06/03/2024
মলদ্বারে মাংস বৃদ্ধি পাওয়াকে পা,ইলস বলে।সঠিক সময়ে এই রোগ শনাক্ত করে চিকিৎসা না নিতে পারলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়।অনেক সময় ক্যা ন্সারও হতে পারে।
এ নাল ফিসার একটি সাধারণ পায়ুপথের রোগ।এ নাল ফিসারের লক্ষণ হল পায়ু পথে ব্যথা,মল ত্যাগের পর পায়ুপথের ব্যথা শুরু হয়।এটি কখনও তীব্র ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা,কখনও কেটে যাওয়ার মতো,কখনও পিন দিয়ে খোঁচার মতো,কখনও বা ভারি ভোতা ধরনের ব্যথা হয়।এছাড়া পায়ু পথে জ্বালা-পোড়া করে।
এটিকে একটি বিষচক্রও বলা যায়। ব্যথার সঙ্গে রক্ত যাওয়া,চুলকানি, পায়খানার রাস্তা ভেজা ভেজা থাকে ইত্যাদি নানা সমস্যা হতে পারে।
মলদ্বারের ভেতরে অনেক গ্রন্থি রয়েছে, এগুলোর সংক্র মণের কারণে ফোড়া হয়।
মলদ্বারে পার্শ্বস্থিত কোনো স্থানে এক বা একাধিক মুখ দিয়ে মাঝেমধ্যে পুঁজ বের হয়ে আসাকে আমরা ফি স্টুলা বা ভগ ন্দর বলে থাকি।এ সংক্রমণের কারণে মলদ্বারে প্রচুর ব্যথা হয়।
উক্ত সমস্যাগুলো থেকে স্থায়ী সমাধান পেতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন অথবা কল করুন 01755969303