25/12/2025
"Neurofibromatosis এমন একটা Genetic রোগ যেখানে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের nerve distribution বরাবর tumor তৈরি হয়।Surgery parent এ অসংখ্য case এর মাঝে শেষদিনের এই case টা খুবই মনে দাগ কাটলো।
একজন মহিলা আসলেন তিনি এই রোগে আক্রান্ত।অনেক কষ্ট বললেন তিনি কারও মা নন,ছোটবেলা থেকে এই রোগের কারণে উনি বিয়ে করেননি । বললাম,আমিসহ এখানে যাদের দেখছেন সবাই আপনার ছেলে।এরপর যত্ন করে উনার কিছু বড় হয়ে যাওয়া টিউমার কেটে দিলাম।উনি খুব খুশি হলেন,সবার জন্য দোয়া করলেন।শেষে উনার সাথে একটা ছবি নিয়ে রাখলাম।
surgery parent এ আজকে শেষ দিন ছিলো।এরকম একটা সুন্দর মেমোরি দিয়ে surgery শেষ হলো।হাজারো অপূর্ণতার জীবনের মাঝে কিছু কিছু ঘটনা বারবার মনে করিয়ে দেয়" জীবন সুন্দর,বেঁচে থাকাটা বোধহয় অতটাও মন্দ কিছু না।"
(N.B:Photo was taken after patient's consent)