
28/08/2025
প্রিয় 'Bike Packing Trip to Monpura'-এর অংশগ্রহণকারীগণ,
কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে মনপুরা ও আশেপাশের এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত ঘোষণা করার কারণে, আজকে ঢাকা থেকে মনপুরাগামী কোনো লঞ্চ চলাচল করবে না। আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে দেখেছি, কিন্তু দুঃখজনকভাবে তা সম্ভব হয়নি।
প্রাকৃতিক কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বাইক প্যাকিং ট্রিপটা এই মুহূর্তে আপাতত স্থগিত করতে হচ্ছে।
ট্রিপের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ই সেপ্টেম্বর। আমরা আশা করি, নতুন তারিখে আমরা সবাই আরও সুন্দর এবং আনন্দময় অভিজ্ঞতা একসঙ্গে উপভোগ করতে পারব।
যদি কেউ ঐ তারিখে অংশগ্রহণ করতে না চান বা না পারেন, তবে অনুগ্রহ করে Jahan ভাই অথবা Saddam Hossain-কে জানিয়ে দিন।
আপনাদের সহমর্মিতা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
Dear participants,
A while ago, we came to know that due to the signal no 3 in Monpura and the surrounding areas, no launch services will operate from Dhaka to Monpura today. We explored alternative options, but unfortunately, none could be arranged. As this situation arises from natural causes beyond our control, we regret to inform you that our trip has been postponed.
The new date for the trip is 18th September. We are hopeful that on this rescheduled date, we will be able to enjoy an even better experience together.
If anyone is unable or unwilling to join on the revised date, please kindly inform Jahan bhai or Saddam Hossain.
Thank you for your understanding and cooperation.