Free Treatment

Free Treatment ডাক্তারের পরামর্শ মেনে চলুন । eNSURE bETTER hEALTH

17/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!....

নিজের আত্মীয় ডোনার হবেন না" - এই কথাটির অর্থ হলো, "নিজের পরিবারের সদস্য বা আত্মীয়দের রক্তদাতা হিসেবে ব্যবহার করা উচিত নয়...
15/07/2025

নিজের আত্মীয় ডোনার হবেন না" - এই কথাটির অর্থ হলো, "নিজের পরিবারের সদস্য বা আত্মীয়দের রক্তদাতা হিসেবে ব্যবহার করা উচিত নয়।" চিকিৎসাবিজ্ঞান বলছে যে, নিকটাত্মীয়ের রক্ত গ্রহণে কিছু ক্ষেত্রে অনেক বেশি জটিলতা দেখা দিতে পারে। তাই, এই ধরনের পরিস্থিতিতে অপরিচিত ব্যক্তির পরীক্ষিত রক্ত গ্রহণ করাই উপযুক্ত এবং নিরাপদ।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, "নিকটাত্মীয়ের রক্ত নিলে এক ধরনের গুরুতর প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে, যাকে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ (TA-GvHD) বলা হয়।"

যদিও এই রোগটি বিরল, তবে এতে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে।

এই রোগে সাধারণত রক্তদাতা ও রক্তগ্রহীতার রক্তের কোষের মিল (HLA) এমন হয় যে, গ্রহীতার শরীরের রোগ প্রতিরোধকারী কোষগুলো রক্তদাতার কোষকে নিজেদের শত্রু হিসেবে চিহ্নিত করে আক্রমণ করে।

এই কারণে, এখন চিকিৎসকরা রোগীর আত্মীয়দের রক্ত না দিয়ে, অপরিচিত ব্যক্তির রক্ত দিতে উৎসাহিত করেন।
রক্তদান একটি মহৎ কাজ, এবং এতে করে অন্যের জীবন বাঁচানো যায়।

তবে, রোগীর স্বার্থেই অপরিচিত ব্যক্তির রক্ত গ্রহণ করা উচিত, বিশেষ করে যখন রোগীর আত্মীয়দের রক্ত দেওয়ার ক্ষেত্রে কিছু ঝুঁকি থেকে যায়।

রক্তদানের আগে সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

17/05/2025

জাতি যখন সান্ডার তেল নিয়ে ব্যস্ত আমি তখন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, আপনাদের রিপোর্টে কোথাও ঔষধের কোয়ালিটি নিশ্চিতকরণের বিষয়ে কোন পদক্ষেপ চোখে পড়ল না। আপনারা কি নিশ্চিত আমাদের যত ঔষধ কোম্পানি আছে, সবাই ফেরেশতা? আপনারা কি নিশ্চিত ঔষধ প্রশাসনে যারা আছেন, তারা সবাই ফেরেশতা? ঔষধ প্রশাসনের আন্ডারে যে ল্যাব ঔষধের মান পরীক্ষা করে, তারা সবাই ফেরেশতা?

ঔষধের বিষয়ে একচ্ছত্র ক্ষমতা ঔষধ প্রশাসন অধিদপ্তরের এবং কোয়ালিটি পরীক্ষা করার একমাত্র ল্যাব বাংলাদেশে একটাই। যেটা মহাখালীতে অবস্থিত। তাহলে ঔষধের স্বচ্ছতা বা একাউন্টটিবিলিটি কিভাবে নির্ধারণ হবে? কে বা কোন অথোরিটি এটা ক্রস চেক করবে? আপনারা বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি এই দেশের কাউকে বিশ্বাস করি না।

এই মুহূর্তে নাম নিচ্ছি না। একটি ঔষধ কোম্পানি তার ৫০০ মিলিগ্রাম এজিথ্রোমাইসিন ট্যাবলেটে দিচ্ছে ২৪০ মিলিগ্রাম এজিথ্রোমাইসিন। এটা পূর্ণবয়স্ক একজন ব্যক্তি খেলে কী অবস্থা হবে তার!! এক, কাজ করবে না, দুই, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে রোগী। ন্যাপ্রোক্সেন ৫০০ এমজি'র পরিবর্তে দিচ্ছে মাত্র ১৭০ এমজি। লাইসেন্স প্রাপ্ত অখ্যাত এই কোম্পানি মাসে শুধু এজিথ্রোমাইসিন বিক্রি করে নাকি কয়েক কোটি টাকার।

ব্যবসা হচ্ছে রমরমা। মানুষ মরছে।

খাদ্য থেকে শুরু করে কীটনাশক এবং অন্যান্য কেমিক্যালের সরকারি ল্যাব যেমন আছে দেশে, তেমন বেসরকারি ল্যাবও আছে। একাধিক সংস্থা ক্রস চেক করতে পারে এসব উপাদান। কিন্তু ঔষধের ক্ষেত্রে কী হবে?

আপনি ভাল করেই জানেন, আমাদের দেশে যত লাইসেন্সিং অথোরিটি আছে, তারা পণ্য বা উপাদানের লাইসেন্স দেয়ার সময় ভাল নমুনার পরীক্ষা করে লাইসেন্স দিয়ে থাকে৷ এই ভাল নমুনা সরবরাহ করে থাকে উৎপাদক, আমদানিকারক বা ব্যবসায়ী। লাইসেন্স পাবার পর শুরু হয় এদের আসল কারবার। লাইসেন্সের সেই নমুনার সাথে পণ্যের প্রায়শই আর মিল থাকে না।

বছরে বাজার থেকে যখন নমুনা কালেকশন করা হয় পরীক্ষা করার জন্য, সেই নমুনা আবার ভাল হয়ে যায়, কোনো এক অজ্ঞাত কারণে। কিভাবে হতে পারে, তা আমরা সবাই জানি।

আমাকে উক্ত ঔষধ কোম্পানির এই খবর দিয়েছে, সেই ঔষধ কারখানায় চাকুরি করা একজন কর্মী। মিথ্যা বলেছে? তাহলে একটা কমিটি করে বাজার থেকে সব এন্টিবায়োটিকের র‍্যান্ডম নমুনা নিয়ে বিদেশে পাঠিয়ে পরীক্ষা করে দেখুন প্লিজ। দেখা যাক কী রেজাল্ট আসে।

আমাদের নিশ্চিত করার ব্যবস্থা করুন যে, ডিজি ডিএ, হতে লাইসেন্স প্রাপ্ত সকল কোম্পানির ঔষধ সব সময়, সকল ব্যাচের মান সঠিক এবং এক রকম থাকে। সেটা অবশ্যই অন্য কোথাও হতে ক্রস চেক করে দিতে হবে।

নিরাপদ খাদ্য নিয়ে যে সুপারিশ দিয়েছেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় এবং একজন ডিজি বা মহাপরিচালক থাকবেন সেটার প্রধান।

হাস্যকর স্যার। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে স্বাধীন থাকবে। চেয়ারম্যানের পদ মর্যাদা হবে একজন সচিব পর্যায়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সাহায্য করবে সব তথ্য দিয়ে। বাস্তবায়ন করবে কর্তৃপক্ষ।

** দায়িত্ব মনে করলে শেয়ার করবেন সবাই প্লিজ।

#স্বাস্থ্যসংস্কারকমিশন
#মানহীনঔষধ #নিরাপদখাদ্য

Courtesy: Mahabub Kabir Milon

বাংলাদেশের অলিতে গলিতে এ রকম হাজার হাজার হাজার ভূয়া ডাক্তার মানুষের জীবন নিয়ে চিনিমিনে খেলছে....কঠিন শাস্তি না দিলে এসব ...
30/04/2025

বাংলাদেশের অলিতে গলিতে এ রকম হাজার হাজার হাজার ভূয়া ডাক্তার মানুষের জীবন নিয়ে চিনিমিনে খেলছে....
কঠিন শাস্তি না দিলে এসব বন্ধ হবে না।।।

বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকান চিকিৎসক ডা. রওনক ফারহানা । একজন সাহসী এবং ভাগ্যবান মানুষের নাম । তিনি এইবার নিয়ে ২য় বারের মত...
13/04/2025

বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকান চিকিৎসক ডা. রওনক ফারহানা ।
একজন সাহসী এবং ভাগ্যবান মানুষের নাম । তিনি এইবার নিয়ে ২য় বারের মত গাজার মজলুম মানুষদের চিকিৎসা সেবা দিতে গাজায় অবস্থান করছেন এখন । কিছুদিন আগে গাজায় মিশন শেষ করে তিনি আমেরিকায় ফিরে গিয়েছিলেন ।
এখন ২য় বারের মত আবার গাজায় এসেছেন ।I

ছবি: গাজার নাসের হসপিটাল, তারিখ: ১০/০৪/২০২৫

বিধ্বস্ত গাজার সামনে বাংলাদেশের ডাক্তার। যে মৃত্যু কে বাজি রেখে গত ১ মাস গাজাবাসী কে সম্পূর্ন ভলেন্টিয়ার হিসেবে চিকিৎসা ...
08/04/2025

বিধ্বস্ত গাজার সামনে বাংলাদেশের ডাক্তার।
যে মৃত্যু কে বাজি রেখে গত ১ মাস গাজাবাসী কে সম্পূর্ন ভলেন্টিয়ার হিসেবে চিকিৎসা দিয়ে গেছেন।
নিজেকে ওনার জায়গায় একবার চিন্তা করে দেখুন।
আপনার আমার ঈমানের শক্তি আর তার ঈমানের শক্তির মধ্যে কতো সহস্র পার্থক্য।

এই বীর যোদ্ধার নাম
ডা.মো. মইনুল হোসেন খান।

আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন।

সাভারের হাসপাতালে যেসকল গুণী চিকিৎসকদের হাতের স্পর্শ পেয়ে তামিম ইকবাল এর হৃৎপিন্ডে রিং পড়ানো হলো, উনি রিস্ক ফ্রি হলেন, ২...
24/03/2025

সাভারের হাসপাতালে যেসকল গুণী চিকিৎসকদের হাতের স্পর্শ পেয়ে তামিম ইকবাল এর হৃৎপিন্ডে রিং পড়ানো হলো, উনি রিস্ক ফ্রি হলেন, ২২ মিনিট CPR দিয়ে এখন কথা বলতে পারছেন, তো সাংবাদিক ভাইয়েরা কয়জন এই বিষয়টিকে হাইলাইট করেছেন? কয়জন আমাদের চিকিৎসা সেবার নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিছুটা আলো আছে সেইটা প্রকাশ করেছেন |

"ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু" শীর্ষক ভয়াবহ শিরোনামে খবর প্রকাশ তো খুব হলো, অনেক উত্তেজনা ছড়াইলেন, অনেক চিকিৎসক রোগীর আত্মীয়-স্বজনের হাতে লাঞ্চিত হলেন |

এবার একটু আলোর খবর টা দেন সবাইকে, ঐসকল চিকিৎসক যাদের কারণে এবং দেশবাসীর দোয়ায় আল্লাহর রহমতে তামিম ইকবাল এখন মোটামুটি সুস্থ, তাদের সাফল্যগাথা বলেন |

ইন্টারমিডিয়েট পাশ করে মেডিকেল এডমিশন দিয়ে যারা চিকিৎসক হইতে চায়, তাদের ভবিষ্যৎ টা প্রাক্টিক্যাল্লি ভালো সেইটাও তুলে ধরেন |

রোগী মারা গেলে ডাক্তারের দোষ, আর বাঁচলে আল্লাহ ফিরাইছে, এই ট্যাগগুলো একটু চেঞ্জ হোক |

জন্ম-মৃত্যু আল্লাহর হাতে, কথা সত্য, কিন্তু যারা ভয়াবহ লেখাপড়া জীবন পার করে চিকিৎসা সেবায় নিজেকে নিযুক্ত করেছে, তাদেরকে একটু হাইলাইট কইরেন |

(লিখেছেন ফাহাদ হোসাইন- অনলাইন শিক্ষক)

#এই #এই #আর

20/03/2025

আলহামদুলিল্লাহ!
রমজান মাসে মানুষের রোগ
কম হয়।

ডাক্তারদের বিরূদ্ধে ষড়যন্ত্র রুখে দিন।
11/03/2025

ডাক্তারদের বিরূদ্ধে ষড়যন্ত্র রুখে দিন।

জরুরী সতর্ক বার্তাপ্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করুন...প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া..কারণঃ ২২ থেকে ২৮ মে পর্যন্...
24/05/2021

জরুরী সতর্ক বার্তা

প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করুন...প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া..
কারণঃ ২২ থেকে ২৮ মে পর্যন্ত সূর্য্য মকরক্রান্তি অঞ্চলে খাড়া অবস্থানে থাকবে !
বিস্তারিত নীচে.............
নিরক্ষ রেখার উত্তরে ও দক্ষিণ উভয় দিকে (North Temperature Zone) ২৩.৫ ডিগ্রী অক্ষাংশ পর্যন্ত কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখাদ্বয়ের মধ্যবর্তী ৫২০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলে দুপুরের দিকে সূর্য্য লম্বভাবে পতিত হচ্ছে এবং অন্যান্য সময় সোজাভাবে পতিত হচ্ছে ! এটা ২৮ মে পর্যন্ত চলতে পারে ! এশীয় অঞ্চলে এর প্রভাব বিদ্যমান ! এতে প্রাণীর শরীরে মারত্মক পানি শূন্যতা সৃষ্টি করছে ! মাথার মগজ শুকিয়ে যাবার উপক্রম ! এমতবস্থায় প্রচুর পরিমাণে পানি (plane water) পান করতে হবে ! ঠান্ডাস্থানে থাকতে হবে !

#সংগৃহীত

21/04/2021

বিড়ি-সিগারেট তামাকজাত পন্য উৎপাদন ও বিপনন অনতিবিলম্বে বন্ধ করা হউক!
যতদিন এসব বন্ধ হবে না,
লকডাউন দিয়ে কি হবে?
ধূমপানের কারণে পরিবেশ
ও মানুষের যা ক্ষতি হয়,
তা কখনও পূরণীয় হবার নয়।

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Free Treatment:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

বিনা ফি তে চিকিৎসকের পরামর্শ !

ফ্রি তে চিকিতসকের পরামর্শ নিতে নাম, বয়স,মোবাইল নাম্বার, এলাকা ও সমস্যা উল্লেখ করে মেসেজ পাঠান ! শীঘ্রই বিস্তারিত জানিয়ে দেয়া হবে !