18/04/2025
ইন্টারভেনশন পদ্ধতিতে স্লিপ ডিস্কের চিকিৎসা:
পিঠ, কোমর অথবা ঘাড়ে ব্যথার প্রচলিত চিকিৎসা সার্জারি। তবে অস্ত্রোপচার করেও অনেক সময় অসুখটা ফিরে আসার ঝুঁকি থাকে। ৫০% ক্ষেত্রে একাধিক বার অপারেশন করাতে হয়। ইদানীং ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের সাহায্য নিয়ে স্লিপ ডিস্কের ব্যথা নিরাময় করা হচ্ছে। ইন্টারভেনশনাল বিভিন্ন পদ্ধতির মধ্যে রয়েছে এপিড্যুরাল ইঞ্জেকশন, এপিডুরাল ব্লক, নার্ভ রুট স্লিভ, এপিড্যুরোলাইসিস ও ওজোন ডিসেকটমি। এদের মধ্যে সব থেকে জনপ্রিয় হল ওজোন ডিসেকটমি। এই পদ্ধতিতে সাফল্যের হার ৯০%। এই পদ্ধতিতে কোনও রকম কাটাছেড়া ছাড়াই সূক্ষ্ম ক্যাথিটারের সাহায্যে রোগীর পিছলে যাওয়া জেলির ডিস্কের মধ্যে ওজোন গ্যাস প্রবেশ করানো হয়। এর জন্যে রোগীকে অজ্ঞান করারও দরকার পড়ে না। ওজোনের অ্যাকটিভ অক্সিজেন অ্যাটম নিউক্লিয়ার পাল্পোসাসের মধ্যের প্রোটিও গ্র্যালাইকান ব্রিজটি ভেঙে দেয়। ফলে জেলির পানি ধরে রাখার ক্ষমতা কমে গিয়ে এটি শুকিয়ে ছোট হয়ে যায়। একই সঙ্গে ওজোন গ্যাস আশপাশের নার্ভ রুটের প্রদাহ কমিয়ে দেয়। অসহ্য যন্ত্রণার কবল থেকে মুক্তি। যারা স্লিপ ডিস্কের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তারা ওজোন ডিসেকটমির সাহায্যে ব্যথামুক্ত সুন্দর জীবন যাপন করতে পারেন অনায়াসে।
============================
ইন্টারভেনশনাল পেইন বিশেষজ্ঞ
ডাঃ এ. টি. এম রাশেদুন নবী
এম.বি.বি.এস, ডি.এ(বি.এস.এম.এম.ইউ), এম.সি.পি.এস
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
অ্যানেস্থেসিওলজি এন্ড পেইন মেডিসিন
টি.এম.এম.সি.এইচ, গাজীপুর।
_____________________________________
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 শনিবার থেকে বৃহস্পতিবার
🕓 বিকাল ৫:০০ টা থেকেরাত ৯:০০ টা পর্যন্ত
_____________________________________
আমাদের ঠিকানাঃ
-------------
চেম্বার ১:
🏥 নস্ট্রাম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
📍 ঠিকানাঃ বাড়ি #২২, আলাওল এভিনিউ রোড, সেক্টর # ৬, উত্তরা, ঢাকা -১২৩০
(উত্তরা হাউজ বিল্ডিং মোড় থেকে পূর্ব দিকে এস.এ পরিবহন পার্সেল এর পাশে)
চেম্বার ২:
🏥 সবুজ বাংলা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
📍 ঠিকানাঃ ১নং রেল গেইট , বোনারপাড়া, সাঘাটা, গাইবান্ধা।
_____________________________________
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 শুক্রবার
🕓 সকাল ৯:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত
📝এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরেঃ
📞 01312088608