18/04/2025
সাইকোটিক মায়াজমের রোগী :
১। মিথ্যাবাদী, গোপন প্রিয়, অপরের প্রতি বিশ্বাসের অভাব
২। সন্দেহ বশে রাতে ঘুম থেকে উঠে দরজার খিল পরীক্ষা করে
৩। চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে কথা বলে
৪। স্মৃতি শক্তি হারিয়ে ফেলে।
৫। ভ্রান্ত ধারণা, খুঁত খুঁতে সূচীবাইগ্রস্ত ব্যক্তি
৬। দেহের গঠনগত পরিবর্তন বা অস্বাভাবিক বৃদ্ধি যেমন আঁচিল, টিউমার, ইপিথিলিওমা, নডিউল, কর্ন (কড়া), পলিপাস, তিলক, চর্মে বিভিন্ন প্রকার দাগ, রস, রক্ত ও বাত প্রবন ইত্যাদি।
৭। লবনাক্ত খাদ্যে প্রবল ইচ্ছা এবং মসলাযুক্ত খাদ্য ও মাখনে অনিচ্ছা
৮। গোসল করতে পছন্দ করে।
৯। ক্ষমা করতে ইতস্তত বোধ করে যদিও ক্ষমা করে তবে শর্ত আরোপ করে।
১০। হিসাব-নিকাশ বার বার মিলিয়ে দেখে।
১১। মসলাযুক্ত খাদ্য বা মাখন পছন্দ করে না
১২। বাম দিকে রোগের আক্রমণ
১৩। মৃত ব্যক্তির স্বপ্ন দেখে
১৪। দুষিত সহবাসের পর জননেন্দ্রীয়ে আঁচিল ও প্রস্রাবে কষ্ট হয়
১৫। নখগুলো অসম, ফাঁটা, বিবর্ণ, নখকুনী সূচ ফোঁটার ন্যায় ব্যাথা; কুচিকিৎসার
১৬। বন্ধুদের সঙ্গে ভালভাবে মিশে না
১৭। সবাইকে সন্দেহের চোখে দেখে
১৮। লি*টি নিয়ে আপন মনে নড়া-চাড়া করতে থাকে
১৯। সংসার সুখের হয় না; বন্ধ্যা, বিকলাঙ্গ শিশুর জন্ম দান
২০। প্রেমে আসক্তি; অবৈধ প্রেম, অপাত্রে প্রেম নিত্য দান।
আরোগ্য হোমিও হল
জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা।
০১৬১৯০৯৩৬৭৮