Ayurvedic Medicine

Ayurvedic Medicine Thank you for your interest in Ramiz Shop. We encourage you to explore our WEBSITE, PRODUCTS and OPPORTUNITIES. Always we look forward to hearin

17/01/2025
 #কার্ডোকেয়ারকার্যকারিতা:হৃদরোগ (অস্বাভাবিক হৃদকম্পণ, জন্মগত হৃদরোগ, থম্বোসিস, বুক ধরফর করা, বুকে ব্যথা), ফুসফুসের রোগ (...
03/06/2024

#কার্ডোকেয়ার

কার্যকারিতা:
হৃদরোগ (অস্বাভাবিক হৃদকম্পণ, জন্মগত হৃদরোগ, থম্বোসিস, বুক ধরফর করা, বুকে ব্যথা), ফুসফুসের রোগ (শ্বাসকষ্ট, হাঁপানী, নিউমোনিয়া, COPD, যক্ষা, কাশি) হৃদকম্প, হৃদরোগ জনিত শ্বাসকষ্ট এবং শারীরিক দুর্বলতা প্রশমক।
01796036632

#কার্ডোকেয়ার

 #কার্যকারিতা:* সব ধরনের কিডনি রোগে অত্যন্ত কার্যকর।* এটি একটি ডায়েরেটিক, টনিক এবং অ্যাফ্রোডিসিয়াক, প্রস্রাবের ব্যাধি ...
31/05/2024

#কার্যকারিতা:

* সব ধরনের কিডনি রোগে অত্যন্ত কার্যকর।

* এটি একটি ডায়েরেটিক, টনিক এবং অ্যাফ্রোডিসিয়াক, প্রস্রাবের ব্যাধি হিসাবে ব্যবহার করে।

* বেদনাদায়ক Micturition, Micturition এর ফ্রিকোয়েন্সি, pyclonephnitis এর উপর কার্যকরী।

* কিডনি পাথর, মূত্রাশয় পাথর, নেফ্রোপ্যাথি, নেফ্রোটিক সিনড্রোম, কিডনি সংক্রমণের জন্য ব্যবহার করুন।

* প্রস্রাবের রং বর্ণহীন, প্রস্রাবে রক্ত, প্রস্রাবের ফোশাট।

* রেন-কেয়ারের অন্যান্য ব্যবহার হল বাত, সাধারণ দুর্বলতা, যৌন দুর্বলতা, বন্ধ্যাত্ব ইত্যাদি

:

*Highly effective on all type of kidney diseases.

*It use as a dieretic, tonic and aphrodisiac, urinary disorders.

*Effective on painful Micturition, frequency of Micturition, pyclonephnitis.

*Use for kidney stone, bladder stone, Nephropathy, Nephrotic syndrome, kidney infection.

*Dicolouration of urine, Blood in urine, phoshatase urine.

*Other use for Ren-kear is arthritis, general weakness, s*xual weakness, infertility etc

আমাদের সাথে যোগাযোগ করুন
মোবাইল 01796036633

24/05/2024

Cap.Neuro-Ex

Generic Name : (Batari Guggulu)

#কার্যকারিতাঃ আমবাত, কটীশূল, গুদ্রসী (সায়াটিকা) ক্রোষ্ট্রক (মাজা ব্যথা ও হাটু ব্যথা), বয়স জনিত পরিবর্তন, নিউরোলজিক্যাল ব্যথা ও ভিটামিন B, B6, B12 অভাব জনিত সমস্যা -এ কার্যকারি।

#ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরালজিয়া, অপটিক নিউরাইটিসে অত্যন্ত কার্যকর।

🔸ভিটামিন B1, B6, B12 অভাবজনিত সিন্ড্রোমের চিকিৎসা

🔸রিউমাটয়েড আর্থাইটিস, নিতম্বের ব্যথা, হাঁটু ব্যথার জন্য ব্যবহার করুন।

🔸এটি ক্রনিক ডিজেনারেটিভ (বয়স জনিত পরিবর্তন) রোগ ব্যবহার করে।

🔸জয়েন্টের ব্যাথা এবং ফোলা এবং সেই সাথে জয়েন্ট শক্ত হওয়া থেকে মুক্তি দেয়।

🔸ক্ষুধা এবং হজম পুনরুদ্ধার করে।

🔸ডিটক্সিফায়ার।

🔸গাউট, প্যারাপিজিয়া, লিম্পিং এবং সায়াটিকার জন্য দরকারী প্রতিকার।

🔸দীর্ঘস্থায়ী আর্থ্রাটিসের কারণে বিকৃত হাটু।

🔸নিম্ন পিঠে ব্যথা, পক্ষাঘাত নিয়ন্ত্রণ করে। জ্বালাপোড়া উপশম করে।

🔸অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং পেরিফেরাল অ্যানালজেসিক কার্যকলাপ।

🔸সায়াটিক স্নায়ুর উপর চাপ কমায় এবং নড়াচড়ার মাত্রা উন্নত।

: Rheumatoid arthritis, Joint pain, Sciatica, spondylosis, degenerative chnage, neurological pain & vitamin B, B6, B12 deficiency syndrome.


effective on Diabetic Neuropathy, Peripheral Neuralgia, Optic Neuritis

🔸Treatment for Vitamin B1, B6, B12 deficiency Syndrome

🔸Use For Rhematoid arthritis, hip pain, knee pain.

🔸It use to Chronic Degenerative disease.

🔸Provides relief from joint pain and swelling as well as joint stiffness.

🔸Recovers the appetite and digestion.

🔸Body detoxifier.

🔸Useful remedy for gout, paraplegia, limping and sciatica.

🔸Deformed knee due to Chronic arthritis.

🔸Controls lower backache pain, paralysis.

🔸Relieves the Burning Sensation.

🔸Anti-Inflammatory and Peripheral analgesic activity.

🔸Reduces the Pressure on the Sciatic nerve and improves the degree of movement.

#সেবনবিধিঃ ১-২ ক্যাপসুল দৈনিক ৩ বার আহারের পর অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

#পার্শ্ব প্রতিক্রিয়া: স্বীকৃত মাত্রায় সেবনে সচরাচর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।

#সতর্কতা: আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন।

#উপাদানঃ প্রতি ৫০০ মিগ্রা ক্যাপসুলে রয়েছে:-
গন্ধক ১০০ মি.গ্র
এিফলা ৩০০ মি.গ্রা
গুগগুলু ১০০ মি.গ্রা
এবং অন্যান্য সহযোগী উপাদান প্রয়োজনমত।

সূত্রঃ বাতারি গুগগুলু বা.জা.আ.ফ.

Cap.Neuro-Ex

Generic Name : (Batari Guggulu)

Type of Product : Capsule

Pack Size = 30s

Price = 540 BDT

Mfg Lic No. : Ayu-73

DAR No. : Ayu-91-A-074

Type of Medicine : Ayurvedic Medicine

Manufacturing Licence No: AY-073

Source : Bangladesh National Ayurvedic Formulary (BNAF).

প্রস্তুতকারক:
আরগন ফার্মাসিউটিক্যালস্ (আয়ু)

জেল রোড, কাশর, ময়মনসিংহ, বাংলাদেশ।

📢 #আমরা দিচ্ছি সারা দেশ জুড়ে ডেলিভারি,🚛🚛
আমাদের সাথে যোগাযোগ করুন
01796-036633
.Neuro-Ex #জয়েন্টের ব্যাথা এবং ফোলা এবং সেই সাথে জয়েন্ট শক্ত হওয়া থেকে মুক্তি দেয়।

17/05/2024

Syp.Libiton 200ml


: Aswagandarista


#বিবরণঃ সিরাপ লিবিটিন: সিরাপ লিবিটন একটি আয়ুর্বেদিক ঔষধ যাহা ঐকাধিক ভেষজ এর সম্বনয়ে অনান্য ফমূলায় প্রস্তুত করা হয়। প্রচীন কাল থেকে ইহা একটি সু-প্রসিদ্ধ আয়ুর্বেদিক ঔষধ যা চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভাবে ব্যবহৃত হয়ে আসছে। ইহা শরীরকে পুনরজ্জীবিত করে এবং জীবনকাল বাড়াতে সাহায্য করে।



#ফার্মাকোলজিঃ

#অধণা: (Withania somnifera) ৪- এটি উপশমকারী উনিক, উদ্দীপক, অ্যাফ্রোডিসিয়াক অ্যাডোপটোজেনিক এবং বিকল্প এটি স্মৃতিশক্তির ক্ষয় পুনরুদ্ধার করে এবং স্নায়বিক ক্লান্তি স্পার্মাটোরিয়া এবং বার্ধক্যজনিত দুর্বলতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আধুনিক গবেশনায় এটির সহনশীলতা বর্ধক বৈশিষ্ট্যগুলির জন্য প্যানাক্স জিনসেং এর সাথে তুলনা করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বাজীকরন ঔষধ হিসাবে বিবেচনা করা হচ্ছে। যা বীর্য এবং যৌন শক্তি বৃদ্ধি করতে সক্ষম।



#কার্যকারিতা: স্নায়ুশক্তি ও বল বর্ধক,বীর্য বর্ধক,শারীরিক ও মানসিক শক্তি বর্ধক,যৌন দুর্বলতা, সেক্স হরমন বৃদ্ধি,মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিকারক,টেস্টোস্টেরন হরমন বৃদ্ধি করে,অপস্মার, মূছা, সন্ন্যাস, উন্মাদ, বাতরোগ, অনিদ্রা ও কৃশতায়,এবং ফার্টাইলিটি পাওয়ার বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে।

🔸যৌন সুস্থতার সমৃদ্ধিতে ৪-

🔸পুরুষ সেক্স হরমোন টেষ্টটোস্টেরন বাড়াতে সাহায্য করে।

🔸পুরুষ ও মহিলা উভয়ে যৌন আকাঙ্খ্য বাড়াতে সাহায্য করে ও শারীরিক শক্তি বাড়ায়।

🔸অকাল বীর্যপাত রোধক। যৌন দুর্বলতা কমায়।

🔸বাজীকরন (অ্যাফ্রোভিসিক) বৈশিষ্ট্যের করনে ইহা বীর্যের ঘনত্ব বাড়ায়।

🔸সিরাপ লিবিটন ব্যবহারের ফলে শরীরের ক্লাপ্তি ও দুর্বলতা বিরুদ্ধে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায় কোষের আনবিক জ্বর পর্যন্ত। ইহা শরীর হতে কর্টিসোল হরমোন কমাতে সাহায্য করে যা কিনা হতাশা ও দুঃচিন্তা হ্রাস করে।

🔸ইহা পেশী ব্যাথা পেশী টান লাগা ও বাতব্যাথা কমাতে সাহায্য করে।


🔸কিছু নিউরোডিজেনেরেটিভ রোগ যেমন পারকিনসন্স রোগ ও আলশাইমার রোগের উপসর্গ কমাতে সাহায্য করে।

🔸আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রমতে ইহা বিভিন্ন মানসিক রোগ যেমন মুর্গী, সিজোফ্রেনিয়া, বিাতা উদ্বেগ, অলসতা, নিস্তেজতা এবং অন্যান্য স্মৃতি সর্ম্পকিত রোগে ব্যবহার করা হয়

🔸ইহ্য মেজাজ প্রতফুল্ল রাখে এবং মানসিক সচেনতা আনায়ন করে



: Nerve strength and strength enhancer, s***m enhancer, physical and mental strength enhancer, s*xual impotence, s*x hormone increase, brain performance enhancer, testosterone hormone increase, epilepsy, dementia, sanyas, insanity, rheumatism, insomnia and impotence, and fertility enhancement Acts as an assistan



#সেবনবিধি: ২-৪ চা চামচ সম পরিমান পানি সহ দিনে ২-৩ বার অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

#পার্শ্ব প্রতিক্রিয়া: স্বীকৃত মাত্রায় সেবনে সচরাচর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।



#সতর্কতা: আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন।



#সেবনের পূর্বে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিন।


#উপাদান:

প্রতি ৫ মিঃ লিঃ নির্যাসে রয়েছে

অশ্বগন্ধা ০.৩৭ গ্রাম

মঞ্জিষ্ঠা ৭৪.৯৪ মিঃ গ্রাঃ

হরীতকী ৭৪.৯৪ মিঃ গ্রাঃ

হরিদ্রা ৭৪.৯৪ মিঃ গ্রাঃ

দার হরিদ্রা ৭৪.৯৪ মিঃ গ্রাঃ

বচ ৫৯.৯৫ মিঃ গ্রাঃ

এবং অন্যান্য উপাদান

সূত্র: অশ্বগন্ধারিষ্ট বা.জা.আ.ফ. (আয়ুর্বেদীয় ঔষধ)



:

Each 5 ml contains extract of

Withania somnifera 0.37 gm

Rubia cordifolia 74.94 mg

Terminalia chebula 74.94 mg

Curcuma longa 74.94 mg

Berberis aristata 74.94 mg

Acours calamus 59.95 mg

and other ingredients

Source:Aswagandarista B.N.A.F. (Ayurvedic Medicine)



.Libiton 200ml

Generic Name : Aswagandarista

Type of Product : Syrup

Pack Size 200 ml = 200ml

MRP Price = 250 BDT

Unit Price = 250 BDT

DAR No. : Ayu-91-A-011

Type of Medicine :Ayurvedic Medicine

Manufacturing Licence No: AY-075

Source :Bangladesh National Ayurvedic Formulary (BNAF)



#প্রস্তুতকারক:

আরগন ফার্মাসিউটিক্যালস্ (আয়ু)।

জেল রোড, কাশর, ময়মনসিংহ, বাংলাদেশ।

📢 #আমরা দিচ্ছি সারা দেশ জুড়ে ডেলিভারি সুভিদা,
🚛🚛
যোগাযোগ করুন ঃ 01796036633

.Libiton #জপুরুষ ও মহিলা উভয়ে যৌন আকাঙ্খ্য বাড়াতে সাহায্য করে ও শারীরিক শক্তি বাড়ায়।

 #ম্যাক্স-বোন-ডি এর স্বাস্থ্য উপকারিতা: 1) ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে শক্তিশালী হাড় এবং দাঁতের জন্য ক্যালসিয়ামের প্র...
16/05/2024

#ম্যাক্স-বোন-ডি এর স্বাস্থ্য উপকারিতা:

1) ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে শক্তিশালী হাড় এবং দাঁতের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন। মঞ্জিস্তার ক্বাথ রিকেট এবং ক্যালসিয়ামের ঘাটতি নিরাময়ে সহায়ক।

2) রক্ত পরিশোধক এটি মঞ্জিষ্ঠার প্রাথমিক কাজ। সুন্দর ত্বক ও চুলের জন্য বিশুদ্ধ রক্ত প্রয়োজন। মঞ্জিষ্ঠা একটি মহান রক্ত পরিশোধক। এটি রক্ত পরিষ্কার করে এবং তা থেকে সমস্ত টক্সিন দূর করে। চর্মরোগের লক্ষণগুলি কার্যকরভাবে মানজিষ্টা দ্বারা মোকাবেলা করা হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

3) আঘাত নিরাময় প্রচার করে আমরা আমাদের শরীরে কাটা এবং ক্ষত সৃষ্টি করি যার ফলে ত্বকের টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয়। মঞ্জিস্তা আঘাত বা সংক্রমণ দ্বারা ক্ষতিগ্রস্ত ত্বকের টিস্যু নিরাময় প্রচার করে।

4) ত্বকের সমস্যা থেকে মুক্তি দেয় মঞ্জিস্তা একটি রক্ত পরিশোধক এবং তাই এটি বিভিন্ন চর্মরোগ থেকে মুক্তি দিতে পারে। এটি চুলকানি একজিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিস এবং হারপিস থেকে মুক্তি দেয়।

5) মাসিকের ব্যথা উপশম করে কিছু মহিলা তাদের মাসিক চক্রের সময় তীব্র ব্যথা অনুভব করেন। বেদনাদায়ক ঋতুস্রাব এবং জরায়ুকে প্রভাবিত করে জন্মোত্তর অসুস্থতার সময় মঞ্জিস্তা উপকারী।

6) পিত্তথলির পাথর অপসারণ করে মঞ্জিস্তা অগ্ন্যাশয়, প্লীহা, লিভার এবং কিডনি পরিষ্কার করে এবং নিয়ন্ত্রণ করে। এই সমস্ত অঙ্গগুলির হজম এবং শরীর পরিষ্কারের ভূমিকা রয়েছে। এই অঙ্গগুলিকে নিয়ন্ত্রিত করে, মঞ্জিস্থা পরোক্ষভাবে সঠিক হজম এবং একটি পরিষ্কার শারীরিক সিস্টেমকে উন্নীত করে।

7) ডায়াবেটিক আলসার নিরাময় করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মাঝে মাঝে পায়ে আলসার হয়। এটি একটি দুর্বল অবস্থা এবং এটি প্রদর্শিত হওয়া শুরু করার সাথে সাথে চিকিত্সা করা উচিত। মঞ্জিস্তার রয়েছে ডায়াবেটিক আলসার নিরাময়ের ক্ষমতা। এটি ক্যাপসুল বা ক্বাথ আকারে খাওয়া যেতে পারে।

8) টিউমার ধ্বংস করে ক্যান্সার দুর্ভাগ্যবশত সাধারণ হয়ে উঠছে। ক্যান্সার সম্পর্কে সবচেয়ে হতাশার বিষয় হল এটির কোন পরিচিত প্রতিকার নেই। Manjistha ম্যালিগন্যান্ট এবং সৌম্য উভয় টিউমার ধ্বংস করতে পারে।

9) শরীরকে ডিটক্সিফাই করে যারা বিষাক্ত খাবার খাওয়ার অভ্যাস করে বা বিষাক্ত আবেগে ভুগছেন বা যারা তাদের শরীরকে ডিটক্সিফাই করার প্রক্রিয়ায় রয়েছে তাদের জন্য মঞ্জিস্তা একটি খুব দরকারী ভেষজ। এটি ইমিউন সিস্টেমের জন্য একটি দুর্দান্ত সমর্থন কারণ এটি টক্সিনগুলিকে নির্মূল করে যা এটির জন্য অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে এবং শরীরে বাধা বাড়াতে পারে।

#সেবনবিধিঃ ১-২ ক্যাপসুল দৈনিক ৩ বার আহারের পর অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

#পার্শ্ব প্রতিক্রিয়া: স্বীকৃত মাত্রায় সেবনে সচরাচর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।

#সতর্কতা: আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন।

📢 #আমরা দিচ্ছি সারা দেশ জুড়ে ডেলিভারি,
🚛🚛
আমাদের সাথে যোগাযোগ করুন
মোবাইল নাম্বার :- 01796036633
.Max Bone-D #মাসিকের ব্যথা উপশম করে কিছু মহিলা তাদের মাসিক চক্রের সময় তীব্র ব্যথা অনুভব করেন।

 .E-Green  . Shatamul 500mg   On Sexual weakness” #যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, ছেলেদের যৌন হরমন বৃদ্ধিতে কার্যকারি” #উ...
13/05/2024

.E-Green

. Shatamul 500mg


On Sexual weakness”

#যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, ছেলেদের যৌন হরমন বৃদ্ধিতে কার্যকারি”

#উপাদানঃ প্রতি ৫০০ মিগ্রা ক্যাপসুলে-এ রয়েছে:

শতমূল শুদ্ধসার (Refined powder of asparagus racemos ৫০০ মি. গ্রাম.

এবং অন্যান্য সহযোগী উপাদান প্রয়োজনমত।

: Each 500 mg Capsule contains:

(Refined powder of asparagus racemosus) 500 mg

and other required excipients as needed


#ফার্মাকোলজি:

অ্যাসপারাগাসে প্রচুর পরিমাণে ভিটামিন-ই যৌনাঙ্গে রক্ত ও অক্সিজেন

প্রবাহ বাড়াতে পারে। এছাড়াও রয়েছে উচ্চ মাত্রার পটাসিয়াম যা যৌন হরমোন উৎপাদনের সাথে যুক্ত। এছাড়াও একটি যৌন উদ্দীপক বলে মনে করা হয় কারণ এগুলিতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে যা যৌন শক্তি বাড়ায় এবং কামশক্তি বাড়ায়।


#কার্যকারিতা :
যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, ছেলেদের যৌন হরমন বৃদ্ধি, শুক্রস্বল্পতা, মূত্রস্বপতা, বৃক্কের দুর্বলতা, আমাশয়, অরুচি, অম্লাধিক্য, পুরানো পেটব্যাথা, পানিস্বল্পতা, শ্বেতপ্রদর, বাত।



:
The high amount of vitamin-E in Asparagus can increase blood and oxygen flow to be ge****ls. There are also high level of potassium-which is linked to s*x hormone production. Also thought to be a s*xual stimulant as they are high in amino acids which boost s*xual stamina and increase libido.

:
Sexual weakness, Spermatorrhoea, Oliguria, Renal weakness, Dysentery, Anorexia, Acidity, Chronic Abdominal pain, Dehydration, Leucorrhoea, Arthritis.

Capsule E-GREEN is a research product of Ergon Pharmaceuticals (Ayu). Asparagus racemosus is the main herbs of Capsule E-GREEN. It is highly effective on Urinary Tract Infection (UTI) and Immune System.

#সেবনবিধিঃ ১-২ ক্যাপসুল দৈনিক ৩ বার আহারের পর অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

#পার্শ্ব প্রতিক্রিয়া: স্বীকৃত মাত্রায় সেবনে সচরাচর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।

#সতর্কতা: আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন।


Cap.E-Green

Generic Name : Shatamul 500mg

Type of Product : Capules

Pack Size 10X2= 20s

MRP Price: 1100 BDT

MRP Unit Price: 55 BDT

DAR. No. : AY-91-A-066

Type of Medicine : Ayurvedic Medicine

Manufacturing Licence No: AY-073

Source : Bangladesh National Ayurvedic Formulary (BNAF).

প্রস্তুতকারক:

আরগন ফার্মাসিউটিক্যালস্ (আয়ু)

জেল রোড, কাশর, ময়মনসিংহ, বাংলাদেশ।

📢 #আমরা দিচ্ছি সারা দেশ জুড়ে হোম ডেলিভারি,🚛
আমাদের প্রোডাক্ট পেতে সরাসরি
যোগাযোগ করুন ০১৭৯৬-০৩৬৬৩৩🔸
.E-Green #যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, ছেলেদের যৌন হরমন বৃদ্ধিতে কার্যকারি।

11/05/2024

Syp.Ergozim 200ml

Source: Mustakarista

"Effective in Dyspepsia, Indigestion and Diarrhea complications"

#উপাদান : প্রতি ৫ মিঃ লিঃ এ রয়েছে নিম্নলিখিত উপাদানগুলোর নির্যাস

মুস্তক ০২.৬৩ গ্রাম

শুষ্ঠী ২৭.৩৮ মি.গ্রাম

গোল মরিচ ২৭.৩৮ মি.গ্রাম

লবঙ্গ ২৭.৩৮ মি.গ্রাম

মেথীকা (মেথী) ২৭.৩৮ মি.গ্রাম

চিত্রক (চিতামূল) ২৭.৩৮ মি.গ্রাম

জীরক (জীরা) ২৭.৩৮ মি.গ্রাম

এবং অন্যান্য উপাদান ও সহযোগী উপাদান পরিমাণমত।

সূত্র: মুস্তাকারিষ্ট, বা.জা.আ.ফ.

#কার্যকারিতা:

🔸ডিসপেপসিয়া

🔸বদহজম

🔸অ্যানোরেক্সিয়া

🔸আমাশয়

🔸ডায়রিয়া

🔸আইবিএস এবং পিউর্পেরাল জ্বর

🔸কোষ্ঠকাঠিন্য

🔸ফ্ল্যাটুলেন্ট

🔸বমি হওয়া

🔸পেটে ব্যথা

:

🔸Dyspepsia

🔸Indigestion

🔸Anorexia

🔸Dysentery

🔸Diarrhoea

🔸IBS & puarperal fever

🔸Constipation

🔸Flatulent

🔸Vomiting

🔸Abdominal Pain

:

Ergozim syrup is a Ayurvedic Medicine Prepita tion made with Arista method & its sugar free preparation. There is many like cyperus, rotundus, zingiber officinale, woodforntia fruticasa, which is effective in all ages & man & Female bath. It use for dyspepisa, indigestion, diarrhoen & chroniu dysentery.

:

Cyperus rotundus Cyperus totundus chernical constituents is cyporenc-1, cyperene-2, cyperotandonc-B- selineno, cyperenona, cyperone ete. cyperus rotundus is modicinal herb traditionally used to treat various clinical conditions at home such as diarrhea, diabetes, pyrorisi, inflammation, malria, and stomach and bowel disorders.

:
Ergozim is a very effective medicine widely used to fight digestive complaints like dyspepsia, digestive impairment, and Gastroenteritis with piercing pain. The key ingredient Musta (Nut Grass) is an excellent herb to fight digestive ailments. Dyspepsia, Indigestion, Diarrhoea, Cholera, Puerperal Disease, Spour.

Ergozim is used to improve appetite, digestion and absorption; optimizes metabolism; relieves indigestion, abdominal gas and flatulence; boosts immunity.

#সেবনবিধি: প্রাপ্তবয়ষ্ক : ২-৩ চা চামচ দিনে ২ বার,

#অপ্রাপ্ত বয়ষ্ক ৫ বছরের উপরে: ১-২ চা চামচ দিনে ২ বার অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

#পার্শ্ব প্রতিক্রিয়া: স্বীকৃত মাত্রায় সেবনে সচরাচর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।

#সতর্কতা: আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন।

#আয়ুবেদিক ঔষধে তলানী জমতে পারে তাই সেবনের পূর্বে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিন।

Syp.Ergozim 200ml

Generic Name : Mustakarista

Type of Product : Syrup

Pack Size 200ml = 200ml

MRP Price = 130 BDT

DAR No. : Ayu-91-A-017

Type of Medicine :Ayurvedic Medicine

Manufacturing Licence No: AY-073

Source :Bangladesh National Ayurvedic Formulary (BNAF).

প্রস্তুতকারক:

আরগন ফার্মাসিউটিক্যালস্ (আয়ু)।

জেল রোড, কাশর, ময়মনসিংহ, বাংলাদেশ।

📢 #আমরা দিচ্ছি সারা দেশ জুড়ে হোম ডেলিভারি,🚛🚛
ঔষধের নিতে আমাদের সাথে যোগাযোগ করুন
মোবাইল নাম্বার ০১৭৯৬০৩৬৬৩৩
.Ergozim 200ml #ডিসপেপসিয়া, হজমের দুর্বলতা এবং ছিদ্রযুক্ত ব্যথার সাথে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের বিরুদ্ধে লড়াই করতে ব্যবহৃত হয়। 🔸

 .E-GB-60 . Ginkgo Biloba-60 #কার্যকারিতা:🔸মস্তিষ্কের শক্তি ও কর্মক্ষমতা হ্রাস,🔸অ্যালজেইমারস ডিজিজ (ভুলে যাওয়া),🔸ডিমেনশ...
10/05/2024

.E-GB-60
. Ginkgo Biloba-60
#কার্যকারিতা:
🔸মস্তিষ্কের শক্তি ও কর্মক্ষমতা হ্রাস,
🔸অ্যালজেইমারস ডিজিজ (ভুলে যাওয়া),
🔸ডিমেনশিয়া,
🔸ইন্টারমিনেন্ট ক্লাউডিকেশন,
🔸কানে ভোঁ ভোঁ শব্দ,
🔸বার্ধক্য জনিত দৃষ্টিশক্তি হ্রাস,
🔸অকাল বুদ্ধি হ্রাস,
🔸শ্রবণশক্তির দুর্বলতা,
🔸বধিরতা।
#সেবনবিধিঃ ১-২ ক্যাপসুল দৈনিক ৩ বার আহারের পর অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
#পার্শ্ব প্রতিক্রিয়া: স্বীকৃত মাত্রায় সেবনে সচরাচর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।
#সতর্কতা: আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন।
🔸Cap.E-GB-60
🔸Generic Name : Ginkgo Biloba 40mg
🔸Type of Product : Capules
🔸Pack Size 15X2= 30s
🔸MRP Price: 590 BDT
🔸MRP Unit Price: 19.66 BDT
🔸DAR. No. : AY-91-A-064
🔸Type of Medicine : Ayurvedic Medicine
🔸Manufacturing Licence No: AY-073
🔸Source : Bangladesh National Ayurvedic Formulary (BNAF).
প্রস্তুতকারক:
আরগন ফার্মাসিউটিক্যালস্ (আয়ু)
জেল রোড, কাশর, ময়মনসিংহ, বাংলাদেশ।
📢 #আমরা দিচ্ছি সারা দেশ জুড়ে থাকছে হোম #ডেলিভারি,🚛🚛

.E-GB-60 #শ্রবণশক্তির দুর্বলতা,মস্তিষ্কের শক্তি ও কর্মক্ষমতা হ্রাস, কার্যকারী।
ঔষধ নিতে যোগাযোগ করুন 01796036633

 .Babicon 100mlSource: Aurobindhashob #শিশুদের জন্য প্রাকৃতিক, নিরাপদ ও শক্তিশালী টনিক"  "Natural, Safe & Potent Baby To...
09/05/2024

.Babicon 100ml

Source: Aurobindhashob

#শিশুদের জন্য প্রাকৃতিক, নিরাপদ ও শক্তিশালী টনিক" "Natural, Safe & Potent Baby Tonic"

#কার্যকারিতাঃশিশুদের হজমের গোলযোগ এবং দাঁত ব্যথা খিঁচুনি, পেট ফাঁপা, খিচুনি, ডায়রিয়া, অপুষ্টি, আক্রমনাত্মক মন-মানসিকতা বিবিধ অসুস্থতায় কার্যকর। শিশুদের শক্তিহীন-তা, দাঁতের অসুস্থতা সহ সাধারণ কৃমি এবং কৃমিজনিত রোগসমূহের চিকিৎসায় ব্যবহার্য। শারীরিক দূর্বলতা, শিশুর গ্রহণী, কৃমি, অজীর্ণ ও পুতনারোগ (রিকেট) প্রশমক, বল, পুষ্টি ও পাচকাগ্নি বর্ধক এবং রোগ প্রতিরোধ শক্তি বর্ধক।

: For digestive disorders & teething trouble, it is palatable way to fight against griping, flatulence, convulsion, diarrhea, malnutri tion, indignation, increase immunity power & antihelmintic so common among infants and teething children's.General weakness, Chronic diarrhoea of child, Helminthiasis, Dyspepsia Rickets, Strength, Nutritive and Digestive & Helpful for Prevention of diseases.

#সেবনবিধি: দৈহিক ওজন ১০ কেজির নিচে শিশুদের ক্ষেত্রেঃ
১-২ চা-চামচ দৈনিক ৩ বার।
#দৈহিক ওজন ১০ কেজির উপর শিশুদের ক্ষেত্রেঃ
২ চা-চামচ দৈনিক ৩ বার।
অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
#পার্শ্ব প্রতিক্রিয়া: স্বীকৃত মাত্রায় সেবনে সচরাচর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।
#সতর্কতা: আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে। এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।

#উপাদান : প্রতি ৫ মিঃ লিঃ সিরাপে রয়েছে:-
অরবিন্দ ১৫.৭৩ মি.গ্রা.
নীলোৎপল ১৫.৭৩ মি.গ্রা.
মঞ্জিষ্ঠা ১৫.৭৩ মি.গ্রা.
বলা (বেড়েলা) ১৫.৭৩ মি.গ্রা.
অনন্ত মূল ১৫.৭৩ মি.গ্রা.
এবং অন্যান্য সহযোগি উপাদান প্রয়োজনমত।
সূত্রঃ অরবিন্দাসব বা.জা.আ.ফ.

.Babicon 100ml
Generic Name : Aurobindhashob
Type of Product : Syrup
Pack Size 100 ml = 100 ml
MRP Price = 130 BDT
Unit Price = 130 BDT
DAR No. : Ayu-91-A-004
Type of Medicine :Ayurvedic Medicine
Manufacturing Licence No: AY-016
Source :Bangladesh National Ayurvedic Formulary (BNAF)
প্রস্তুতকারক:
আরগন ফার্মাসিউটিক্যালস্ (আয়ু)।
জেল রোড, কাশর, ময়মনসিংহ, বাংলাদেশ।
01796036633

04/03/2024

✅ঘি হলো দুধের একটি উৎকৃষ্ট উপাদান।
✅যা বাংলাদেশ তথা এই উপমহাদেশের সাধারণ পরিবারের রান্না-বান্নায় বা ভোজনে অন্যতম ব্যবহার্য উপাদান।
✅ঘির স্বাদ, ঘ্রাণ, ও গুনের মিশ্রনের কারনে এতটা পরিচিতি পেয়েছে।
✅শুধু স্বাদ অর ঘ্রাণের তকমাতেই ঘিয়ের জনপ্রিয়তা তৈরি হয়নি।
✅বরং ঘিয়ের নিজস্ব স্বাস্থ উপকারিতার জন্য ও এতটা জনপ্রিয় এটা।

অল্প খান, খাঁটি খান;
আস্থা রাখুন, সেরাটাই পাবেন;
ইনশা আল্লাহ।

কেয়ার লাইন-
☎+880 01796036633
📞+880 1
[প্রতিদিন সকাল ৯:০০-রাত ৯:০০টা পর্যন্ত]

🛫প্রবাসে থাকা অমাদের প্রিয় শুভানুধ্যায়ীগণ দেশে থাকা তাদের প্রিয় পরিবারের জন্য অর্ডার করতে পারেন আমাদের হোয়াটস এ্যাপ এ-
☎+880 01987-367765 (Whats app)

ঝামেলা বিহীন অর্ডার করুন ।

Address

Khagrachhari

Telephone

+8801987367765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayurvedic Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ayurvedic Medicine:

Share

Category