Ishrat Inspires

Ishrat Inspires "Silent mode on… কিন্তু লক্ষ্য সবসময় loud. "Follow for value-driven updates."
(1)

কিছু মানুষ হারিয়ে যায় না…শুধু আর আগের মতো কাছে থাকে না।তুমি চলে যাওয়ার পরঘরটা আগের মতোই আছে,কিন্তু কোথাও যেন বাতাস নেই।হ...
03/01/2026

কিছু মানুষ হারিয়ে যায় না…
শুধু আর আগের মতো কাছে থাকে না।

তুমি চলে যাওয়ার পর
ঘরটা আগের মতোই আছে,
কিন্তু কোথাও যেন বাতাস নেই।
হাসিটা অভ্যাসে আসে,
কিন্তু চোখের কোণে জমে থাকে
না বলা হাজারটা কথা।

আমি আজও অপেক্ষা করি—
ফোনের স্ক্রিন জ্বলে উঠবে ভেবে,
পুরনো কোনো “কেমন আছো?” আসবে ভেবে।
জানি, আসবে না…
তবুও এই মনটা বোঝে না।

সবচেয়ে কষ্টের বিষয় জানো?
ভালোবাসাটা আজও আছে,
শুধু মানুষটা নেই।
আর এই শূন্যতাই
প্রতিদিন একটু একটু করে
আমাকে নিঃশব্দে ভেঙে দেয়।

— কিছু বিরহ কখনো বলা যায় না,
শুধু বয়ে বেড়াতে হয়। 💔

---

আমিও বানিয়ে নিলাম হোম মেড কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর দুধ চা। Follow 👉 Ishrat Inspires
03/01/2026

আমিও বানিয়ে নিলাম হোম মেড কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর দুধ চা।

Follow 👉 Ishrat Inspires

সুখের আসল ঠিকানা 🥀🥀 ​শহরের ব্যস্ত কর্পোরেট অফিসে কাজ করেন আদনান সাহেব। পদমর্যাদা আর অঢেল টাকা—সবই আছে তার। কিন্তু প্রতিদ...
03/01/2026

সুখের আসল ঠিকানা 🥀🥀

​শহরের ব্যস্ত কর্পোরেট অফিসে কাজ করেন আদনান সাহেব। পদমর্যাদা আর অঢেল টাকা—সবই আছে তার। কিন্তু প্রতিদিন দিনশেষে যখন তিনি দামী এসইউভি গাড়ি চড়ে বাড়ি ফেরেন, তার মনে হয় কোথাও যেন বড় একটা শূন্যতা রয়ে গেছে। রাতের বেলা দামী নরম বিছানায় শুয়েও তার চোখে ঘুম আসে না। তিনি ভাবতেন, হয়তো আরও বড় কোনো প্রমোশন বা আরও বেশি টাকা তাকে প্রকৃত সুখ দেবে।

​একদিন গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আদনান সাহেবকে পায়ে হেঁটে এবং রিকশায় করে বাড়ি ফিরতে হলো। গলির মোড়ে জ্যামে আটকে থাকা অবস্থায় তিনি পাশের এক ছোট ঝুপড়ি ঘরের দিকে তাকালেন। সেখানে এক দিনমজুর বাবা কাজ থেকে ফিরেছেন। তার হাতে ছোট একটি পলিথিনে করে মাত্র কয়েকটা জিলাপি।

​আদনান সাহেব দেখলেন, জিলাপিটুকু দেখে দিনমজুরের ছোট দুই ছেলেমেয়ে কী যে আনন্দিত! তারা বাবাকে জড়িয়ে ধরছে, হাসছে আর পরম তৃপ্তিতে সেই সস্তা জিলাপি ভাগ করে খাচ্ছে। তাদের চোখে-মুখে যে উজ্জ্বল হাসি আর তৃপ্তি ছিল, তা আদনান সাহেব তার এসি রুমে বসে লক্ষ টাকার ডিলে সই করার সময়ও কখনো অনুভব করেননি।

​তিনি উপলব্ধি করলেন, সুখ আসলে বাইরের চাকচিক্য বা ব্যাংক ব্যালেন্সের ওপর নির্ভর করে না; সুখ হলো প্রাপ্তি আর প্রত্যাশার মাঝখানের সামঞ্জস্যের নাম। যাদের প্রত্যাশা কম, তাদের ছোট ছোট প্রাপ্তিও আকাশছোঁয়া আনন্দের কারণ হয়ে দাঁড়ায়।
​সেদিন রাতে বাড়ি ফিরে আদনান সাহেব অনেকদিন পর শান্তিতে ঘুমালেন। তিনি বুঝতে পারলেন, জীবনটা ইঁদুর দৌড়ের জন্য নয়, বরং এই ছোট ছোট মুহূর্তগুলোকে অনুভব করার জন্য।

কিছু ভালোবাসা থাকে,যেগুলো গল্প হয়ে শেষ হয় না—সেগুলো নীরবতায় আটকে যায়।তুমি চলে যাওয়ার পরসবকিছু আগের মতোই আছে—রাস্তাগুলো, ...
02/01/2026

কিছু ভালোবাসা থাকে,
যেগুলো গল্প হয়ে শেষ হয় না—
সেগুলো নীরবতায় আটকে যায়।

তুমি চলে যাওয়ার পর
সবকিছু আগের মতোই আছে—
রাস্তাগুলো, আকাশটা, রাতের চাঁদ…
শুধু আমি আর আগের মতো নেই।

যার সাথে কথা না বলেও শান্তি পেতাম,
আজ তার নাম শুনলেই বুকটা ভারী হয়ে যায়।
যাকে ভুলে যাওয়ার কথা ছিল,
তাকেই প্রতিদিন নতুন করে মনে পড়ে।

ভালোবাসা কি হারিয়ে গেছে?
না…
ভালোবাসা এখনো আছে,
শুধু দু’জনের মাঝে আর জায়গা নেই।

সবচেয়ে কষ্টের বিষয় জানো কী?
তুমি সুখে থাকলে আমি খুশি হতে চাই,
কিন্তু সেই সুখের ছবিতে
আমার কোনো অস্তিত্ব নেই।

কিছু মানুষ
ছবি থেকে মুছে যায়,
কিন্তু হৃদয় থেকে কখনো যায় না। 💔

অপেক্ষার শেষ প্রহর 🥀🥀​২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিট। ঢাকার একটি বহুতল ভবনের ছাদে একা দাঁড়িয়ে ছিল অয়ন। চারদিকে...
01/01/2026

অপেক্ষার শেষ প্রহর 🥀🥀

​২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিট। ঢাকার একটি বহুতল ভবনের ছাদে একা দাঁড়িয়ে ছিল অয়ন। চারদিকে উৎসবের আমেজ, দূরে কোথাও আতশবাজির আগাম শব্দ শোনা যাচ্ছে। কিন্তু অয়নের মনে গত এক বছরের একরাশ ক্লান্তি।
​২০২৫ সালটা অয়নের জন্য সহজ ছিল না। ক্যারিয়ারের টানাপোড়েন আর প্রিয়জন হারানোর শোক তাকে বারবার ভেঙে দিয়েছিল। সে ভাবছিল, ক্যালেন্ডারের পাতা বদলালেই কি সব বদলে যায়? নাকি শুধু সংখ্যাটাই পাল্টায়?
​হঠাৎ তার পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। তার ছোট বোন অবন্তীর ফোন।
"ভাইয়া, ছাদে কী করছিস? নিচে আয়, মা পিঠা বানিয়েছে। আর শোন, ২০২৬ সাল নিয়ে অত ভাবিস না। নতুন বছর মানে নতুন কোনো জাদু নয়, বরং নিজেকে আরেকটা সুযোগ দেওয়া।"
​অয়ন হাসল। অবন্তী ঠিকই বলেছে। আমরা প্রায়ই ভাবি নতুন বছর আমাদের জন্য কী নিয়ে আসবে, কিন্তু আমরা ভুলে যাই যে নতুন বছরকে আমরা কী দিতে পারব।
​ঠিক ১২টা বাজার সাথে সাথে আকাশ রঙিন হয়ে উঠল হাজারো আতশবাজিতে। অয়ন চোখ বন্ধ করে নিজের মনে মনে একটা প্রতিজ্ঞা করল—"২০২৬ সালে আমি নিখুঁত হওয়ার চেষ্টা করব না, শুধু গত বছরের চেয়ে একটু বেশি সাহসী হওয়ার চেষ্টা করব।"
​সে ছাদ থেকে নিচে নামতে শুরু করল। নিচে মা, বাবা আর ছোট বোন তার অপেক্ষায়। ২০২৬ সালের প্রথম প্রহরে অয়ন বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় বাস্তব গল্পটা ক্যালেন্ডারের পাতায় নয়, বরং প্রিয়জনদের হাসিতে আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে লুকিয়ে থাকে।

ভোরের পাখি ও ক্লান্ত বাবা 💛❤️💚​শীতের শেষের দিকের এক মিষ্টি ভোর। ফজরের আযান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। জানালার পর্দা ভেদ করে...
01/01/2026

ভোরের পাখি ও ক্লান্ত বাবা 💛❤️💚

​শীতের শেষের দিকের এক মিষ্টি ভোর। ফজরের আযান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। জানালার পর্দা ভেদ করে হালকা ধূসর আলো ঘরে ঢুকতে শুরু করেছে। তিন মাস বয়সী ছোট্ট আয়ান তার বড় বড় চোখ মেলে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে দুধ খেয়ে পেট ভরেছে তার, কিন্তু বিছানায় শোয়ানো মাত্রই সে বিদ্রোহ ঘোষণা করল।
​আয়ানের মা সারারাত জেগে ছেলেকে সামলেছেন। তাই বাবা শফিক ভাবলেন, "এখন তো আমার ছুটির দিন, আমিই না হয় ওকে একটু সামলাই। ওর মা একটু ঘুমাক।"
​শফিক আয়ানকে বিছানায় শুইয়ে দিয়ে পাশে শুয়ে থাপথাপি দিচ্ছিলেন। কিন্তু আয়ান নাছোড়বান্দা! বিছানায় পিঠ ঠেকলেই তার ঠোঁট উল্টে কান্না চলে আসে। অগত্যা শফিক তাকে পাঁজাকোলা করে তুলে নিলেন। কোলে উঠেই আয়ানের কান্না উধাও। সে বাবার বুকের ওমে মুখ গুঁজে নিশ্চিন্তে চোখ বুজল।
​শফিক বসে ছিলেন আরামকেদারাটায়। ভাবলেন, "দশ মিনিট এভাবে ধরে রাখি, গভীর ঘুমে গেলে বিছানায় দিয়ে দেব।" কিন্তু ভোরের সেই শীতল হাওয়া আর আয়ানের গায়ের মিষ্টি ঘ্রাণে শফিকের নিজের চোখের পাতাও ভারী হয়ে আসতে লাগল। ঘড়ির টিকটিক শব্দ আর বাচ্চার ছন্দময় শ্বাস-প্রশ্বাসের শব্দ মিলে যেন এক চমৎকার ঘুমপাড়ানি গান তৈরি করল।
​কখন যে শফিকের মাথাটা সোফার একপাশে হেলে পড়ল, তিনি নিজেও টের পাননি।
​ঘণ্টাখানেক পর যখন আয়ানের মায়ের ঘুম ভাঙল, তিনি পাশের ঘরে এসে থমকে দাঁড়ালেন। দেখলেন এক অদ্ভুত সুন্দর দৃশ্য। বাবা তার বুকের ওপর পরম মমতায় জড়িয়ে ধরে রেখেছেন ছেলেকে। আয়ান ঘুমে বিভোর, আর বাবাও মুখ হাঁ করে গভীর ঘুমে আচ্ছন্ন। বাবার এক হাত আয়ানের পিঠে, যেন ঘুমের ঘোরেও সে পাহারা দিচ্ছে তার কলিজার টুকরোকে।
​বাইরে তখন সূর্য উঠেছে। নতুন দিনের আলোয় ঘরটা ভরে গেছে। কিন্তু সেই ঘরে তখন দুই প্রজন্মের এক অদ্ভুত প্রশান্তি রাজত্ব করছে—যেখানে ক্লান্তি হেরে গেছে ভালোবাসার কাছে।

Address

Dhaka
1000

Telephone

+8801538086049

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishrat Inspires posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram