Dr. Md. Baha Uddin

Dr. Md. Baha Uddin আসসালামু আলাইকুম!
চিকিৎসা আমার পেশা, আল্লাহর সৃষ্টি দেখার জন্য ঘুরাঘুরি আমার নেশা।

15/06/2025
05/06/2025

**আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি।
COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii).ক্ষুধা হ্রাস পাওয়া।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকেন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

[বন্ধুবান্ধব বা পরিবারের সাথে এই বিভাগটি শেয়ার করতে ভুলবেন না]।
[এই বার্তাটি নিজে বুকমার্ক করবেন না]।
অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

COLLECTED

31/05/2025

কোলাহল ছেড়ে প্রকৃতির সাথে একান্ত কিছু সময়।

টেন্ডন বা রগ যেটাকে আমরা সাধারণত রগ বলে চিনি।কেটে গেলে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ সার্জনের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেয়া উচিত...
31/05/2025

টেন্ডন বা রগ যেটাকে আমরা সাধারণত রগ বলে চিনি।
কেটে গেলে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ সার্জনের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেয়া উচিত।
সর্বোত্তম হচ্ছে ইনজুরির ২৪ ঘন্টার ভিতরে যদি সার্জারি করে রিপেয়ার করা যায় সেটা বেস্ট।

31/05/2025

সনামধন্য প্লাস্টিক, রিকন্সট্রাক্টিভ এবং এস্থেটিক সার্জন।
রোগিদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত।

চেম্বার: আল মানার হাসপাতাল লিমিটেড
ভবন-১
(সরকারি ফিজিক্যাল কলেজ এর বিপরীতে)
সাত মসজিদ রোড মোহাম্মদপুর,ঢাকা-১২০৭।

সময়: শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা - ৫ টা।
(তবে জরুরি সেবা সপ্তাহে ৭দিন পাওয়া যাবে।)

সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারেন
ডা: বাহা উদ্দিন, কো-অর্ডিনেটর,
০১৯১৮০০৪২১৮

31/05/2025
29/08/2024

মানুষের গু*প্ত ক্যা*ন্সা*র কি???

হযরত নুহ (আঃ) একবার একটি কালো কু*ৎ*সিত কু*কু*রকে দেখতে পেয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। সাথে সাথে আল্লাহর নির্দেশে কু*কু*রটির জবান খুলে গেলো।

মানুষের মতই সে বলে উঠলোঃ হে নুহ, তুমি আমার কু*ৎ*সিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে। কিন্তু তুমি কি জানো না, যে আল্লাহই আমাকে এ আকৃতি দিয়েছেন!
মনে রেখো এ সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দ*খ*ল থাকত, তবে কিছুতেই আমি এ আকৃতি মেনে নিতাম না। বরং কু*কু*র হওয়াটাই পছন্দ করতাম না।

কু*কু*রের মুখে এ কথা শুনে নুহ (আঃ)- এর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন। এমন কি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন!!
~[সুত্র: নুজহাতুল মাজালিস]

তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু! আমাকে মাফ করে দাও। না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি।

সেই অপরাধের অনুশোচনা করে আবদুল গাফফার দীর্ঘ দশ বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কাঁদতেন যে, চোখের পানি পড়ে পড়ে তাঁর চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল। লোকজন এই অবস্থা দেখে তাঁকে নূহ ডাকতে শুরু করে। আরবি ভাষায় ‘নূহ’ অর্থ যে ক্রন্দন করে।

একবার ভাবুন সামান্য একটি কু*কু*র সম্পর্কে কোন মন্তব্য করার কোন সুযোগ নাই সেখানে সৃষ্টির সেরা মানুষ তথা (আশরাফুল মাখলুকাত) বনী আদম তাকে আমরা কি ভাবে সমালোচনা করি, আমরা নিজের দোষ দেখিনা পরের দোষ দেখি, এটা ও একটা গু*প্ত ক্যা*ন্সা*র!!
আমরা একে অন্য কে দেখে বলতে থাকি, ওমুক কালো, তমুক খাটো,, মোটা,, চিকন, হাত ছোট, নাক বোচা, মুখ বড়, শুধু ফর্সা চেহারা ভালো না,,,আরও অনেক কিছু এইসব বলা বন্ধ করুন।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
(আমীন ইয়া রাব্বুল আলামীন)
©

15/06/2024

প্রখ্যাত প্লাস্টিক সার্জন " অধ্যাপক ডা: শরীফ হাসান" স্যার নিয়মিত এই সেন্টারে রুগি দেখছেন।

📌এই সেন্টারের উল্লেখযোগ্য সেবা সমুহ:
➡️সকল প্রকার পোড়া রোগের চিকিৎসা(Burn Care)
➡️সকল প্রকার এক্সিডেন্ট রোগীদের চিকিৎসা( accidental emergency)
➡️অঙ্গহানি আংগুল প্রতিস্থাপন (Toe Transfer)
➡️কেটে পড়ে যাওয়া অঙ্গ প্রতিস্থাপন (Replantation)
➡️হ্যান্ড এন্ড মাইক্রো সার্জারি
➡️সুপার মাইক্রো সার্জারী
➡️ বেড সোর (bed sore)
➡️ট্যান্ডন/ রগ রিপেয়ার (tendon injury
➡️স্নায়ু / নার্ভ রিপেয়ার (Peripheral Nerve Repair)
➡️ব্রাকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি (Brachial plexus injury)
➡️পুরুষও মহিলাদের স্তনের সমস্যা
➡️আঘাত জনিত ক্ষত (Trauma Care)
➡️ঠোঁটকাটা তালু কাটার চিকিৎসা (Clfet Surgery)
➡️বাচ্চাদের জন্মগত ত্রুটি
➡️ডায়াবেটিকজনিত হাত পায়ের ক্ষত (Diabetic Foot Care)
➡️গোদ রোগ (elephantiasis)
➡️মুখমণ্ডল, হাত পায়ের ক্যান্সার।
➡️ সকল প্রকার প্লাস্টিক সার্জারি।

📢❗🚨আমাদের জরুরি সেবা সার্বক্ষনিক ২৪/৭ এবং বছরে ৩৬৫ দিন চলমান।
যোগাযোগঃ টীম কো অর্ডিনেটর- Dr. Md. Baha Uddin 01618-004218

⏰চেম্বার:
আল-মানার হাসপাতাল লিমিটেড
ভবন ১
রুম-২০৮
সকাল ১১ টা থেকে ২টা।
(শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ)

03/06/2024

এই দিনে তুমি আমাদের কে অভিভাবক শুন্য করে চলে গিয়েছ, মহীয়ানের ডাকে।
তুমি ছিলে, আছ, এবং থাকবে আমাদের মাঝে সব সব সময়।
তুমি রবে নিরবে নিভৃতে, কোটি হৃদয়ের মন-মাঝারে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Baha Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Baha Uddin:

Share