30/05/2025
*৬ মাস বয়সী শিশুর Kawasaki Disease*
২০ মে ২০২৫ এ ৬ মাসের একটা শিশুকে জ্বরের কারনে ভর্তি করেছিলাম । তার রক্তে ইনফেকশন ছিল। একদিন থেকেই তারা লিখিত দিয়ে ছুটি নিয়ে চলে গেল। ১ সপ্তাহ পর বিভিন্ন জায়গায় ঘুরে আবার এসেছে।
এখন তার দশ দিনের জ্বর
*১০ দিন ধরে জ্বর* – উচ্চ মাত্রার, ওঠা-নামা করে
*ঠোঁট লাল *
- *গলায় লিম্ফ নোড ফুলে থাকা (Cervical lymphadenopathy)*
- *দুই পায়ের পাতা কিছুটা ফোলা*
- *Skin Rash ছিল কিন্তু এখন নাই
- *চোখ লাল ছিল কিন্তু এখন নাই
*Investigation:*
- Hb: 8.6 g/dL
- WBC:21300/mm³ (N-55%)
- PLT: 5,75,00/mm³
- ESR: 98 mm/hr
- SGPT: 97 U/L
- S.Na: 97 mmol/L
- Albumin: 3.4 g/dL
*Diagnosis:* * Kawasaki Disease*
একটি বিরল কিন্তু গুরুতর অসুখ, যা শিশুদের রক্তনালী, বিশেষ করে হার্টের করোনারি ধমনীকে প্রভাবিত করে।
আজকে ৩০/৫/২৫ এ বাচ্চাটার হার্টের Echocardiography করে Coronary Artery aneurysm পাওয়া গেছে।
*অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা:*
যদি *৫ দিনের বেশি জ্বর* হয়, সঙ্গে *র্যাশ, লাল ঠোঁট, হাত-পা ফোলা, গলার গ্রন্থি ফোলা* থাকে—*অবহেলা করবেন না*! দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। *কাওয়াসাকি ডিজিজ দ্রুত নির্ণয় করলে শিশুর হার্ট রক্ষা করা সম্ভব।*
Maj Md Azizur Rahman
MBBS, MD (Pediatric Nephrology)
MRCPCH (Clinical)
Clinical Fellow-NUH Singapore
Classified Child Specialist
CMH Ghatail
aziz44rmc@gmail.com