
11/03/2024
R-1
"DR. RECKEWEG
প্রদাহ ড্রপস (Inflammation, Fever & Tonsilities drops )
উপাদানসমূহ ঃ
Apis mell. D4, Barium chlorat. D6, Belladonna D4,Calcium jodat. D4, Hepar sulf. D12, Kalium bichrom. D4, Lechesis D12, Marum verum D6, Merc. subl. cor. D5, Phytolacca D4
রোগ নির্দেশনা ঃ
স্থানীয় প্রদাহ, নতুন বা পুরাতন শ্লেষ্মাযুক্ত কিংবা পুঁজযুক্ত ফোড়ার সাথে গ্রস্থি সমূহ ফুলে উঠা, হঠাৎ জীবানুর সংক্রামন এবং উচ্চ জ্বরের সাথে মস্তিষ্ক ঝিল্লীর উত্তেজনা, চোখ উঠা এবং খাদ্যনালীর মধ্যবর্তী স্থানের আসহনীয় প্রদাহে কার্যকরী ঔষধ।
In Particular (বিশেষত) :
নাসাপথের লিম্ফগ্রন্থির প্রদাহ ও ক্ষত বা পুঁজময় অবস্থার সৃষ্টি হওয়া। প্রধানত গলার ভিতর টনসিল এবং যে কোন ধরনের প্রদাহজনিত অবস্থায়। উচ্চ জ্বর নিয়ে হঠাৎ রোগের সংক্রমণ, মধ্যকর্ণে প্রদাহ (otitis media) Iridocyclitis বা চোখের মনির চারদিকের রঙ্গিন বৃত্ত ও চোখের পাতার প্রদাহ, maxillary sinus এ প্রদাহ এবং নিচের মাড়ি ও দন্তমূলে প্রদাহ। গ্রন্থি প্রদাহ, প্যারোটিভ গ্রন্থিতে ভাইরাস জনিত কারণে সৃষ্ট প্রদাহ (mumps ), অগ্ন্যাশয়ে প্রদাহ, পিত্ত পাথরীর প্রদাহ, এ্যাপেনন্ডিসাইটিস, জরায়ুর ব্রড লিগামেন্টের মধ্যে থাকা সেলুলার টিস্যুতে প্রদাহ, (parametritis) মহিলাদের যোনী মুখের ধারের বার্থোলিন গ্রন্থির প্রদাহ (bartholinitis)।
তীব্র বাতগ্রস্ততার জন্য একই সঙ্গে অথবা একের পর এক পর পর বিভিন্ন অস্থিসন্ধিতে প্রদাহ সৃষ্টি (Acute rheumatic polyarthritis), দেহের যে কোন একটি অস্থি সন্ধিতে প্রদাহ (monarthritis), Uric Acid জনিত গেঁটে বাত (arthritis urica), যক্ষা রোগের নানা ধরনের জীবাণুর সংক্রামন লিম্ফনোডের প্রদাহ (lymphadenitis), কানেকটিভ টিস্যুর ক্ষত ও প্রদাহ (phlegmonous), দেহের যে কোন অংশের টিস্যুর মধ্যে পুঁজ সৃষ্টি হওয়া (Abscess), হাতের আঙ্গুলের ডগা ও নখের কোন প্রদাহ (withlow), ছোট ছোট ফোড়া (furuncles) এবং Carbuncles (অনেক মুখ যুক্ত একটি ফোড়া), দেহের কোন অংশের ত্বক ও টিস্যু জীবানু আক্রান্ত হয়ে দ্রুত ফুলে লাল হয়ে উঠা (erysiples), মুখ গহবরের ভিতরে জীবাণু সংক্রামনের ফলে প্রদাহ সৃষ্টি হওয়া (quinsy)।
সর্বোপরি বলা যায় যে, মানবদেহের ভাইরাস আক্রমন জনিত কারণে সৃষ্ট যে কোন প্রদাহে R-1 অত্যন্ত কার্যকারী।
কার্যপদ্ধতিঃ
Apis mel : প্রদাহ জনিত রোগ এবং ফোলাতে কাজ করে ।
Barium chlorat : শিশুদের বিভিন্ন গন্ডমালা রোগে, পুরাতন রোগে গ্রন্থি ফোলা এবং পুঁজ হওয়া রোগে এটি কাজ করে ।
১১
শুধুমাত্র রেজিস্টার্ডকৃত চিকিৎসকের জন্য
Belladonna : ত্বক শ্লৈষ্মিক ঝিল্পী ও গ্রন্থিতে প্রদাহজনক অতিরিক্ত পুঁজযুক্ত ইনফেকশন, অনিয়মিত হৃদস্পন্দন, উচ্চ জ্বর, শ্লৈষ্মিক ঝিলনীর তরুন প্রদাহ, প্রলাপ বকা, আর্দ্র ত্বক প্রভৃতিতে কাজ করে ।
Calcium jodatum : শিশুদের পুরানো টনসিল, গলা এবং ঘাড়ের পিছনের লাসিকা গ্রন্থি
ফুলে গেলে ।
Hepar sulfuris : বিশোধক পদার্থ প্রদাহের প্রবনতা এবং পুঁজের প্রবণতায় কাজ করে। Kalium bichromicum : নাক থেকে প্লাস্টিকের ন্যায় পিচ্ছিল পদার্থ ক্ষরণে, অন্ননালীর উপরের অংশে গর্তে এবং অন্ননালীর প্রদাহে, চিটচিটে আঠাল শ্লেষ্মায়, শ্লৈষ্মিক ক্ষরণে, শ্লৈষ্মি ঝিল্লীর ক্ষত।
Marum verum : নাকের পেছনের অংশ এবং গলার মাঝখানের টিসুগুলো বোধশক্তিহীন হয়ে পড়া, নাকের সামনের অংশে শ্লেষ্মাযুক্ত পুরাতন ব্যাধি ।
|
Mercur. Subl.corr : Mucosa বা শ্লৈষ্মিক ঝিল্লির তরুন প্রদাহ, যা গ্রন্থিসমূহকেও আক্রান্ত করে এবং আঠাল ক্ষতের সৃষ্টি করে।
Phytolacca : অন্ননালী এবং টনসিল লাল বর্ণ ধারণ করলে ও ফুলে গেলে এবং সেই সাথে ব্যাথা দুই কান পর্যন্ত ছড়িয়ে পরে।
সেবনবিধি ঃ
হটাৎ উচ্চ জ্বরসহ তীব্র সংক্রামণে শুরুতে ১০-১৫ ফোঁটা সামান্য পানিতে প্রতি ৩০ মিনিট পর পর ১/২ থেকে ১ দিন পর্যন্ত সেবন করতে হবে। পুঁজযুক্ত প্রদাহের ক্ষেত্রেও (যেমন টনসিল অথবা ফোঁড়া) একই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা যায়। রোগীর অবস্থার উন্নতি হলে একই মাত্রা ১-২ ঘন্টা পর পর সেবন করতে হবে। সুস্থ হয়ে যাওয়ার পর ১০-১৫ ফোঁটা, দৈনিক ২-৩ বার এক সপ্তাহ পর্যন্ত সেবন করা উচিত।
পুরাতন প্রদাহের ক্ষেত্রে দিনে ২-৩ বার ১০-১৫ ফোঁটা করে সেবন করতে হবে।
শারীরিক উন্নতির জন্য : শিশুদের গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পেলে ( Glandular Hypertrophy) দিনে ১ বার ৫-৮ ফোঁটা সামান্য পানিতে মিশিয়ে দেওয়া যায় ।
মন্তব্য :
নিম্নলিখিত বিশেষ ভাবে প্রস্তুতকৃত ঔষধ সমূহ R-1 এর সাথে পর্যায়ক্রমে বা একত্রে সেবন করানো যেতে পারে ।
সংক্রামক সর্দিজ্বর (Influenza) এর ক্ষেত্রে ব্যবহৃত হবে R-6
দীর্ঘস্থায়ী বাতের ব্যথায় R-11 ব্যবহার করুন।
তরুন acute polyarthritis বা বিভিন্ন অস্থি সন্ধিতে বাতের ব্যথায় (যেমন এক সাথে ৪ টি বা তার অধিক ছোট ও মাঝারি সন্ধির পুরাতন প্রদাহ সহ জ্বর) R-24 এর সাথে R-1 পর্যায়ক্রমে ১ থেকে ২ ঘন্টা পর পর দেয়া যায় ।
ডিম্বাশয়ের প্রদাহ (Ovaritis) এর ক্ষেত্রে R-24 এর সাথে R-1 পর্যায়ক্রমে দিতে হবে। জরায়ুর সঙ্গে যুক্ত ফেলোপিয়ান টিউব ও ডিম্বকোষের প্রদাহ (Adnexitis parametritis) এর ক্ষেত্রে R-38 এবং R-39 প্রত্যেহ ২-৩ বার প্রয়োগ করা যেতে পারে। হঠাৎ অন্ত্রসংলগ্ন নলের পুরাতন প্রদাহে (chronic paroxysmal appendicitis) R - 1, R - 24 এবং R-38 প্রতিটি হতে ১০-১৫ ফোঁটা ঔষধ প্রত্যেহ ১ বার ব্যবহার করা যাবে। এ ছাড়াও রোগীর যদি সার্জারীর প্রয়োজন পরে, সে ক্ষেত্রে সার্জারী করার পূর্ব পর্যন্ত R-24 এবং R-38
১২
শুধুমাত্র রেজিস্টার্ডকৃত চিকিৎসকের জন্য
পর্যায়ক্রমে ১০-১৫ ফোঁটা করে, প্রতিদিন ১ থেকে ২ ঘন্টা পর পর চলবে। দাঁতের সমস্যায় (Teething Difficulities) দেখুন R-35।
ব্রংকাইটিস (Bornchitis) এ দেখুন R-48 এবং R-57 ।
যদি প্রয়োজন হয় তবে Jutussin drops R-9 এবং Jutussin syrup R-8 দিন। হুপিং কাশির (whopping cough) এ ক্ষেত্রে ব্যবহার করুন Jutussin drops R-9 এবং Jutussin syrup R-8 |
পেশী বাত (muscular rheumatism) এবং পুরাতন সন্ধিবাতে (chronic rheumatism of joints) দেখুন R-11, এবং R-46।
কিডনী প্রদাহ, কিডনী ও মূত্র নালীর পাথরীর (Nephrolithiasis) ক্ষেত্রে R-27 দেখুন । মূত্রনাথলী ও কিডনীসহ নাভীর নিচের অংশে প্রদাহের (Cysto - pyelitis) ক্ষেত্রে দেখুন
R-18