ABBAS ISLAM ZIHAD

ABBAS ISLAM ZIHAD এখানে সকল প্রকার হোমিওপ্যাথিক ও ন্যাচারাল মেডিসিন খুচরা ও পাইকারি বিক্রি করা হয়
Dr.Md.Mofizul Islam

R-1"DR. RECKEWEGপ্রদাহ ড্রপস (Inflammation, Fever & Tonsilities drops ) উপাদানসমূহ ঃ Apis mell. D4, Barium chlorat. D6, ...
11/03/2024

R-1
"DR. RECKEWEG
প্রদাহ ড্রপস (Inflammation, Fever & Tonsilities drops )
উপাদানসমূহ ঃ
Apis mell. D4, Barium chlorat. D6, Belladonna D4,Calcium jodat. D4, Hepar sulf. D12, Kalium bichrom. D4, Lechesis D12, Marum verum D6, Merc. subl. cor. D5, Phytolacca D4
রোগ নির্দেশনা ঃ
স্থানীয় প্রদাহ, নতুন বা পুরাতন শ্লেষ্মাযুক্ত কিংবা পুঁজযুক্ত ফোড়ার সাথে গ্রস্থি সমূহ ফুলে উঠা, হঠাৎ জীবানুর সংক্রামন এবং উচ্চ জ্বরের সাথে মস্তিষ্ক ঝিল্লীর উত্তেজনা, চোখ উঠা এবং খাদ্যনালীর মধ্যবর্তী স্থানের আসহনীয় প্রদাহে কার্যকরী ঔষধ।
In Particular (বিশেষত) :
নাসাপথের লিম্ফগ্রন্থির প্রদাহ ও ক্ষত বা পুঁজময় অবস্থার সৃষ্টি হওয়া। প্রধানত গলার ভিতর টনসিল এবং যে কোন ধরনের প্রদাহজনিত অবস্থায়। উচ্চ জ্বর নিয়ে হঠাৎ রোগের সংক্রমণ, মধ্যকর্ণে প্রদাহ (otitis media) Iridocyclitis বা চোখের মনির চারদিকের রঙ্গিন বৃত্ত ও চোখের পাতার প্রদাহ, maxillary sinus এ প্রদাহ এবং নিচের মাড়ি ও দন্তমূলে প্রদাহ। গ্রন্থি প্রদাহ, প্যারোটিভ গ্রন্থিতে ভাইরাস জনিত কারণে সৃষ্ট প্রদাহ (mumps ), অগ্ন্যাশয়ে প্রদাহ, পিত্ত পাথরীর প্রদাহ, এ্যাপেনন্ডিসাইটিস, জরায়ুর ব্রড লিগামেন্টের মধ্যে থাকা সেলুলার টিস্যুতে প্রদাহ, (parametritis) মহিলাদের যোনী মুখের ধারের বার্থোলিন গ্রন্থির প্রদাহ (bartholinitis)।
তীব্র বাতগ্রস্ততার জন্য একই সঙ্গে অথবা একের পর এক পর পর বিভিন্ন অস্থিসন্ধিতে প্রদাহ সৃষ্টি (Acute rheumatic polyarthritis), দেহের যে কোন একটি অস্থি সন্ধিতে প্রদাহ (monarthritis), Uric Acid জনিত গেঁটে বাত (arthritis urica), যক্ষা রোগের নানা ধরনের জীবাণুর সংক্রামন লিম্ফনোডের প্রদাহ (lymphadenitis), কানেকটিভ টিস্যুর ক্ষত ও প্রদাহ (phlegmonous), দেহের যে কোন অংশের টিস্যুর মধ্যে পুঁজ সৃষ্টি হওয়া (Abscess), হাতের আঙ্গুলের ডগা ও নখের কোন প্রদাহ (withlow), ছোট ছোট ফোড়া (furuncles) এবং Carbuncles (অনেক মুখ যুক্ত একটি ফোড়া), দেহের কোন অংশের ত্বক ও টিস্যু জীবানু আক্রান্ত হয়ে দ্রুত ফুলে লাল হয়ে উঠা (erysiples), মুখ গহবরের ভিতরে জীবাণু সংক্রামনের ফলে প্রদাহ সৃষ্টি হওয়া (quinsy)।
সর্বোপরি বলা যায় যে, মানবদেহের ভাইরাস আক্রমন জনিত কারণে সৃষ্ট যে কোন প্রদাহে R-1 অত্যন্ত কার্যকারী।
কার্যপদ্ধতিঃ
Apis mel : প্রদাহ জনিত রোগ এবং ফোলাতে কাজ করে ।
Barium chlorat : শিশুদের বিভিন্ন গন্ডমালা রোগে, পুরাতন রোগে গ্রন্থি ফোলা এবং পুঁজ হওয়া রোগে এটি কাজ করে ।
১১
শুধুমাত্র রেজিস্টার্ডকৃত চিকিৎসকের জন্য
Belladonna : ত্বক শ্লৈষ্মিক ঝিল্পী ও গ্রন্থিতে প্রদাহজনক অতিরিক্ত পুঁজযুক্ত ইনফেকশন, অনিয়মিত হৃদস্পন্দন, উচ্চ জ্বর, শ্লৈষ্মিক ঝিলনীর তরুন প্রদাহ, প্রলাপ বকা, আর্দ্র ত্বক প্রভৃতিতে কাজ করে ।
Calcium jodatum : শিশুদের পুরানো টনসিল, গলা এবং ঘাড়ের পিছনের লাসিকা গ্রন্থি
ফুলে গেলে ।
Hepar sulfuris : বিশোধক পদার্থ প্রদাহের প্রবনতা এবং পুঁজের প্রবণতায় কাজ করে। Kalium bichromicum : নাক থেকে প্লাস্টিকের ন্যায় পিচ্ছিল পদার্থ ক্ষরণে, অন্ননালীর উপরের অংশে গর্তে এবং অন্ননালীর প্রদাহে, চিটচিটে আঠাল শ্লেষ্মায়, শ্লৈষ্মিক ক্ষরণে, শ্লৈষ্মি ঝিল্লীর ক্ষত।
Marum verum : নাকের পেছনের অংশ এবং গলার মাঝখানের টিসুগুলো বোধশক্তিহীন হয়ে পড়া, নাকের সামনের অংশে শ্লেষ্মাযুক্ত পুরাতন ব্যাধি ।
|
Mercur. Subl.corr : Mucosa বা শ্লৈষ্মিক ঝিল্লির তরুন প্রদাহ, যা গ্রন্থিসমূহকেও আক্রান্ত করে এবং আঠাল ক্ষতের সৃষ্টি করে।
Phytolacca : অন্ননালী এবং টনসিল লাল বর্ণ ধারণ করলে ও ফুলে গেলে এবং সেই সাথে ব্যাথা দুই কান পর্যন্ত ছড়িয়ে পরে।
সেবনবিধি ঃ
হটাৎ উচ্চ জ্বরসহ তীব্র সংক্রামণে শুরুতে ১০-১৫ ফোঁটা সামান্য পানিতে প্রতি ৩০ মিনিট পর পর ১/২ থেকে ১ দিন পর্যন্ত সেবন করতে হবে। পুঁজযুক্ত প্রদাহের ক্ষেত্রেও (যেমন টনসিল অথবা ফোঁড়া) একই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা যায়। রোগীর অবস্থার উন্নতি হলে একই মাত্রা ১-২ ঘন্টা পর পর সেবন করতে হবে। সুস্থ হয়ে যাওয়ার পর ১০-১৫ ফোঁটা, দৈনিক ২-৩ বার এক সপ্তাহ পর্যন্ত সেবন করা উচিত।
পুরাতন প্রদাহের ক্ষেত্রে দিনে ২-৩ বার ১০-১৫ ফোঁটা করে সেবন করতে হবে।
শারীরিক উন্নতির জন্য : শিশুদের গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পেলে ( Glandular Hypertrophy) দিনে ১ বার ৫-৮ ফোঁটা সামান্য পানিতে মিশিয়ে দেওয়া যায় ।
মন্তব্য :
নিম্নলিখিত বিশেষ ভাবে প্রস্তুতকৃত ঔষধ সমূহ R-1 এর সাথে পর্যায়ক্রমে বা একত্রে সেবন করানো যেতে পারে ।
সংক্রামক সর্দিজ্বর (Influenza) এর ক্ষেত্রে ব্যবহৃত হবে R-6
দীর্ঘস্থায়ী বাতের ব্যথায় R-11 ব্যবহার করুন।
তরুন acute polyarthritis বা বিভিন্ন অস্থি সন্ধিতে বাতের ব্যথায় (যেমন এক সাথে ৪ টি বা তার অধিক ছোট ও মাঝারি সন্ধির পুরাতন প্রদাহ সহ জ্বর) R-24 এর সাথে R-1 পর্যায়ক্রমে ১ থেকে ২ ঘন্টা পর পর দেয়া যায় ।
ডিম্বাশয়ের প্রদাহ (Ovaritis) এর ক্ষেত্রে R-24 এর সাথে R-1 পর্যায়ক্রমে দিতে হবে। জরায়ুর সঙ্গে যুক্ত ফেলোপিয়ান টিউব ও ডিম্বকোষের প্রদাহ (Adnexitis parametritis) এর ক্ষেত্রে R-38 এবং R-39 প্রত্যেহ ২-৩ বার প্রয়োগ করা যেতে পারে। হঠাৎ অন্ত্রসংলগ্ন নলের পুরাতন প্রদাহে (chronic paroxysmal appendicitis) R - 1, R - 24 এবং R-38 প্রতিটি হতে ১০-১৫ ফোঁটা ঔষধ প্রত্যেহ ১ বার ব্যবহার করা যাবে। এ ছাড়াও রোগীর যদি সার্জারীর প্রয়োজন পরে, সে ক্ষেত্রে সার্জারী করার পূর্ব পর্যন্ত R-24 এবং R-38
১২
শুধুমাত্র রেজিস্টার্ডকৃত চিকিৎসকের জন্য
পর্যায়ক্রমে ১০-১৫ ফোঁটা করে, প্রতিদিন ১ থেকে ২ ঘন্টা পর পর চলবে। দাঁতের সমস্যায় (Teething Difficulities) দেখুন R-35।
ব্রংকাইটিস (Bornchitis) এ দেখুন R-48 এবং R-57 ।
যদি প্রয়োজন হয় তবে Jutussin drops R-9 এবং Jutussin syrup R-8 দিন। হুপিং কাশির (whopping cough) এ ক্ষেত্রে ব্যবহার করুন Jutussin drops R-9 এবং Jutussin syrup R-8 |
পেশী বাত (muscular rheumatism) এবং পুরাতন সন্ধিবাতে (chronic rheumatism of joints) দেখুন R-11, এবং R-46।
কিডনী প্রদাহ, কিডনী ও মূত্র নালীর পাথরীর (Nephrolithiasis) ক্ষেত্রে R-27 দেখুন । মূত্রনাথলী ও কিডনীসহ নাভীর নিচের অংশে প্রদাহের (Cysto - pyelitis) ক্ষেত্রে দেখুন
R-18


Aciled (এসিলেড)প্রাকৃতিক অম্লনাশক ও ক্ষত নিবারকACILEDIntroduction (ভূমিকা): খাদ্য দ্রব্যের সাথে বিভিন্ন রকম ক্ষতিকর রাসা...
11/03/2024

Aciled (এসিলেড)
প্রাকৃতিক অম্লনাশক ও ক্ষত নিবারক
ACILED
Introduction (ভূমিকা): খাদ্য দ্রব্যের সাথে বিভিন্ন রকম ক্ষতিকর রাসায়নিক ও রঞ্জক পদার্থের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। শহর-বন্দর, হাট-বাজারসহ দেশের সর্বত্রই খোলা, বাসি ও অস্বাস্থ্যকর খাবার অনায়াসে বিঘ্ন হচ্ছে। সেই সাথে ভাজা-পোড়া খাবারের ধুম দিনে দিনে বাড়ছে। এই সমস্ত বাসি, ভাজা-পোড়া ও অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেক মানুষ হাইপারএসিডিটি, পাকস্থলীর প্রদাহ, অন্ত্র ও পাকস্থলীর ক্ষত ইত্যাদি রোগে ভুগছে। উক্ত রোগগুলির সমাধানের জন্য ডীপলেড এসিলেড নামে একটি কার্যকরি প্রডাক্ট বাজারজাত করে আসছে। এসিলেড একটি ন্যাচারাল এন্টি-আলসারেন্ট (ক্ষত নাশক) ক্যাপসুল। এসিলেড ক্যাপসুলে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানসমূহ পাকস্থলীর (Stomach) প্যারাইট্যাল কোষের (Cell) হাইড্রোক্লোরিক এসিড নিঃসরণকে নিয়ন্ত্রণ করে ক্ষত তৈরিতে বাধা প্রদান করে এবং পুরাতন ক্ষতকে সারিয়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে। এসিলেড ক্যাপসুল পাকস্থলী ও অন্ত্রের অম্লধিক্য (Hyperacidity) স্বাভাবিক করতে অত্যন্ত কার্যকরি। এসিলেড-এ ব্যবহৃত প্রাকৃতিক উপাদানসমূহ বিশেষ প্রক্রিয়ায় মাত্রাতিরিক্ত এসিডকে নিউট্রালাইজ করার মাধ্যমে অম্লধিক্য (Hyperacidity) থেকে স্বস্তি দেয়। পাকস্থলী ও ডিওডেনাম এ পুরু ও শক্তিশালী আবরণ তৈরি করে আলসার বা ক্ষত দ্রুত নিরাময় করে।
Composition (উপাদান)
যষ্টিমধু, এক্সট্রাক্ট গিসারইজা,
Indication (নির্দেশনা): হাইপার এসিডিটি (অম্লাধিক্য), পাকস্থলীর প্রদাহ, পাকস্থলী ও অন্ত্রের ক্ষত এবং গ্যাস্ট্রিকের ব্যথায় কার্যকরী।
Dosage: আহারের১/২. ১ ঘণ্টা পূর্বে, সকালে ও রাতে ১টি করে ক্যাপসুল দৈনিক ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য
Side Effects: নির্দেশিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
Precaution: অতিরিক্ত ঝাল, ভাজা-পোড়া ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়।
Glossaries: হাইপারএসিডিটি প্রচলিত বাংলা অর্থ হলো অম্লধিক্য।পাকস্থলীতে অতিরিক্ত মাত্রায় হাইড্রোক্লোরিক এসিড নিঃসরণ হওয়াকে অম্লধিক্য বলে। অতিরিক্ত ভাজা-পোড়া ও বাসি খাবার খাওয়া, সময়ের খাবার সময়ে না খাওয়া, দু:শ্চিন্তা করা, তাড়াহুড়ো করা, অতিরিক্ত মসলাযুক্ত খাবার গ্রহণ করা, রাতে ঘুম না হওয়া ইত্যাদির কারণে অতিরিক্ত এসিড নিঃসরণ হতে পারে। এছাড়া প্রচলিত ব্যথানাশক ঔষধসমূহ পাকস্থলীতে অম্ল বা এসিডের মাত্রা বাড়িয়ে দেয়।
Key Selling Points: Aciled একটি প্রাকৃতিক অম্লনাশক ও ক্ষত নিবারক (Anti-ulcerant) ঔষধ।-
Aciled-এ ব্যবহৃত গ্লিসারইজা গ্লাবরা এক্সট্রাক্ট পাকস্থলীর হাইপার এসিডিটি বা অম্লধিক্য দূর করে স্বাভাবিকতা ফিরিয়ে দেয়। -হাইপারএসিডিটির ফলে পাকস্থলীতে অথবা ডিওডেনামে আলসার বা ক্ষতের সৃষ্টি হয়, Aciled সেবনে ঐ ক্ষতের উপর একটি প্রলেপ তৈরি হয় ফলে ক্ষত বৃদ্ধি পায় না ও দ্রুত নিরাময় হয়ে যায়। -Aciled-এ ব্যবহৃত গ্লিসারইজা গ্লাবরা পাকস্থলীতে অতিরিক্ত এসিড সিক্রেশনকে বাধা প্রদান করে, ফলে গ্যাসট্রিক আলসার হবার সম্ভাবনা থাকে না।
-হাইপারএসিডিটির ফলে গ্যাসট্রো ইসোফেজাল রিফ্লাক্স ডিজিজ (GERD) হয়ে থাকে যা Aciled সেবনে GERD দ্রুত নিরাময় হয়। -পাকস্থলীতে অনিয়ন্ত্রিত এসিড নিঃসরণের ফলে সৃষ্ট যে ব্যথা ও কোষ্ঠকাঠিন্য হয় Aciled সেবনে তা দ্রুত দূর হয়ে যায়।

Dp Ginseng.(যৌন দুর্বলতা )Introduction (ভূমিকা): বর্তমান বিশ্বে আকাশ সংস্কৃতির স্বাধীন বিচরণে আমাদের সমাজে নৈতিক অবক্ষয় ...
11/03/2024

Dp Ginseng.(যৌন দুর্বলতা )
Introduction (ভূমিকা): বর্তমান বিশ্বে আকাশ সংস্কৃতির স্বাধীন বিচরণে আমাদের সমাজে নৈতিক অবক্ষয় প্রকট আকার ধারণ করেছে। পাশাপাশি যৌন শিক্ষার অভাব এবং অসচেতনতার কারণে দিনে দিনে যৌন সমস্যা বেড়েই চলেছে। অশিক্ষা এবং কুসংস্কারকে বিশ্বাস করে অনেক মানুষ যৌন দুর্বলতার জন্য অপচিকিৎসা গ্রহণ করছে, এতে তাদের অর্থ বিনষ্ট হচ্ছে ও অকাল বার্ধক্যে পতিত হচ্ছে এবং সেই সাথে বাড়ছে পারিবারিক বিচ্ছেদ। যৌন সমস্যা আমাদের দেশে এখন মহামারি আকারে রূপ নিয়েছে। এ সকল দিক বিবেচনা করে ডীপলেড ডিপি জিনসেং নামে একটি অতি কার্যকরী হোমিও কম্বিনেশন ঔষধ বাজারজাত করছে। ডিপি জিনসেং-এ ব্যবহৃত হয়েছে মূল্যবান ৫টি উপাদান যার প্রত্যেকটি উপাদান যৌন সমস্যার বিভিন্ন লক্ষণ নিরাময়ে অত্যন্ত কার্যকর।
Indication (নির্দেশনা): ধ্বজভঙ্গ
যৌন দুর্বলতা
জীবনীশক্তির অভাব
স্নায়বিক দুর্বলতা
বার্ধক্যজনিত দুর্বলতা মানসিক অবসাদ
ক্রিয়াস্থল: স্নায়ুতন্ত্র, জননেন্দ্রিয়।
Dosage : ১টি করে ট্যাবলেট রাত্রে খাওয়ার ১ ঘণ্টা পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
Side Effects: নির্দেশিত মাত্রায় সেবনে এখন পর্যন্ত কোন প্রকার পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
Precaution: বোতলের মুখ খোলার পর ছিপি ভালোভাবে বন্ধ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
পরামর্শ: উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন।
Product Orientation (প্রডাক্ট পরিচিতি): Brand Name: DP Ginseng (ডিপি জিনসেং) Therapeutic Class: S*x Stimulant Dosage Form: Tablets Pack Size: 10 Tablets Official Specification: BHP (Bangladesh Homoeopathic Pharmacopoea)
Key Selling Points: DP Ginseng একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ যার মধ্যে রয়েছে ৫টি উল্লেখযোগ্য উপাদান যা স্নায়ুতন্ত্র ও জননেন্দ্রিয়'র উপর অত্যন্ত কার্যকর। DP Ginseng পুরুষের ধ্বজভঙ্গ ও যৌন দুর্বলতা দূর করে।
DP Ginseng -এ ব্যবহৃত উপাদান Yohimbinum জননেন্দ্রিয় সমূহের শিথিলতা দূর করে পুরুষাঙ্গকে শক্তিশালী ও দৃঢ় করে। DP Ginseng কামোত্তেজনার অভাব, অন্ডকোষে চাপবোধ দূর করে।
DP Ginseng অসাড়ে শুক্রস্খলন এবং দ্রুত বীর্যপাত রোধ করে। DP Ginseng বীর্যকে গাঢ় করে এবং যৌন চাহিদা বৃদ্ধি করে

Swadmi Homoeo Hall.

Rhemex ( ব্যথা নাশক) Introduction (ভূমিকা) : আমাদের দৈনন্দিন কাজ-কর্মেবিভিন্নভাবে ব্যথা পেতে হয় যা খুবই যন্ত্রনাদায়ক। ...
11/03/2024

Rhemex ( ব্যথা নাশক)
Introduction (ভূমিকা) : আমাদের দৈনন্দিন কাজ-কর্মে
বিভিন্নভাবে ব্যথা পেতে হয় যা খুবই যন্ত্রনাদায়ক। সেই সাথে বয়স,ওজন, জেনেটিক্যাল ফ্যাক্টর ও কাজের অভ্যাসের কারণে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার সৃষ্টি হতে পারে। ব্যথা ও প্রদাহ কোন ব্যক্তিরও কাম্য নয়। তাই মাংসপেশীর ব্যথা, কোমড় ব্যথা, সায়েটিকা, মচকানো, স্বল্পপৃষ্ঠ বেদনা, নরম কোষ কলার ব্যথাসহ যে কোন সন্ধি প্রদাহ দূর করার জন্য ডীপলেড রিমেক্স নামে একটি ক্যাপসুল বাজারজাত করে আসছে। রিমেক্স একটি প্রাকৃতিক ঔষধ, যার মধ্যে এনালজেসিক ও এন্টিইনফ্লামেটরী গুণাগুণ বিদ্যমান। এর এনালজেসিক ও এন্টিইনফ্লামেটরী গুণের জন্য এটি রিউমাটিজম ও প্রদাহ নিরাময়ে
বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে।
রিমেক্স-এর উপাদানসমূহে,,,,......
কলসিসিন, টারপেথিন, এলোভেরা, মাসটিছিন, এনেসি অয়েল এবং বালসাম প্রভৃতি এ্যালকালয়েড রয়েছে। রিমেক্স শরীরের প্রদাহযুক্ত
ফুলে যাওয়া অংশের অপ্রয়োজনীয় রস রেচনের মাধ্যমে বের করে দেয় যাতে প্রদাহজনিত অংশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বাত ব্যথা মুক্ত হয়।
কিভাবে কাজ করে :
রিমেক্স বিভিন্ন ভেষজ উদ্ভিদের সমন্বয়ে প্রস্তুত করা হয়। এই ঔষধি উদ্ভিদগুলোর কাজ হল ক্ষয়ে
যাওয়া কার্টিলেজকে পর্যায়ক্রমে মেরামত/Repair করে,অস্থিসন্ধির
কার্যক্রম উন্নত করে এবং হালকা থেকে জটিল অস্থিসন্ধির ব্যথা
নিবারণ করে। রিমেক্স কানেকটিভ টিস্যুকে শক্তিশালী করে যার ফলে
আঘাতজনিত ব্যথা দ্রুত নিরাময় করে এবং পেশী সুদৃঢ় করে। এছাড়া
Rhemex Synovial membrane
Synovial
fluid তৈরিতে সাহায্য করে, ফলে অস্থিসন্ধি ব্যথা হীনভাবে নড়াচড়া
করতে পারে। Rhemex এর উপাদানগুলির শক্তিশালী ব্যথা ও প্রদাহ
নিবারণ করার ক্ষমতা অধিক।
Composition (উপাদান) :
বৃযীদান, বূযীদান,তুবুদ,তেউরী,মুজাওয়াফ
সূরঞ্জান শিরীন সূরঞ্জান
● Rhemex (রিমেক্স) মূছলী সিয়াহ্ সিয়া মূছলী শহদীন
● প্রাকৃতিক ব্যথা ও প্রদাহনাশক
সাতাওয়ার শতমূলী মুকিল মুছাফ্ফা পরিষ্কৃত গুগ্গন
●অশ্বগন্ধা
●মুছাব্বর মৌরি কালাদানা
™ প্রদাহ ঘটিত বাত ব্যথা
গেঁটে বাত (Gout)

• কোমড় ব্যথা (Lumbago)
• সায়েটিকা (Sciatica)

সন্ধি প্রদাহ (Arthritis)
আঘাতজনিত ব্যথা
Dosage : রিমেক্স ক্যাপসুল প্রতিদিন ২ বার ১-২টি করে আহারের
পর গ্রহণ করা উচিত। প্রয়োজনে দিনে ৩ বার আহারের পর সেবন
করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ভাল
ফল পেতে হলে কমপক্ষে ২/৩ সপ্তাহ রিমেক্স সেবন করা প্রয়োজন।
Product Orientation (প্রডাক্ট পরিচিতি) : Rhemex (রিমেক্স)
Generic Name: Qurs Awja Therapeutic Class :
Anti-inflammatory & Analgesic (প্রদাহ ও ব্যথানাশক)
Dosage Form : Capsule Pack Size : 5x10's
Glossaries : বাত (Rheumatism) বাত মূলত অস্থিসন্ধির প্রদাহ
যা এক বা একাধিক অস্থি সন্ধিকে সম্পৃক্ত করে। বাত উন্নয়নশীল
দেশগুলোতে ৫০-৫৫বছর বা তদূর্ধ্ব বয়সের মানুষের অক্ষমতার মূল
কারণ। বাত (রিউমাটিজম) সাধারণত মহিলাদের বেশি হয়। (পুরুষঃ
মহিলা = ১ঃ ৩)।পুষ্টিকর খাদ্যের অভাব, ঠান্ডা ও স্যাতস্যাতে এবং
অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করলে বা অত্যধিক পরিশ্রমের ফলে
এ রোগ দেখা দিতে পারে। গেঁটে বাত (Gout) অস্থি সন্ধিতে এবং
|৫০ মিগ্রা
কলায় Monosodium urate crystals (যা সাধারণত ইউরিক
এসিড নামে পরিচিত) জমা হওয়ার কারণে গেঁটে বাত হয়ে থাকে।
যে কোন জয়েন্টে গেঁটে বাত হতে পারে তবে সাধারণত এটি হাটুতে
শুরু হয়। কোমড় ব্যথা (Lumbago) শরীরের পৃষ্ঠদেশীয় মাংসপেশী
ও অস্থিসমূহের ব্যথাকে খড়ি Low backpain বা Lumbago বলে।
ইহা খুবই সাধারণ একটি সমস্যা যা নির্দিষ্ট কোন কারণে হয় না।
সায়েটিকা
v (Sciatica) সায়টিক স্নায়ুর প্রদাহ বা ব্যথাকে সায়াটিকা
বা কটিবাত বলে। এটা মূলত কোমরের সায়টিক স্নায়ুর উপর চাপ বেশি পড়ার কারণে হয়ে থাকে। এক জায়গাতে বসে অনেক সময় ধরে কাজ করা, ভার বহন করা, মোটর সাইকেল চালনা বা ড্রাইভিং এর মত কাজে সায়াটিকা হয়ে থাকে।
Key Selling Points: Rhemex এর এন্টিইনফ্লামেটরি গুণের
জন্য এটি রিউমাটিজম ও প্রদাহ নিরাময়ে বিশেষ কার্যকরী ভ‚মিকা
পালন করে।
• Rhemex এর কার্যকরী উপাদান “কলসিকাম লুটিয়াম” এর
গুরুত্বপূর্ণ অ্যালকালয়েড, কলসিনিন কার্যকরীভাবে দেহের ইউরিক
এসিড কমাবার মাধ্যমে জয়েন্টের ব্যথা ও ফোলা কমিয়ে দেয়।
• Rhemex প্রাকৃতিক ঔষধ বিধায় অ্যালোপ্যাথিক ব্যথা কমাবার
ঔষধের মত অতিরিক্ত ঔষধ যেমন- এন্টি-আলসারেন্ট গ্রহণ করতে
হয় না ফলে চিকিৎসা খরচ অনেক কম হয়।
Rhemex প্রাকৃতিক ব্যথানাশক বিধায় এটি বাত ও বাতজনিত
ব্যথায় দীর্ঘদিন সেবন করা নিরাপদ।
• Rhemex প্রদাহজনিত জ্বর (Fever due to inflammation) ও
ব্যথায় অধিক কার্যকর।
Rhemex শরীরের অপ্রয়োজনীয় রস রেচন প্রক্রিয়ায় বের করে
দেয় ফলে প্রদাহজনিত স্থানের ফোলা
দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে
আসে।
ব্যথা, হাড়ের ব্যথা, দাঁতের ব্যথা, ও মাথা
প্রাকৃতিক ঔষধ

Libonex (লিবোনেকস) যৌন সময়কাল দীর্ঘায়িত করে..............রোগ নির্দেশনা...........* দ্রুত বীর্যস্খলন* যৌন দুর্বলতা* স্নায়...
11/03/2024

Libonex (লিবোনেকস)
যৌন সময়কাল দীর্ঘায়িত করে..............রোগ নির্দেশনা...........
* দ্রুত বীর্যস্খলন
* যৌন দুর্বলতা
* স্নায়বিক দুর্বলতা
* যৌন উত্তেজনা হ্রাস
লিবোনেকস ট্যাবলেট.....
100% প্রাকৃতিক
• এ ব্যবহৃত হার্বসসমূহ বীর্য ধারক, উদ্দীপক, যৌনশক্তি বর্ধক ও স্তম্ভক হিসাবে কাজ করে।
• দ্রুত বীর্যপাত রোধ করে।
অপুষ্টি জনিত যৌন দুর্বলতায় যৌন উদ্দীপক হিসেবে কাজ করে।
অধিক মানসিক উত্তেজনাজনিত বীর্যস্খলন দূর করতে একটি কার্যকরী ঔষধ।
পেনাইল টিস্যুর কার্যক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে সঙ্গমকালীন সময় বাড়ায়।কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা গ্রন্থির কার্যকারীতা স্বাভাবিক করে।
টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ বৃদ্ধি করে।
পুরুষাঙ্গের ফাঁপা অংশে রক্ত সরবরাহ বৃদ্ধি করার মাধ্যমে পুরুষাঙ্গের দৃঢ়তা বাড়ায়।
একটি ন্যাচারাল যৌন উদ্দীপক ট্যাবলেট যা সম্পূর্ন নিরাপদ।
• নির্দেশিত মাত্রায় সেবনে ঔষধের প্রতি নির্ভরতা তৈরি হয় না ও গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের কোন ক্ষতি হয় না।
সেবনমাত্রা ও সেবনবিধি
সকাল ও রাতে ১টি করে ট্যাবলেট, আহারের পর দুধ অথবা পানিসহ সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
Swadmi Homoeo Hall.

.........এনটিকো(Antico)......নিদ্রাভার মুক্ত ন্যাচারাল কফ সিরাপAntico তে সক্রিয় উপাদানের অ্যালকালয়েড রয়েছে-ভ্যাসিসিন এবং...
11/03/2024

.........এনটিকো(Antico)......
নিদ্রাভার মুক্ত ন্যাচারাল কফ সিরাপ
Antico তে সক্রিয় উপাদানের অ্যালকালয়েড রয়েছে-
ভ্যাসিসিন এবং ভ্যাসিসিনোন
এই সক্রিয় অ্যালকালয়েড দুইটি শ্বাসনালীকে সম্প্রসারণ করে ফুসফুসের অ্যালভিওলি থেকে জমাট বাধা কফ তরল আকারে বের করে দিতে সাহায্য করে।
• শুষ্ক কাশি
→ স্বরভঙ্গ
* দীর্ঘস্থায়ী কাশি এলার্জি ও ধূমপানজনিত কাশি
* পুরাতন কাশি
অ্যান্টিকো সিরাপ...
> শুষ্ক কাশি, দীর্ঘস্থায়ী কাশি ও এলার্জিজনিত কাশির জন্য অধিক কার্যকরী, যার কোন ধরনের পার্শ্ব-প্রতিক্রিয়া নেই।
এ বিদ্যমান ভ্যাসিসিন (Vasicine) সংকুচিত শ্বাসনালীকে সম্প্রসারিত করার মাধ্যমে শ্বাসকষ্ট দূর করে।
এর প্রদাহবিরোধী এবং কফ দূরীকরণ বৈশিষ্ট্যের জন্য গলা ও শ্বাসতন্ত্রের উপরিভাগে অবস্থিত মিউকোসাকে জ্বালাপোড়া থেকে রক্ষা করে।
স্বরভঙ্গ ও ঠান্ডাজনিত গলা ব্যথার চিকিৎসায় কার্যকর।
ঠান্ডা এবং ফু'জনিত কাশির জন্য কার্যকরী।
নিদ্রাভাব মুক্ত ন্যাচারাল কফ সিরাপ।.......সেবনমাত্রা ও সেবনবিধি.........
প্রাপ্ত বয়স্ক: ২ চা চামচ (১০ মিলি), অপ্রাপ্ত বয়স্ক: ৩-৭ মাস ১/৪ চা চামচ (১.২৫ মিলি) এবং ৮ মাস থেকে ৩ বছর পর্যন্ত ১ চা চামচ (৫ মিলি) করে দৈনিক ২-৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ
https://swadmihomoeohall.com/

ল্যাক্সোভা (Laxova)...........চিনি মুক্ত......সিলিয়াম হাক্ষ এক প্রকার উচ্চমানের ফাইবার যা প্লান্টাগো ওভাটা গাছের বীজ থেক...
11/03/2024

ল্যাক্সোভা (Laxova)...........চিনি মুক্ত......
সিলিয়াম হাক্ষ এক প্রকার উচ্চমানের ফাইবার যা প্লান্টাগো ওভাটা গাছের বীজ থেকে পাওয়া যায়। সিলিয়াম হাঞ্চের রয়েছে নিজের ওজনের চেয়ে ৪০ গুণ বেশি পানি শোষণের ক্ষমতা এবং এটি বান্ধিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে। ইহার প্রধান রাসায়নিক উপাদান মিউসিলেজ যা কোষ্ঠকাঠিন্য, অর্শ বা পাইলস্ এবং কোলন ক্যান্সারের চিকিৎসায় বিশ্বব্যাপী ব্যবহৃত হয়ে আসছে। এছাড়াও ইহা পাকস্থলী ও অস্ত্রের মিউকাস এর পিচ্ছিলতা আরো বাড়িয়ে দেয়, যা পেটের পীড়া ও আলসার নিরাময়ে সাহায্য করে।
কোষ্ঠকাঠিন্য নিরাময়ে প্রাকৃতিক সমাধান.......নির্দেশনা এবং ব্যবহার.........
• কোষ্ঠকাঠিন্য দূর করে
• অর্শ বা পাইলস্ নিরাময় করে
• ইরিট্যাবল বাওয়েল সিনড্রোম নিরাময় করে
• ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
• কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে
• মেদবহুল রোগীর ভুলতা কমায়
• হৃদপিন্ডের সুস্থতা বাড়ায়
এফারভেসেন্টযুক্ত লেক্সোভা'™ ব্যবহারের সুবিধাসমূহ কি?
সাধারণ সিলিয়াম হাঙ্কের চেয়ে এফারভেসেন্টযুক্ত সিলিয়াম হাক্ষ দ্রুত পানিতে
দ্রবীভূত হয়, ফলে ইহা মিশ্রণের সাথে সাথেই সেবন করা যায়।
সিলিয়াম হাঙ্কের সাথে এফারভেসেন্ট এজেন্ট যোগ করার ফলে পেটে জমে থাকা গ্যাস বেলচিং (ঢেঁকুর) এর মাধ্যমে দ্রুত বের হয়ে যায়।
□ এফারভেসেন্টযুক্ত ইসবগুল পানির সাথে সম্পূর্ণভাবে মিশে যায় বলে ইহা
খাওয়ার সময় সাধারণ ইসবগুলের মত গলায় বা মুখে লেগে যায় না। রোগীর ঔষধের প্রতি Psychological Impression বাড়ে।

চুল পরা বন্ধ না হলে হাফ পেমেন্ট ব্যাক করবো ইনশাআল্লাহ .......DP Hair Care Oil......®১মাসে  চুল পরা বন্ধ করবে ১০০ গ্যারান...
11/03/2024

চুল পরা বন্ধ না হলে হাফ পেমেন্ট ব্যাক করবো ইনশাআল্লাহ .......DP Hair Care Oil......
®১মাসে চুল পরা বন্ধ করবে ১০০ গ্যারান্টি।
®সবার আসল সৌন্দর্য ফুটে উঠে তাদের চুল এ
®কিন্তু এখন আমাদের দেশের ৯৯% মেয়ে/ছেলেদের এখন চুল উঠে প্রায় টাক হওয়ার অবস্থা
®হাজার হাজার তেল চেঞ্জ করেও কোনো সমাধান মিলছেনা
® সকল কে বলবো আমার মুখের কথায় নয়,, নিজে একবার ব্যাবহার করুন,, ফলাফল টা নিজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ
https://swadmihomoeohall.com/
👉তেলের উপকারিতা👈
✌️চুল পরা বন্ধ করবে ৭ দিনেই।
🧒নতুন চুল গজাবে।
👦 চুল সিল্কি & জট মুক্ত হবে।
©চুল লম্বা হবে।
™ মাথা ঠান্ডা হবে।
$ছেলে মেয়ে উভয়ে ব্যাবহার করতে পারবে
®৭ দিন ইউজ করার সাথেই ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ ©
🌹 সব থেকে ভালো রেজাল্ট এর জন্য মিনিমাম ৩ টি ইউজ করতে হবে🥀
https://swadmihomoeohall.com/

11/03/2024

Address

1173 Abul Hotel Foot Overbridge
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when ABBAS ISLAM ZIHAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ABBAS ISLAM ZIHAD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram