Health News - সাস্থ্য বার্তা

Health News - সাস্থ্য বার্তা This page is to aware people about their health and give advice about verious health problem

14/02/2025

ইফতারের জন্য শরবতরেসিপি সমাহার"পুদিনা লেবুর শরবত"উপকরণ : একটি মিডিয়াম লেবু, তিন টেবিল চামচ পুদিনা পাতা, এক চিমটি লবণ, চা...
11/03/2024

ইফতারের জন্য শরবত
রেসিপি সমাহার
"পুদিনা লেবুর শরবত"

উপকরণ :
একটি মিডিয়াম লেবু, তিন টেবিল চামচ পুদিনা পাতা, এক চিমটি লবণ, চার টেবিল চামচ মধু, দুই গ্লাস ঠান্ডা পানি, কয়েক টুকরো বরফ কিউব।

প্রস্তুত প্রণালি :
পুদিনা পাতা পরিষ্কার করে ধুয়ে নিন। লেবুর রস ও অন্যান্য সকল উপকরণ (বরফ ছাড়া) ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করুন। তারপর ছেঁকে নিন। এখন বরফ কিউব দিয়ে ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পুদিনা লেবুর শরবত।

আমলকীতে ভিটামিন সি এর পরিমাণ এতটাই বেশি যা  আমরা অনেকেই জানিনা।  অন্যান্য ফলের মধ্যে -যেমন কমলার চেয়েও ২০ গুন বেশি ভিটাম...
07/03/2024

আমলকীতে ভিটামিন সি এর পরিমাণ এতটাই বেশি যা আমরা অনেকেই জানিনা। অন্যান্য ফলের মধ্যে -যেমন কমলার চেয়েও ২০ গুন বেশি ভিটামিন সি বিদ্যমান এই আমলকী তে। আসুন জেনে নেওয়া যাক আমলকীর আদ্যপান্ত 👇👇

আমলকী /Amla

ভিটামিন সি সমৃদ্ধ নানা ধরনের ফলের মধ্যে আমলকীর পুষ্টি গুণ সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। আমলকী খেতে ততটা সুস্বাদু না হলেও পুষ্টি গুণের দিক থেকে এর তুলনা নেই।
❇️প্রতি ১০০ গ্রাম এ –
ভিটামিন সি – ৬০০ মি.গ্রা যা কিনা দৈনন্দিন চাহিদার যোগান দেয়।
প্রোটিন-

আপনি কি জানেন যে মস্তিষ্ক এবং অন্ত্রের মধ্যে সম্পর্ক শক্তিশালী? মাইক্রোবায়োম থেকে মানসিক স্বাস্থ্য! আপনি যদি কখনও দুশ্চ...
25/02/2024

আপনি কি জানেন যে মস্তিষ্ক এবং অন্ত্রের মধ্যে সম্পর্ক শক্তিশালী?

মাইক্রোবায়োম থেকে মানসিক স্বাস্থ্য!

আপনি যদি কখনও দুশ্চিন্তায় অসুস্থ বোধ করেন,তখন আপনার অন্ত্রের প্রবৃত্তি অনুযায়ী স্বাভাবিকভাবেই আপনি আপনার পেটে প্রজাপতির উড়াউড়ির মতো অদ্ভুত অনুভূতির অনুভব করেন।

তবে আপনি কি জানেন যে মস্তিষ্ক এবং অন্ত্রের মধ্যে সম্পর্ক শক্তিশালী?
এবং সাম্প্রতিক বছরগুলিতে, প্রমাণসহকারে আবির্ভূত হয়েছে যে কীভাবে আপনার অন্ত্রের অভ্যন্তরে অসাধারনভাবে বাস করা বিস্তীর্ণ অনুজীবগুলি – অন্ত্রের মাইক্রোবায়োম – মানসিক রোগের বিকাশ এবং অগ্রগতি ঘটায়।

"বিষণ্নতা, উদ্বেগ – এগুলি এবং অন্যান্য ব্যাধিগুলি অন্ত্রে যা ঘটে তার সাথে সরাসরি যুক্ত।"

তাহলে কীভাবে আপনার অন্ত্রের মধ্যে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য অনুজীবগুলির উপনিবেশ আপনার মস্তিষ্কে যা ঘটে তাকে প্রভাবিত করে?

আমাদের অন্ত্রের মাইক্রোবায়োম আমাদের খাদ্য হজম করতে এবং আমাদের ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এটি খাদ্য যাওয়ার সাথে সাথে বিপাক প্রক্রিয়া শুরু করে।

আমাদের অণুজীবের জনসংখ্যা যেমন স্থানান্তরিত হয়, তেমনি এরা বিপাকীয় যৌগগুলিও আমাদের অন্ত্রে পাম্প করে।

এই বিপাকীয় যৌগগুলিও যদি অন্ত্র থেকে বের হয়ে অন্ত্রের প্রাচীরে প্রবেশ করে তবে তারা সরাসরি আমাদের অন্ত্রের স্নায়ুতন্ত্র বা 'দ্বিতীয় মস্তিষ্কের' সাথে যোগাযোগ করতে পারে।

অন্ত্রের টিস্যুতে অনুবিদ্ধ বা খচিত এই ১০০-মিলিয়ন-অযুগ্ম স্নায়ুগুলি আমাদের মাথার মস্তিষ্কে বার্তা প্রেরণ করে।

বিপাকীয় যৌগগুলিও বা মেটাবোলাইটগুলি আমাদের পরিপাকতন্ত্রকে ঘিরে থাকা ইমিউন কোষগুলির আধিক্যের সাথেও যোগাযোগ করতে পারে, একটি অনাক্রম্য প্রতিক্রিয়াকে ট্রিগার করে বা শরীরের চারপাশে পারাপার বা চলাচলের জন্য রক্তপ্রবাহে স্লিপ বা প্রবেশ করতে পারে।

এই ধরনের মিথস্ক্রিয়াগুলির দীর্ঘস্থায়ী মস্তিষ্কের প্রদাহকে ট্রিগার এবং বজায় রাখার সম্ভাবনা রয়েছে, যা বিষণ্নতা এবং উদ্বেগের সাথে যুক্ত। প্রকৃতপক্ষে, বিষণ্ণতা বা উদ্বেগযুক্ত কিছু লোক এন্টি-ইনফ্লেমেটরি ড্রাগগুলি থেকে ঠিক ততটা উপকৃত হয় যতটা তারা অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করে হয়।

প্রদাহ, অন্ত্রের ব্যাকটেরিয়া এবং বিষণ্নতা আপনার স্বাস্থ্যকে সমর্থন করার জন্য, আপনার অন্ত্রের মাইক্রোবায়োম বৈচিত্র্যময় হওয়া দরকার এবং এই বৈচিত্র্যময়তা এটিকে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

যাইহোক, যদি এটি ভারসাম্যপূর্ণ না হয় - তখন তাকে ডিসবায়োসিস বলা হয় - কিছু ক্ষতিকর সুবিধাবাদী অণুজীব সুবিধা নিতে পারে এবং শরীরে প্রসারিত হতে পারে বা ছড়িয়ে পড়তে পারে, যার ফলে প্রদাহ হয়।

কারণ আপনার শরীর এই ধরনের ব্যাকটেরিয়া চায় না, তাই আপনার ইমিউন সিস্টেম সতর্ক থাকে, যার ফলে প্রদাহ হয়।

মজার বিষয় হল, প্রদাহ বিষণ্নতায় অবদান রাখতে পারে এবং বিষণ্নতা প্রদাহ সৃষ্টি করতে পারে।

কিন্তু একটি বৈচিত্র্যময় মাইক্রোবায়োম প্রদাহ প্রতিরোধ করতে পারে।

সুতরাং, প্রদাহ নিয়ন্ত্রণ করা মেজাজ এবং উদ্বেগ উভয় স্তরের উন্নতি করতে সাহায্য করতে পারে। ডায়েট হল বিভিন্ন জীবাণুর প্রাচুর্য বৃদ্ধি এবং প্রদাহ কমানোর এক চমৎকার উপায়।

উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া একটি প্রাকৃতিক, উদ্ভিদ-ভিত্তিক ডায়েটে বৃদ্ধি পায় কারণ ফাইবার তাদের জন্য শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস।

25/02/2024

এমবিভার্ট (Ambivert)
আমাদের মাঝে কেউ কেউ ইন্ট্রোভার্ট হয় আবার কেউ হয় এক্সট্রোভার্ট অর্থাৎ কেউ খুব মিশুকে হয়(Extrovert) কেউ আবার নিজের মত একা থাকে(Introvert)। কিন্তু এদের মাঝামাঝি আরেক ভাগ আছে যারা কখনো ইন্ট্রোভার্ট আবার কখনো এক্সট্রোভার্ট।
এদেরকে বলা হয় এমবিভার্ট।

জীবনে চলার পথে সবচেয়ে বেশি সমস্যা এমবিভার্টদের হয়। যারা এমবিভার্ট তারা মাঝে মাঝে খুব হৈ চৈ করতে ভালোবাসে আবার মাঝে মাঝেই একা থাকতে ভালোবাসে।এরা সহজে সবার সাথে মিশে যায় কিন্তু তবুও এদের অনেক ফ্রেন্ড থাকেনা আবার এরা একদম একাও থাকেনা।
গুটিকয়েক ফ্রেন্ড নিয়েই এরা থাকে।

এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শত কষ্ট হলেও এরা মুখ ফুটে বলবেনা কিছু আপনাকে। বরং সেই কষ্ট সহ্য করেই হাসিমুখে থাকবে।
তাই এদের মন খারাপ হলেও সেটা মুখে না বলা পর্যন্ত আপনি সেটা ধরতে পারবেননা।

ওদের একটা আলাদা জগৎ থাকে।
নিজেদের চারপাশে এরা একটা দেয়াল বানিয়ে নেয়।সে
জগতে আপনি চাইলেই প্রবেশ করতেই পারবেননা।
বরং সেখানে প্রবেশ করার চাবি হচ্ছে আপনার ভালোবাসা আর ভরসা করার মতো ভালো ব্যবহার।

এমবিভার্টরা যাকে ভালোবাসে তাকে খুব মন দিয়ে
ভালোবেসে ফেলে। আর তাই কষ্টটাও বেশি পায়।
কিন্তু তবুও এরা আপনার খারাপ চাইবেনা কোনোদিন।এরা আপনার প্রতি ভরপুর ফিলিংস রেখেও আপনার থেকে নিদিষ্ট দূরত্ব চলবে আপনি চাইলেও সেটা বুঝাতে পারবেনা।

এদের সবচেয়ে বড় সমস্যা হয় কেউই এদের বুঝতে পারেনা।
কারণ যে মানুষটা ঠিক একটু আগেই অনেক খুশি ছিলো হঠাৎ করেই সে বদলে গিয়ে একা থাকতে চাইলে কেউই সেটা ভালোভাবে নিবেনা।

তখন বেশিরভাগই তাদের ভুল বুঝে। কেউই বুঝেনা এখানে এদের কোনো হাত নাই। কেউ চাইলেও এদের এই চেঞ্জ হওয়া আটকাতে পারবেনা।
এমবিভার্টরা মাঝে মাঝে নিজেদের ভীষণ একা ভাবে।কারণ মন খুলে কথা বলার মতো কেউ হয়তো নেই।
এদেরকে শামুক বলা যায়।

কারণ এরা বাহিরের দিকে শামুকের মতো শক্ত খোলস পরে থাকে কিন্তু এদের ভিতরটাও শামুকের শরীরের মতো নরম।
তাদের নিজেদের জগতে যদি আপনি একবার ঢুকে যেতে পারেন,তখন বুঝবেন সে আসলে আপনার চেনার চেয়েও কতটা অন্যরকম। তখন হয়তো আপনি তাকে আরও বেশি ভালোবেসে ফেলবেন।

কিন্তু প্রবেশ করার অধিকার পেয়েও আপনি যদি তার সেই ভরসা-বিশ্বাস একবার ভেঙে ফেলেন তখন তার সেই জগৎ টা ভেঙে চুরমার হয়ে যায়।
সে তখন ভীষণ একা হয়ে যায়।

এমবিভার্টদের ঠকানো অনেক সহজ।
কারণ হাজারবার ঠকলেও এরা আপনার নামে একটা অভিযোগও করবেনা। কিন্তু সেই ঠকে!

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:09
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

01937991010

Website

https://www.facebook.com/NaoyazIslamTarun?mibextid=2JQ9oc, ht

Alerts

Be the first to know and let us send you an email when Health News - সাস্থ্য বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health News - সাস্থ্য বার্তা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram