28/09/2024
যারা হজ্ব পালনের নিয়ত করেছেন, তাদের প্রতি :
হজ্ব মুসলমানদের জীবনে অন্যতম একটি ফরজ ইবাদত। স্বচক্ষে কাবাঘরের দর্শন বা সশরীরে উপস্থিত হয়ে কাবাঘর ছুয়ে দোয়া করা অথবা সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করা প্রতিটি ঈমানদার মানুষের আজীবন লালিত স্বপ্ন। বাংলাদেশ ও সৌদি সরকারের রাষ্ট্রীয় আইন-কানুন মেনে আপনাদের এ স্বপ্ন পুরনের অন্যতম সহযোগি হতে পেরে আমরা গর্বিত।
আমাদের এ কাজ ব্যবসায়িক ভিত্তিতে হলেও আমরা আর্থিক লাভের চাইতে মানুষের আবেগকে বেশি মূল্যায়ন করে থাকি। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে শরীয়তের নির্দেশনা মোতাবেক হজ্ব সংক্রান্ত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এমনকি নফল ইবাদতও যাতে কারো ছুটে না যায় সেদিকে খেয়াল রাখা এবং হারাম, বিদআত এমনকি মাকরূহ কাজ থেকে যাতে সবাই বিরত থাকতে পারে সেজন্য ব্যবস্থা নেয়া। নিয়মিত তালীম-তারবিয়াত জারি রাখা এবং সার্বক্ষণিক সাথে থেকে জরুরী আমলগুলো যথানিয়মে করিয়ে পুরো সফরটিকে বরকতময় করে তুলতে আমাদের নানারকম ব্যবস্থাপনা থাকে। আমরা চেষ্টা করি যাতে একজন হজ্বযাত্রী হজ্ব পালন শেষে নিষ্পাপ মানুষ হিসেবে দেশে ফিরে বাকী জীবন কাটাতে পারে।
শুধু আমল নয়, পুরো সফরে আমরা গ্রুপের সকল নারী-পুরুষের বয়স, শারীরিক সক্ষমতা, রুচিবোধ, পারিবারিক ও সামাজিক অবস্থান সবদিক বিবেচনা করে প্যাকেজ মূল্যের মধ্যেই যতদূর সম্ভব আরামদায়ক বাসস্থান, রুচিসম্মত খাবার, স্বাস্থ্যসম্মত পরিবহন ব্যবস্থা করে থাকি। পবিত্র মক্কা-মদীনার ঐতিহাসিক ও বরকতময় স্থানগুলো দেখানো এবং সকল স্থানের ঐতিহাসিক গুরুত্ব সকলের সামনে উপস্থাপন করার ব্যবস্থা করা হয়।
ইতোমধ্যে সরকার ২০২৫ সালে গমনেচ্ছু যাত্রীদের হজ্ব নিবন্ধনের সময়সীমা বেধে দিয়েছেন। ২০২৫ সালে হজ্বে যেতে হলে আপনাকে প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর আগামী ২০ নভেম্বরের মধ্যে ৩ লক্ষ টাকা জমা দিয়ে আপনাকে প্রাইমারী নিবন্ধন করতে হবে। পরবর্তীতে সরকার হজ্ব প্যাকেজ ঘোষণা করলে সে অনুযায়ী বাকী টাকা দিয়ে ফাইনাল নিবন্ধন করতে হবে (সরকারীভাবে ঘোষণা না করা পর্যন্ত হজ্বের পুরো খরচ কত হবে তা আমাদের জানা নেই)।
আমাদের সেবা গ্রহণ করতে আপনাকে আমাদের অফিসে এসে সরাসরি অথবা হোয়াটসএ্যাপ-ইমোতে বিস্তারিত কথা বলতে আমন্ত্রণ জানাচ্ছি।
- ডিলাইট হজ্ব গ্রুপের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
যে কোনো প্রয়োজনে :
০১৮৮৬৬১১৩৪১