Panjatan Mosla Ghor

Panjatan Mosla Ghor ১০০%ভেজালমুক্ত মসলা,মসলাগুঁড়া ও হারবাল পণ্য পাওয়া যায়।যে কোন অনুষ্ঠানের মসলা অর্ডার নেওয়া হয়।❤️

অনেকেই এই জিনিসটার সাথে আরেকটা জিনিস মিলিয়ে ফেলে অথচ দুইটার কিন্তু দুই নাম। তবে একই জায়গা থেকে উৎপত্তি। এখন আবার অনেকে...
03/12/2025

অনেকেই এই জিনিসটার সাথে আরেকটা জিনিস মিলিয়ে ফেলে অথচ দুইটার কিন্তু দুই নাম। তবে একই জায়গা থেকে উৎপত্তি। এখন আবার অনেকেই হয়তো বলবে এত প্যাচান কেন 😂😂আপনারা কি নামে চেনেন?

গ্রামে একটি ছাগলের ২১ টা বাচ্চা হয়েছে, সেই ছাগল দেখতে লোকেরা আসে। 😮😮😮
03/12/2025

গ্রামে একটি ছাগলের ২১ টা বাচ্চা হয়েছে, সেই ছাগল দেখতে লোকেরা আসে। 😮😮😮

12/11/2025
আমিও🤣🤣🤣🤪🤪🤪
01/09/2025

আমিও🤣🤣🤣🤪🤪🤪

আমি তো মনে করতাম এইটা সাপের ছোট ভাই🤣🤣

আমার মতো কে কে এমন মনে করতেন????

★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন...
01/09/2025

★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য উপকারিতা।

তো চলুন আজকে ফিটকিরির বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নিই

★ ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি

১. ব্রণ দূর করে ফিটকিরি গুড়া ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান।

২. ত্বকের ছিলা ভাব দূর করে ফিটকিরি পানি দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন।

৩. চুলকানি কমায় ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

৪. ত্বক মসৃণ করে স্নানের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করুন।

৫. দাড়ি কামানোর পর জীবাণুনাশক কাজ করে ফিটকিরি ব্লক ভিজিয়ে মুখে ঘষুন।

৬. পায়ের ফাটা গোড়ালি সারায় ফিটকিরি পানি দিয়ে পা ডুবিয়ে রাখুন, এরপর তেল মেখে ফেলুন।

৭. ত্বকের জ্বালা ও পোড়া কমায় আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।

★ ক্ষত ও সংক্রমণ প্রতিরোধে

৮. ছোট কাটা-ছেঁড়া দ্রুত সারায় ভেজা ফিটকিরি সরাসরি ক্ষতে লাগান।

৯. অতিরিক্ত ঘাম কমায় বগলে ফিটকিরি পানি লাগান।

১০. ইনফেকশন প্রতিরোধ করে ক্ষতস্থানে ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন।

১১. ফোড়া শুকায় গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা দিয়ে লাগান।

১২. চুলকানিযুক্ত চর্মরোগ উপশম করে ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

১৩. পায়ের ফাঙ্গাস দূর করে ফিটকিরি পানি দিয়ে পা ধুয়ে নিন।

১৪. গৃহপালিত পশুর ক্ষত সারায় ক্ষতস্থানে ফিটকিরি পানি লাগান।

১৫. পানির জীবাণু নাশ করে পানিতে সামান্য ফিটকিরি দিয়ে রেখে পরিস্কার করে নিন।

১৬. পানির ময়লা পরিষ্কার করে ফিটকিরি মিশিয়ে রাখলে ময়লা নিচে জমে যাবে।

১৭. কাপড়ের দুর্গন্ধ দূর করে ধোয়ার পানিতে ফিটকিরি মিশিয়ে নিন।

১৮. স্নানঘরের দুর্গন্ধ কমায় ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

১৯. জুতা দুর্গন্ধমুক্ত করে জুতায় ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন রাতে।

২০. শৌচাগারের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

২১. বাথটবের পানি জীবাণুমুক্ত করে গোসলের পানিতে ফিটকিরি দিন।

২২. মাছ পরিষ্কার করার পর গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

★ মুখ ও দাঁতের যত্নে

২৩. দাঁতের ব্যথা কমায় ফিটকিরি পানি দিয়ে কুলি করুন।

২৪. মুখের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে গার্গল করুন।

২৫. মাড়ির ইনফেকশন ও রক্তপাত বন্ধ করে ফিটকিরি গুলানো পানি দিয়ে কুলি করুন।

২৬. ডায়রিয়া কমাতে সাহায্য করে অল্প পরিমাণ ফিটকিরি গুড়া পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

২৭. গলা ব্যথা ও কাশি উপশম করে হালকা গরম পানিতে ফিটকিরি মিশিয়ে গার্গল করুন।

২৮. চোখের প্রদাহ কমায় ফিটকিরি গুলানো পানি ছেঁকে ঠান্ডা করে চোখ ধুতে পারেন।

২৯. চুল পড়া কমায় ফিটকিরি পানি দিয়ে মাথা ধুয়ে নিন।

৩০. ত্বকের রঙ উজ্জ্বল করে ফেসপ্যাকের সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়।

★ ফিটকিরি হলো সহজলভ্য কিন্তু অসাধারণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ, গৃহস্থালি কাজ সব ক্ষেত্রেই এর ব্যবহার আপনাকে দেবে চমকপ্রদ ফলাফল।

21/08/2025

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন???
#পাইকারিমসলা #মসলা

17/08/2025

যে কোন মসলা অর্ডার করতে যোগাযোগ করুন।ভালো মানের মসলা পাইকাটি দামে পেতে আমােদর পেজে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকুন। #মসলা #পাইকারিমসলা

সত্যি??? আজই অর্ডার করে ফেলুন তাহলে।
10/06/2025

সত্যি???
আজই অর্ডার করে ফেলুন তাহলে।

25/01/2025

#স্টারমশলা (Star Anise)🌟
🌟স্টার মশলা স্টার আকৃতির একটি সুগন্ধি মশলা।এর চা সুস্বাদু এবং তা কফ,কাশি, ঠান্ডা রোগ থেকে বাঁচিয়ে রাখে।ফ্লু, সর্দি, কাশি, ভাইরাস জ্বর, নাক বন্ধ, বুকে কফ জমে যাওয়া একাধিক সমস্যার সমাধানে কিন্তু ব্যবহার করা হয় স্টার অ্যানিস। যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্যেও কিন্তু স্টার অ্যানিস খুব ভালো কাজ করে।

🌟🌟স্টার মশলার উপকারী 🌟🌟
🌟স্টার অ্যানিস একপ্রকার ফুল। সাধারণ ভাবে বিরিয়ানি, মটন বা চিকেনকারিতে ব্যবহার করা হয়। এই মশলা ব্যবহার করলে স্বাদ আর গন্ধ দুই কিন্তু বজায় থাকে। এছাড়াও যে কোনও বাদশাহী মেনুতেই কিন্তু ব্যবহার করা হয় এই মশলা। ফ্লু, সর্দি, কাশি, ভাইরাল জ্বর, নাক বন্ধ, বুকে কফ জমে যাওয়া একাধিক সমস্যার সমাধানে কিন্তু ব্যবহার করা হয় স্টার অ্যানিস।

🌟, ব্যাক পেইন দূর করে, রক্ত চলাচল সঠিক রাখে, হার্টল্কে সুস্থ রাখে, ডায়াবেটিকস নিয়ন্ত্রনে রাখে। যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য এটি খুব উপকারি, এর প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবেও ব্যবহার হয়। গর্ভবতী মহিলা বা নতুন মায়েদের জন্য এটি দরকারি একটি মশলা, স্টার মশলা মায়ের দুধের উৎপাদন বাড়াতে বিশেষভাবে সক্ষম।

🌟স্টার মশলার ব্যবহার🌟
যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্যেও কিন্তু স্টার অ্যানিস খুব ভাল। গরম জলে ৫-৭ মিনিট স্টার অ্যানিস দিয়ে ফুটিয়ে নিন। এবার তা ছেঁকে নিয়ে খেতে পারলে কিন্তু ভাল উপকার পাওয়া যায়। খাওয়ার ৩০ মিনিট পর এই জল খেতে পারেন। আবার স্টার অ্যানিসের সঙ্গে লবঙ্গ, দারচিনি দিয়ে ফুটিয়ে খেতে পারলেও কিন্তু ভাল ফল পাওয়া যায়।

স্টার অ্যানিসের মধ্যে থাকে শিকিমিকি অ্যাসিড। বাচ্চাদের ট্যামিফ্লু প্রতিরোধে কিন্তু এই স্টার অ্যানিস ফোটান জল খুব ভাল কাজে দেয়।

📣সব জায়গা থেকে কিছুটা কমে কিনতে আমাদের পেজের সাথে থাকুন📣
❤️পেজটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনাদের ভালোবাসা উপহার দিন
☘️মূল্য☘️
৫০ গ্রাম- ১২০টাকা
১০০গ্রাম - ২৪০টাকা

✅অর্ডার করতে ইনবক্স করুন✅
#স্টারমশলা

আসসালামু আলাইকুম।আমাদের কাছে সকল প্রকার মশলা ও মশলা গুঁড়ো পাওয়া যায়।যে কোন অনুষ্ঠানের মশলার অর্ডার নেওয়া হয়।তাই দেরি না...
17/11/2024

আসসালামু আলাইকুম।
আমাদের কাছে সকল প্রকার মশলা ও মশলা গুঁড়ো পাওয়া যায়।
যে কোন অনুষ্ঠানের মশলার অর্ডার নেওয়া হয়।
তাই দেরি না করে মশলা অর্ডার করতে ইনবক্স করুন।
🌼এছাড়াও আমাদের কাছে সকল ধরনের হারবাল বায়নাতি ও কবিরাজি মালামাল পাওয়া যায়।

05/09/2024

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই??

07/05/2024

আসসালামু আলাইকুম। আমাদের পেজে চলছে দারুন অফার। অফারগুলো লুফে নিতে পেজের সাথে থাকুন।

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Panjatan Mosla Ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Panjatan Mosla Ghor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram