08/11/2025
💢 ভোলার সালাফি পাত্রের জন্য পাত্রী চাই...
✅ পাত্রের ইউনিক কোড নং- ১৪৯
💢 *বয়সঃ ২০ বছর ৮ মাস।**
💢 *জন্ম তারিখঃ মার্চ - ২০০৫।*
💢 *উচ্চতাঃ ৫' ৮".*
💢 *বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত ।*
💢 *পাত্রের পেশাঃ কৃষি উদ্যোক্তা ব্যবসায়ি।*
💢 *পাত্রের পেশার বর্ণনা*
আমার আব্বার ব্যবসায় কাজ করা ছিল আমার প্রথম পেশা। যেহেতু আমার বাবা ও চাচা এই ব্যবসা সামলাচ্ছেন তাই আমি নতুন একটা ব্যবসা তৈরি করতে মনস্থির করি। বর্তমানে পোল্ট্রি খামারি,এটা আমার সাময়িক পেশা। আমি একটি এগ্রো ফার্ম ও কম্পানি তৈরি করার চেষ্টা করছি ।আমার আব্বা আমাকে টাকা ও জমি দিয়ে সাহায্য করছেন , আলহামদুলিল্লাহ। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরির চেষ্টা করছি যা মুসলিম উম্মাহ এর বৃহত্তর স্বার্থে কাজ করবে । মানুষের নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তায় নিয়জিত থাকবে। আমার একটা মহৎ উদ্দেশ্য আছে। আমার মিশনে আমি ভীষণ প্রাণ-চঞ্চল, উদ্দমি ও সাহসি। আমার নিয়ত ও চেষ্টা আল্লাহ কবুল করুক ও বারাকাহ দিক।
💢 *রক্তের গ্রুপঃ* O+
💢 *ওজনঃ* ৫০ কেজি
💢 *গায়ের রংঃ* উজ্জ্বল শ্যামলা
💢 *শারিরীক গঠনঃ* স্লিম/চিকন/হালকা গড়ন
💢 *শিক্ষাগত যোগ্যতাঃ* এইচ.এস.সি
💢 *অন্যান্য শিক্ষাগত যোগ্যতা-*
আমি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে SSC। বিজ্ঞান বিভাগ GPA-5
শহিদ পুলিশ স্মৃতি কলেজ থেকে HSC শেষ করেছি। GPA-4.43.
এছাড়া -
১। তাইবাহ একাডেমি
ড. মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ।
ডিপ্লোমা - ইসলামিক স্টাডিজ । ১০ ব্যাচ । ডিপ্লোমা - আরবি ভাষা ।
এক বছরে ২ টি সেমিস্টারে (অনলাইনে ).
২.ENGLISH THERAPY . (আবাসিক কোর্স ২০২৪ ) Batch : 46 Subject : English Language
৩. Nazm C Academy .. Subject : Digital Marketing for Beginners .( অনলাইনে )
৪।আস - সালাফ একাডেমি । [অনলাইনে ]
বিষয় : বিবাহ পূর্ব প্রস্তুতি ।
[ ডাক্তার শামসুল আরেফিন ] # রুকইয়া কোর্স
[ হাফিজ আল - মুনাদি ] এছাড়া আরও ৪ টি কোর্স।
ব্যবসার ঝামেলা কমলেই ভার্সিটিতে ভর্তি হবো।
💢 *বর্তমান ঠিকানাঃ* ব্যবসার জন্য ভোলা বোরহানউদ্দিন আছি।
💢 *স্থায়ী ঠিকানাঃ* ছোলমাইদ, বসুন্ধারার পাশে, ভাটারা।
ঢাকা উত্তর সিটি, বাংলাদেশ।
নানার বাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল। দাদার বাড়ি ভোলা বোরহানউদ্দিন।
*[পারিবারিক তথ্য]*
*বাবার পেশাঃ* আব্বু ব্যবসা করেন । গুলশান-২ এ আমাদের দোকান রয়েছে । ২০০৬ থেকে আব্বু ABB কোম্পানির আমদানি করা বৈদ্যুতিক যন্ত্র রক্ষাকারী পণ্য বিক্রি করেন। গুলশান বা বনানির রিয়েলেস্টেট কোম্পানিতে বেশির ভাগ পণ্য বিক্রি করা হয়।
*পিতার অর্থনৈতিক অবস্থার বিবরণ :* উচ্চ মধ্যবিত্ত।
আলহামদুলিল্লাহ , আল্লাহ তাআলা ভালোই রেখেছেন । জন্ম থেকে ঢাকায় আছি । মাশাআল্লাহ বরকতে আছি । আমরা খুব সাধারণ। আব্বু দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন । অল্প টাকার চাকরি থেকে শুরু করেছিলেন, তারপর ব্যবসা। বর্তমানে আমরা ৩ বেডের বাসায় থাকছি। নিজেদের ফ্ল্যাট। ছাড়া ময়মনসিংহে গ্রামে গাজীপুর , টঙ্গিতে , ভোলায় জমি আছে । সুদ এর সাথে সম্পর্ক নেই। গুলশানে আব্বুর ব্যবসা প্রতিষ্ঠান NZ Enterprise আছে । আব্বার দোকান দীর্ঘদিন ভাড়ায় নেওয়া । আমাদের কোন গাড়ি নেই ।
*মায়ের পেশাঃ* গৃহিণী
*ভাই ও বোনের সংখ্যাঃ* ১ বোন ১ ভাই।
*ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা ও পেশাঃ* ছোট ভাই ১৪ বছর বয়স। তানযিমুল উম্মাহ মাদ্রাসা, উত্তরা।
*[ধর্মীয় তথ্য]*
*আকীদা ও মানহাজ/মাযহাব কি?*
-সালাফি
*আপনি কি কোন পীরের মুরীদ?*
-না
*৫ ওয়াক্ত সালাত আদায় করেন?*
-জি
*সালাত কাজা হয় কি?*
খুব বেশি ঘুমালে ফজর কাজা হয়ে যায়।
*বাড়িতে বা বাসায় পর্দার ব্যবস্থা কেমন?*
-আলহামদুলিল্লাহ , পর্দার পরিবেশ মধ্যম মানের। আম্মা বাসায় মুখ খুলে পর্দা করেন । কেউ খাস ভাবে উত্তম রুপে পর্দা করতে চাইলে সবাই তাকে সাহায্য করে।
*নন-মাহরামদের সাথে পর্দা করা হয়?*
-জি
*কুরআন তেলাওয়াতের মান কেমন?*
-সহিহ ভাবে তেলাওয়াত।
*দাড়ি কি একমুষ্টি হয়েছে?*
-জি
*টাকনুর নিচে প্যান্ট/লুঙ্গি পরিধান করেন?*
-না।
*পান বা সিগারেট বা অন্য কোন নেশার অভ্যাস আছে?*
-না
*বিবাহে যৌতুক বা উপহার পাওয়ার আগ্রহ আছে?*
-না।
*কি কি বই পড়েছেন?*
আর- রাহীকুল মাখতুম , ' এক ' লেখক আবু আমিনা বিলাল ফিলিপস , উসুলুল ঈমান , রহমান আরশের উপর উঠেছেন , আকিদাহ আত - তাওহীদ , আহলুস সুন্নাহ আল জামাআত এর আকিদাহ , রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত " রিযিক ' লেখক আব্দুল্লাহ।
*পছন্দের আলেমের নাম লিখুন। যাদের ওয়াজ শুনেন এবং অনুসরণ করেন-*
ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ , ডাঃ জাকির নায়েক , ডঃ আবু বকর জাকারিয়া , ডঃ মঞ্জুরী এলাহি , শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ , শাইখ মতিউর রহমান মাদানী , শায়েখ আহমাদুল্লাহ , শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক , মাহমুদ বিন কাসেম , জামশেদ মজুমদার । আল্লাহ তাদের সবাইকে হেফাজত করুন ।
*[আবশ্যিক জিজ্ঞাসা]*
*আপনার শারিরীক কোন রোগ আছে?*
- জি , পেটে সমস্যা ছিল। ডাক্তারের কথা মত বাহিরের ভাজা পোড়া খাই না।
*বিশেষ কোন গুণ বা কাজে পারদর্শী আছেন?*
-জটিল বিষয় বুঝতে ও যেকোনো অবস্থাতে মাথা ঠান্ডা রাখতে পারি।
-- আবেগ খুবই কম, মাশাআল্লাহ ভয়-ভীতি নাই।
ভাষণ, যুক্তি ও বিশ্লেষণে ভালো।
ইংরেজিতে ভালো।
আমি কোনো দিন হারাম রিলেশন করি নাই।
*আমার দোষঃ*
১। রাগ বেশি। রাগ অনেকটা কমিয়েছি। আরও কমাতে চেষ্টা করছি।
২।রুম গুছিয়ে রাখি না।
*নিজের সম্পর্কে কিছু লিখুন*
আমি বেশ হাসিখুশি মানুষ, সবাই আমার সাথে কথা বলতে পছন্দ করে। আমি আমার আব্বার মতো বড় ব্যবসায়ি হতে চাই। আমার জন্ম ঢাকায় তবে আমি গরু-ছাগল- হাস- মুরগী খুবই পছন্দ করি। আমি দারোয়ান মামা থেকে রিকশা মামা সবাই কে সম্মান দিয়ে কথা বলি। মর্ডান ফ্যাসন বা আধুনিকতা কম ফলো করি। কোরআন হাসিদ সাহাবিদের মতো মানতে চাই। আমার ইচ্ছে ধিরে ধিরে ইমানকে সালাফদের মতো করা। তবে এই নষ্ট সমাজকে কোনো দাম দেই না বা মানুষের কথায় প্রভাবিত হইনা। আমি মিতব্যয়ি।
*পরিবারের অন্যান্য সদস্যগণ দ্বীন কেমন পালন করেন?*
-সকলেই সালাত আদায় করে। আম্মা বাহিরে গেলে পর্দা করে। আব্বা হালাল কামাই করেন।
*বিয়ের পরে স্ত্রী কে কোথায় রাখবেন?*
ভোলাতে আমার সাথে।
*বিয়ের পর স্ত্রীকে চাকুরী করতে দিবেন?*
*-না।*
*বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করাবেন?*
- ইসলামি জ্ঞান অর্জন করতে পারবেন।
*ডিভোর্সি বা বিধবা হলে বিবাহ করবেন?*
- না।
*আপনার কিছু সখ লিখুন?*
- ব্যয়াম করা। বই পড়া , ব্যবসা করা ।
*কোন কোন জেলা থেকে বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন?*
পাত্রী যোগ্য হলে যেকোন জেলা। তবে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ও নোয়াখালী ব্যতীত। এছাড়া ভোলা জেলার পাত্রী কিছুটা অগ্রাধিকার পাবে।
*অভিভাবকের অনুমতি ও অবগতি আছে কি না?*
-জি
*কেমন পাত্রী আশা করছেন?*
*আক্বিদা* আহলে হাদিস বা সালাফি।
*গায়ের রং* শ্যামলা বা উজ্জল শ্যামলা বা ফর্সা
*বয়স* ১৪-১৭ বছর
*উচ্চতা* ৫ ফুট ২ ইঞ্চি -
বা তার বেশি।
*আর্থিক অবস্থা*
নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত।
*পাত্রী কি কি গুণ আশা করেন?*
নিচের প্রতিটি গুণ স্বভাবগত গুণ।
# বই পড়ুয়া হওয়া ।
# আল্লাহর উপর ভরসা রাখা ও ভয় করা।
# সালাত আদায় ও পর্দা করা ও হারাম রিলেশন না করা।
# যা আছে তাতে সন্তুষ্ট থাকা , সর্বদা আল্লাহর শুকরিয়া করা । অন্য মানুষের বিলাসিতা দেখে প্রভাবিত না হওয়া ।
#আম্মার কাছ থেকে কাজ শেখা।
# যেহেতু আমার লক্ষ্য ব্যবসায়ী হওয়া , তাই উচ্চাবিলাসি মন - মানসিকতা না রাখা।
করতে হয় । সবকাজে আল্লাহর উপর ভরসা থাকতে হয় । রিজিক ও বরকত আল্লাহর থেকেই আসে ।
# ইসলাম অনুসারে স্বামীর আনুগত্য করা ।
# আবারও বলছি সংসারে শান্তির মূল হলো অনুগত স্ত্রী। পৃথিবীতে একজন নারীর জন্য সবচেয়ে কঠিন কাজ স্বামীর আনুগত্য । উদাহরণস্বরূপ , আমার কথা শুনলো এবং মেনে নিলো , দয়া করে ভুল বুঝবেন না।
# স্বভাবগতভাবে সংসারী হওয়া ।
# ঘরে মেহমানরা ঘন ঘন বেড়াতে আসলে বিরক্ত হওয়া যাবে না এবং তাদের সাথে পর্দা করতে হবে । মেহমান আল্লাহর পক্ষ থেকেই আসে ।
# সংসার বাদ দিয়ে বাহিরে যাওয়ার প্রবণতা কম থাকা । বাহিরে যাওয়ার থেকে নিজের ঘরকে বেশি পছন্দ করা ।
# সততা , আমানতদারিতা ও সময়জ্ঞান থাকা সঠিক ভুলের হিসাব থাকা । বাস্তবতা বুঝা।
* #বিয়ের পরে পাত্রী একটি সুন্দর পরিবার পাবে ইনশাআল্লাহ, তাকে কয়েক বছর সময় দেওয়া হবে সংসারের দায়িত্বগুলো শিখতে।*
*আপনাকে চিনে অথবা আপনার পরিবারকে চিনেন এমন ১ জন স্থানীয় আহলে হাদিস দ্বীনি ভাইদের নাম ও মোবাইল নাম্বার লিখুনঃ*
আমার টিচার।
নাম: নাহিদ হাসান
জেলা- চাপাইনবাবগঞ্জ।
+880 1778-5552
তারিখঃ ২৬-১০-২৫
✅ প্রস্তাব পাঠাতে হুয়াটসঅ্যাপে আসুন
👇
01759-362168
নতুন সিভি দেখতে হুয়াটসঅ্যাপ গ্রুপে থাকুন...
https://chat.whatsapp.com/GcjMO3iQxxIDg9lsqod9bS
💢 গ্রুপে থাকার ৩ টি শর্তঃ
(১) বিবাহ করার পূর্ণ প্রস্তুতি থাকতে হবে [পাত্র]
(২) বিবাহ দেওয়ার পূর্ণ ইচ্ছা থাকতে হবে [পাত্রী]
(৩) প্রস্তাব পাওয়ার পর রেসপন্স করতে হবে।
💢 নীতিমালাঃ
✅ অতিরিক্ত ম্যাসেজিং করলে অনেকেরই বিরক্তি আসবে। সেজন্য গ্রুপটি সবসময় লক করা থাকবে।
✅ নতুন সিভি দেখার পর পছন্দ হলে এডমিনকে পার্সোনাল ইনবক্স করে যোগাযোগ নাম্বার তথ্য নিবেন।
www.salafinikahbd.com