Dental Awareness

Dental Awareness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dental Awareness, Medical and health, Dhonia, jatrabari, Dhaka.

মুখ গহবর ও দাঁতের যে কোন সমস্যায় যোগাযোগ করুন:

ডা: মো: মফিজুল ইসলাম সরকার (রাসেল)
বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ)
বিসিএস (স্বাস্হ্য)
এম.এস (প্রস্থোডণ্টিকস)
বি.এম. ইউ (সাবেক পিজি হাসপাতাল)
Mob: 01784676307 what's app

06/09/2025
স্কেলিং করলে দাঁতের গোড়া নরম হয়, দাঁত পাতলা হয়ে যায় - অনেকেরই এমন একটা ভুল ধারণা আছে।যে মেশিন দিয়ে স্কেলিং (দাঁত ওয়াশ) ক...
29/08/2025

স্কেলিং করলে দাঁতের গোড়া নরম হয়, দাঁত পাতলা হয়ে যায় - অনেকেরই এমন একটা ভুল ধারণা আছে।
যে মেশিন দিয়ে স্কেলিং (দাঁত ওয়াশ) করা হয় সেটার এমন শক্তি নেই যে তা দাঁতকে ক্ষতিগ্রস্ত করে পাতলা করে ফেলবে, গোড়াকে নরম করে ফেলবে বরং তা দাঁতের মাড়ির স্বাস্থ্যের উন্নতি ঘটায়, দাঁতকে বিভিন্ন রোগ থেকে মুক্তি প্রদান করে।

ডেন্টাল ক্লিনিক থেকে ছড়াতে পারে এইডস, হেপাটাইটিস সহ নানান প্রাণঘাতি রোগ, তাই আপনার ডেন্টাল সার্জন সিলেকশনে যত্নবান হোন।
27/08/2025

ডেন্টাল ক্লিনিক থেকে ছড়াতে পারে এইডস, হেপাটাইটিস সহ নানান প্রাণঘাতি রোগ, তাই আপনার ডেন্টাল সার্জন সিলেকশনে যত্নবান হোন।

👉যদি কারো অনাকাঙ্ক্ষিত কারন বশত দাঁত পড়ে যায়, অতিরিক্ত ভেঙ্গে যায় বা জন্মগত ভাবে কোন দাঁত অনুপস্থিত থাকে তখন মুখের সৌন...
21/08/2025

👉যদি কারো অনাকাঙ্ক্ষিত কারন বশত দাঁত পড়ে যায়, অতিরিক্ত ভেঙ্গে যায় বা জন্মগত ভাবে কোন দাঁত অনুপস্থিত থাকে তখন মুখের সৌন্দর্য নষ্ট হয় ও খাওয়াদাওয়া করতে অসুবিধা হয়। এজন্য ফাঁকা জায়গায় ডেন্টাল ইমপ্ল্যান্ট চিকিৎসা করা হয়ে থাকে।

🎈ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে পাশের কোন ভালো স্থায়ী দাঁত কাটার প্রয়োজন হয় না।

🎈 ইমপ্ল্যান্ট করা দাঁত দেখতে মুখের অন্যান্য স্বাভাবিক দাঁতের মতো দেখায় এবং স্বাভাবিক দাঁতের মতো কার্যকরী।

🎈ডেন্টাল ইমপ্ল্যান্ট মুখে প্রতিস্থাপন করার পর পর ই আসল দাঁতের মতন অনুভব হয় ও খাওয়া দাওয়া করা যায়।

🎈 ডেন্টাল ইমপ্ল্যান্টগুলি সাধারণত টাইটানিয়াম নামক ধাতু দিয়ে তৈরি,যা শরীরের সাথে একটি জৈব সামঞ্জস্যপূর্ণ উপাদান। তাই মানবদেহের জন্য ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্পূর্ণ নিরাপদ।

দাঁত তোলার আগে সতর্কতা:🎈দাঁত তোলার আগে দাঁতের এক্স-রে সঙ্গে রাখতে হবে।🎈কোনো ওষুধ বা ভিটামিন সেবন করলে তা আপনার দন্তচিকিৎ...
18/07/2025

দাঁত তোলার আগে সতর্কতা:

🎈দাঁত তোলার আগে দাঁতের এক্স-রে সঙ্গে রাখতে হবে।

🎈কোনো ওষুধ বা ভিটামিন সেবন করলে তা আপনার দন্তচিকিৎসককে জানাতে ভুলবেন না।

🎈হার্ট বা স্ট্রোকের রোগীরা অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল-জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করলে চিকিৎসকে জানাতে হবে।

🎈দাঁত তোলার চার দিন আগে এ ওষুধগুলো বন্ধ করতে হবে।

🎈যাঁদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে, তাঁদের এ দুটি নিয়ন্ত্রণে আছে কি না, দেখে নিন।

🎈দন্তচিকিৎসককে আরও কিছু বিষয় জানানো জরুরি। হার্টের জন্মগত ত্রুটি, লিভারের রোগ, থাইরয়েড রোগ, মূত্রাশয়ের রোগ, কৃত্রিম জয়েন্ট, হার্টের ভালবের সমস্যা এগুলো জানাতে হবে।

🎈কিডনি রোগ থাকলে ব্যথানাশকের বিষয়ে চিকিৎসককে জিজ্ঞেস করুন।

🎈দাঁত তোলার আগে চিকিৎসককে নিশ্চিত হতে হবে যে আপনার শারীরিক অবস্থা স্থিতিশীল।

🎈দাঁত তোলার আগে ধূমপান থেকে বিরত থাকুন।

🎈দাঁত তোলার সময় কাউকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে আসুন।

এই  ঈদে  গরু, খাসির মাংস খাওয়া দাওয়া করেন নিশ্চিন্তে,আপনার দাঁতের যে কোন সমস্যা সমাধানে আমি আছি আবেদিন ডেন্টালে। চেম্বার...
06/06/2025

এই ঈদে গরু, খাসির মাংস খাওয়া দাওয়া করেন নিশ্চিন্তে,
আপনার দাঁতের যে কোন সমস্যা সমাধানে আমি আছি আবেদিন ডেন্টালে।

চেম্বার টাইম: রবিবার, বুধবার ( বিকেল৫- রাত ১০)
শুক্রবার ( সকাল৯- দুপুর ১২ টা)
ফোন: 01784676307

যত্ন নেওয়ার পরও বাচ্চার দাঁতে ক্যাভিটি হচ্ছে ? 🎈রোজ রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তার পর দাঁত ব্রাশ ও কুলকুচি তো করতেই ...
31/05/2025

যত্ন নেওয়ার পরও বাচ্চার দাঁতে ক্যাভিটি হচ্ছে ?



🎈রোজ রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তার পর দাঁত ব্রাশ ও কুলকুচি তো করতেই হবে। এরপরও গুরুত্বপূর্ণ একটি কাজ মাড়ি মালিশ। পরিষ্কার আঙুল দিয়ে ওপরের ও নিচের মাড়ি মালিশ করতে হবে রোজ।

🎈শিশু ঠিকভাবে ব্রাশ করতে পারছে কি না, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে সাহায্য করুন তাঁকে।

🎈ব্রাশটি শিশুর দাঁতের উপযোগী হতে হবে। নরম, ছোট ব্রিসলের ব্রাশ দিন শিশুকে।

🎈৮ থেকে ১০ মাস বয়সে, শিশুদের ব্রাশ করার অভ্যাস শুরু করতে হবে।

🎈কোনো অবস্থাতেই শিশুকে ঘুমন্ত অবস্থায় খাওয়ানো যাবে না। যদি ঘুমন্ত অবস্থায় খাবার খায়, তবে প্রতিবার খাওয়ানোর পর অভিভাবক তাঁর আঙুলে পরিষ্কার, নরম একটি কাপড় পেঁচিয়ে, পানিতে ভিজিয়ে, আলতো করে পরিষ্কার করে দেবেন শিশুর মাড়ি ও দাঁত।

🔴 দাঁতের স্কেলিং ও পলিশিং ট্রিটমেন্ট: 🎈  স্কেলিং ট্রিটমেন্ট করলে আপনি যে যে উপকার পাবেন :১) মাড়ি থেকে রক্ত পড়া দূর হবে।২...
16/05/2025

🔴 দাঁতের স্কেলিং ও পলিশিং ট্রিটমেন্ট:

🎈 স্কেলিং ট্রিটমেন্ট করলে আপনি যে যে উপকার পাবেন :

১) মাড়ি থেকে রক্ত পড়া দূর হবে।
২) মুখের দূর্গন্ধ দূর হবে।
৩) দাঁতের গোড়া মজবুত থাকবে এবং মাড়ি সুস্থ থাকবে
৪) দাঁতের দাগ সম্পূর্ণভাবে দূর হবে।
৫) প্রতি ৬ মাস বা ১ বছর পর পর স্কেলিং করার ফলে আপনার দাঁত মজবুত থাকবে এবং দাঁতের অন্যান্য সমস্যা থেকেও মুক্তি পাবেন।

Address

Dhonia, Jatrabari
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dental Awareness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram