Dr.Nazmul's Chamber

Dr.Nazmul's Chamber This page contains Dr.Nazmul's personal experience in treatment, health topics and tips, information that can help you in maintaining good health .

সোরিয়াসিস (Psoriasis) একটি দীর্ঘস্থায়ী, অটোইমিউন ত্বকের রোগ, যা ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে ঘটে। এই রোগে ত্বকে...
14/07/2025

সোরিয়াসিস (Psoriasis) একটি দীর্ঘস্থায়ী, অটোইমিউন ত্বকের রোগ, যা ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে ঘটে। এই রোগে ত্বকে লালচে, পুরু, খসখসে ও রূপালি আঁশযুক্ত দাগ দেখা যায়, যা চুলকানি ও ব্যথার কারণ হতে পারে।
সোরিয়াসিসের সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি, তবে এটি সাধারণত জেনেটিক এবং ইমিউন-সংক্রান্ত সমস্যা। শরীরের ইমিউন সিস্টেম ভুল করে সুস্থ ত্বকের কোষকে আক্রমণ করে, যার ফলে ত্বকের কোষ দ্রুত বৃদ্ধি পায় এবং ত্বকের উপরিভাগে জমা হয়। পরিবেশগত ফ্যাক্টর যেমন ঠান্ডা আবহাওয়া, ত্বকের আঘাত, সংক্রমণ, এবং স্ট্রেস সোরিয়াসিসের প্রকোপ বাড়াতে পারে ।
প্রচলিত চিকিতসা পদ্ধতিতে এর কোনো নির্দিষ্ট চিকিৎসা এখনো নেই, তবে লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখতে কিছু চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, তবে তা সাময়িক উপশম দিতে পারে।
হোমিওপ্যাথি চিকিতসা মতে ব্যক্তি স্বাতন্ত্র নির্ভর ওষুধ নির্বাচন সফল ভাবে সোরিয়াসিস নিয়ন্ত্রন করতে পারে।
Psoriasis is a chronic, autoimmune skin disease caused by abnormal growth of skin cells. In this condition, reddish, thick, scaly patches with silvery scales appear on the skin, often causing itching and pain.
The exact cause of psoriasis is still not fully understood, but it typically involves genetic and immune-related issues. The body’s immune system mistakenly attacks healthy skin cells, resulting in rapid growth and accumulation of skin cells on the surface. Environmental factors—such as cold weather, skin injuries, infections, and stress—can worsen psoriasis.
Conventional treatments do not offer a definitive cure yet, but certain therapeutic approaches can help control the symptoms, although these are often only temporary relief.
According to homeopathic practice, using individually selected remedies tailored to the person’s unique constitution can successfully control psoriasis.

আলহামদুলিল্লাহ! PLID (Pr*****ed Lumbar Intervertebral Disc) রোগীর চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে।এই নারী রোগী মারাত্মক ক...
06/07/2025

আলহামদুলিল্লাহ! PLID (Pr*****ed Lumbar Intervertebral Disc) রোগীর চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই নারী রোগী মারাত্মক কোমর ব্যথা নিয়ে এসেছিলেন, যা উরুর দিকে প্রসারিত হচ্ছিল, এবং সেইসঙ্গে অস্থিরতা ও যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। তাঁর ইমেজিং বিশ্লেষণে দেখা যায় যে তাঁর মেরুদণ্ড সোজা নয়, অর্থাৎ মিসঅ্যালাইনড ছিল। একাধিক কশেরুকা ডিস্ক স্পেস সংকুচিত ছিল। পাশাপাশি, সামনে দিকে কশেরুকার স্লিপ (অ্যান্টেরিয়র ওলিসথেসিস) এবং ক্রনিক মার্জিনাল অস্টিওফাইট লক্ষ্য করা যায়।

হোমিওপ্যাথিক চিকিৎসার পর তিনি অনেক ভালো বোধ করছেন। তাঁর মেরুদণ্ড এখন অনেক বেশি সোজা হয়েছে এবং ডিস্কের মধ্যবর্তী ফাঁকাগুলোও আরও সংরক্ষিত মনে হচ্ছে। ওলিসথেসিস অবস্থারও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
লক্ষণ বিবেচনায় কষ্টিকাম, ব্রায়োনিয়া এবং থুজা ওষুধ গুলো বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে।

Alhamdulillah! This particular case of PLID is well managed.
This female patient presented with severe lumbago, extending towards the thigh, and restlessness with agony. Her imaging analysis revealed that her spine was misaligned. Along with this, her disc spaces were reduced at multiple vertebral levels. There was evidence of anterior vertebral slipping (olisthesis) and marginal osteophytes of chronic changes.
After homeopathic treatment, she is feeling much better. Her vertebral column was found with improved alignment, and disc spacing appears more preserved. Her listhesis condition also improved.
Here Causticum, Bryonia and thuja were used.

📅 হোমিওপ্যাথিক দিবস ২০২৫📍 স্থান: স্থানীয় একটি হোটেল, ঢাকা🕙 সময়: সকাল ১০টা – দুপুর ২টা📆 তারিখ: ১০ এপ্রিল ২০২৫আজকের এই বিশ...
10/04/2025

📅 হোমিওপ্যাথিক দিবস ২০২৫
📍 স্থান: স্থানীয় একটি হোটেল, ঢাকা
🕙 সময়: সকাল ১০টা – দুপুর ২টা
📆 তারিখ: ১০ এপ্রিল ২০২৫

আজকের এই বিশেষ দিনে, ডাঃ নাজমুল হাসান জেমসন হোমিওপ্যাথির জনক ড. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাইন্টিফিক সেমিনার-এ গুরুত্বপূর্ণ ও জ্ঞানগভীর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

🎤 বিভিন্ন সার্জিক্যাল রোগে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসার সুযোগ, প্রয়োগ এবং চিকিৎসা বিজ্ঞানে হানিম্যানের অবদানের বাস্তবতা — তার উপস্থাপনায় অত্যন্ত পরিপূর্ণভাবে তুলে ধরা হয়।

🌿 এমন একটি শিক্ষণীয় ও উদ্বুদ্ধকর সেমিনারে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ।

👨‍⚕️ হোমিওপ্যাথিকে আরও বিশ্বাসযোগ্য ও প্রতিষ্ঠিত করতে
ডাঃ নাজমুল হাসান জেমসন এর মত গবেষণা-ভিত্তিক চিন্তাশীল চিকিৎসকের অবদান আমাদের অনুপ্রেরণা জোগায়।

📸 কিছু মুহূর্ত ছবি ঘুরে দেখুন...


#হোমিওপ্যাথি

🔔 We’ve Updated Our Facebook Link! 🔔Good news! 🎉  Our Facebook URL has been updated to match our page name Dr. Nazmul’s ...
09/04/2025

🔔 We’ve Updated Our Facebook Link! 🔔

Good news! 🎉
Our Facebook URL has been updated to match our page name Dr. Nazmul’s Chamber for easier access and sharing.

✅ New URL: facebook.com/DrNazmulsChamber

This change makes it quicker to find us and helps keep everything consistent.
👉 Please bookmark the new link and feel free to share it with friends & family!

Thanks for being part of our community.
Stay healthy and take care! 🩺

— Dr. Nazmul’s Chamber

Anwarul Azim Akhand স্যার, আমার পিএইচডি সুপারভাইজার, যার হাতে আমার গবেষণার হাতে খড়ি, যিনি আমার গবেষণা কাজের পথ প্রদর্শক...
20/09/2024

Anwarul Azim Akhand স্যার, আমার পিএইচডি সুপারভাইজার, যার হাতে আমার গবেষণার হাতে খড়ি, যিনি আমার গবেষণা কাজের পথ প্রদর্শক। অত্যন্ত সৎ, বিনয়ী, আন্তরিক একজন শিক্ষক যিনি আমাকে হাতে-কলমে অদ্যাবধি আমার গবেষণা কাজের সমস্ত স্তরে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে আসছেন। স্যারকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর নিযুক্ত করায় অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি।
এই প্রথম কোন বায়োটেকনোলজিস্ট বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত হয়েছেন। নিশ্চিতভাবেই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অত্যন্ত নিষ্ঠাবান, উদ্যোগী এবং বিজ্ঞানমনস্ক একজন ভিসি পেয়েছে। স্যারের Google Scholar Citation স্কোর ৪১৫৪, উনি কত বড় মাপের বিজ্ঞানী এটা তার একটি নমুনা মাত্র!
স্যার আমাদের মধ্যে বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করুন।
স্যারের সর্বাত্মক সুস্থতা, উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি!

এডিনয়েড, a patch of lymphoid tissue যা nasal passage এর একেবারে পিছনে বসে থাকে। এই এডেনয়েড আমাদের ইমিউন সিস্টেমের অংশ ...
16/06/2024

এডিনয়েড, a patch of lymphoid tissue যা nasal passage এর একেবারে পিছনে বসে থাকে। এই এডেনয়েড আমাদের ইমিউন সিস্টেমের অংশ এবং ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করে। টনসিলের মতো, এডিনয়েডগুলি ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলি আটকে দিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু, যখন এগুলি অত্যধিক বড় হয়ে যায়, তখন এয়ারওয়ে প্যাসেজ ব্লক করে দিতে পারে, যার ফলে ঘুমের সময় নাক ডাকা, শ্বাস নিতে সমস্যা-র মতো উপসর্গ দেখা দিতে পারে। এর কারনে বার বার ঠান্ডা-কাশির সমস্যা, কানের প্রদাহ, ক্রনিক কাশি, ইত্যাদি-সহ Upper Respiratory Tract Infection দেখা দিতে পারে।

হোমিওপ্যাথিক ওষুধ সেবনে অ্যাডিনয়েড স্বল্প সময়ে চিকিৎসা করা যায়। এতে শুধু তার ফোলা অ্যাডিনয়েডের সমাধান দিবে না, সাথে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেবে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে [https://doi.org/10.3329/brc.v10i1.70684](https://doi.org/10.3329/brc.v10i1.70684) লিঙ্কে পড়তে পারেন

পঞ্চাশোর্ধ পুরুষ, Spondylolisthesis-এ ভুগছেন। হোমিওপ্যাথিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ফিজিওথেরাপি গ্রহণ করে vertebral displ...
08/01/2024

পঞ্চাশোর্ধ পুরুষ, Spondylolisthesis-এ ভুগছেন। হোমিওপ্যাথিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ফিজিওথেরাপি গ্রহণ করে vertebral displacement কমে এসেছে...

৬৪ বছর বয়স্ক একজন পুরুষ পেশেন্টের ডান বৃদ্ধাঙ্গুলী আঘাতের কারণে ফ্র্যাকচার হয়। শুরুতে আর্নিকা পরবর্তীতে সিমফাইটাম ব্যব...
02/01/2024

৬৪ বছর বয়স্ক একজন পুরুষ পেশেন্টের ডান বৃদ্ধাঙ্গুলী আঘাতের কারণে ফ্র্যাকচার হয়। শুরুতে আর্নিকা পরবর্তীতে সিমফাইটাম ব্যবহার করে ৪৫ দিনের মধ্যে ফ্র্যাকচার জোড়া লেগেছে। সাধারণত এত বয়সে যে কোনো হাড় জোড়া লাগতে ৯০ দিনের মতো সময় প্রয়োজন হয়। (সাধারণ ব্যবস্থা হিসাবে আঙ্গুলে সাপোর্ট ব্যবহার করা হয়েছে। )

আলহামদুলিল্লাহ! হোমিওপ্যাথি ওষুধে লাইপোমা চিকিতসা করা যায়।
21/06/2023

আলহামদুলিল্লাহ!
হোমিওপ্যাথি ওষুধে লাইপোমা চিকিতসা করা যায়।

আলহামদুলিল্লাহ! Urethral Stricture Managed with Homeopathic Medicine: A study of Four cases- শীর্ষক Article টি Bioresear...
29/12/2022

আলহামদুলিল্লাহ!
Urethral Stricture Managed with Homeopathic Medicine: A study of Four cases- শীর্ষক Article টি Bioresearch Communications জার্নালে প্রকাশিত হয়েছে। আর্টিকেল টি গত আগস্ট-২০২২ এ জমা দেওয়া হয়, যা নভেম্বর-২০২২ এর শেষ দিকে 'Accept' হয়।
আর্টিকেল টিতে আমার চেম্বারে আসা রোগীদের মধ্যে ৪ জনের কেস (অবশ্যই পরিচয় গোপন করা হয়েছে, এবং যথাযথ নিয়ম মেনে) নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে ওষুধ নির্বাচন করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে।
আর্টিকেল টি নিচেরলিঙ্ক থেকে পড়তে ও সংরক্ষন করতে পারবেন

URETHRAL STRICTURE MANAGED WITH HOMEOPATHIC MEDICINE: A STUDY OF FOUR CASES Authors Nazmul Hasan Mirpur-1, Dhaka-1216. Bangladesh DOI: https://doi.org/10.3329/brc.v9i1.63605 Keywords: homeopathy in stricture, clematis erecta, urethrotomy, urethroplasty Abstract Urethral stricture is the narrowing of...

Some Random Clicks!
12/11/2022

Some Random Clicks!

ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া (CSOM) উন্নয়নশীল দেশগুলিতে শ্রবণ প্রতিবন্ধকতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসাবে বিবেচিত...
14/10/2022

ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া (CSOM) উন্নয়নশীল দেশগুলিতে শ্রবণ প্রতিবন্ধকতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসাবে বিবেচিত হয়। প্রচলিত ভাবে এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, তবে অনেক ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক রেজিষ্ট্যান্স-এর কারনে সফল্ভাবে চিকিৎসা দিতে পারছে না। প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিপরীতে, হোমিওপ্যাথি ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া আনুপাতিক হিসাবে অনেক কম। CSOM রোগীদের চিকিৎসায় হোমিওপ্যাথিক ওষুধের প্রভাব মূল্যায়ন করার জন্য একটি গবেষণা পরিচালনা করা হয়। এই গবেষণায় মোট ৯০জন কে অন্তর্ভুক্ত করা হয়, তাদের মধ্যে, ৬০ জন CSOM-এ ভুগছিলেন এবং ৩০ জন সুস্থ ব্যক্তি কন্ট্রোল গ্রুপে ছিলেন।
CSOM রোগীদের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ টেলুরিয়াম মেটালিকাম (n=১৭), মারকিউরিয়াস সল্যুবিলিস (n=১৩), এবং ক্যালকেরিয়া সালফিউরিকা (n=১০) মোট ৮ সপ্তাহের জন্য প্রয়োগ করা হয়। চিকিতসা নেওয়া ৬০ জন রোগীর-ই কানের ক্ষত শুকিয়ে যায়। এসময় একটি ইন্টেরিস্টিং বিষয় লক্ষ করা যায় যে, টেলুরিয়াম মেটালিকাম এবং ক্যালকেরিয়া সালফিউরিকা গ্রহনকারী রোগীদের অনেকের-ই টিমপ্যানিক মেমব্রেনের ছিদ্র জোড়া লেগে গিয়েছে বা নিরাময় হয়ে গিয়েছে।
ঐ একই গবেষনায় এই ধরনের রোগীদের শ্রবণ প্রতিবন্ধকতা বা শ্রাব্যতা সীমা অথবা শ্রবন ক্ষমতায় কোন পরিবর্তন হয় কি না তাও পরীক্ষা করে দেখা হয়। এখানে ১, ৪, ৮ এবং ১২ kHz ফ্রিকোয়েন্সিতে অংশগ্রহন করা ৯০ জনের শ্রবন ক্ষমতা পরীক্ষা করে দেখা হয়। পর্যবেক্ষনে দেখা যায় যে CSOM আক্রান্ত রোগীদের শ্রবন শক্তি সুস্থ কানের অধিকারিদের চাইতে হ্রাস পায়। আট সপ্তাহের হোমিওপ্যাথিক ওষুধ সেবনে সমস্ত ফ্রিকোয়েন্সিতে রোগীদের শ্রবণশক্তি উল্লেখযোগ্যভাবে উন্নতি পরিলক্ষিত হয়।
গবেষনাটি সম্পর্কে আরও জানতে https://doi.org/10.3329/brc.v7i2.54372 এই লিংক এ পড়তে পারেন

Remedial Effects of Homeopathic Medicine in Chronic Suppurative Otitis Media-Related Complications Remedial Effects of Homeopathic Medicine Authors Nazmul Hasan Departemnt of Genetic Engineering and Biotechnology, University of Dhaka, Dhaka-1000, Bangladesh Nazmul Ahsan Departemnt of Genetic Enginee...

Address

137/12, B-4, Pryangong H/A, 2nd Colony, Mazar Road. Mirpur/1
Dhaka
DHAKA-1216.

Opening Hours

Monday 18:00 - 22:30
Tuesday 18:00 - 22:30
Wednesday 18:00 - 22:30
Thursday 18:00 - 22:30
Saturday 08:00 - 13:00
Sunday 18:00 - 22:30

Telephone

+8801713520172

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Nazmul's Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Nazmul's Chamber:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category