01/01/2026
অপেক্ষার শেষ প্রহর 🥀🥀
২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিট। ঢাকার একটি বহুতল ভবনের ছাদে একা দাঁড়িয়ে ছিল অয়ন। চারদিকে উৎসবের আমেজ, দূরে কোথাও আতশবাজির আগাম শব্দ শোনা যাচ্ছে। কিন্তু অয়নের মনে গত এক বছরের একরাশ ক্লান্তি।
২০২৫ সালটা অয়নের জন্য সহজ ছিল না। ক্যারিয়ারের টানাপোড়েন আর প্রিয়জন হারানোর শোক তাকে বারবার ভেঙে দিয়েছিল। সে ভাবছিল, ক্যালেন্ডারের পাতা বদলালেই কি সব বদলে যায়? নাকি শুধু সংখ্যাটাই পাল্টায়?
হঠাৎ তার পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। তার ছোট বোন অবন্তীর ফোন।
"ভাইয়া, ছাদে কী করছিস? নিচে আয়, মা পিঠা বানিয়েছে। আর শোন, ২০২৬ সাল নিয়ে অত ভাবিস না। নতুন বছর মানে নতুন কোনো জাদু নয়, বরং নিজেকে আরেকটা সুযোগ দেওয়া।"
অয়ন হাসল। অবন্তী ঠিকই বলেছে। আমরা প্রায়ই ভাবি নতুন বছর আমাদের জন্য কী নিয়ে আসবে, কিন্তু আমরা ভুলে যাই যে নতুন বছরকে আমরা কী দিতে পারব।
ঠিক ১২টা বাজার সাথে সাথে আকাশ রঙিন হয়ে উঠল হাজারো আতশবাজিতে। অয়ন চোখ বন্ধ করে নিজের মনে মনে একটা প্রতিজ্ঞা করল—"২০২৬ সালে আমি নিখুঁত হওয়ার চেষ্টা করব না, শুধু গত বছরের চেয়ে একটু বেশি সাহসী হওয়ার চেষ্টা করব।"
সে ছাদ থেকে নিচে নামতে শুরু করল। নিচে মা, বাবা আর ছোট বোন তার অপেক্ষায়। ২০২৬ সালের প্রথম প্রহরে অয়ন বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় বাস্তব গল্পটা ক্যালেন্ডারের পাতায় নয়, বরং প্রিয়জনদের হাসিতে আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে লুকিয়ে থাকে।