
05/10/2024
২১ বছর বয়সী একজন রোগীর নাকের পেছনের অংশে(Nasopharynx) অ্যাডিনয়েড(Nasopharyngeal Tonsil) বড় থাকার কারনে কানের পর্দা মধ্যকর্নের ভেতর দিকে চেপে কানে সমস্যা সৃষ্টি করেছে।
সুতরাং ১৩-১৫ বছর বয়সের পর Adenoid ছোট হয়ে যায়, এটা সব সময় ঠিক না।
এরকম আরও অনেক রোগী এখন পাওয়া যাচ্ছে।