Tuhin Homeo Care

Tuhin Homeo Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tuhin Homeo Care, Medical and health, যাদুয়ার চর রোড, শিবচর, মাদারীপুর।, Madaripur.

তুহিন হোমিও কেয়ার
ডাঃ তোফাজ্জেল হোসেন তুহিন
বিএ (অনার্স) এম.এ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ডিএইচএমএস ঢাকা
কামিল(হাদীস) সরকার ই ঢাকা আলিয়া
যাদুয়ার চর রোড,শিবচর,মাদারিপুর
প্রভাষক
চর বন্দরখোলা ফাজিল(বিএ)মাদ্রাসা
সদরপুর, ফরিদপুর
০১৯১১৭১৩০৬১
০১৭১৭৫০৩৩৭৩

06/01/2026
03/01/2026

হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:

১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে।

২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ ও ধনে ব্যবহার করলে পাচনতন্ত্রের এনজাইম উৎপাদন বাড়ে এবং হজমশক্তি উন্নত হয়।

৩) প্রতিদিন কমপক্ষে দুই লিটার পরিমাণ পানি পান করলে অন্ত্রের কার্যকারিতা ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।

৪) খাওয়ার সময় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে চিবিয়ে খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং গ্যাসের সমস্যা কমে।

৫) টক দই বা ফারমেন্টেড খাবার খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, যা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।

৬) খাবারের পরপরই শুয়ে না পড়ে ১০-১৫ মিনিট স্বাভাবিকভাবে হাঁটলে খাবার দ্রুত হজম হয় এবং গ্যাস্ট্রিক সমস্যা কমে।

৭) প্রতিদিন কিছু সময় ইয়োগা বা স্ট্রেচিং করলে অন্ত্রের সঞ্চালন ঠিক থাকে এবং হজম প্রক্রিয়া দ্রুত হয়।

৮) পেঁপে, আনারস ও কলার মতো এনজাইম সমৃদ্ধ ফল খেলে হজমের গতি বৃদ্ধি পায় এবং পেট ফাঁপা কমে।

৯) অতিরিক্ত চা, কফি, কোল্ড ড্রিংক্স গ্রহণ কমালে পাকস্থলীর প্রদাহ কমে এবং হজমশক্তি স্বাভাবিক থাকে।

১০) প্রসেসড ও প্যাকেটের খাবার এড়িয়ে চলুন।

১১) বেশি রাত করে খাওয়া এড়িয়ে চলুন এবং রাতের খাবার হালকা রাখুন, এতে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে।

১২) মানসিক চাপ কমালে হজমশক্তি উন্নত হয়, কারণ অতিরিক্ত মানসিক চাপ হজমের এনজাইম ক্ষরণ কমিয়ে দেয় এবং গ্যাস, অ্যাসিডিটি বাড়ায়।

১৩) ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন শাকসবজি, ফলমূল ও গোটা শস্য বেশি পরিমাণে খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।

১৪) নিয়মিত ঘুমের সময় ঠিক রাখুন এবং পর্যাপ্ত ঘুম নিন, কারণ ঘুমের অভাব হজমশক্তি দুর্বল করে দেয়।

১৫) প্রতিদিন এক চিমটি মৌরি চিবিয়ে খেলে গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের সমস্যা কমে।

১৬) সপ্তাহে অন্তত দুই-তিন দিন গরম ভেষজ চা, যেমন আদা-লেবু চা বা পুদিনা চা পান করলে হজমশক্তি ভালো থাকে।

১৭) অতিরিক্ত তেল-মশলা এড়িয়ে চলুন, কারণ এটি হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে এবং গ্যাস্ট্রিক সমস্যা বাড়ায়।

১৮) নিয়মিত শরীরচর্চা, বিশেষ করে হাঁটা ও হালকা ব্যায়াম করলে অন্ত্রের কার্যকারিতা উন্নত হয় এবং হজমশক্তি স্বাভাবিক থাকে।

03/01/2026

হোমিওপ্যাথি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান #হোমিওপ্যাথিসর্বশ্রেষ্ঠচিকিৎসাবিজ্ঞানmoment

02/01/2026

শোক সংবাদ
বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা শহিদুল ইসলাম সাহেব কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মরহুমের জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমীন।

With আকাশের চাঁদ আকাশের চাঁদ – I just got recognised as one of their top fans! 🎉
02/01/2026

With আকাশের চাঁদ আকাশের চাঁদ – I just got recognised as one of their top fans! 🎉

30/12/2025

🌿 Acid Phos Q – Homeopathic Medicine 🌿
💊 অল্পতেই দুর্বল হয়ে যাচ্ছেন?
💊 ঘন ঘন স্বপ্নদোষে ভুগছেন?
💊 শারীরিক ও মানসিক ক্লান্তি যেন কিছুতেই কাটছে না?

👉 সমাধান হতে পারে Acid Phos Q
🔹 প্রসাবের সাথে ধাতুক্ষয়
🔹 ঘন ঘন স্বপ্নদোষ
🔹 শারীরিক দুর্বলতা
🔹 অল্প উদ্দীপনায় পোষাক ডিজে যাওয়া

🔥 এখনই অর্ডার করুন!
📞 কল করুন: 01937-000511
🚚 ফ্রি হোম ডেলিভারি

💚 Medicure Homeo Clinic এর বিশ্বস্ত প্রোডাক্ট
“প্রকৃতির শক্তি, সুস্থ জীবনের প্রতিশ্রুতি”

#দুর্বলতা_দূরকরুন #স্বপ্নদোষ_সমাধান #সুস্থজীবন

Address

যাদুয়ার চর রোড, শিবচর, মাদারীপুর।
Madaripur
7930

Alerts

Be the first to know and let us send you an email when Tuhin Homeo Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tuhin Homeo Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram