05/07/2025
বর্তমানে একটি বড় সমস্যা স্কেবিস তাই এটি নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। আসুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি
লক্ষণ (যেভাবে চিনবো):
রাতে চুলকানি বেশি হয়
হাতের আঙুলের ফাঁকে, কনুই, কোমর, পেট, নিতম্বে র্যাশ বা লাল দানা
চুলকাতে চুলকাতে ঘা হয়ে যেতে পারে
একই ঘরে একাধিক সদস্য একসাথে আক্রান্ত হয়
স্কেবিস কী?
স্কেবিস একটি চর্মরোগ, যা এক ধরনের ক্ষুদ্র পরজীবী পোকা (mite) দ্বারা হয়। এরা ত্বকের নিচে গর্ত করে বসবাস করে ও ডিম পাড়ে, ফলে হয় প্রচণ্ড চুলকানি।
কীভাবে প্রতিকার পাবে:
চিকিৎসকের পরামর্শে স্কেবিসের ক্রিম (যেমন পারমেথ্রিন) ব্যবহার করো
রাতের বেলা সারা শরীরে (গলায় ও মুখ বাদে) লাগিয়ে সকালে ধুয়ে ফেলো
একই ঘরের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে, না হলে বারবার ফিরে আসবে
ব্যবহৃত জামাকাপড়, বিছানা, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাও
বাঁচার উপায় (প্রতিরোধ):
নিজের ও পরিবারের পরিচ্ছন্নতা বজায় রাখো
এক বিছানা বা জামাকাপড় অন্যের সাথে ভাগ করে পরা এড়িয়ে চলো
আক্রান্ত ব্যক্তি আলাদা তোয়ালে ও চাদর ব্যবহার করুক
চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলা ভালো
মনে রাখবেন:
স্কেবিস কোনো লজ্জার রোগ নয়, এটা ছোঁয়াচে!
তাই সচেতন হলে, সবাই মিলে একসাথে চিকিৎসা নিলে খুব সহজেই মুক্তি পাওয়া যায়।