Mia MD Bashir Uddin

  • Home
  • Mia MD Bashir Uddin

Mia MD Bashir Uddin দৃষ্টি বিষয়ক-চক্ষু চিকিৎসক --মিয়া মো: বশির উদ্দিন ( Diploma in Optometrist) UNI, S, A. MSS, Dhaka.

21/07/2025

এটাই বাস্তবতা

বাস্তবতা
21/07/2025

বাস্তবতা

পি আর পদ্ধতির শুধু এগুলোই সুবিধা নয় আরো অনেক সুবিধা আছে, যেমন ধরুন আগের নিয়মে যদি ভোট হয় তাহলে অনেক এমপি অশিক্ষিত অযো...
20/07/2025

পি আর পদ্ধতির শুধু এগুলোই সুবিধা নয় আরো অনেক সুবিধা আছে, যেমন ধরুন আগের নিয়মে যদি ভোট হয় তাহলে অনেক এমপি অশিক্ষিত অযোগ্য কথা বলতে পারে না, টাকা দিয়ে ভোট কিনে এমপি হয়ে যায়, উদাহরণস্বরূপ যেমন মমতাজ মানে গায়িকা নায়িকা মমতাজ এমপি হয়েছে পটুয়াখালীর একজন মহিলা ছিল অ আ ক বলতো সংসদে দাঁড়িয়ে এ ধরনের অথর্ব মার্কা লোক কিন্তু এমপি হয়ে যায়, আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সত্যিকার অর্থে প্রত্যেকটা দলেই কেন্দ্রীয় কমিটিতে যোগ্য দক্ষ লোক থাকে এই হিসাবে যারা যত পারসেন্ট ভোট পাবে এই ভোটের ভিত্তিতে প্রত্যেকটা দলের শিক্ষিত যোগ্য দক্ষ এবং পপুলারিটি বিবেচনা করে সংসদে পাঠাবে আমার মনে হয়, আর একটা বিষয় না বললেই নয় ইদানিং অনেকে বলছে ভোট দিব ঢাকায় সংসদ সদস্য নির্বাচিত হবে অন্য এলাকায়, তা হবে কেন প্রত্যেক এলাকায় ভোটের উপস্থিতি অর্থাৎ কোন দল কত পারসেন্ট ভোট পেয়েছে এটাতো নির্বাচন কমিশনের কাছেই হিসাব থাকবে সেই হিসাবে যে দল যত পারসেন্ট ভোট পাবে তার ভিত্তিতেসেইভাবে নির্বাচন কমিশন নির্ণয় করবে প্রত্যেকটা আসনে কোন দল সংসদ সদস্য হবে অর্থাৎ একটা আসনে জামাত যদি বিএনপি চেয়ে কম্পাই সেই আসনে বিএনপি এমপি হবে আবার যে আসনে জামাত বেশি ভাবে পাবে এই আসনে জামাতকে ঘোষণা করা হবে ধরুন বিএনপি ৪০% ভোট পেয়েছে তাহলে সিট আসে ১২০ টা ওই হিসাবে বিএনপি যেসব আসনে বেশি পেয়েছে এই আসনগুলো পাবে বিএনপি, ঠিক একই নিয়মে অন্যান্য দল এই নিয়ম প্রযোজ্য হবে ভোটের ভিত্তিতে,, এতে সমস্যা কোথায় ?

বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে এভাবেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা ভোগ করবে এটাই তার আল্লা...
18/07/2025

বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে এভাবেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা ভোগ করবে এটাই তার আল্লাহর ভয় থাকা ব্যক্তিদের বাস্তব প্রমাণ, বাংলাদেশ স্বাধীনতার পর কোন ব্যক্তি রাষ্ট্রের পক্ষ থেকে এভাবে বেঁচে যাওয়া অর্থ ফেরত দিছে কেউ কোন প্রমাণ দেখাতে পারবে এরই নাম কুরআন সুন্নাহর সত্যি কার অর্থে বাস্তবায়নকারী মানুষ তাই আমাদের সকলের উচিত বাংলাদেশের যেন কুরআন সুন্নাহর আইনের লোকের হাতে রাষ্ট্র পরিচালিত হয় সেই আশা এবং লক্ষ্যে কাজ করা উচিত, ইনশাআল্লাহ

17/07/2025

৫ ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি অবস্থার প্রেক্ষাপট দেখে আমার এক মুরুব্বির গল্পের কথা বারবার মনে পড়ছে, ----- গল্পটা হচ্ছে এক ব্যক্তি প্রতিদিন রাত্রে একটা নির্জন স্থানে গভীর রাতে ধ্যানে বসতেন এবং ফজরের আগে বাড়িতে চলে আসতেন, একদিন রাতে আসলেন এক দরবেশ বাবা এসে বললেন এই পাগল তোর সাধনা পূর্ণ হয়েছে তাই তোর আমি যা বলে যাচ্ছি মন দিয়ে খেয়াল করে শুনে রাখ, বলল বাবা তুমি বলো আমি খুব মন প্রাণ দিয়ে শুনবো, তখন দরবেশ বাবা বলল তুই কাল সকালে সূর্য ওঠার আগেই তিনটা জিনিস বলবি আল্লাহ তা তোর তাই পূর্ণ করব এই কথা শুনে মনে মনে খুশি খুশির ঠেলায় সে বাড়িতে এসে বউকে বিস্তারিত খুলে বলল বউ শুনার পর থেকে বলছে শোন তুমি প্রথমে আমার আগে গহনা গাটি এগুলা কথা বলবা, দ্বিতীয়, তারপরে আমাদের বাড়ি ঘর যেন বিল্ডিং যা যা লাগে সুন্দর হয় এটা বলবা,তৃতীয় আমি যেন সারা জীবন বুড়ি না হয় সে কথা বলবা, একথা বলার পরে একটু পর পর বউ স্বামীকে বলছে এই শুনো আমার এই কথা মনে থাকবে তো কিছু সময় পরপরই এই একই কথা বউ বলতে থাকলো এরকম বলতে বলতে সকাল হয়ে গেছে বারবার তার বউ ওই একই কথা বলছে যে আমার এই কথা মনে থাকবে তো এই কথায় কিন্তু তোমার বলতে হবে, ইতিমধ্যে সকাল হয়ে গেছে মানে দরবেশ বাবার তিনটা কথা কথাটা বলার সময় হয়ে গেছে, তারপরও বউ একই কথা বলছে লোকটার বইয়ের কথার পেড়াতে বা জ্বালাই প্রথম কথায় বলে বসছে -দুর বালছাল আর এমনিতেই তার সব মুখমণ্ডল শরীর বালছালে ভরে গেছে এখন বাকি আছে দ্বিতীয় কথা বউ কিন্তু বারবার তার একই কথা বলতেছে তার কথায় এখন লোকটা মনে মনে ভাবছে দ্বিতীয় কথাটা কথা আমি যা বলব তাইতো হবে তাহলে এখন কি বলা যায় দ্বিতীয় কথাটাও রাগের বসবতি বলে ফেলছে রাখো তোমার কথা তোমার মুখ বন্ধ করো আর ওমনিতেই বউয়ের মুখ বন্ধ হয়ে গেছে, তখন তো দেখছে আর এক বিপদ আরেক জালা এখন তৃতীয় কথা কি বলবো লোকটা ভাবতেছে তখন লোকটা কথা না বলে মনে মনে ভাবতেছে আমার দ্বিতীয় কথা বললেই তো শেষ এখন যে সমস্যা এটাতো আগে সমাধান করে নিতে হবে কারণ আমি তৃতীয় কথা বললে হয়তো এগুলো ভালো করে নিতে পারব তাই অন্য কিছু না চেয়ে সে বলছে মানে লোকটা বলছে যেমন ছিলাম তেমনি থাকি, লোকটার তৃতীয় কথা বলা শেষ, তখন বউ আর জামাই দুইজনের মধ্যে আবার বলাবলি শুরু হলো যে তোমার এই পেড়াতে বা বাড়াবাড়িতে আমরা কিছুই পেলাম না এখন যে আমি শেষ কথা যদি এইটা না বলতাম তাহলে সারা জীবন দুইজনেরই কপালে কষ্টের সীমা থাকতো না তাই বুঝে শুনে আমি বলেছি যেমন ছিলাম তেমনি ভালো, আমারে গল্পের মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আকাংখা নিয়ে প্রত্যেকটা দল এগিয়ে যাচ্ছে মানে সব দলই যে নিজেদের মত করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই,কিন্তু কিছু দল জনগণের অবস্থা বুঝে রাষ্ট্রের আমুল পরিবর্তন করার জন্য চিল্লাচিল্লি করছে কিন্তু করলে কি হবে তাদের তো সেই জনসমর্থন গ্রামে গঞ্জে নেই যার কারণে তারা পেরে উঠতে পারতেছে না,কিন্তু তারা আবার আশা ও ছাড়ছে না, তাই শেষমেষ আমার আশঙ্কা বাংলাদেশের ৫ ই আগস্টের পর পরবর্তীতে এই গল্পের মত না হয়। তবে আশা করি রাজনৈতিক দলগুলোর মধ্যে যত বিভেদ থাক না কেন সব বিভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে রাষ্ট্রের সাথে মানুষের স্বার্থে একটা জাতীয় ঐক্যমত কমিটিতে পৌঁছাবে ইনশাআল্লাহ এই আশায় এই জাতির যদি কপাল ফেরে, সেই আশায় নিরন্তন তে রইলাম ইনশাআল্লাহ।

14/07/2025

বিএনপি, বিএনপি'র বিপরীতে সব দলকে খোঁচা মেরে কথা বলা শুরু করেছে সব দল যদি বিএনপির ভাষায় প্রতিবাদ শুরু করে তখন বিএনপির কি অবস্থা হবে, কল্পনা করা যায় ?

13/07/2025

এখন বিএনপি কি বলবে ?

13/07/2025

এই জুলাই অথবা আগস্টে, বিএনপি বনাম জামাত চরমোনাই হেফাজত এনসিপি সহ আরো কিছু দল সাথে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা অনিবার্য !!!

আমি বুঝিনা বাংলাদেশে যেভাবে বিএনপি নামক দল কর্তৃক যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যেভাবে চাঁদা হত্যা লুণ্ঠন ভূমি দখলদার শু...
11/07/2025

আমি বুঝিনা বাংলাদেশে যেভাবে বিএনপি নামক দল কর্তৃক যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যেভাবে চাঁদা হত্যা লুণ্ঠন ভূমি দখলদার শুরু করছে বিশেষ করে বিএনপি'র বিরুদ্ধে সব দল এখনো বসে আছে কেন? দুর্বার আন্দোলন গড়ে তোলার এখনই সময় এই নব্য স্বৈরাচারদের নির্বাচনের আগেই আওয়ামী লীগের মতো বিদায় করতে হবে।

Address


Telephone

+8801676900821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mia MD Bashir Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mia MD Bashir Uddin:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share