Afra Eye Care BD

Afra Eye Care BD Available High Quality Frame,Sunglasses & Contact Lens Reasonable Price. Cash on Delivery Anywhere@BD

>> গ্লুকোমা 📱🗣️  👉 গ্লুকোমা কি: গ্লুকোমা হলো চোখের একপ্রকার রোগ যাতে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ও চোখ অন্ধ হয়ে যায়।...
13/03/2024

>> গ্লুকোমা 📱🗣️

👉 গ্লুকোমা কি: গ্লুকোমা হলো চোখের একপ্রকার রোগ যাতে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ও চোখ অন্ধ হয়ে যায়। গ্লুকোমা অনেক প্রকারের হয় যেমন ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা, নরমাল টেনশন গ্লুকোমা অন্যতম । ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ধীরে ধীরে হয় ফলে চোখে ব্যথা অনুভূত হয় না। চিকিৎসা না করালে প্রথমে পার্শ্বীয় দৃষ্টি, তারপর কেন্দ্রীয় দৃষ্টি নষ্ট হয়ে অন্ধত্ব বরণ করতে হয়।ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা ধীরে ধীরে বা হঠাৎ করে হতে পারে।

👉গ্লুকোমা কাদের হয় :
যে কোনো বয়সে গ্লুকোমা রোগ হতে পারে। জন্মের সময় বেশ বড় চোখ এবং চোখের চাপ নিয়ে জন্মালে, একে কনজেনিটাল গ্লুুকোমা বলে। তরুণ বয়সেও হতে পারে, এক বলে জুভেনাইল গ্লুকোমা। বেশিরভাগ গ্লুকোমা রোগ ৪০ বছরের পরে হয়। এদের প্রাথমিক গ্লুুকোমা বলে। এছাড়া পারিবারিকভাবে যাদের এ রোগ আছে, যারা মাইনাস পাওয়ার চশমা পড়েন, যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে; তাদের মধ্যে এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি।

👉গ্লুকোমার বিভিন্ন উপসর্গ: রোগীরা ডাক্তারের কাছে আসতে পারে। হঠাৎ করে এক চোখে প্রচণ্ড ব্যথা হয়ে দৃষ্টি শক্তি কমে যাওয়া, তার সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা ও বমি বমি ভাব হতে পারে। আবার সবসময় হালকা চোখে এবং মাথাব্যথা (বিশেষ করে কম আলোতে) এবং ধীরে ধীরে দৃষ্টি শক্তি কমে েেযতে পারে। অন্যদিকে ব্যথাবিহীন উভয় চোখের দৃষ্টি শক্তি ধীরে ধীরে কমে যাওয়া এবং চশমার পাওয়ার পরিবর্তন নিয়েও রোগীরা ডাক্তারের কাছে আসে। মাঝে মধ্যে দৃষ্টি সীমানার যে কোনো একপাশে অদৃশ্য হয়ে যাওয়া, ছানি পেকে চোখে লাল হওয়া ইত্যাদি এ রোগের উপসর্গ হতে পারে। আবার জন্মগত বড় চোখ, চোখ হতে পানি পড়া এবং আলোতে চোখ বন্ধ করে ফেলা জন্মগত গ্লুকোমার লক্ষণ হতে পারে।

👉 গ্লুকোমা সনাক্তকরণ : রোগীর ইতিহাস এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে গ্লুুকোমা রোগ নির্ণয় সম্ভব। এর মধ্যে দৃষ্টি শক্তি পরীক্ষা, দৃষ্টি সীমানা পরীক্ষা, চোখের চাপ পরীক্ষা (ইন্ট্রাঅকুলার প্রেসার), চোখের কোণা পরীক্ষা এবং অফথালমোসকপী বা চোখের স্নায়ু পরীক্ষা বেশি গুরুত্ব বহন করে। স্বাভাবিক চোখের চাপ সাধারণ (১০-২১) মি.মি. মার্কারি। অস্বাভাবিক চোখের চাপ থাকলে সমস্ত পরীক্ষার মাধ্যমে গ্লুকোমা শনাক্ত করে তড়িৎ চিকিৎসা বাঞ্ছনীয়।

একটি হাফ মেটাল ফ্রেম, এন্টি ব্লু-গ্লাস, গ্লাস ক্লিনার, এন্ট ব্লু টেস্টিং কিট।। পাচ্ছেন  স্পেশাল ঈদ অফারে  মাত্র, ৬৫০/- স...
08/03/2024

একটি হাফ মেটাল ফ্রেম, এন্টি ব্লু-গ্লাস, গ্লাস ক্লিনার, এন্ট ব্লু টেস্টিং কিট।। পাচ্ছেন স্পেশাল ঈদ অফারে মাত্র, ৬৫০/-
স্টক শেষ হবার আগেই দ্রুত অর্ডার করুন।

সেলেব্রিটি /ট্যুরিস্ট /টিকটকার/ব্লগার  ভাই-বোনদের জন্য, স্পেশাল কালেকশন ১ এর  ভিতর ৬, সান-গ্লাস।। অফার টি আগামী ঈদ পর্যন...
07/03/2024

সেলেব্রিটি /ট্যুরিস্ট /টিকটকার/ব্লগার ভাই-বোনদের জন্য, স্পেশাল কালেকশন ১ এর ভিতর ৬, সান-গ্লাস।।
অফার টি আগামী ঈদ পর্যন্ত চলবে।।
ফ্রী হোম ডেলিভারিতে।।
১ টি, সুন্দর ফ্রেম,
১ টি পোলারাইজড ফিল্টার
১ টি ব্লু ফিলটার
১ টি সিলভার ফিলটার
১ টি ব্রাউন ফিলটার
১ টি,হলুদ ফিলটার

বি:দ্র: পাওয়ার সহ ফিটিং করে নিতে পারবেন।।

👉প্রেসবায়োপিয়া /চালশে বা চালিশা:  ইংরেজি: Presbyopia, হলো মানব চোখের বয়োবৃদ্ধির কারণে উপযোজন ক্ষমতা কমে যাওয়ার ফলে কাছ...
06/03/2024

👉প্রেসবায়োপিয়া /চালশে বা চালিশা: ইংরেজি: Presbyopia, হলো মানব চোখের বয়োবৃদ্ধির কারণে উপযোজন ক্ষমতা কমে যাওয়ার ফলে কাছের বস্তু দেখতে অসুবিধা। চিকিৎসা বিজ্ঞানে এটি প্রেজবিয়োপিয়া নামে পরিচিত।সাধারণত বয়স চল্লিশ পার হলে এই সমস্যা দেখা দেয়। ছোট অক্ষর পড়তে অসুবিধা হয় তবে অপেক্ষাকৃত একটু দূরে ধরলে কিছুটা ভালো দেখা যায়।

👉লক্ষণ:
ছোট অক্ষর পড়তে সমস্যা, পড়ার বই দূরে ধরতে হয়, মাথাব্যথা, চোখে চাপ অনুভূত হওয়া।

👉কারণ:
বয়সজনিত কারণে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা হ্রাস পায়।

👉প্রতিকার: + প্লাস পাওয়ারের কাছের চশমা পড়া।।
বয়স অনুযায়ী, +১.০০ ডায়াপ্টার থেকে শুরু করে +২.৫০ ডায়াপ্টার পর্যন্ত সচারাচর পাওয়া যায়।।

➡️ আমাদের কাছে পাচ্ছেন একটি সুন্দর ফেক্সিবল ফ্রেম +পাওয়ার সহ, মাত্র, ৬৫০/-
সাথে, ১ টি বক্স, ১ টি গ্লাস ক্লিনার একদম ফ্রী।
এই সুযোগ সীমিত সময়ের জন্য।

বলতে হবে, লোকেশন টি কোথায়..?
06/03/2024

বলতে হবে, লোকেশন টি কোথায়..?

হাই কোয়ালিটি নাইট ভিশন গ্লাস..! খুবই রিজানেবল প্রাইজ..!
05/03/2024

হাই কোয়ালিটি নাইট ভিশন গ্লাস..! খুবই
রিজানেবল প্রাইজ..!

Address

Rampura TV Centre Road
Dhaka
1219

Telephone

+8801925335788

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afra Eye Care BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Afra Eye Care BD:

Share