05/12/2025
মনে পড়ে এই দিনগুলোর কথা, শীতের দিনে এলেই খেজুর রস দিয়ে পিঠা তরীর ধুম পড়ে যায় আমাদের গ্রাম বাংলাতে 🤗যারা নিয়মিত শহরে বসবাস করে তারা এই আনন্দটা বুঝবে না 🫣এই আনন্দর ফিলটা শুধু শীতকালে গ্রামেই পাওয়া যায় #হরিরামপুর #কান্ঠাপাড়া #মানিকগঞ্জ # খুলনা #জমাল পুর # ফরিদপুর