সুন্নাতে খাৎনা সেন্টার

সুন্নাতে খাৎনা সেন্টার islam is the only way of life লা ইলাহা ইল্লাল্লহু মুহাম্মাদুর রসূলুল্লহ।

06/08/2025

🔵 বারবার ওষুধ খেয়ে কিডনি নষ্ট করছেন? ব্যথার স্থায়ী সমাধান চান?

অনেকেই বাত ব্যথা কিংবা শরীরের বিভিন্ন ব্যথার জন্য নিয়মিত পেইন কিলার খাচ্ছেন, যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। অথচ হিজামা (Cupping Therapy) হতে পারে ব্যথা কমানোর শরীয়াহসম্মত, প্রাকৃতিক এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন সমাধান।

🎯 শরীরের কোনো ক্ষতি না করেই, রক্তের দূষিত অংশ বের করে ব্যথা কমাতে সাহায্য করে হিজামা।

📍বিশ্বাস, অভিজ্ঞতা আর আস্থা নিয়ে আপনিও আসতে পারেন Hijama Planet: Cupping & Ruqyah Center এ।

ধানমন্ডি ব্রাঞ্চ :: বিল্ডিং সি (নিচ তলা), বাসা নং – ৯১/১, রোড নং – ১১এ, ধানমন্ডি, ঢাকা – ১২০৯। মোবাইল :: 01612877464 , গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/hDDwUMEPKdq

বনানী প্রিমিয়াম ব্রাঞ্চ :: চান্দিওয়ালা ম্যানশন, ২য় তলা (লিফটের ২), বাসা নং - ৩২, ব্লক - জি, রোড - ১১, বনানী, ঢাকা - ১২১৩ । মোবাইল :: 01610445262, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/CGFu6QmgRUx

উত্তরা ব্রাঞ্চ :: বাসা নং – ১৫, সেক্টর নং - ৭, রোড নং - ৩১, (মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজে এর নিচ তলা)। মোবাইল :: 01889992870, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/cLy9RW4nLFyyiLPc6

মোহাম্মদপুর ব্রাঞ্চ (বিশেষায়িত রুকইয়াহ হাসপাতাল) :: রহমান হামদান, ২য় তলা (লিফটের ১) বাসা নং - ২৫২/৩/এ, রোড নং - ৬, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। (শিয়া মসজিদ থেকে এসে লিমিটেড ৬ নং রোডের শেষ প্রান্তের আব্দুর ক্বদির জিলানী মসজিদের বিপরীত বিল্ডিংটা। বেড়িবাধ হয়ে আসলে লিমিটেড ৬ এর গেইট থেকে ঢুকতে হবে।) মোবাইল :: 01894430662, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/jNv4YndSJdib7QLw9

আফতাব নগর ব্রাঞ্চ :: শায়লা ম্যানশন, ২য় তলা (লিফটের ১), বাসা নং - ০২, রোড - ০৪, ব্লক - সি, আফতাব নগর, ঢাকা - ১২১২। (আফতাব নগর মেইন রোডে "সি ব্লকের মাথায়" ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ভিশন এর শোরুম এর বিপরীত পাশের রাস্তায় "হলুদ বিল্ডিং"।) মোবাইল :: 01889992878, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/wmKGZYAouF9Bavhm6?g_st=awb

03/08/2025

🔮 গর্ভনাশের যাদু — এক বাস্তব ঘটনা!
৮ বছরের বিবাহিত জীবনে ৪ বার সন্তান ধারণ…
প্রথমবার ৩২ দিনের মাথায় মৃত্যু, এরপর ৩ বার মিসকারেজ, আর শেষবার ৭ মাসে পেটেই সন্তানের মৃত্যু!
সব চেষ্টা ব্যর্থ হয়ে শেষে রুকইয়াহর দ্বারস্থ হলে প্রকাশ পায়—এই ছিল ভয়ংকর ‘গর্ভনাশের যাদু’র প্রভাব!

❗আপনার সাথেও কি এমনটা ঘটছে বারবার?
👉 ডাক্তারি রিপোর্ট ঠিক, তবুও সন্তান টিকছে না?

🕋 ইসলামি চিকিৎসা রুকইয়াহর মাধ্যমে সমাধান খুঁজুন। শুরু থেকেই সচেতন হন।

ধানমন্ডি ব্রাঞ্চ :: বিল্ডিং সি (নিচ তলা), বাসা নং – ৯১/১, রোড নং – ১১এ, ধানমন্ডি, ঢাকা – ১২০৯। মোবাইল :: 01612877464 , গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/hDDwUMEPKdq

বনানী প্রিমিয়াম ব্রাঞ্চ :: চান্দিওয়ালা ম্যানশন, ২য় তলা (লিফটের ২), বাসা নং - ৩২, ব্লক - জি, রোড - ১১, বনানী, ঢাকা - ১২১৩ । মোবাইল :: 01610445262, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/CGFu6QmgRUx

উত্তরা ব্রাঞ্চ :: বাসা নং – ১৫, সেক্টর নং - ৭, রোড নং - ৩১, (মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজে এর নিচ তলা)। মোবাইল :: 01889992870, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/cLy9RW4nLFyyiLPc6

মোহাম্মদপুর ব্রাঞ্চ (বিশেষায়িত রুকইয়াহ হাসপাতাল) :: রহমান হামদান, ২য় তলা (লিফটের ১) বাসা নং - ২৫২/৩/এ, রোড নং - ৬, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। (শিয়া মসজিদ থেকে এসে লিমিটেড ৬ নং রোডের শেষ প্রান্তের আব্দুর ক্বদির জিলানী মসজিদের বিপরীত বিল্ডিংটা। বেড়িবাধ হয়ে আসলে লিমিটেড ৬ এর গেইট থেকে ঢুকতে হবে।) মোবাইল :: 01894430662, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/jNv4YndSJdib7QLw9

আফতাব নগর ব্রাঞ্চ :: শায়লা ম্যানশন, ২য় তলা (লিফটের ১), বাসা নং - ০২, রোড - ০৪, ব্লক - সি, আফতাব নগর, ঢাকা - ১২১২। (আফতাব নগর মেইন রোডে "সি ব্লকের মাথায়" ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ভিশন এর শোরুম এর বিপরীত পাশের রাস্তায় "হলুদ বিল্ডিং"।) মোবাইল :: 01889992878, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/wmKGZYAouF9Bavhm6?g_st=awb

হিজামা প্ল্যানেটঃ কাপিং ও রুকইয়াহ সেন্টার (মুগদা ব্রাঞ্চ)ঠিকানাঃ ভাই ভাই টাওয়ার,  ১১৭/১, উত্তর মুগদা পাড়া, ফ্ল্যাট নং: ৪...
02/08/2025

হিজামা প্ল্যানেটঃ কাপিং ও রুকইয়াহ সেন্টার (মুগদা ব্রাঞ্চ)

ঠিকানাঃ ভাই ভাই টাওয়ার, ১১৭/১, উত্তর মুগদা পাড়া, ফ্ল্যাট নং: ৪/বি, ৪র্থ তলা (লিফট এর তিন), মুগদা মেইন রোড, (মুগদা থানা বিপরীতে, আই এফ আই সি ব্যাংক এর বিল্ডিং), মুগদা, ঢাকা–১২১৪

এ্যাপয়েন্টমেন্টঃ 01896-510020

ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/Hijama.Planet.Mugda

গুগোল লোকেশানঃ https://maps.app.goo.gl/H9cWNuYvqmTrzQFR7

শুরু হয়ে গেলো "জুলাই - আগস্ট" মাসের হিজামা প্ল্যানেটের ডিস্কাউন্ট সপ্তাহ‼️প্রতি আরবি মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবি...
27/07/2025

শুরু হয়ে গেলো "জুলাই - আগস্ট" মাসের হিজামা প্ল্যানেটের ডিস্কাউন্ট সপ্তাহ‼️

প্রতি আরবি মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত হিজামা প্ল্যানেটে চলে বিশেষ #ডিস্কাউন্ট_সপ্তাহ।

যারা বাজেট স্বল্পতার জন্য হিজামা করাতে দ্বিধাবোধ করছেন, তারা এই বিশেষ সুযোগটি কিন্তু কাজে লাগিয়ে হিজামা সেশন নিয়ে নিতে পারেন। "জুলাই - আগস্ট" মাসের হিজামা ডিস্কাউন্ট সপ্তাহ চলবে ২৭ জুলাই থেকে ০৩ আগস্ট, ২০২৫ ইং পর্যন্ত ইন'শা'আল্লাহ।

#স্পেশাল_ডিস্কাউন্ট_প্যাকেজ_১ঃ
হিজামা সেশান মাত্র ২০৫০ টাকায়।
১। সর্বোচ্চ ১৫ টি পয়েন্টে (শরীরের যে কোন স্থানে)।
২। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
৩। প্রথম দশ জন।
৪। শুধুমাত্র প্রতি হিজরী মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত।
৫। অফারের কথা এ্যাপয়েন্টমেন্ট এর সময় উল্লেখ করতে হবে।
৬। এ্যাপয়েন্টমেন্ট এর সময় অগ্রীম পেমেন্ট করতে হবে।

#স্পেশাল_ডিস্কাউন্ট_প্যাকেজ_২ঃ
হিজামা সেশান মাত্র ১৫৫০ টাকায়।
১। শুধু পিঠের নির্দিষ্ট ১০ টি পয়েন্টে।
২। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
৩। প্রথম দশ জন।
৪। শুধুমাত্র প্রতি হিজরী মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত
৫। অফারের কথা এ্যাপয়েন্টমেন্ট এর সময় উল্লেখ করতে হবে।
৬। এ্যাপয়েন্টমেন্ট এর সময় অগ্রীম পেমেন্ট করতে হবে।

তাহলে আর দেরি না করে হিজামা বা রুকইয়াহ সার্ভিস নিতে আজই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন হিজামা প্ল্যানেট- এর আপনার নিকটবর্তী শাখায়।

"হিজামা প্ল্যানেটের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? এর উত্তর জানতে এই লিংকে ক্লিক করুন :: https://shorturl.at/Rzfex

কোমর ব্যথা? মুক্তি পেতে হিজামা করুন!কোমর ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও, এটি জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করতে...
26/07/2025

কোমর ব্যথা? মুক্তি পেতে হিজামা করুন!
কোমর ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও, এটি জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। দীর্ঘক্ষণ বসে কাজ করা, ভারী কিছু তোলা বা বয়সজনিত কারণে এই ব্যথা দেখা দিতে পারে। আপনি কি দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় কষ্ট পাচ্ছেন? তাহলে এর কারণ ও সমাধান সম্পর্কে জেনে নিন!

কোমর ব্যথার কারণগুলো কী?
অনেক কারণেই কোমর ব্যথা হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
✔ দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকা
✔ ভুলভাবে ভারী কিছু ওঠানো বা বহন করা
✔ শারীরিক পরিশ্রমের অভাব
✔ ওজন বৃদ্ধি বা মেরুদণ্ডের গঠনগত সমস্যা
✔ বয়সজনিত কারণ বা আঘাত পাওয়া
✔ মাংসপেশির টান বা নার্ভ সংক্রান্ত সমস্যা

হিজামা (কাপিং থেরাপি) কিভাবে কোমর ব্যথা দূর করতে পারে?
হিজামা থেরাপি হল একটি সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি, যা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ব্যথা উপশমে সাহায্য করে। হিজামা করার ফলে—
✅ টক্সিন দূর হয়ে যায়
✅ ব্যথাযুক্ত স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়
✅ শক্ত হয়ে থাকা মাংসপেশি শিথিল হয়
✅ স্নায়ুবিক চাপ কমে এবং ব্যথা উপশম হয়

আমাদের এক রোগীর সফলতার গল্প
একজন রোগী, যিনি দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছিলেন, তিনি বিভিন্ন ওষুধ ও থেরাপি ব্যবহার করেও ভালো ফল পাচ্ছিলেন না। পরে তিনি Hijama Planet: Cupping & Ruqyah Center-এ এসে হিজামা করান। মাত্র দুইটি সেশনের পরই তিনি ব্যথার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেন। এখন তিনি সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করছেন!

আপনিও কি কোমর ব্যথায় ভুগছেন?
আর দেরি নয়! কোমর ব্যথা থেকে মুক্তি পেতে Hijama Planet: Cupping & Ruqyah Center-এ আসুন এবং সুন্নাহসম্মত হিজামার মাধ্যমে আরামদায়ক সমাধান নিন! আমাদের বিশেষজ্ঞদের দ্বারা নিরাপদ ও কার্যকর হিজামা করান।

ধানমন্ডি ব্রাঞ্চ :: বিল্ডিং সি (নিচ তলা), বাসা নং – ৯১/১, রোড নং – ১১এ, ধানমন্ডি, ঢাকা – ১২০৯। মোবাইল :: 01612877464 , গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/hDDwUMEPKdq

বনানী প্রিমিয়াম ব্রাঞ্চ :: চান্দিওয়ালা ম্যানশন, ২য় তলা (লিফটের ২), বাসা নং - ৩২, ব্লক - জি, রোড - ১১, বনানী, ঢাকা - ১২১৩ । মোবাইল :: 01610445262, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/CGFu6QmgRUx

উত্তরা ব্রাঞ্চ :: বাসা নং – ১৫, সেক্টর নং - ৭, রোড নং - ৩১, (মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজে এর নিচ তলা)। মোবাইল :: 01889992870, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/cLy9RW4nLFyyiLPc6

মোহাম্মদপুর ব্রাঞ্চ (বিশেষায়িত রুকইয়াহ হাসপাতাল) :: রহমান হামদান, ২য় তলা (লিফটের ১) বাসা নং - ২৫২/৩/এ, রোড নং - ৬, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। (শিয়া মসজিদ থেকে এসে লিমিটেড ৬ নং রোডের শেষ প্রান্তের আব্দুর ক্বদির জিলানী মসজিদের বিপরীত বিল্ডিংটা। বেড়িবাধ হয়ে আসলে লিমিটেড ৬ এর গেইট থেকে ঢুকতে হবে।) মোবাইল :: 01894430662, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/jNv4YndSJdib7QLw9

আফতাব নগর ব্রাঞ্চ :: শায়লা ম্যানশন, ২য় তলা (লিফটের ১), বাসা নং - ০২, রোড - ০৪, ব্লক - সি, আফতাব নগর, ঢাকা - ১২১২। (আফতাব নগর মেইন রোডে "সি ব্লকের মাথায়" ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ভিশন এর শোরুম এর বিপরীত পাশের রাস্তায় "হলুদ বিল্ডিং"।) মোবাইল :: 01889992878, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/wmKGZYAouF9Bavhm6?g_st=awb

#কোমর_ব্যথার_সমাধান #সুন্নাহ_চিকিৎসা #হিজামা_কাপিং

25/07/2025

আপনার কি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে? তাও বিয়ে হচ্ছে না?

অনেক সময় আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে, যখন আমরা কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাই না।

আপনার কি মনে হচ্ছে, আপনি কোনো অদৃশ্য বাঁধার শিকার?

ইসলামের দৃষ্টিতে, ব্ল্যাক ম্যাজিক বা জাদু অনেক সময় মানুষের জীবনে এমন বাধা সৃষ্টি করতে পারে, যার ফলে বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আটকে যায়। তবে এই সমস্যার সমাধান সম্ভব। আল্লাহর রহমতে, রুকইয়াহ একটি পবিত্র এবং কার্যকর পদ্ধতি, যা কুরআনের আয়াত ও সুন্নাহর উপর ভিত্তি করে এই ধরনের সমস্যার সমাধানে ব্যবহৃত হয়।

Hijama Planet: Cupping & Ruqyah Center দীর্ঘদিন ধরে রুকইয়াহ সেবার মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান দিয়ে আসছে।

আমাদের পবিত্র সেবা আপনাকে এই সমস্যার জাল থেকে মুক্তি দিতে পারে।
আমাদের বিশেষ সেবার বৈশিষ্ট্য: ✔ ইসলামিক নিয়মে রুকইয়াহ সেবা ✔ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ রাক্বী দ্বারা পরিচালিত ✔ হিজামা থেরাপির মাধ্যমে মানসিক ও শারীরিক স্বস্তি
আমাদের সেবা নিন এবং আল্লাহর রহমতে আপনার জীবনের এই বাধা দূর করুন।

ধানমন্ডি ব্রাঞ্চ :: বিল্ডিং সি (নিচ তলা), বাসা নং – ৯১/১, রোড নং – ১১এ, ধানমন্ডি, ঢাকা – ১২০৯। মোবাইল :: 01612877464 , গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/hDDwUMEPKdq

বনানী প্রিমিয়াম ব্রাঞ্চ :: চান্দিওয়ালা ম্যানশন, ২য় তলা (লিফটের ২), বাসা নং - ৩২, ব্লক - জি, রোড - ১১, বনানী, ঢাকা - ১২১৩ । মোবাইল :: 01610445262, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/CGFu6QmgRUx

উত্তরা ব্রাঞ্চ :: বাসা নং – ১৫, সেক্টর নং - ৭, রোড নং - ৩১, (মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজে এর নিচ তলা)। মোবাইল :: 01889992870, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/cLy9RW4nLFyyiLPc6

মোহাম্মদপুর ব্রাঞ্চ (বিশেষায়িত রুকইয়াহ হাসপাতাল) :: রহমান হামদান, ২য় তলা (লিফটের ১) বাসা নং - ২৫২/৩/এ, রোড নং - ৬, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। (শিয়া মসজিদ থেকে এসে লিমিটেড ৬ নং রোডের শেষ প্রান্তের আব্দুর ক্বদির জিলানী মসজিদের বিপরীত বিল্ডিংটা। বেড়িবাধ হয়ে আসলে লিমিটেড ৬ এর গেইট থেকে ঢুকতে হবে।) মোবাইল :: 01894430662, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/jNv4YndSJdib7QLw9

আফতাব নগর ব্রাঞ্চ :: শায়লা ম্যানশন, ২য় তলা (লিফটের ১), বাসা নং - ০২, রোড - ০৪, ব্লক - সি, আফতাব নগর, ঢাকা - ১২১২। (আফতাব নগর মেইন রোডে "সি ব্লকের মাথায়" ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ভিশন এর শোরুম এর বিপরীত পাশের রাস্তায় "হলুদ বিল্ডিং"।) মোবাইল :: 01889992878, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/wmKGZYAouF9Bavhm6?g_st=awb

**মাইলস্টোন ট্র্যাজেডি – আমরা শোকাহত**২১ জুলাই ২০২৫, দুপুরে একটি ফাইটার জেট আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়াবহ বিস্ফ...
22/07/2025

**মাইলস্টোন ট্র্যাজেডি – আমরা শোকাহত**

২১ জুলাই ২০২৫, দুপুরে একটি ফাইটার জেট আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছিল। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট, শিক্ষক,শিক্ষার্থী ও গার্জিয়ানরা। আহত হয়েছেন শতাধিক।
পাইলট সর্বশক্তি প্রয়োগ করেও জনবহুল এলাকা এড়িয়ে নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন, তারওপরও ভয়াবহতা থেমে থাকে না।

আমরা গভীরভাবে শোকাহত; মৃতদের মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দোয়া করি—এ ধরনের আর কোন দুর্ঘটনা যেন আর না ঘটে।

#আমরা_শোকাহত

19/07/2025

🌡️ গরমে মাথা ব্যথা ও হিটস্ট্রোক? – সময় থাকতে সতর্ক হন! 🌿

বর্তমান প্রচণ্ড গরমে অনেকেই ভুগছেন মাথা ব্যথা, ক্লান্তি, ঘুমের ব্যাঘাত ও হিটস্ট্রোকের মতো সমস্যায়। এসব সমস্যা কখনও কখনও মারাত্মক রূপ নিতে পারে। কিন্তু, জানলে অবাক হবেন—এই সকল সমস্যার একটি সুন্নাহভিত্তিক প্রাকৃতিক সমাধান রয়েছে।

✅ হিজামা (Cupping Therapy)
হিজামা একটি নিরাপদ ও কার্যকর থেরাপি, যা শরীরের অতিরিক্ত গরম কমাতে, টক্সিন দূর করতে ও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। বিশেষ করে মাথার নির্দিষ্ট পয়েন্টে হিজামা করালে মাথা ব্যথা ও হিটস্ট্রোক প্রতিরোধে দারুণ কার্যকর ভূমিকা রাখে।

🎓 আমাদের বিশেষজ্ঞদের মাধ্যমে আপনি পাবেন সঠিক পরামর্শ ও নিরাপদ সেবা।

ধানমন্ডি ব্রাঞ্চ :: বিল্ডিং সি (নিচ তলা), বাসা নং – ৯১/১, রোড নং – ১১এ, ধানমন্ডি, ঢাকা – ১২০৯। মোবাইল :: 01612877464 , গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/hDDwUMEPKdq

বনানী প্রিমিয়াম ব্রাঞ্চ :: চান্দিওয়ালা ম্যানশন, ২য় তলা (লিফটের ২), বাসা নং - ৩২, ব্লক - জি, রোড - ১১, বনানী, ঢাকা - ১২১৩ । মোবাইল :: 01610445262, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/CGFu6QmgRUx

উত্তরা ব্রাঞ্চ :: বাসা নং – ১৫, সেক্টর নং - ৭, রোড নং - ৩১, (মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজে এর নিচ তলা)। মোবাইল :: 01889992870, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/cLy9RW4nLFyyiLPc6

মোহাম্মদপুর ব্রাঞ্চ (বিশেষায়িত রুকইয়াহ হাসপাতাল) :: রহমান হামদান, ২য় তলা (লিফটের ১) বাসা নং - ২৫২/৩/এ, রোড নং - ৬, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। (শিয়া মসজিদ থেকে এসে লিমিটেড ৬ নং রোডের শেষ প্রান্তের আব্দুর ক্বদির জিলানী মসজিদের বিপরীত বিল্ডিংটা। বেড়িবাধ হয়ে আসলে লিমিটেড ৬ এর গেইট থেকে ঢুকতে হবে।) মোবাইল :: 01894430662, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/jNv4YndSJdib7QLw9

আফতাব নগর ব্রাঞ্চ :: শায়লা ম্যানশন, ২য় তলা (লিফটের ১), বাসা নং - ০২, রোড - ০৪, ব্লক - সি, আফতাব নগর, ঢাকা - ১২১২। (আফতাব নগর মেইন রোডে "সি ব্লকের মাথায়" ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ভিশন এর শোরুম এর বিপরীত পাশের রাস্তায় "হলুদ বিল্ডিং"।) মোবাইল :: 01889992878, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/wmKGZYAouF9Bavhm6?g_st=awb

কিছু জ্বিন আছে যারা ক্যানসার ও বিভিন্ন রোগের কারণ হয়। একজন মহিলার ডান স্তনে ক্যান্সার ছিল, এবং ডাক্তাররা সিদ্ধান্ত নিয়...
15/07/2025

কিছু জ্বিন আছে যারা ক্যানসার ও বিভিন্ন রোগের কারণ হয়।

একজন মহিলার ডান স্তনে ক্যান্সার ছিল, এবং ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই অংশটি অপসারণ করা উচিত। প্রকৃতপক্ষে, এটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তার বাম স্তনে ব্যথা শুরু হয় এবং মেডিকেল পরীক্ষা করা হয়। চিকিৎসকরা বিশ্লেষণ পরিচালনা করে নিশ্চিত করেছেন যে এটিও ক্যান্সার। এটিকে নির্মূল করাও আবশ্যক। তাই তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এবং কুরআন দিয়ে চিকিত্সার আশ্রয় নেয়।

এরপর রোগীর কাছে কোরআন পড়ার পর তার শরীরে জ্বিন উঠে (হাজির হয়ে) যায় এবং জ্বিন রোগীর মুখ দিয়ে কথা বলা শুরু করে। বলে যে , সেই তার এই রোগের কারণ ছিল। এমনকি উভয় স্তনের মতো হাঁটুতেও সংক্রমিত/আক্রান্ত করার ইচ্ছা ও পরিকল্পনা করেছিল।তারপর কোরআন দ্বারা চিকিৎসা ( রুকইয়াহ) করলে জ্বিন এই মহিলাকে ছেড়ে বের হয়ে চলে যায়। আর মহিলাও সম্পুর্ণ ব্যথা মুক্ত হোন। এরপর পুনরায় তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন যে মহিলা শতভাগ সুস্থ।

মাজমুউল ফাত‌ওয়া (৮/৩৬৪)
- শায়খ আব্দুল আযীয বিন বায রাহিমাহুল্লাহ

শুরু হয়ে গেল জুলাই মাসের হিজামার সুন্নাহ তারিখ আলহামদুলিল্লাহ📌‼️সুন্নাহ তারিখ সমূহ: ১৩ জুলাই, ১৫ জুলাই ও ১৭ জুলাই‼️💠যার...
13/07/2025

শুরু হয়ে গেল জুলাই মাসের হিজামার সুন্নাহ তারিখ আলহামদুলিল্লাহ📌

‼️সুন্নাহ তারিখ সমূহ: ১৩ জুলাই, ১৫ জুলাই ও ১৭ জুলাই‼️

💠যারা সুন্নাহ তারিখ হিজামা করাতে চান, তারা দ্রুত এপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন হিজামা প্ল্যানেটের নিকটস্থ ব্রাঞ্চে। 💠

♦️ কেন সুন্নাহ তারিখে হিজামা করাবেন? ♦️
হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও - তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।" (জামে তিরমিযীঃ ২০৫১)

💠হিজামা প্ল্যানেটে আমরা হিজামার পাশাপাশি রোগীর সমস্যার ভিত্তিতে দিয়ে থাকি স্পেসিফিক ডায়েট প্ল্যান। যারা নিয়মিত হিজামা সেশন নেওয়ার পাশাপাশি আমাদের দেওয়া ডায়েট চার্ট ফলো করেন তারা অনেকাংশেই দ্রুত ফলাফল পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটি পেশেন্টের ডায়েট এবং লাইফস্টাইল প্ল্যান সাজেষ্ট করেন 📌 Dr. Saiful Alam Talukdar Sir ...

💠এ ছাড়াও মহিলাদের হিজামার জন্য আছেন মহিলা থেরাপিস্ট। দেশ এবং দেশের বাহিরে মিলিয়ে আমাদের রয়েছে ২০ টির অধিক ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ।

💠তাহলে আর দেরি না করে হিজামা বা রুকইয়াহ সার্ভিস নিতে আজই এ্যাপয়েন্টমেন্ট চলে আসুন হিজামা প্ল্যানেটের নিকটবর্তী ব্রাঞ্চে!
"হিজামা প্ল্যানেটের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? এর উত্তর জানতে এই লিংকে ক্লিক করুন :: https://shorturl.at/Rzfex
©️ হিজামা প্ল্যানেটের সকল কন্টেন্ট (ছবি, ভিডিও ও টেক্সট) হিজামা প্ল্যানেটের কপিরাইটের অন্তর্ভুক্ত। কেউ কপি করলে বা আংশিক পরিবর্তন করে পোস্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ইনশা'আল্লাহ।

11/07/2025

⭕অনেক কাপল আছেন, যাদের অনেকদিন ধরে বাচ্চা হচ্ছে না, অথবা বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু বাচ্চা কোনভাবেই হচ্ছে না বা অনেক সময় কনসিভ হচ্ছে কিন্তু বারবার মিস ক্যারেজ হয়ে যাচ্ছে।
⭕আপনার যদি এ ধরনের কোন সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখুন। আসুন জেনে নেয়া যাক - গর্ভের সন্তান নষ্টের জাদু অথবা বাচ্চা না হওয়ার জাদু এর কি কি লক্ষণ থাকতে পারে!
🔸একদমই কনসিভ না করা।
🔸অথবা কনসিভ করার পর, বারবার মিসক্যারেজ হয়ে যাওয়া ।
🔸পিঠের নিচের দিকে বা মেরুদন্ডের নিচের দিকে কোমরের দিকে ব্যথা হওয়া ।
🔸ঘুমের মধ্যে অস্থিরতা।
🔸ঘুম ঠিক মতো না হওয়া।
🔸মানসিক অশান্তি বিশেষ করে বিকালের পর থেকে রাত পর্যন্ত।
🔸ভয়ংকর ভয়ংকর স্বপ্ন দেখা এবং এমন হতে পারে যে ঘুমের মধ্যে কিছু আপনাকে খাওয়াচ্ছে বা কোথাও গিয়েছেন বা আপনাকে কেউ কিছু খেতে দিয়েছে এটা স্বপ্ন দেখা।
🔸বুকের মধ্যে শক্ত বা ভারি অনুভূত হওয়া ।
🔸অনেকের অনেক সময় তলপেটে ব্যথা থাকে, শক্ত হয়ে থাকে।
⭕এমন যদি কোন লক্ষণ আপনার থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি হয়তো বাচ্চা না হওয়ার বা বাচ্চা নষ্ট করার জাদুতে আক্রান্ত।
✅আপনাদের যাদের বাচ্চা হচ্ছে না তারা অনেক ধরনের ট্রিটমেন্ট করেন। ডাক্তারকে দেখান গাইনোলজিস্ট কে দেখান, অনেক ধরনের ওষুধ খান। অনেকের মেডিকেল কারণেও বাচ্চা হয় না।
✅⭕যাদের মেডিকেল ট্রিটমেন্ট করেও বাচ্চা হচ্ছে না, তাদেরকে বলবো - আপনারা অবশ্যই একটু কষ্ট করে রুকইয়াহ করাবেন। কারন আমাদের অনেক পেশেন্টদের রুকইয়াহ করার পর তারা আলহামদুলিল্লাহ কনসিভ করেছে।
✅এরকম কোন লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। পরামর্শের জন্য আপনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন।

ধানমন্ডি ব্রাঞ্চ :: বিল্ডিং সি (নিচ তলা), বাসা নং – ৯১/১, রোড নং – ১১এ, ধানমন্ডি, ঢাকা – ১২০৯। মোবাইল :: 01612877464 , গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/hDDwUMEPKdq

বনানী প্রিমিয়াম ব্রাঞ্চ :: চান্দিওয়ালা ম্যানশন, ২য় তলা (লিফটের ২), বাসা নং - ৩২, ব্লক - জি, রোড - ১১, বনানী, ঢাকা - ১২১৩ । মোবাইল :: 01610445262, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/CGFu6QmgRUx

উত্তরা ব্রাঞ্চ :: বাসা নং – ১৫, সেক্টর নং - ৭, রোড নং - ৩১, (মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজে এর নিচ তলা)। মোবাইল :: 01889992870, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/cLy9RW4nLFyyiLPc6

মোহাম্মদপুর ব্রাঞ্চ (বিশেষায়িত রুকইয়াহ হাসপাতাল) :: রহমান হামদান, ২য় তলা (লিফটের ১) বাসা নং - ২৫২/৩/এ, রোড নং - ৬, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। (শিয়া মসজিদ থেকে এসে লিমিটেড ৬ নং রোডের শেষ প্রান্তের আব্দুর ক্বদির জিলানী মসজিদের বিপরীত বিল্ডিংটা। বেড়িবাধ হয়ে আসলে লিমিটেড ৬ এর গেইট থেকে ঢুকতে হবে।) মোবাইল :: 01894430662, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/jNv4YndSJdib7QLw9

আফতাব নগর ব্রাঞ্চ :: শায়লা ম্যানশন, ২য় তলা (লিফটের ১), বাসা নং - ০২, রোড - ০৪, ব্লক - সি, আফতাব নগর, ঢাকা - ১২১২। (আফতাব নগর মেইন রোডে "সি ব্লকের মাথায়" ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ভিশন এর শোরুম এর বিপরীত পাশের রাস্তায় "হলুদ বিল্ডিং"।) মোবাইল :: 01889992878, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/wmKGZYAouF9Bavhm6?g_st=awb

🌙 আয়্যামে বীজের রোজায় সুন্নাহ রোজা রাখুন – শরীর ও রুহ দুটোই হোক পরিশুদ্ধ!প্রিয় ভাই ও বোনেরা,আয়্যামে বীজ অর্থাৎ আরবি মাসে...
07/07/2025

🌙 আয়্যামে বীজের রোজায় সুন্নাহ রোজা রাখুন – শরীর ও রুহ দুটোই হোক পরিশুদ্ধ!

প্রিয় ভাই ও বোনেরা,
আয়্যামে বীজ অর্থাৎ আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখা রাসূল ﷺ এর একটি সুন্নত। এই মাসে ক্যালেন্ডার অনুযায়ী রোজার তারিখ পড়ছে:

🗓️ ৯ জুলাই (১৩ মুহাররম)
🗓️ ১০ জুলাই (১৪ মুহাররম)
🗓️ ১১ জুলাই (১৫ মুহাররম)

এই রোজাগুলো শুধু নফল ইবাদতই নয়, বরং এটি আমাদের শারীরিক সুস্থতা ও আত্মিক পরিশুদ্ধির জন্য অত্যন্ত উপকারী।

🕌 রাসূল ﷺ বলেছেন:
“প্রতি মাসে তিনটি রোজা রাখা পুরো মাস রোযা রাখার মতো।”
(সহিহ বুখারি ও মুসলিম)

📢 চলুন, সুন্নাহ অনুযায়ী রোজা রাখি এবং নিজের জীবনকে আরো সুন্দর ও হেলদি করে তুলি।


Hijama Planet: Cupping & Ruqyah Center
সুন্নাহ পথে সুস্থ জীবনের পথপ্রদর্শক 🌿

❛ বিয়েভাঙা চুমু! ❜-মুগীরা বিন শু‘বা রা.। বিখ্যাত সাহাবী। তিনি একবার বলেছেন:-বনু হারেস গোত্রের এক লোকের মতো আর কেউ আমাকে ...
27/04/2025

❛ বিয়েভাঙা চুমু! ❜
-
মুগীরা বিন শু‘বা রা.। বিখ্যাত সাহাবী। তিনি একবার বলেছেন:

-বনু হারেস গোত্রের এক লোকের মতো আর কেউ আমাকে ধোকা দিতে পারেনি!
-কিভাবে ধোকা দিল?

-তাকে বললাম, আমি অমুককে বিয়ে করতে চাই!
সে সাথে সাথে বললো:
-না না, আপনি ভুলেও ঐ মহিলাকে বিয়ে করবেন না!
-কেন কেন?

-আমি একজন পুরুষকে দেখেছি ‘তাকে’ চুমু দিচ্ছে!
আমি বিয়ের সিদ্ধান্ত বদলে ফেললাম। ক’দিন পর সংবাদ পেলাম, লোকটা মহিলাকে বিয়ে করে ঘরে তুলেছে! দেখা হলে বললাম:
-আমাকে নিষেধ করে তুমি নিজে কিভাবে এমন মহিলাকে বিয়ে করলে?
-কেন কী হয়েছে তাতে?
-তুমি না বললে, তাকে একজন পুরুষলোক চুমু দিচ্ছে!
-হাঁ, বলেছি! আমি তার বাবাকে দেখেছি, মেয়েকে আদর করে চুমু দিচ্ছেন!

✍️ উস্তায আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ

এই ছবিটি তোলা হয়েছিল ১৯৫৪ সালে।A picture taken in 1954 revealed the rectangular form of the Grand Mosque, the ‘Tawaf’ – ...
19/02/2024

এই ছবিটি তোলা হয়েছিল ১৯৫৪ সালে।

A picture taken in 1954 revealed the rectangular form of the Grand Mosque, the ‘Tawaf’ – which is the area where Muslims circumnavigate the Kaaba as a ritual - as well as the fence placed around the Mosque and the Bani Shaibah door.

The researcher in the affairs of the Two Holy Mosques, Mohieddine Hashemi explained that the umbrellas that have been installed over the Ottoman portico were done by orders of King Abdul-Aziz in order to protect the worshipers from the sun at noon.

One can also see the four famous shrines of the Great Mosque as they appeared before they were consolidated, while retaining the shrine of Abraham and the Zamzam building. The picture features the ‘Tawaf’ that has been divided into two areas; the area within the fence surrounding the Kaaba, which is the old ‘Tawaf’, paved with rocks, and the area surrounding the fence, which is also paved with rocks, and we can distinguish the four shrines.

Hashemi pointed out that the sandy areas remained as they are in the picture, which are located between the Ottoman portico and the start of the stripe of the four shrines.

He noted that the four shrines belonging to the four doctrines “Shafi’i, Hanbali, Maliki and Hanafi,” were removed earlier so all Muslims can follow the guidance of one Imam. This was during the reign of King Abdul-Aziz.

The first documented record of the great Mosque was taken in 1880. The footage of the sacred Kaaba demonstrates the ‘Tawaf’ exhibiting the details of approximately 137 years ago.

সততা ও আমানতের আরও দৃষ্টান্ত ঘটনাইমাম বুখারী (র) বলেন, আবু হুরায়রা (রা) সুত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা...
02/01/2024

সততা ও আমানতের আরও দৃষ্টান্ত ঘটনা

ইমাম বুখারী (র) বলেন, আবু হুরায়রা (রা) সুত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট থেকে একখণ্ড জমি ক্ৰয় করেছিল। যে ব্যক্তি জমি ক্ৰয় করে সে ঐ জমিতে একটি স্বৰ্ণভর্তি কলসী পায়। সে বিক্রেতাকে বলে যে, আপনার স্বর্ণ আপনি নিয়ে নিন। আমি তো আপনার নিকট থেকে শুধু জমিই ক্ৰয় করেছি। স্বর্ণ ক্রিয় করিনি।

জমির মালিক বলে, আমি জমি এবং জমির অভ্যন্তরস্থ সবকিছু আপনার নিকট বিক্রয় করেছি। তারা দুজনে মীমাংসার জন্যে তৃতীয় এক ব্যক্তিকে সালিশ নির্ধারণ করে। সে ব্যক্তি বলে, আপনাদের কোন ছেলে মেয়ে আছে কি? একজন বললো, আমার একটি পুত্ৰ সন্তান আছে। অন্যজন বললো, আমার আছে একটি কন্যা সন্তান। মীমাংসাকারী ব্যক্তিটি বললো, ঐ মেয়েকে ঐ ছেলেটির নিকট বিয়ে দিয়ে দিন। ঐ স্বর্ণ দুজনের জন্যে ব্যয় করুন এবং ঐ দুজনকে দান করে দিন।

বনী ইসরাঈলের বর্ণনায় ইমাম বুখারী (র) এ হাদীসটি উল্লেখ করেছেন। ইমাম মুসলিম (র)-ও হাদীসটি উদ্ধৃত করেছেন। তিনি এও উল্লেখ করেছেন যে, বাদশাহ যুলকারনাইন-এর যুগে এ ঘটনাটি ঘটেছিল। যুলকারনাইনের যুগ তো বনী ইসরাঈলের যুগের বহু পূর্বে ছিল। আল্লাহই ভাল জানেন।

ইসহাক ইব্‌ন বিশরীরে তার আল মুরতাদ গ্রন্থে সাঈদ ইব্‌ন আবী আরুবাহ—-হাসান (র) থেকে বর্ণনা করেছেন যে, যুলকারনাইন নিজে তাঁর অধীনস্থ রাজা-বাদশাহ এবং কর্মচারীদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। কারো সম্পর্কে কোন বিশ্বাস ভঙ্গের ঘটনা তার গোচরে এলে তিনি সে ব্যাপারে ব্যবস্থা গ্ৰহণ করতেন। নিজে সরাসরি অবগত না হয়ে কারো অভিযোগের প্রেক্ষিতে কোন ব্যবস্থা গ্ৰহণ করতেন না।

একদিন তিনি ছদ্মবেশে এক শহরে ঘুরছিলেন। একাদিক্ৰমে কয়েকদিন তিনি এক বিচারকের আদালতে বসেন। তিনি দেখলেন, কেউই বিচার প্রার্থ হয়ে ঐ বিচারকের আদালতে আসে না। বেশ কয়েকদিন পর্যন্ত এ অবস্থা লক্ষ্য করার পর যুলকারনাইন যখন এ বিচারক সম্বন্ধে কিছুই জানতে পারলেন না। তখন তিনি ওখান থেকে ফিরে যেতে মনস্থ করেন। সেদিনই তিনি লক্ষ্য করলেন, দুজন লোক বিচারপ্রার্থী হয়ে উক্ত বিচারকের নিকট এসেছে। একজন আরজি পেশ করে বলে যে, মাননীয় বিচারক! আমি ঐ ব্যক্তি থেকে একটি বাড়ি ক্রয় করে তা আবাদ করি। ঐ বাড়িতে আমি গুপ্ত ধনের সন্ধান পাই। আমি তাকে এটি নিয়ে যেতে বলি। কিন্তু সে তা নিয়ে যেতে অস্বীকার করে।

অপরজনকে উদ্দেশ্য করে বিচারক বলেন, এ ব্যাপারে তুমি কি বলা? জবাবে সে বললো, আমি কখনো এ মাটির নিচে কোন সম্পদ লুকিয়ে রাখিনি এবং এ গুপ্তধন সম্পর্কে আমি কিছুই জানি না। সুতরাং এটি আমার নয়। আমি তা গ্ৰহণ করব না। বাদী বলে, মাননীয় বিচারক! কাউকে আমার নিকট থেকে তা নিয়ে আসতে আদেশ করুন। তারপর আপনার যেখানে খুশী তা ব্যবহার করবেন। বিচারক বললেন, তুমি নিজে যে বিপদ থেকে রক্ষা পেতে চাও আমাকে তার মধ্যে জড়াতে চাচ্ছে? তুমি আমার প্রতি সুবিচার করনি। আমি মনে করি, দেশের আইনেও এরূপ বিধান নেই। বিচারক আরও বললেন, আচ্ছা, আমি কি এমন একটি ব্যবস্থা করব যাতে তোমাদের উভয়ের প্রতি ইনসাফ হয়। তারা বললো, অবশ্যই।

বিচারক বাদীকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি কোন পুত্ৰ সন্তান আছে? সে বলল : জী, হ্যাঁ। অপরজনকে বললেন, তোমার কি কোন কন্যা সন্তান আছে? সে বললো জী হ্যাঁ। তিনি বললেন, দুজনেই যাও তোমার মেয়েকে তার ছেলের সাথে বিবাহ দিয়ে দাও। এ সম্পদ থেকে তাদের বিবাহের ব্যয় নির্বাহ করবে। আর যা অবশিষ্ট থাকবে তা তাদেরকে দিয়ে দেবে। সেটি দ্বারা তারা তাদের সংসার চালাবে। তাহলে দুজনেই এ ধনের লাভ-ক্ষতির সমান অংশীদার হবে।

বিচারকের রায় শুনে বাদশাহ যুলকারনাইন মুগ্ধ হলেন। তারপর বিচারককে ডেকে বললেন, আপনার মত এমন চমৎকার করে বিচার অন্য কেউ করতে পারে বলে আমার মনে হয় না। অন্য কোন বিচারক এমন ফয়সালা দিতে পারে বলে আমি বিশ্বাস করি না। বিচারক বাদশাহকে চিনেননি। তিনি বললেন, কেউ কি এছাড়া অন্য কোন রায় দিতে পারে? যুলকারনাইন বললেন, হ্যাঁ, দেয়ই তো। বিচারক বললেন, তারপরও ওদের দেশে কি বৃষ্টি বর্ষিত হয়? একথা শুনে বিস্মিত হলেন যুলকারনাইন। তিনি মন্তব্য করলেন, এরূপ লোকের বদৌলতেই আসমান-যমীন এখনও টিকে রয়েছে।

27/11/2023

আস সালামু আলাইকুম। মুসলিম বিজনেস ফেস্টে আপনাদের স্বাগতম। যারা স্টল নিতে আগ্রহী তারা দয়া করে ফর্মটা ফিল আপ করবেন। গতবার আমরা প্রায় ২০-৩০ জন জনকে ফিরিয়ে দিয়েছিলাম স্টলের যায়গা না থাকার কারনে। তাই এবার বড় যায়গায় করছি ইন শা আল্লহ। অলরেডি বেশ কিছু স্টল বুকিং কনফার্ম।

এপ্লিকেশান, লোকেশান, রেন্ট বা অন্যান্য ডিটেইলস এখানেই পাবেনঃ
https://forms.gle/xtvcg7zZNkewFePW8

একটি সত্য ঘটনাপ্রায় এক'শ বছর আগে ঘটনাটি ঘটে সৌদি আরবের এক প্রত্যন্ত অঞ্চলে। রেডিওতেও ঘটনাটি প্রচার করা হয়। ঘটনাটা ইব্‌...
08/11/2023

একটি সত্য ঘটনা

প্রায় এক'শ বছর আগে ঘটনাটি ঘটে সৌদি আরবের এক প্রত্যন্ত অঞ্চলে। রেডিওতেও ঘটনাটি প্রচার করা হয়। ঘটনাটা ইব্‌ন জাদ‘আঁন নামক এক ব্যক্তির। তার ছিল অনেকগুলো মোটা-তাজা উট। এই উটগুলোর ওলান এতই পূর্ণ ছিল যে, দেখে মনে হতো ভারে ফেটে যাবে।

ইব্‌ন জাদ‘আঁন নিজের কথায় বর্ণনা করেন যে, আমার পাশেই দরিদ্র এক প্রতিবেশী ছিল। সেই প্রতিবেশীর ছিল সাতটি কন্যা সন্তান। আমি আমার উটের পালের একটা উটনি বাচ্চাসহ তাকে সাদাকাহ হিসেবে দিয়ে দেওয়ার জন্য মনস্থির করলাম। আমি তখন এই আয়াতটি আবৃত্তি করলাম যেখানে আল্লাহ বলেছেন,

لن تنالوا البر حتى تنفقوا مما تحبون

“যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিস থেকে ব্যয় করবে, ততক্ষণ তোমরা পুণ্য অর্জন করতে পারবে না।” [আলি ‘ইমরান, ৩:৯২]

আমার উটের পালের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে উটনিগুলো। আমি আমার উটের পাল থেকে ভালো একটি উটনি তার বাচ্চাসহ নিয়ে গেলাম আমার প্রতিবেশীর কাছে। তাকে বললাম, “আমার পক্ষ থেকে উপহার হিসেবে এটা গ্রহণ করুন।” এটা শুনে আনন্দে তার চোখ-মুখ যেন জ্বলজ্বল করে উঠল—কী বলবে ভাষা খুঁজে পাচ্ছিল না।

উটনির দুধ থেকে আমার প্রতিবেশী ভালোই উপকার পাচ্ছিল। সে ওটার পিঠে কাঠ বহন করাত। ওটার বাচ্চাটা বড় হওয়ার জন্য সে অপেক্ষা করতে লাগল, যাতে সেটা ভালো দামে বিক্রি করতে পারে। এভাবে অনেক কল্যাণই সে পেতে লাগল।

বসন্তের পরে শুষ্ক গ্রীষ্ম তার অনাবৃষ্টি নিয়ে হাজির হলো। পানি ও ঘাসের খোঁজে আমি বেরিয়ে পড়লাম। পানির জন্য আমি দুহূলের খোঁজ করতে লাগলাম। দুহূল হচ্ছে এমন এক গর্তের মুখ যেটা ভূগর্ভস্থ পানির সন্ধান দিতে পারে। এসব গর্তের মুখগুলো মাটির উপরেই থাকে। আমরা আরব বেদুইনরা এগুলো ভালোভাবেই চিনতে পারি।

পানি নিয়ে আসার জন্য আমি এ রকম এক গর্তের মধ্যে প্রবেশ করলাম...

ইন জাদ‘আঁনের তিন ছেলে গর্তের বাইরে অপেক্ষা করছিল। কিন্তু তাদের বাবা ফিরে আসছিল না। তারা একদিন, দুদিন, তিনদিন পর্যন্ত অপেক্ষা করল। কিন্তু তখনো তার বাবার ফেরার কোনো নামগন্ধ নেই। আশাহত হয়ে পড়ল তারা। ভাবল তাদের বাবাকে হয়তো সাপে কেটেছে, কিংবা গর্তের ভেতরে হারিয়ে গেছে। তারা তার মৃত্যুর প্রহর গুনছিল। কেন? যাতে তারা ই জাদ‘আনের উত্তরাধিকার সম্পদের ভাগ-বাটোয়ারা করে নিতে পারে।

তারা বাড়ি ফিরে এল। নিজেদের মধ্যে সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে নিল। তাদের হঠাৎ মনে পড়ল, তাদের বাবা পাশের এক প্রতিবেশীকে একটা উটনি দান করেছিলেন। তারা সেই প্রতিবেশীর কাছে গিয়ে বলল, ভালোয় ভালোয় সে যেন সেই উটনি দিয়ে দেয় এবং এর পরিবর্তে অন্য একটা উটনি নেয়। না হলে তারা জোর করে সেই নিয়ে নেবে। তখন আর তার কাছে কিছুই থাকবে না ।

প্রতিবেশী তখন বলল, সে তাদের বাবাকে এই কথা জানাবে। ছেলেরা বলল, তাদের বাবা মারা গেছে। প্রতিবেশী জিজ্ঞেস করল কীভাবে এবং কোথায় ইবন জাদ' আঁন মারা গেছে। তাকে এখনো জানায়নি কেন। ছেলেরা তখন তাকে বলল যে, তাদের বাবা মরুভূমির একটা গর্তে প্রবেশ করেছিল পানি আনার জন্য; কিন্তু আর ফিরে আসেনি।

প্রতিবেশী বলল, “আল্লাহর কসম, তোমরা আমাকে সেই জায়গায় নিয়ে যাও, আর তোমাদের উটনিও নিয়ে নাও। এটা দিয়ে যা খুশি কর গে, আমি আর তোমাদের উটনি চাই না।”

ছেলেরা তাকে সেই গর্তের প্রবেশমুখে নিয়ে গেল। সে একটা দড়ি আনল এবং আলো জ্বালাল। দড়িটা সে গর্তের বাইরে বাঁধল। এরপর হামাগুড়ি দিয়ে গর্তের মধ্যে প্রবেশ করল। যেতে যেতে এমন এক পৌঁছাল, যেখানে সে কোনোমতে গড়িয়ে গড়িয়ে চলতে লাগল। অবশেষে এক পর্যায়ে সে ভেজা মাটির গন্ধ পেল। তখন হঠাৎ সে শুনতে পেল পানির ধারে কোনো একজনের গোঙানির শব্দ।

শব্দ শুনে শুনে সে উৎসের কাছে যেতে লাগল, খুঁজতে লাগল চারপাশে হাত বিছিয়ে। এবং একসময় হাতড়ে হাতড়ে কাউকে যেন খুঁজে পেল। লোকটার দম আছে কি না দেখল। অবাক বিস্ময়ে আবিষ্কার করল যে, এক সপ্তাহ পরেও সেই লোকের এখনো দম আছে। তাকে বের করে নিয়ে এল। সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য তার চোখের সামনে হাত দিয়ে তাকে বের করে আনল। সে তার সাথে কিছু খেজুর নিয়ে গিয়েছিল। এগুলো পানিতে ভিজিয়ে খেতে দিল লোকটিকে। সেই লোকটি আর কেউ নয়; ইব্‌ন জাদ‘আঁন!

বেদুইন প্রতিবেশী তাকে পিঠে করে বয়ে তার বাসায় নিয়ে এলো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল ই জাদ‘আঁন—তার ছেলেরা জানতেও পারল না। প্রতিবেশী তখন ই জাদ‘আঁনকে জিজ্ঞেস করল, “কীভাবে এক সপ্তাহ আপনি বেঁচে ছিলেন?”

ইব্‌ন জাদ‘আঁন বলা শুরু করলেন, “সে এক আজব ঘটনা। নিচে আমি হারিয়ে গিয়েছিলাম। অন্ধকারে কিছুই ঠাওর করতে পারছিলাম না। যেখানে পৌঁছেছিলাম সেখানে পানি ছিল। ভাবলাম, এই পানির কাছাকাছিই থাকি।
কাজেই পানি খেয়ে দিন পার করতে লাগলাম। কিন্তু ক্ষুধা না মানে অন্য কিছু। পানি খেয়ে আর পারছিলাম না। তিন দিন পর ক্ষুধা আরও তীব্রতর হলো। চারপাশ থেকে যেন চেপে ধরল ক্ষুধা। শুয়ে শুয়ে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলাম। তাঁর হাতেই নিজেকে ছেড়ে দিলাম।

এরপর হঠাৎ টের পেলাম আমার মুখের উপর গরম দুধ ঝরছে। আমি অন্ধকারের মাঝে উঠে বসলাম। দেখলাম একটা পাত্র আসছে আমার কাছে। পাত্রটা থেকে দুধ খাওয়া শুরু করলাম। যতক্ষণ না খেয়ে পেট ভরছে, ততক্ষণ খেতাম। এরপর এটা চলে যেত। দিনে তিনবার এমনটা হতো। কিন্তু শেষ দুদিন আর এমনটা হয়নি। জানি না কেন এমন হলো।”

তার প্রতিবেশী তখন তাকে জানাল,

“এর কারণ জানলে আপনি আরও বেশি আশ্চর্যান্বিত হবেন। আপনার ছেলেরা ভেবেছিল আপনি মারা গেছেন। তারা আমার কাছে এসে আপনি আমায় যে উটনি দিয়েছিলেন সেটা নিয়ে যায়। সম্ভবত আল্লাহ এই উটের দুধই আপনাকে খাওয়াচ্ছিলেন।”

সাদাকাহ এভাবেই একজন মুসলিমকে বিপদে ছায়া দিয়ে রাখে। আল্লাহ তাআলা বলেন,

“আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য (সংকট থেকে) বের হওয়ার একটা পথ করেই দেবেন। আর তাকে এমন জায়গা থেকে জীবিকার ব্যবস্থা করবেন, যা সে ধারণাও করে না। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট।” [আত-তালাক, ৬৫ঃ২-৩]

উপরোক্ত সত্য ঘটনাটা বর্ণনা করেছেন ড. সালিহ আস-সাঁলিহ। আল্লাহ তাআলা তাঁর উপর রহমাত বর্ষণ করুন।

© একটা সত্য ঘটনা
- al mahmud

16/09/2023
📚 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের অনুবাদ বিশ্বকোষ 📚হাদীসের অর্থ: “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জা‘ফর...
13/09/2023

📚 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের অনুবাদ বিশ্বকোষ 📚
হাদীসের অর্থ: “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জা‘ফরের পরিবারকে তিনদিন সময় দিয়েছিলেন।” মুতার যুদ্ধে জা‘ফর ইবন আবূ তালিব রাদিয়াল্লাহু ‘আনহু শহীদ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে তিনদিন পরে গিয়েছিলেন। তিনি তাদেরকে তিনদিন অবকাশ দেওয়ার কারণ হলো যাতে তাদের অন্তর ভালো হয় এবং চিন্তা ও শোক দূর হয়। অতঃপর তিনি বললেন, “আজকের পরে তোমরা আমার ভাইয়ের জন্য কাঁদবে না।” অর্থাৎ তিনি তিনদিনের পরে কাঁদতে নিষেধ করেছেন। কেননা কোনো কিছুর প্রথম আঘাত ও শোকের ব্যপ্তি দীর্ঘায়িত হতে পারে না এবং সারাজীবন চলতে পারে না। এখানে নিষেধাজ্ঞা মাকরূহ তানযিহী অর্থে। কেননা তিনদিনের অধিক কাঁদা বৈধ; যদি না ক্রন্দনের সাথে হারামের সম্পৃক্ততা পাওয়া যায়। অতঃপর তিনি বললেন, “আমার ভাইয়ের সন্তানদেরকে ডাকো।” তারা হলেন, মুহাম্মাদ, আব্দুল্লাহ ও ‘আওফ। “ফলে আমাদেরকে ডেকে আনা হলো, যেনো আমরা পাখির ছানার মতো হয়ে পড়েছিলাম।” আল-ফারখ অর্থ পাখির ছানা। তাদের পিতা হারানোর বেদনা ও চিন্তায় তারা এমন হয়েছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, “একজন নাপিত ডাকো। তিনি তাকে নির্দেশ দিলেন, ফলে নাপিত আমাদের মাথা মুণ্ডন করে দিল।” অর্থাৎ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদের মাথা মুণ্ডন করতে আদেশ দিয়েছেন, ফলে তাদের মাথা মুণ্ডন করা হয়েছিল। যেহেতু তাদের মাতা আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু ‘আনহা তার স্বামীর শাহাদাতে বিষন্ন থাকায় তাদের মাথার চুল আঁচড়িয়ে দিতে পারতেন না। তাই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সদয় হয়েছিলেন, যাতে তাদের মাথা ময়লা ও উকুন থেকে মুক্ত থাকে। অতঃপর মাথার চুল মুণ্ডন করায় তা তাদের মায়ের জন্য উপকার, কল্যাণ ও একটু আরামের কারণ হলো। কেননা তিনি আপতিত বিপদের কারণে তার সন্তানদের ঠিকমতো দেখাশোনা করতে পারছিলেন না। সর্তকতা: উল্লেখ্য যে, বিপদাপদে মাথা মুণ্ডন করা জায়েয নেই। এ সম্পর্কে হাদীসে এসেছে, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেসব নারীকে লা‘নত দিয়েছেন যারা (বিপদে) চিৎকার করে কাদেঁ, মাথা মুণ্ডন করে এবং যারা জামা-কাপড় ছিড়েঁ ফেলে।” হাদীসে উল্লিখিত আল-হালিকাহ অর্থ বিপদে যে মাথা মুণ্ডন করে। আশ-শাকাহ অর্থ যে বিপদে পতিত হলে জামা-কাপড় ছিড়েঁ ফেলে। আস-সালিকাহ অর্থ যে বিপদের সময় উচ্চস্বরে চিৎকার করে কাঁদে। তবে হাদীসে উল্লিখিত জা‘ফর রাদিয়াল্লাহু ‘আনহুর মৃত্যুর পরে তার সন্তানদের মাথা মুণ্ডনের দ্বারা উদ্দেশ্য হলো তাদের মা তাদের মাথার চুলের দেখাশোনা করতে না পারায় তাদের মাথায় উকুন হওয়ার সম্ভাবনা ছিল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদের মাথা মুণ্ডন করার আদেশ দিয়েছিলেন। এখানে বিপদের কারণে মাথা মুণ্ডানো হয় নি। দেখুন, ‘আওনুল মা‘বূদ শারহি সুনানি আবী দাঊদ (১১/১৬৪); শারহু রিয়াদিস সালিহীন, ইবন ‘উসাইমীন (৬/৩৮২); শারহু সুনানি আবী দাঊদ লিল ‘আব্বাদ, ইলেকট্রনিক কপি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নাতে খাৎনা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সুন্নাতে খাৎনা সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category