Dr.Ibrahim Muhammad

Dr.Ibrahim Muhammad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Ibrahim Muhammad, Doctor, Dhaka Dhaka Division, Dhaka.

� In the dream of a healthy married life,
� A combination of scientific and halal treatment,
� Complete assurance of confidentiality,
� We are by your side with faith.

আসসালামু আলাইকুম। দ্রু^ত বীর্য^পাত হওয়া নিয়ে ল^জ্জিত? ল^জ্জা নয় সচেতন হোন,স্থায়ী সমাধান নিন।বিস্তারিত জানতে, এবং কি শ...
27/06/2024

আসসালামু আলাইকুম।
দ্রু^ত বীর্য^পাত হওয়া নিয়ে ল^জ্জিত?
ল^জ্জা নয় সচেতন হোন,স্থায়ী সমাধান নিন।
বিস্তারিত জানতে, এবং কি শিবানীতে ইনবক্সে আসুন।

27/06/2024

স্ত্রী সহ-বাস করতে ইচ্ছুক কিন্তু স্বামী যখন সহ-বাস করতে চায় নাহ !

প্রশ্ন: অনেক দিন যাবত খুব অশান্তি মানসিক ভাবে হতাশায় ভুগছি আমি কি করবো কার কাছে শেয়ার করবো কিছু খুজে পাইনা। না উপায় পেয়ে আপনাকে নক দিয়েছি।
স্যার আমার বয়স ২৩ আমার হাজবেন্ড এর বয়স ৩৫ আমার বিয়ে হয়েছে ৫বছর চলছে আমার ৩বছর এর একটা বেবি আছে।
আমার সমস্যা হলো আমার বিয়ে না আমি ৫বছর এটা সহ্য করেছি আমি মনে করেছি এটা স্বাভাবিক আমি ঠিক বুঝতে পারিনি তার আগ্রহ নেই বাট লাস্ট ২/৩ বছর আমি লক্ষ্য করেছি আমার হাজবেন্ড ৬/৭ মাস যদি আমি না বলি তাহলে ও নিজে থেকে কখনো বলেনা মিল-নের কথা তারপর আমি কথা বললে তারপর তখন রাজি হয় কিন্তু কখনো ৩/৪ মিনিট এর বেশি কিছু হয়নি আর সে কখনোই আমার অর-গাজম করাতে পারেনি আমি এগুলা নরমাল ভাবতাম কিন্তু ইদানীং আমি সব দেখে শুনে মনে হয় এটা নরমাল না আমি খুব হতাশ এসব নিয়ে, সে সকাল অফিস যায় রাতে আসে ঘুমায় আমাদের মধ্যে আর কিছুই নাই বাট সে খুব ভালো মানুষ অন্য কোন নারী আসক্তি এসব নেই নামাজ পড়ে হালাল রুজি করে কিন্ত ইদানিং আমার মন নষ্ট হয়ে গেছে আমার এখন সংসার এর প্রতি অনীহা লাগছে সব ছেড়ে যেতে ইচ্ছে করছে -সে-ক্স- এর প্রতি আমার ও এখন ইন্টারেস্ট কাজ করেনা তার প্রতি মায়া টান ও লাগেনা আমি কি করবো এমতাবস্থায় আমি ডিপ্রে-শন এ শেষ হয়ে যাচ্ছি উওর দিয়ে আমাকে সাহায্য করুন প্লিজ আমি এসব এ কি করবো কি করা উচিত সে আমার প্রতি আগ্রহী না কিন্তু আমাকে ভালোবাসে। উওর দিবেন দয়া করে।

পরামর্শঃ
ওয়ালাইকুমুস সালাম। বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনাটি তুলে ধরার জন্য।
স্বামী স্ত্রীর শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করাও সদাচরনের অন্তর্ভুক্ত। এটি প্রতিটি স্ত্রীর অধিকার।
পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেন, "আর তোমরা স্ত্রীদের সঙ্গে সদাচরণ কর" (সূরা নিসা - আয়াত ১৯)
খুবই দুঃখজনক যে স্বামী স্ত্রীকে সময় দিচ্ছে নাহ। তবে এর পেছনের কারণটা বের করতে হবে। অনেক কারণ থাকতে পারে যার জন্য আপনার স্বামীর সহ-বাসের প্রতি আগ্রহ কমে গিয়েছে। অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন: হরমোনের ভারসাম্যহীনতা, আত্মবিশ্বাসের অভাব, ঔষধের পার্শ্ব-প্রতিক্রিয়া, হতাশা ছাড়াও নানা কারণ থাকে এর পেছনে। তবে ঠিক কি কারণে এমনটা হচ্ছে তা জানা প্রয়োজন।
করণীয় কি-
১. সমস্যাটি যেহেতু বহুদিনের, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কাউন্সেলিং করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া

27/06/2024

স্ত্রীর হক ঠিকমতো আদায় করলে লোকে ভাবে বৌয়ের কথায় ওঠেবসে।আবার মায়ের হক আদায় করলে অন্যরা ভাবে মা ভক্ত ছেলে।যে পুরুষ একইসাথে মা ভক্ত এবং বৌ পাগল খেতাব পায়,নিঃসন্দেহে সে ইনসাফকারী-সত্যিকারের পুরুষ!
এটাই পুরুষ মানুষের জীবন!!

✅️জাম খাওয়ার ৭ উপকারিতা জেনে নিনহজমে সাহায্য করে জাম খেলে তা হজমের সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে। ...মুখের স্বাস্থ্য...
15/05/2024

✅️জাম খাওয়ার ৭ উপকারিতা জেনে নিন
হজমে সাহায্য করে জাম খেলে তা হজমের সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে। ...
মুখের স্বাস্থ্যের উন্নতি করে জাম খেলে তা মাড়ির রক্তক্ষরণ এবং মাড়ির প্রদাহের চিকিৎসায় সাহায্য করে। ...
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ...
রক্তের জন্য ভালো ...
ওজন কমাতে সাহায্য করে ...
ত্বকের জন্য ভালো ...
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী

📌 কিসমিসের এত গুণ!ভেজানো কিসমিস খাওয়ার উপকারিতা-১. ব্লাড প্রেসার২. রক্ত স্বল্পতা কমায়৩. হজমশক্তি বাড়ায়৪. রোগ প্রতিরো...
15/05/2024

📌 কিসমিসের এত গুণ!
ভেজানো কিসমিস খাওয়ার উপকারিতা-
১. ব্লাড প্রেসার
২. রক্ত স্বল্পতা কমায়
৩. হজমশক্তি বাড়ায়
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৫. বিষমুক্ত শরীর
৬. কোষ্ঠকাঠিন্য কমায়..

📌এই ঝুঁকি কমাতে পারে খেজুর। খেজুরে রয়েছে পটাশিয়াম, যা হৃদ্‌রোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। বিভিন্ন গবেষণায...
15/05/2024

📌এই ঝুঁকি কমাতে পারে খেজুর। খেজুরে রয়েছে পটাশিয়াম, যা হৃদ্‌রোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খেজুর শরীরের খারাপ ধরনের কোলেস্টেরল কমায় (এলডিএল) এবং ভালো কোলেস্টেরলের (এইচডিএল) পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। হিমোগ্লোবিনের সামঞ্জস্যতা বজায়: খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন।

📌 স্বাস্থ্য উপকারিতাবাদাম হৃদপিণ্ড ও রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায়হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করেচোখ, ত্বক, হাড় ও দাঁত...
15/05/2024

📌 স্বাস্থ্য উপকারিতা
বাদাম হৃদপিণ্ড ও রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায়
হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে
চোখ, ত্বক, হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে
হজম প্রক্রিয়া মজবুত করে
মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, স্মৃতিশক্তি বাড়ায়
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

📌 কিন্তু কলা খুবই পুষ্টিকর একটি ফল। রক্তচাপ ঠিক রাখা থেকে শুরু করে হৃদরোগের সমস্যা সবই দূরে রাখে কলা। এছাড়াও পাকা হলুদ ...
15/05/2024

📌 কিন্তু কলা খুবই পুষ্টিকর একটি ফল। রক্তচাপ ঠিক রাখা থেকে শুরু করে হৃদরোগের সমস্যা সবই দূরে রাখে কলা। এছাড়াও পাকা হলুদ কলায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের নানা উপকার করে। পানির চাহিদা পূরণে কলা: আগের রাতে বেশি তেল মসলাদার খাবার খাওয়া হলে পরের দিনও তার একটা প্রভাব থেকে যায়।

আমলকীর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। গবেষণায় বলা হয়, আমলকী ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা ...
15/05/2024

আমলকীর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। গবেষণায় বলা হয়, আমলকী ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়। প্রতিদিন সকালে আমলকীর জুস খাওয়া পেপটিক আলসার প্রতিরোধে কাজ করে। আমলকী শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং ওজন কমায়।

📌হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও চিকিৎসকরা বেদানা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শারীরিক দুর্বলতা দূর করতে, এমনকি উত্তেজনা বৃদ্ধিতেও প...
15/05/2024

📌হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও চিকিৎসকরা বেদানা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শারীরিক দুর্বলতা দূর করতে, এমনকি উত্তেজনা বৃদ্ধিতেও পুরুষদের জন্য বেদানা উপকারী। বেদানা খেলে ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকে। প্রাকৃতিক ইনসুলিন বেদানা ডায়াবেটিসের জন্য উপকারী।

Address

Dhaka Dhaka Division
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Ibrahim Muhammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category