Dr.Muhammad Abdullahel Kafi

Dr.Muhammad Abdullahel Kafi Professor, Department of Gastroenterology

09/01/2026

বাংলাদেশ জামাত ইসলাম টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ি মনোনীত প্রাথী আমাদের শ্রদ্ধেয় ডক্টর মুহাম্মদ আবদুল্লাহেল কাফি স্যার. আমাদের নেতা

#টাঙ্গাইল১

দাঁড়িপাল্লা হাতে, ন্যায়ের পথে অবিচল, ডক্টর আব্দুল্লাহেল কাফি, আদর্শের এক প্রতিচ্ছবি।মানুষের সেবার ব্রত হৃদয়ে ধারণ করে, ...
07/01/2026

দাঁড়িপাল্লা হাতে, ন্যায়ের পথে অবিচল, ডক্টর আব্দুল্লাহেল কাফি, আদর্শের এক প্রতিচ্ছবি।
মানুষের সেবার ব্রত হৃদয়ে ধারণ করে, পাশে দাঁড়ান তিনি, নেই কোন পিছুটান বা হিংসা।
ফ্রি সেবা তাঁর পরিচয়, সত্যের পথে নির্ভীক,
গরীবের, দুঃখী মানুষের প্রতি তাঁর হৃদয় যে বড় মানবিক।
রাজনৈতিক ময়দানে প্রতীক দাড়ি পাল্লা,
প্রতিষ্ঠিত করতে চান ন্যায়বিচার, দূর করুক সব গ্লানি ও ময়লা।
শিক্ষার আলো ছড়িয়ে দিতে, চান এক নতুন দিগন্ত,
তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে, মন তাঁর নিরন্তর।
মানুষের পাশে থেকে, গড়তে চান সোনার বাংলাদেশ, যেখানে শান্তি আর সমৃদ্ধি, রবে চিরকাল বেশ।
ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, এই হোক তোমার জয়গান, মানুষের সেবায় তোমার জীবন, এটাই শ্রেষ্ঠ সম্মান।

07/01/2026

১২ ফেব্রুয়ারী সারাদিন হোক দাঁড়ি পাল্লায় ভোট।
ন্যায় এর জয় এবার হবে ইনশাআল্লাহ।

06/01/2026

বাংলাদেশ জামাত ইসলাম টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ি মনোনীত প্রাথি আমাদের শ্রদ্ধেয় ডক্টর মুহাম্মদ আবদুল্লাহেল কাফি স্যার.

#টাঙ্গাইল১

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি ভাই মুসুদ্দি রেজিয়া কলেজের শিক্ষার্থীদের...
06/01/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি ভাই মুসুদ্দি রেজিয়া কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একটি ফলপ্রসূ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পাশাপাশি কলেজ প্রাঙ্গণে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। মানবসেবায় তাঁর এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

আজ জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামী টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ি মনোনীত প্রাথি আমাদের শ্রদ্ধেয় ডক্টর মুহাম্মদ আ...
05/01/2026

আজ জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামী টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ি মনোনীত প্রাথি আমাদের শ্রদ্ধেয় ডক্টর মুহাম্মদ আবদুল্লাহেল কাফি স্যার
মানুষের পাশে দাঁড়ানোই তাঁর পরিচয়
একজন দায়িত্বশীল নেতা
শোকাহত পরিবারের প্রতি জানালেন গভীর সমবেদনা
কয়েকটি হৃদয়ছোঁয়া কথা বললেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে
এমন মানবিক নেতৃত্বই সমাজের জন্য সবচেয়ে প্রয়োজন


#টাঙ্গাইল১

অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফি ভাই—তিনি মানবতা, দায়িত্ববোধ আর নিঃস্বার্থ সেবার এক জীবন্ত প্রতিচ্ছবি। জ্ঞান, যোগ্...
03/01/2026

অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফি ভাই—তিনি মানবতা, দায়িত্ববোধ আর নিঃস্বার্থ সেবার এক জীবন্ত প্রতিচ্ছবি। জ্ঞান, যোগ্যতা আর অভিজ্ঞতার সমন্বয়ে তিনি যেমন একজন দক্ষ চিকিৎসক, তেমনি হৃদয়ের গভীরে তিনি একজন দরদি মানুষ। মানুষের কষ্ট দেখলে তাঁর চোখ আগে কথা বলে, তারপর তাঁর হাত কাজ করে।
অসংখ্য ব্যস্ততা, বড় বড় দায়িত্ব আর সময়ের সীমাবদ্ধতার মাঝেও কাফি ভাই মানুষের পাশে থাকার অঙ্গীকারে অটল। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য তাঁর দরজা সবসময় খোলা। রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, সঠিক পরামর্শ দেওয়া এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলা—এই গুণগুলো তাঁকে সবার থেকে আলাদা করে তুলেছে।
ব্যবহার, আচরণ আর চিন্তায় তিনি সৎ ও স্বচ্ছ। ক্ষমতা বা পদ নয়, মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় অর্জন। কাফি ভাই এমন একজন মানুষ, যাঁর নাম উচ্চারিত হলে মানুষের মনে ভরসা, সম্মান আর ভালোবাসার অনুভূতি জাগে। সত্যিই তিনি এলাকার জন্য এক অমূল্য সম্পদ, একজন অনুসরণযোগ্য আদর্শ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Muhammad Abdullahel Kafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category