
18/08/2025
এই সপ্তাহ থেকে আমার NICU(Neonatal Intensive Care Unit) এ duty ছিলো।এখানে এক বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে।অনেক বাচ্চা আছে যারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই জন্ম হয়, ওজন কম থাকে বা জন্মের পর Respiratory distress syndrome মানে শ্বাস নিতে কষ্ট হয় বা Neonatal Jaundice এরকম রোগে ভুগে।আমরা তাদেরকে NICU তে রাখি অনেক জটিল মেশিন সারা শরীরে লাগিয়ে।।আজকে একজন বাচ্চা মারা যাওয়ায় আমাদের CA আপু মন খারাপ করে ছিলো অনেকক্ষণ,এরপর নামাজ পড়ে বাচ্চার জন্য দোয়া করলেন।।
আমি আবার বলতিছি যারা মেডিকেল সেক্টরে আসতে চাও তাদের এরকম sacrifice করার,পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।নাহলে এখানে তুমি আরও depression এ পড়বে এরকম অমানবিক পরিশ্রম দেখে।