Dr. Imran Hossain

Dr. Imran Hossain সেবা নিন সুস্থ থাকুন।
সেবা নিন ভালো থাকুন।

সাইকোটিক মায়াজমের রোগী :১। মিথ্যাবাদী, গোপন প্রিয়, অপরের প্রতি বিশ্বাসের অভাব২। সন্দেহ বশে রাতে ঘুম থেকে উঠে দরজার খিল ...
18/04/2025

সাইকোটিক মায়াজমের রোগী :
১। মিথ্যাবাদী, গোপন প্রিয়, অপরের প্রতি বিশ্বাসের অভাব
২। সন্দেহ বশে রাতে ঘুম থেকে উঠে দরজার খিল পরীক্ষা করে
৩। চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে কথা বলে
৪। স্মৃতি শক্তি হারিয়ে ফেলে।
৫। ভ্রান্ত ধারণা, খুঁত খুঁতে সূচীবাইগ্রস্ত ব্যক্তি
৬। দেহের গঠনগত পরিবর্তন বা অস্বাভাবিক বৃদ্ধি যেমন আঁচিল, টিউমার, ইপিথিলিওমা, নডিউল, কর্ন (কড়া), পলিপাস, তিলক, চর্মে বিভিন্ন প্রকার দাগ, রস, রক্ত ও বাত প্রবন ইত্যাদি।
৭। লবনাক্ত খাদ্যে প্রবল ইচ্ছা এবং মসলাযুক্ত খাদ্য ও মাখনে অনিচ্ছা
৮। গোসল করতে পছন্দ করে।
৯। ক্ষমা করতে ইতস্তত বোধ করে যদিও ক্ষমা করে তবে শর্ত আরোপ করে।
১০। হিসাব-নিকাশ বার বার মিলিয়ে দেখে।
১১। মসলাযুক্ত খাদ্য বা মাখন পছন্দ করে না
১২। বাম দিকে রোগের আক্রমণ
১৩। মৃত ব্যক্তির স্বপ্ন দেখে
১৪। দুষিত সহবাসের পর জননেন্দ্রীয়ে আঁচিল ও প্রস্রাবে কষ্ট হয়
১৫। নখগুলো অসম, ফাঁটা, বিবর্ণ, নখকুনী সূচ ফোঁটার ন্যায় ব্যাথা; কুচিকিৎসার
১৬। বন্ধুদের সঙ্গে ভালভাবে মিশে না
১৭। সবাইকে সন্দেহের চোখে দেখে
১৮। লি*টি নিয়ে আপন মনে নড়া-চাড়া করতে থাকে
১৯। সংসার সুখের হয় না; বন্ধ্যা, বিকলাঙ্গ শিশুর জন্ম দান
২০। প্রেমে আসক্তি; অবৈধ প্রেম, অপাত্রে প্রেম নিত্য দান।

আরোগ্য হোমিও হল
জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা।
০১৬১৯০৯৩৬৭৮

15/12/2024

একক লক্ষনে হোমিওপ্যাথি।
১. আঘাত পেয়ে যেকোন রোগ হলে- Arnica/ledum
২. হঠাৎ আসা তরুণ বা যেকোন রোগে- Aconite
৩. গলায় মাছের কাটা বিধলে- Silicia.
৪. ধারালো অস্ত্র দিয়ে কেটে গেলে- Staphysagria
৫. পিন, তারকাটা, পেরেক, লোহা বিধলে- Ledum Pal.
৬. অতিরিক্ত হাঁচি আসলে-Natrum Mur.
৭. যানবাহনে চড়ে বমি হলে- Cocculus Ind
৮. ঘুমের মাঝে নাক ডাকলে- O***m.
৯. ঘুম না আসলে- O***m.
১০. অত্যধিক ঘুমের জন্য লেখা পড়ার ক্ষতি হলে- Ferr Ph 3x
১১. চোখের পাতায় বার বার অঞ্জলি হলে-Staph
১২. যেকোন স্থানে যেকোন ব্যথায়- Mag phos 6x
১৩. ক্ষুধা ও বলশক্তি বৃদ্ধির জন্য- Nux Vom Q
১৪. খাবারে রুচি না থাকলে- Amloki Q
১৫. শরীরের কোন স্থান কেটে রক্তপাত ঘটলে- Calendula Q (বাহ্যিক)
১৬. বর্ষা/বৃষ্টির কারণে যেকোন রোগ হলে-Rhus Tox
১৭. আমাশয় হলে- Merc
১৮. আমাশয়ে রক্ত গেলে- Merc
১৯. শরীরের যেকোন স্থান দিয়ে টাটকা লাল রক্ত স্রাব হলে- Sinaberis
২০. নড়াচড়া বা চাপলে আরাম- RhusTox
২১. চুপচাপ থাকলে আরাম- Bryonia Alb
২২. অবিবাহিত যুবকদের কামরিপু দমনের জন্য- Cantharis
২৩. গায়ক বা বক্তার স্বর ভেঙ্গে গেলে- Custicum/Arg Nit
২৪. স্মরণশক্তি লোপ পেলে- Anacardium
২৫. খিটখিটে মেজাজ বদ-রাগি লোকদের যেকোন রোগে- Cham
২৬. আগুন, গরম ও রৌদ্রজনিত যেকোনো রোগে বা সমস্যায়- Glonoine
২৭. শুঁচিপায়ি রোগির জন্য- Syph
২৮. বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে- Cina
২৯. মৌমাছি হুল ফুটালে-Apis Mel
৩০. চুন খেয়ে জিহ্বা পুড়লে/সমস্যা হলে- Causticum
৩১. পিঠে ব্যথায়-Lycopodium
৩২. ঘাড় ব্যথার জন্য-Conium
৩৩. দুরগন্ধযুক্ত যেকোন স্রাব হলে- Achinesia
৩৪. সোরাইসিসের জন্য- sulph, Gynocardium Q
৩৫. যা খায় তাই বমি করে, কোন খাবার হজম হয়না- Symphoricur pus 30
৩৬. মাথায় যন্ত্রনা বা ব্রেনের যেকোন সমস্যায়- Kali Phos 6x
৩৭. মহিলাদের জরায়ু ঝুলে গেলে- Sipia 200
৩৮. মহিলাদের তল পেটে ব্যথা হলে- Colophylom Q
৩৯. প্রস্রাব ধারনে অক্ষমতা- Caust.
৪০. গুরুপাক খাবার খেয়ে অসুখ হলে- Pulsitilla
৪১. শরীরে ক্যালসিয়ামের অভাব হলে- Calcaria phos-6x
৪২. শরীরে আইরনের অভাব হলে- Ferr phos-6x
৪৩. শরীরে মাল্টিভিটামিনের প্রয়োজন হলে- Five Phos
৪৪. ছাত্র-ছাত্রীদের পড়তে গেলে মাথাব্যথা-Calc phos
৪৫. রোগী কথায় কথায় “যদি” শব্দ থাকলে- Arg Nit
৪৬. মুখ ও গলার ভিতর যেকোন রোগে- Marc Sol
৪৭. ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঔষধ- Ars/ Eupatorium Perfoliatum
৪৮. হৃদরোগের মহা ঔষধ- Crataegus Oxyacantha

বিঃদ্রঃ সংগৃহীত তথ্য গুলো শুধুমাত্র প্রথমিক ধারনা পেতে সহযোগীতা করবে। বিশদভাবে জানতে মেটেরিয়া মেডিকা আবশ্যক।

ডাঃ ইমরান হোসেন
ডি.এইচ.এম.এস (বিএইচবি) ঢাকা।
আরোগ্য হোমিও হল, জামগড়া, আশুলিয়া, ঢাকা।

IBS কী ও কেন হয়, কোন লক্ষণে বুঝবেন?IBS বা Irritable bowel syndrome পেটের একটি সমস্যা। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ইনশা...
03/12/2024

IBS কী ও কেন হয়, কোন লক্ষণে বুঝবেন?

IBS বা Irritable bowel syndrome পেটের একটি সমস্যা। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ আইবিএস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আইবিএস কী ও কেন হয়?
Irritable bowel syndrome বা IBS পেটের বিরক্তিকর এবং দীর্ঘমেয়াদী একটি সমস্যা। সাধারণভাবে অনেকে IBS কে পুরাতন আমাশয়ও বলে থাকেন। দেশের প্রায় ১০ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত। পুরুষদের তুলনায় নারীরাই আইবিএসে বেশি আক্রান্ত হয়ে থাকেন। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভুগে থাকেন। ইরিটেবল বাওয়েল সিনড্রোম হচ্ছে পরিপাকতন্ত্রের ফাংশনাল সমস্যা। এখানে পরিপাকতন্ত্রের গঠনগত কোন পরিবর্তন হয় না।

এখন পর্যন্ত আইবিএস কেন হয় এর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে আইবিএস কেনো হতে পারে এমন কিছু কারণ শনাক্ত করা হয়েছে। যেমন-

১. যেসব কারণে আইবিএস হতে পারে তার মধ্যে অন্যতম পরিপাকতন্ত্র থেকে স্নায়ুতে সংকেতজনিত সমস্যা।

২. পরিপাকতন্ত্রের অস্বাভাবিক সংকোচন ও প্রসারণ।

৩. পরিপাকতন্ত্রের অতি সংবেদনশীলতা।

৪. পরিপাকতন্ত্রে উপকারি এবং অপকারি ব্যাকটেরিয়ার অসামঞ্জস্যতা।

৫. অত্যাধিক মানসিক চাপ, উদ্বেগ ও দুঃশ্চিন্তা।

*আইবিএসের লক্ষণ*
===============
দীর্ঘদিন ধরে পেটে ব্যথা, মলত্যাগের অভ্যাসের পরিবর্তন যেমন- পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হওয়া, পেট ফুলে থাকা এগুলো সাধারণত আইবিএসের মূল লক্ষণ। এছাড়াও আইবিএস সাধারণত কিছু কিছু খাবারের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। যেমন- দুধ এবং দুধের তৈরি খাবার, যেমন- শাক পাতা, ফাস্ট ফুড, পোলাও, বিরিয়ানি, মসুর ডাল, অতিরিক্ত তৈলাক্ত খাবার। এই ধরনের খাবার খেলে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বেশি হয়ে থাকে৷

*আইবিএস শনাক্ত*
=============
রোগীদের কাছ থেকে রোগের ইতিহাস শুনে ও লক্ষণ দেখে এই রোগ নির্ণয় করতে হয়। রক্ত পরীক্ষা কিংবা পেটের আলট্রাসনোগ্রাফি করে সাধারণত আইবিএস শনাক্ত করা সম্ভব নয়। কিছু লক্ষণ বা রোম ক্রাইটেরিয়া দেখে আইবিএসের প্রাথমিক ধারণা পাওয়া যায়। আইবিএস নির্ণয়ের জন্য বর্তমানে Rome IV ক্রাইটেরিয়া সর্বাধিক প্রচলিত।

IBS দুই ধরনের হতে পারে। যেমন-
=======================
IBS D: যেখানে পেট ব্যথার সঙ্গে পাতলা পায়খানা বা ক্রনিক ডায়রিয়া হতে পারে।

IBS C: যেখানে পেট ব্যথার সঙ্গে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে IBS D এবং IBS C দুটোই একসঙ্গে থাকতে পারে। যেমন- পাতলা পায়খানা এবং কোষ্ঠকাঠিন্য। এটাকে বলা হয় IBS M.

মূলত লক্ষণ এবং রোগের ইতিহাস শুনেই IBS শনাক্ত করা হয়। তবে পরিপাকতন্ত্রজনিত অন্য কোনো জটিলতা বা সমস্যা আছে কিনা সেটি জানার জন্য অনেক সময় কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়।

IBS এর অন্য কোনো ঝুঁকি আছে কিনা এই প্রসঙ্গে ডা. এফ কে চৌধুরী বলেন, IBS এর একটা ভালো দিক হচ্ছে এই রোগ থেকে বড় ধরনের কোনো জটিলতা হওয়ার আশঙ্কা নেই। IBS এ আক্রান্ত রোগীরা পেট ব্যথা, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগে থাকেন। কিন্তু তাদের বড় ধরনের কোনো শারীরিক সমস্যার ঝুঁকি নেই।

তবে কিছু কিছু IBS এর কিছু বিপদ চিহ্ন আছে। যেমন-

১. যদি কারো মলের সঙ্গে রক্ত যায়।

২. ওজন কমে যায়।

৩. কেউ যদি পেটে চাকা অনুভব করেন।

৪. রাতে ঘুম থেকে উঠে মলত্যাগ করতে হয়।

৫. যদি রক্তশূন্যতা থাকে।

৬. পরিবারের কোনো সদস্যের যদি আগে থেকেই পরিপাকতন্ত্রের বিভিন্ন জটিল সমস্যা থাকে।

এই বিপদ চিহ্নগুলো যদি থাকে তাহলে রোগীকে দ্রুত পরীক্ষা নিরীক্ষা করার জন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

Dr. Imran Hossain
০৩/১২/২৪ইং

লক্ষণ অনুসারে একক ওষুধ নির্বাচন...
26/09/2024

লক্ষণ অনুসারে একক ওষুধ নির্বাচন...

প্রসঙ্গঃ ডা. (ডাক্তার) পদবী ব্যবহার ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩।  সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে বিভ্রান্ত ও উদ্বিগ্...
21/08/2024

প্রসঙ্গঃ ডা. (ডাক্তার) পদবী ব্যবহার ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে বিভ্রান্ত ও উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করছি।

সত্য সর্বদা সমুন্নত...
07/07/2024

সত্য সর্বদা সমুন্নত...

আপনার হার্টের যত্ন নিন। Heart is an Vital Organ of Human Body 🫀
05/07/2024

আপনার হার্টের যত্ন নিন। Heart is an Vital Organ of Human Body 🫀

30/06/2024

যেভাবে হোমিওপ্যাথি এতো জনপ্রিয় হয়ে উঠলো।

25/04/2024

একোনাইট এর প্রধান চারটি লক্ষণ
১। আকষ্মিকতা ও ভীষণতা।
২। মৃত্যুভয় ও অস্থিরতা।
৩। পিপাসা ও জ্বালা।
৪। প্রচন্ড শীত ও গরমের প্রকোপ।

17/04/2024

সেবা নিন সুস্থ থাকুন
সেবা নিন ভালো থাকুন।

Address

Siru Market, Jamgora, Ashulia
Dhaka
1341

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Imran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram