Green Health

Green Health ‘স্বাস্থ্যই সম্পদ‘
Green Health নিরাপদ জীবন ও সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান।

‘স্বাস্থ্যই সম্পদ’ এই শ্লোগানকে ধারণ করে Green Health গ্রাহকের নিকট সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ও স্বাস্থ্যকর প্রয়োজনীয় পণ্যটি পৌছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আপনার নিরাপদ জীবন ও সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী অনলাইনে অর্ডার গ্রহণের মাধ্যমে সরবরাহ করি। একটি কথা আছে- ‘প্রকৃতিই সেরা নিরাময়’। ভেজাল আর দূষণের এই প্রেক্ষাপটে স্বাভাবিক জীবন ধারণের জন্য সচেতন থাকা এবং নিরাপদ খাদ্য গ্রহন করা অত্যন্ত জরুরি।

ক্রয়/অর্ডারের পদ্ধতি ও শর্তাবলী:
Order Process:
1. পছন্দকৃত পণ্যটি ক্রয় করতে হোয়াট্সঅ্যাপ/মেসেঞ্জারে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং পছন্দকৃত পণ্যটির ছবি/কোড লিখে পাঠাতে হবে। অথবা অর্ডার নাউ (Order now) বাটনে ক্লিক করে নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য লিখে অর্ডার নিশ্চিত করতে হবে।

2. অর্ডার সাবমিট হলে Green Health প্রতিনিধি ফোন কলের মাধ্যমে পুনঃরায় নিশ্চিত হয়ে ক্রেতার ঠিকানায় পণ্যটি কুরিয়ারে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন।

Delivery:
3. ডেলিভারিম্যান পার্সেল আকারে ১ থেকে ৩ কার্যদিবসের মধ্যে ক্রেতার নিকট পণ্যটি পৌঁছে দেবে।

4. ঢাকার বাহিরে পণ্য ডেলিভারির জন্য সময় বেশি লাগতে পারে (৩ থেকে ৫ কার্যদিবস )। তবে Green Health দ্রুত সময়ে পণ্যটি ভোক্তার নিকট পৌঁছে দিতে সচেষ্ট।

Payment Policy:
5. কুরিয়ারের ডেলিভারিম্যান পণ্যটি নিয়ে ক্রেতার নিকট উপস্থিত হলে ক্রেতা তার অর্ডারকৃত পণ্যের গুণগত মান নিশ্চিত হয়ে রশিদে উল্লিখিত পরিমান মূল্য/অর্থ (ক্যাশ অন ডেলিভারি/Cash on Delivery পদ্ধতিতে) পরিশোধ করবেন।

Return Policy:
6. পণ্যের গুনগত মান ঠিক না থাকলে অথবা কোনো ত্রুটি থাকলে গ্রাহক অবশ্যই পণ্যটি গ্রহণ না করে ফেরত পাঠাতে পারবেন। তবে পণ্যটির গুণগত মান ও অন্যান্যা বিষয়গুলো ডেলিভারিম্যানের উপস্থিতিতে যাচাই করতে হবে এবং গ্রাহকের যাথাযথ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Refund Policy:
7. নির্ধারিত পণ্যের উপর শর্তমোতাবেক রিফান্ড পলিসি প্রযোজ্য হবে। যেহেতু ক্যাশ অন ডেলিভারি/Cash on Delivery পদ্ধতিতে পণ্য সরবরাহ ও মূল্য পরিশোধ হবে তাই পণ্য যাচাইপূর্বক গ্রহণ না করলে কোনো লেনদেন সম্পন্ন হবে না। কিন্তু যদি কোনো অর্থ অগ্রীম গ্রহণ করা হয় সেক্ষেত্রে পণ্য ফেরত সাপেক্ষে ৫ (পাঁচ কার্যদিবসের মধ্যে গ্রাহকের টাকা মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক একাউন্টে ফেরত প্রদান করা হবে।

Green Health এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

https://www.youtube.com/watch?v=U29wWVmMLFM
07/01/2025

https://www.youtube.com/watch?v=U29wWVmMLFM

Green Agro-wash ( Non Chlorine Food Sanitizer) বাজার থেকে ক্রয়কৃত কাঁচা শাকসবজি ফলমূল ডিম মাছ মাংস হতে সকল ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ও কেমিক্য....

গ্রীন এ্যাগ্রো-ওয়াশ ব্যবহার করুনপরিবারকে স্বাস্থ্যঝুঁকিমুক্ত রাখুন।নিতে যোগাযোগ করুন- 01774-260925
07/01/2025

গ্রীন এ্যাগ্রো-ওয়াশ ব্যবহার করুন
পরিবারকে স্বাস্থ্যঝুঁকিমুক্ত রাখুন।
নিতে যোগাযোগ করুন- 01774-260925

Green Agro-wash সম্পর্কে জানুন এবং ব্যাবহার করে পরিবারকে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ক্ষতিকর ক্যামিক্যাল থেকে ঝুঁকিমুক্ত রাখুন...
07/01/2025

Green Agro-wash সম্পর্কে জানুন এবং ব্যাবহার করে পরিবারকে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ক্ষতিকর ক্যামিক্যাল থেকে ঝুঁকিমুক্ত রাখুন।

Green Agro-wash (Non Chlorine Food Sanitizer) বাজার থেকে ক্রয়কৃত কাঁচা শাকসবজি ফলমূল মাছ মাংস হতে সকল ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ও কেমিক্যাল ম.....

Green Agro-wash সম্পর্কে জানুন এবং ব্যাবহার করে পরিবারকে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ক্ষতিকর ক্যামিক্যাল থেকে ঝুঁকিমুক্ত রাখুন...
02/04/2024

Green Agro-wash সম্পর্কে জানুন এবং ব্যাবহার করে পরিবারকে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ক্ষতিকর ক্যামিক্যাল থেকে ঝুঁকিমুক্ত রাখুন।

02/04/2024

Green Health-এ আপনাকে স্বাগতম!
‘স্বাস্থ্যই সম্পদ’ কিন্তু প্রতিনিয়ত নানাবিধ দূষণে আমরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছি। এর মধ্যে অধিকাংশই মানবসৃষ্ট দূষণ। আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তথা শাক-সবজি থেকে ফল-মূল, মাছ-মাংশ এমনকি চাউল-ডাউল ইত্যাদি সামগ্রী উৎপাদন বা সংরক্ষণের প্রয়োজনে কখনো কখনো অসৎ উদ্দেশ্যমূলক কর্ম কাণ্ডের কারণে দূষিত হচ্ছে। এসকল দূষিত খাদ্য গ্রহণ করে আমরা নানাবিধ অসুস্থতা বা ভয়ংকর ব্যাধিতে আক্রান্ত হচ্ছি। Green Health এই সমস্যা লাগবের চেষ্টায় রত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র’ এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সমাধান উদ্ভাবন করেছে। জাপানের ল্যাবে গবেষণাকৃত ও জাপানি প্রযুক্তিতে প্রাকৃতিক কাঁচামাল ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র Green Agro-wash নিয়ে এসেছে। যা অত্যন্ত সাশ্রয়ী খরচে শাক, সবজি, ফল, মাছ, মাংশ, চাউল ইত্যাদি সকল ধরণের খাদ্যপণ্য ভাইরাস, ব্যাকটেরিয়াসহ সকল ধরণের জীবানু নাশক এবং সকল প্রকার ক্যামিক্যাল মুক্ত করা যায় কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের এই গবেষণালব্ধ উপকারিতা সকলের কাছে পৌঁছে দেয়ার প্রত্যয়ে Green Health কাজ শুরু করেছে।

Address

33/22, Saddam Market, Kadomtoli
Dhaka
1362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram