Umma Bazar

Umma Bazar আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
খাঁটি পণ্যের প্রয়োজনে Umma Bazar পেইজে আপনাদেরকে স্বাগতম

সুন্দর বনের মধু যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন।৷ . 01829352001
31/08/2024

সুন্দর বনের মধু যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন।৷ . 01829352001

আলহামদুলিল্লাহ
30/08/2024

আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ বরকত ময় ফরজ বাদ মাদ্রাসার ছাত্র এবং আসেপাশের  মসজিদের মুসুল্লিদের হটাহাটি আল্লাহ  সকলের পুড়ো দিনটাকে বরকত...
29/08/2024

আলহামদুলিল্লাহ বরকত ময় ফরজ বাদ মাদ্রাসার ছাত্র এবং আসেপাশের মসজিদের মুসুল্লিদের হটাহাটি

আল্লাহ সকলের পুড়ো দিনটাকে বরকত ময় করে দিন।

আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ
28/08/2024

আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ

আলহামদুলিল্লাহ বৃষ্টি বেজা বরকতময় ফরজসকালে মধু চেটে খেলে বড়ো বড়ো কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করা যায়।
24/08/2024

আলহামদুলিল্লাহ বৃষ্টি বেজা বরকতময় ফরজ

সকালে মধু চেটে খেলে বড়ো বড়ো কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করা যায়।

24/08/2024

যে সমস্ত ব্যবসায়ীরা এ বন্যাকে ঘিরে আনন্দে মেতে উঠেছে যেমন সিন্ডিকেট করার চেষ্টা করছে প্রয়োজনীয় পণ্যগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে রাখুন

✊ যেখানে অন্যায় সেখানেই হোক প্রতিবাদ ✊

সাবধান             সাবধান        ভুল মানুষের হাতে আপনার কষ্টে উপার্জন এবং জমানো স্বপ্নগুলো তুলে দিবেন না।। বন্যা শুধু দু...
24/08/2024

সাবধান সাবধান ভুল মানুষের হাতে আপনার কষ্টে উপার্জন এবং জমানো স্বপ্নগুলো তুলে দিবেন না।।

বন্যা শুধু দুর্যোগ না, বন্যা একটা উৎসবও।

টাকা মেরে খাওয়ার উৎসব। মানুষের টাকায় পিকনিক করার উৎসব।

কেমন উৎসব, ঐটা বুঝতে হলে আবুল মনসুর আহমদ এর রিলিফ ওয়ার্ক গল্পটা পড়তে হবে। কমেন্টে লিঙ্ক দিচ্ছি। পড়ে নিয়েন।

এই বন্যা ঘিরে কত কোটি টাকার যে ব্যবসা হয়, আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা আবেগী জাতি তো, আমাদের মধ্যে আবেগ বেশি, কনসিসটেন্সি কম।

পুরুষ মানুষ চেনার দুটো ক্রাইটেরিয়া আমি লিটমাস পেপার হিসেবে গণ্য করি।

১। টাকা।
২। সুন্দরী নারী।

সবচে দুঃখের ব্যাপার হলো, জগতের বেশিরভাগ ওরী আউলিয়া, সুন্দর কথা বলা লোকজন এই দুই এর সামনে এসে শুয়ে পড়েন।

কাজেই, অমুক করবো, তমুক করবো, এসব শুনে টাকা দিবেন না। গিটারের সুর বা উৎসবের ভাইব দেখে টাকা দেবেন না। সাদা দাড়ি আর টুপি দেখেও টাকা দেবেন না।

টাকা দেবেন তাইলে কী দেখে?

অতীত রেকর্ডস। একমাত্র অতীত দেখেই টাকা দেবেন। অনেকেই বলেন, পাস্ট ইজ পাস্ট। আমি বলি পাস্ট ইজ আ মিরর।

আপনার পাস্টই বেশিরভাগ সময় আপনার ফিউচারকে ডিফাইন করবে। আপনি কালকে কী করেছেন, ঐটা দেখেই আমি ধারণা করতে পারবো, আপনি আগামীকাল কী করবেন।

১০০% একুরেট হবে না। বাট ৯০% একুরেট তো হবেই।

ইন জেনারেল ভার্সিটির স্টুডেন্টদের আমি পছন্দ করি। বাট টাকা পয়সার ব্যাপারে স্টুডেন্টদের ওভার গ্লোরিফাইং আমি একদমই পছন্দ করি না।

কারণ আমি জানি, ছাত্রদের মধ্যে যেমন ফেরেশতার মতো ভালো মানুষ আছে। নিজে না খেয়ে টিউশনির টাকা দান করে দেওয়ার মতো পোলাপাইন আছে, তেমনি টাকা চুরি করে মেয়ে নিয়ে হোটেলে যাওয়ার আর গাঞ্জা খাওয়ার পোলাপাইনও আছে।

কাজেই, কাউকেই এখানে ক্লিনশিট দেওয়ার কোন সুযোগ নাই।

কথাগুলো এখন বলতে না হলে সবচে ভালো লাগতো আমারই। বাট তৌহিদ আফ্রিদি বা ফারাজ করিমদের তো এই বন্যার নাম করেই কোটি কোটি টাকা আপনারা দিয়েছেন। আমি ঘরপোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে।

বন্যার ত্রান কিন্তু কোন দান না। এইটা মানুষের হক্ব। কাজেই, টাকাটা শুধু দিয়ে দিলেন, এমন না কিন্তু। বরং এনশিওর করতে হবে, আপনার টাকায় যাতে কেউ পিকনিক না করে, কেউ মেরে না খায়।

সারমর্ম হলো, কারো সুন্দর কথা, সুন্দর উদ্যোগ, সুন্দর গান শুনে টাকা না দিয়ে অতীত রেকর্ডস দেখে টাকা দেবেন।

দানের টাকা দিয়ে ভিডিও রিলস বানানো আর দানের টাকা ইফেক্টিভলি কাজে লাগানো সেইম জিনিস না, কথাটা যত দ্রুত বুঝবেন, ততই মঙ্গল।

আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন

লিখেছেন, সাদিকুর রহমান ভাই।

01829352001 imo/ WhatsApp

23/08/2024

আলহামদুলিল্লাহ সরা দেশেই বিভিন্ন মসজিদে মসজিদে ব্যানবাসি মানুষের জন্য ইমাম সাহেব গন বয়ানে সাহায্য করতে উৎসাহিত করেছেন..!।

সারা দেশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে একটি চাহুনি
23/08/2024

সারা দেশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে একটি চাহুনি

নবীজির সহাবী হযরত আবু সাঈদ (রা:) থেকে বর্ণিত হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন   যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন ...
22/08/2024

নবীজির সহাবী হযরত আবু সাঈদ (রা:) থেকে বর্ণিত হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে তার বড় ধরনের কোন রোগ হবেনা. ইবনে মাজাহ : ৩৪৪১।

11/07/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ

Address

Road01/sector10/Uttara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umma Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category