Long Life Diagnostic & Consultation Center LTD.

Long Life Diagnostic & Consultation Center LTD. Welcome to LDC. Your trusted destination for comprehensive healthcare diagnostics.

11/12/2025

শিশুদের জন্য মোবাইল কেন বিষ আর বড়দের জন্য কেন অভিশাপ?

আমরা সবাই জানি অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক দক্ষতাকে পঙ্গু করে দেয়। কিন্তু আমরা বড়রা কি এর থেকে মুক্ত?

সত্যি বলতে, এই একই ডিভাইস আমাদের সকলের মনোযোগের সময়কাল (Attention Span) কমিয়ে দিচ্ছে, গভীর ঘুম নষ্ট করছে এবং প্রিয়জনদের সাথে আমাদের সম্পর্ককে ক্ষীণ করে দিচ্ছে। খাবার টেবিলে বা রাতের বেলা আমাদের আঙ্গুল বারবার স্ক্রিনের দিকে যাচ্ছে—যা এক নীরব আসক্তি!

প্রযুক্তিকে আমরা যেন নিয়ন্ত্রণ করি, প্রযুক্তি যেন আমাদের না করে। নিজের জীবন, নিজের সম্পর্ক, এবং নিজের সন্তানের শৈশবকে বাঁচান!

লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ⭐️ বৃহস্পতিবার⭐️ নিয়মিত ডাক্তারবৃন্দ।📳 ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে কল করুন:...
10/12/2025

লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ⭐️ বৃহস্পতিবার⭐️ নিয়মিত ডাক্তারবৃন্দ।
📳 ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে কল করুন: 𝟎𝟏𝟑𝟐𝟗-𝟔𝟔𝟕𝟓𝟔𝟎........................................................................................................
🔻 ঠিকানা:
লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার লি:।
৩য় তলা, ইয়াকুব সাউথ সেন্টার, ১৫৬, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা ।

10/12/2025
রক্তচাপ ⚠️একটি নীরব ঘাতক!বেশিরভাগ মানুষই রক্তচাপকে শুধুমাত্র একটি সংখ্যা হিসেবে দেখে। কিন্তু বাস্তবতা হলো, অনিয়ন্ত্রিত উ...
10/12/2025

রক্তচাপ ⚠️একটি নীরব ঘাতক!

বেশিরভাগ মানুষই রক্তচাপকে শুধুমাত্র একটি সংখ্যা হিসেবে দেখে। কিন্তু বাস্তবতা হলো, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ (Hypertension) ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এটি অজান্তেই সৃষ্টি করতে পারে মারাত্মক হৃদরোগ, যেমন:
🔹 স্ট্রোক
🔹 হৃদরোগ (হার্ট অ্যাটাক)
🔹 হৃদপিণ্ডে ব্যথা
🔹 অ্যানিউরিজম (রক্তনালির ফেটে যাওয়া)

এই জটিলতা এড়াতে নিয়মিত রক্তচাপ পরিমাপ এবং হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার লিমিটেড – আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আপনাকে এবং আপনার পরিবারকে দিচ্ছে নির্ভরযোগ্য হার্ট হেলথ সেবা।

👉 আমাদের সেবাসমূহের মধ্যে রয়েছে:
✔️ রক্তচাপ পরীক্ষা
✔️ ইসিজি ও হার্ট মনিটরিং
✔️ কার্ডিওলজি কনসালটেশন
✔️ বিভিন্ন হার্ট টেস্ট প্যাকেজ

📍 ঠিকানা: ৩য় তলা, ইয়াকুব সাউথ সেন্টার, ১৬৫, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।
📞 যোগাযোগ: 01329-667560
🌐 ওয়েবসাইট: www.longlifediagnostic.com

👉 নিজের প্রতি সচেতন হোন, নিয়মিত চেকআপ করুন

#রক্তচাপ #হৃদরোগ

লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ⭐️ বুধবার⭐️ নিয়মিত ডাক্তারবৃন্দ।📳 ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে কল করুন: 𝟎𝟏𝟑𝟐...
09/12/2025

লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ⭐️ বুধবার⭐️ নিয়মিত ডাক্তারবৃন্দ।
📳 ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে কল করুন: 𝟎𝟏𝟑𝟐𝟗-𝟔𝟔𝟕𝟓𝟔𝟎........................................................................................................
🔻 ঠিকানা:
লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার লি:।
৩য় তলা, ইয়াকুব সাউথ সেন্টার, ১৫৬, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা ।

মহান বিজয়ের মাসে সুস্থতা হোক সবার জন্য সহজলভ্য! 🇧🇩ডিসেম্বর আমাদের গর্বের মাস, বিজয়ের মাস। আর এই বিশেষ মাস উপলক্ষে 'লং লা...
09/12/2025

মহান বিজয়ের মাসে সুস্থতা হোক সবার জন্য সহজলভ্য! 🇧🇩

ডিসেম্বর আমাদের গর্বের মাস, বিজয়ের মাস। আর এই বিশেষ মাস উপলক্ষে 'লং লাইফ ডায়াগনস্টিক' নিয়ে এসেছে অবিশ্বাস্য ৫০% ছাড়!

এখন মাত্র ২০৫০ টাকায় (পূর্বমূল্য ৪১০০ টাকা) করিয়ে নিন আপনার প্রয়োজনীয় ৭টি গুরুত্বপূর্ণ টেস্ট। সুস্থ দেহ ও সুস্থ মন নিয়ে উদযাপন করুন বিজয়ের আনন্দ।

✅ প্যাকেজে যা যা থাকছে:
• CBC with ESR
• ALT (SGPT)
• Serum Creatinine
• TSH (Thyroid)
• Lipid Profile (Fasting)
• Urine R/M/E
• Fasting Blood Glucose

📅 অফারটি সারা মাস জুড়ে চলবে।

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: 01329-667560
📍 ঠিকানা: ইয়াকুব সাউথ সেন্টার, ১৫৬, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা-১২০৫।

বিয়ের দাওয়াত আর ৯-৫টার ডেস্ক জব: শরীরের ওপর দিয়ে কী ঝড় যাচ্ছে? 🛑শীতকাল মানেই বিয়ের সিজন। প্লেট ভর্তি কাচ্চি, রেজালা আর ফ...
09/12/2025

বিয়ের দাওয়াত আর ৯-৫টার ডেস্ক জব: শরীরের ওপর দিয়ে কী ঝড় যাচ্ছে? 🛑

শীতকাল মানেই বিয়ের সিজন। প্লেট ভর্তি কাচ্চি, রেজালা আর ফিরনি—লোভ সামলানো আসলেই দায়! কিন্তু সারাদিন এক জায়গায় বসে যারা অফিস করেন, তাদের জন্য এই "দাওয়াত সিজন" আনন্দের চেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে।

⚠️ কেন ৯-৫টার চাকরিজীবীদের বেশি সতর্ক হওয়া উচিত? আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে চেয়ারে বসে। শারীরিক পরিশ্রম যেখানে প্রায় শূন্য, সেখানে অনিয়মিত এবং অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার (যেমন: বিরিয়ানি, রিচ ফুড) শরীরের মেটাবলিজমকে ধীর করে দেয়। এর ফলে:

➤ হঠাৎ ব্লাড সুগার বেড়ে যায়।
➤ খাবার হজম হতে চায় না, অ্যাসিডিটি বাড়ে।
➤ দীর্ঘমেয়াদে ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি তৈরি হয়।

মনে রাখবেন, ডায়াবেটিস বা উচ্চরক্তচাপ ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা গেলেও, জীবনযাত্রার নিয়ম না মানলে তা কখনোই পুরোপুরি নিরাপদ নয়।

✅ সুস্থ থাকতে মেনে চলুন ৩টি গোল্ডেন রুলস:

১. পাকস্থলীর ১/৩ অংশের সূত্র মানুন: ধর্মীয় এবং বৈজ্ঞানিক—উভয় দৃষ্টিকোণ থেকেই এটি সেরা উপায়। পাকস্থলীকে ৩ ভাগে ভাগ করুন:

১ ভাগ খাবার।
১ ভাগ পানি।
১ ভাগ ফাঁকা রাখুন (হজমের জন্য)।

২. খাওয়ার আগে প্রস্তুতি: দাওয়াত খেতে বসার ঠিক আগেই এক গ্লাস পানি পান করুন। এতে পেট আংশিক ভরা থাকবে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যাবে। মেইন ডিশ শুরু করার আগে এক বাটি সালাদ খেয়ে নিন। এটি কার্বোহাইড্রেট শোষণের গতি কমিয়ে দেয় এবং সুগার স্পাইক রোধ করে।

৩. খাওয়ার পর বিশ্রাম নয়, হাঁটুন: অফিসে যেমন লাঞ্চের পর আমরা আবার চেয়ারে বসে পড়ি, দাওয়াতে সেটা করবেন না। খাওয়ার পর অন্তত ২০ মিনিট হাঁটাহাঁটি করুন। এটি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিকের মতো কাজ করে।

বিরিয়ানি বা ভারী খাবার খেলে রুটি বা অন্য কার্বোহাইড্রেট এড়িয়ে চলুন। মিষ্টি যত কম, ততই ভালো। সবুজ শাক সবজি বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন।

💡 শেষ কথা: অফিস এবং দাওয়াত—দুটোই থাকবে। কিন্তু শরীরটা আপনার একার। ক্ষণিকের জিহ্বার স্বাদের জন্য দীর্ঘমেয়াদী অসুস্থতাকে ডেকে আনবেন না। পরিমিত খান, সুস্থ থাকুন।

আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত সঙ্গী— লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার লিঃ
📞 অ্যাপয়েন্টমেন্ট: ০১৩২৯-৬৬৭৫৬০
📍 লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার লিঃ
৩য় তলা, ইয়াকুব সাউথ সেন্টার, ১৫৬ লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।
🌐 www.longlifediagnostic.com

একসাথে পথচলা— উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকার!লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার লিমিটেড এবং এন আর বি ইসলামী লাইফ...
09/12/2025

একসাথে পথচলা— উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকার!

লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার লিমিটেড এবং এন আর বি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আজ উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে, এন আর বি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সকল সম্মানিত পলিসি হোল্ডারগণ এখন থেকে লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা, ছাড় এবং অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন। এই পদক্ষেপটি ইন্স্যুরেন্স গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন যে এই অংশীদারিত্ব দেশের জনগণের স্বাস্থ্য ও জীবন সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

ভরসা রাখুন আমাদের সেবায়। স্বাস্থ্য সেবায় আপনার পাশে আছে লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার।

#স্বাস্থ্য #লাইফইন্স্যুরেন্স #সেরাসেবা

08/12/2025

ঘাম থেকে কি সত্যিই নিউমোনিয়া হয়? 🤔

অনেকের মধ্যেই এই ধারণাটি প্রচলিত। আপনিও কি তাই মনে করেন?

এই ভিডিওতে আমরা জানব, এই ধারণাটির পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা এবং নিউমোনিয়া হওয়ার আসল কারণগুলি কী কী!

বিশেষজ্ঞের সঠিক মতামত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
অধ্যাপক ডাঃ সাকিল আহম্মদ
এমবিবিএস, এফসিপিএস, এড (শিশু)
শিশু বক্ষব্যাধি বিষয়ে উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত (যুক্তরাষ্ট্র)
শিশু বক্ষব্যাধি বিষয়ে অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ

স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা ভাঙুন, আর সুস্থ থাকুন!

📞 অ্যাপয়েন্টমেন্ট: ০১৩২৯-৬৬৭৫৬০/০১৩৩২৮১০৯১০/ ০১৭১১৯৯৭১৩৬
📍 লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার লিঃ
৩য় তলা, ইয়াকুব সাউথ সেন্টার, ১৫৬ লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।
🌐 www.longlifediagnostic.com

#স্বাস্থ্য_সচেতনতা #নিউমোনিয়া

লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ⭐️ মঙ্গলবার⭐️ নিয়মিত ডাক্তারবৃন্দ।📳 ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে কল করুন: 𝟎𝟏...
08/12/2025

লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ⭐️ মঙ্গলবার⭐️ নিয়মিত ডাক্তারবৃন্দ।
📳 ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে কল করুন: 𝟎𝟏𝟑𝟐𝟗-𝟔𝟔𝟕𝟓𝟔𝟎........................................................................................................
🔻 ঠিকানা:
লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার লি:।
৩য় তলা, ইয়াকুব সাউথ সেন্টার, ১৫৬, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা ।

Address

Long Life Diagnostic And Consultation Center LTD. , 2nd Floor, Yakub South Center, 156, Lake Circus, Kalabagan
Dhaka
1205

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:01 - 23:00
Sunday 07:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Long Life Diagnostic & Consultation Center LTD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram