02/12/2024
ইপিডুরাল এ্যানেস্থেসিয়া একটি বিশেষ ধরনের এ্যানেস্থেসিয়া।
এ ধরনের এ্যানেস্থেসিয়াতে অল্প পরিমান ওষুধ সরু নল দিয়ে ইপিডুরাল স্পেসে দেওয়া হয়,যাতে করে বড় ধরনের সাইড ইফেক্ট ছাড়াই ব্যথা কমানো যায়।
এর ব্যাপক প্রয়োগ এখন দেখা যায় লেবার পেইনেও,যার ফলে তীব্র বেদনাটি সহনীয় পর্যায়ে রেখে সুস্থ ও স্বাভাবিকভাবে শিশু ভূমিষ্ঠ হতে পারে।
যেহেতু ইপিডুরাল এ্যানেস্থেসিয়াতে রোগিদের সম্পূর্ণ জ্ঞান বজায় রেখেই ব্যথা কমানো যায় এতে করে প্রসব দীর্ঘায়িত ও হয় না,কিন্তু রোগীর জন্য সহনীয় হয়।
কিন্তু তা অবশ্যই বিশেষজ্ঞ কোন অভিজ্ঞ ডাক্তারের হাতে হওয়াটাই জরুরি তা না হলে থাকতে পারে ঝুকি।
এখনি সময় বিজ্ঞানের আধুনিক আবিষ্কারকে আপন করে সামনে আগানোর।