বলবা,তৃতীয় আমি যেন সারা জীবন বুড়ি না হয় সে কথা বলবা, একথা বলার পরে একটু পর পর বউ স্বামীকে বলছে এই শুনো আমার এই কথা মনে থাকবে তো কিছু সময় পরপরই এই একই কথা বউ বলতে থাকলো এরকম বলতে বলতে সকাল হয়ে গেছে বারবার তার বউ ওই একই কথা বলছে যে আমার এই কথা মনে থাকবে তো এই কথায় কিন্তু তোমার বলতে হবে, ইতিমধ্যে সকাল হয়ে গেছে মানে দরবেশ বাবার তিনটা কথা কথাটা বলার সময় হয়ে গেছে, তারপরও বউ একই কথা বলছে লোকটার বইয়ের কথার পেড়াতে বা জ্বালাই প্রথম কথায় বলে বসছে -দুর বালছাল আর এমনিতেই তার সব মুখমণ্ডল শরীর বালছালে ভরে গেছে এখন বাকি আছে দ্বিতীয় কথা বউ কিন্তু বারবার তার একই কথা বলতেছে তার কথায় এখন লোকটা মনে মনে ভাবছে দ্বিতীয় কথাটা কথা আমি যা বলব তাইতো হবে তাহলে এখন কি বলা যায় দ্বিতীয় কথাটাও রাগের বসবতি বলে ফেলছে রাখো তোমার কথা তোমার মুখ বন্ধ করো আর ওমনিতেই বউয়ের মুখ বন্ধ হয়ে গেছে, তখন তো দেখছে আর এক বিপদ আরেক জালা এখন তৃতীয় কথা কি বলবো লোকটা ভাবতেছে তখন লোকটা কথা না বলে মনে মনে ভাবতেছে আমার দ্বিতীয় কথা বললেই তো শেষ এখন যে সমস্যা এটাতো আগে সমাধান করে নিতে হবে কারণ আমি তৃতীয় কথা বললে হয়তো এগুলো ভালো করে নিতে পারব তাই অন্য কিছু না চেয়ে সে বলছে মানে লোকটা বলছে যেমন ছিলাম তেমনি থাকি, লোকটার তৃতীয় কথা বলা শেষ, তখন বউ আর জামাই দুইজনের মধ্যে আবার বলাবলি শুরু হলো যে তোমার এই পেড়াতে বা বাড়াবাড়িতে আমরা কিছুই পেলাম না এখন যে আমি শেষ কথা যদি এইটা না বলতাম তাহলে সারা জীবন দুইজনেরই কপালে কষ্টের সীমা থাকতো না তাই বুঝে শুনে আমি বলেছি যেমন ছিলাম তেমনি ভালো, আমারে গল্পের মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আকাংখা নিয়ে প্রত্যেকটা দল এগিয়ে যাচ্ছে মানে সব দলই যে নিজেদের মত করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই,কিন্তু কিছু দল জনগণের অবস্থা বুঝে রাষ্ট্রের আমুল পরিবর্তন করার জন্য চিল্লাচিল্লি করছে কিন্তু করলে কি হবে তাদের তো সেই জনসমর্থন গ্রামে গঞ্জে নেই যার কারণে তারা পেরে উঠতে পারতেছে না,কিন্তু তারা আবার আশা ও ছাড়ছে না, তাই শেষমেষ আমার আশঙ্কা বাংলাদেশের ৫ ই আগস্টের পর পরবর্তীতে এই গল্পের মত না হয়। তবে আশা করি রাজনৈতিক দলগুলোর মধ্যে যত বিভেদ থাক না কেন সব বিভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে রাষ্ট্রের সাথে মানুষের স্বার্থে একটা জাতীয় ঐক্যমত কমিটিতে পৌঁছাবে ইনশাআল্লাহ এই আশায় এই জাতির যদি কপাল ফেরে, সেই আশায় নিরন্তন তে রইলাম ইনশাআল্লাহ।