24/08/2024
সাবধান সাবধান ভুল মানুষের হাতে আপনার কষ্টে উপার্জন এবং জমানো স্বপ্নগুলো তুলে দিবেন না।।
বন্যা শুধু দুর্যোগ না, বন্যা একটা উৎসবও।
টাকা মেরে খাওয়ার উৎসব। মানুষের টাকায় পিকনিক করার উৎসব।
কেমন উৎসব, ঐটা বুঝতে হলে আবুল মনসুর আহমদ এর রিলিফ ওয়ার্ক গল্পটা পড়তে হবে। কমেন্টে লিঙ্ক দিচ্ছি। পড়ে নিয়েন।
এই বন্যা ঘিরে কত কোটি টাকার যে ব্যবসা হয়, আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা আবেগী জাতি তো, আমাদের মধ্যে আবেগ বেশি, কনসিসটেন্সি কম।
পুরুষ মানুষ চেনার দুটো ক্রাইটেরিয়া আমি লিটমাস পেপার হিসেবে গণ্য করি।
১। টাকা।
২। সুন্দরী নারী।
সবচে দুঃখের ব্যাপার হলো, জগতের বেশিরভাগ ওরী আউলিয়া, সুন্দর কথা বলা লোকজন এই দুই এর সামনে এসে শুয়ে পড়েন।
কাজেই, অমুক করবো, তমুক করবো, এসব শুনে টাকা দিবেন না। গিটারের সুর বা উৎসবের ভাইব দেখে টাকা দেবেন না। সাদা দাড়ি আর টুপি দেখেও টাকা দেবেন না।
টাকা দেবেন তাইলে কী দেখে?
অতীত রেকর্ডস। একমাত্র অতীত দেখেই টাকা দেবেন। অনেকেই বলেন, পাস্ট ইজ পাস্ট। আমি বলি পাস্ট ইজ আ মিরর।
আপনার পাস্টই বেশিরভাগ সময় আপনার ফিউচারকে ডিফাইন করবে। আপনি কালকে কী করেছেন, ঐটা দেখেই আমি ধারণা করতে পারবো, আপনি আগামীকাল কী করবেন।
১০০% একুরেট হবে না। বাট ৯০% একুরেট তো হবেই।
ইন জেনারেল ভার্সিটির স্টুডেন্টদের আমি পছন্দ করি। বাট টাকা পয়সার ব্যাপারে স্টুডেন্টদের ওভার গ্লোরিফাইং আমি একদমই পছন্দ করি না।
কারণ আমি জানি, ছাত্রদের মধ্যে যেমন ফেরেশতার মতো ভালো মানুষ আছে। নিজে না খেয়ে টিউশনির টাকা দান করে দেওয়ার মতো পোলাপাইন আছে, তেমনি টাকা চুরি করে মেয়ে নিয়ে হোটেলে যাওয়ার আর গাঞ্জা খাওয়ার পোলাপাইনও আছে।
কাজেই, কাউকেই এখানে ক্লিনশিট দেওয়ার কোন সুযোগ নাই।
কথাগুলো এখন বলতে না হলে সবচে ভালো লাগতো আমারই। বাট তৌহিদ আফ্রিদি বা ফারাজ করিমদের তো এই বন্যার নাম করেই কোটি কোটি টাকা আপনারা দিয়েছেন। আমি ঘরপোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে।
বন্যার ত্রান কিন্তু কোন দান না। এইটা মানুষের হক্ব। কাজেই, টাকাটা শুধু দিয়ে দিলেন, এমন না কিন্তু। বরং এনশিওর করতে হবে, আপনার টাকায় যাতে কেউ পিকনিক না করে, কেউ মেরে না খায়।
সারমর্ম হলো, কারো সুন্দর কথা, সুন্দর উদ্যোগ, সুন্দর গান শুনে টাকা না দিয়ে অতীত রেকর্ডস দেখে টাকা দেবেন।
দানের টাকা দিয়ে ভিডিও রিলস বানানো আর দানের টাকা ইফেক্টিভলি কাজে লাগানো সেইম জিনিস না, কথাটা যত দ্রুত বুঝবেন, ততই মঙ্গল।
আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন
লিখেছেন, সাদিকুর রহমান ভাই।
01829352001 imo/ WhatsApp