Quranic Treatment BD : Ruqyah & Hijama Center

Quranic Treatment BD : Ruqyah & Hijama Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quranic Treatment BD : Ruqyah & Hijama Center, Alternative & holistic health service, Road 19, House/55, Rupnagar Abashik, Mirpur, Dhaka.

কুরআনিক ট্রিটমেন্ট বিডি – রুকইয়াহ ও হিজামা সেন্টার।

২০১৯ সাল থেকে আমরা তীব্বে নববী ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানের আলোকে আন্তর্জাতিক মানের রুকইয়াহ শরইয়াহ ও হিজামা সেবা দিয়ে আসছি।

☎️ যোগাযোগ:
+88 01763 951 371 (WhatsApp),
+88 01834 406 632 তিব্বুন নববী | সুন্নাহভিত্তিক চিকিৎসা !
২০১৯ সাল থেকে আমরা রাসুলুল্লাহ ﷺ এর তিব্বুন নববী (সুন্নাহভিত্তিক চিকিৎসা) ও গবেষণালব্ধ জ্ঞানের আলোকে, ইসলামী শরিয়াহ মোতাবেক আন্তর্জাতিক মানের সেবা দিয়ে আসছি। স্বাস্থ্য হোক হালাল, জীবন হোক সুন্নাহময়।

📍 বিশ্বস্ততা | গবেষণালব্ধ জ্ঞান | সুন্নাহ সম্মত চিকিৎসা
📞 ইনবক্সে যোগাযোগ করুন বিস্তারিত জানতে।

আর মাত্র ২জন দরকার! আগ্রহীগন দ্রুত সিভি পাঠাবেন।
29/09/2025

আর মাত্র ২জন দরকার! আগ্রহীগন দ্রুত সিভি পাঠাবেন।

29/09/2025

আমাদের টিমে আর মাত্র ০২ জন রাকী দরকার! সদ্য দাওরা পাশকৃতরাই আবেদন করতে পারবেন। বয়স ২০-২৪ এর মধ্যে হতে হবে। বিস্তারিত কমেন্টে...

📅 ২০২৫ সালের অক্টোবর মাসে Quranic Treatment BD-এর গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা প্রোগ্রামসমূহ (এক নজরে)🔸 ১. অক্টোবর মাসের হি...
29/09/2025

📅 ২০২৫ সালের অক্টোবর মাসে Quranic Treatment BD-এর গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা প্রোগ্রামসমূহ (এক নজরে)

🔸 ১. অক্টোবর মাসের হিজামা (সুন্নাহ) তারিখসমূহ

১৭ অক্টোবর ২০২৫ — বুধবার

১৯অক্টোবর ২০২৫ — শুক্রবার

২১ অক্টোবর ২০২৫ — রবিবার

✅ ২. মহিলাদের ম্যাস রুকইয়াহ সেশন — ১ম পর্ব

📆 তারিখ: ১১ অক্টোবর ২০২৫

✅ ৩. মহিলাদের ম্যাস রুকইয়াহ সেশন — ২য় পর্ব

📆 তারিখ: ২৫ অক্টোবর ২০২৫

📞 এপয়েন্টমেন্ট (সকাল ৮টা – রাত ৮টা):

📱 01763951371

01833406632

🕋 কুরআন ও সুন্নাহভিত্তিক চিকিৎসা সেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিস্তারিত কমেন্টে 👇

28/09/2025

আইনাল মু'জাবা (মুগ্ধতার বদনজর) ধ্বংসের রুকইয়াহ –উস্তাদ রাক্বী আবু ইয়াহিয়া

এ রুকইয়াহ বিশেষভাবে আইনাল মু'জাবা—মানে হঠাৎ মুগ্ধ হয়ে যাওয়া, কারো সৌন্দর্য, কাজ কিংবা জিনিসের প্রতি চোখে লাগা বদনজর—এর প্রভাব ধ্বংসের জন্য।

👉 অন্তত একবার হলেও মনোযোগ দিয়ে শুনে দেখুন। আল্লাহর ইচ্ছায় যদি বদনজর, হিংসা বা হঠাৎ আসা মানসিক-শারীরিক কষ্ট থাকে, তবে শুনার সময় বা পরেই কোনো না কোনো প্রতিক্রিয়া বুঝতে পারবেন। কারো ঘুম পেয়ে যেতে পারে, কারো শরীরে ঝিমঝিম, মাথা ভার, বমি ভাব বা হঠাৎ কান্না আসতে পারে। এগুলো সবই বদনজর ভাঙার আলামত।

🔹 নিয়মিত শোনা চালিয়ে যান
🔹 প্রতিবারই নিয়ত করুন আল্লাহর কাছে শিফা চাওয়ার
🔹 পরিশেষে আল্লাহর কাছে দোয়া করুন যেন স্থায়ীভাবে হেফাজত দেন

🔸 সেন্টারের ঠিকানা :
রোড ১৯, বাসা -৫৫ (২য় তলা), রুপনগর আবাসিক, মিরপুর ২, ঢাকা।

Quranic Treatment BD : Ruqyah & Hijama Center

তিনি আলজেরিয়ার একজন রাকি। এক সময় জাদুকররা তাকে হ*ত্যার উদ্দেশ্যে জাদু করে কষ্ট দিতে থাকে। কিন্তু আল্লাহর সাহায্যে তিনি...
28/09/2025

তিনি আলজেরিয়ার একজন রাকি। এক সময় জাদুকররা তাকে হ*ত্যার উদ্দেশ্যে জাদু করে কষ্ট দিতে থাকে। কিন্তু আল্লাহর সাহায্যে তিনি সেই জাদুর সন্ধান পান এবং মোকাবেলা করেন।

আমরা যারা রুকইয়াহ করি, তারাও নিজেদের ও পরিবারের ক্ষতির আশঙ্কায় থাকি। কারণ শয়তান ও তার সাথীরা সর্বদা ক্ষতির চেষ্টা চালায়। তাই আমাদের একমাত্র আশ্রয়স্থল আল্লাহ তাআলাই। রাকীদের রক্ষাকারী তিনিই। একজন রাকি আল্লাহর উপর ভরসা করেই এগিয়ে চলে।

রুকইয়াহ কোনো কল্পনার জগৎ নয়। এখানে রয়েছে আশঙ্কা, চ্যালেঞ্জ, অক্লান্ত মেহনত, দোয়া ও চিন্তাভাবনা। এসবের মধ্য দিয়েই একজন রাকির জীবন অতিবাহিত হয়।

অনেকে মনে করেন, রাকি নাকি শুধু টাকা নেয়, সবকিছু নাকি খুব সহজ। কিন্তু আসল সত্য ভিন্ন। রাকির পথ সহজ নয়। এখানে রয়েছে শয়তানের আক্রমণ, মানুষের ভুল বোঝাবুঝি এবং নিরবচ্ছিন্ন সংগ্রাম। তাই এসবকে হালকাভাবে দেখা বা শুধু অর্থের দৃষ্টিতে বিচার করা অন্যায়।

তাই যে কেউ হঠাৎ করে বা অবিবেচনায় রুকইয়াহকে পেশা হিসেবে নিক, সেটাকে আমি সমর্থন করি না। একজন রাকির জন্য প্রয়োজন ইলম, আখলাক, ইখলাস, উম্মাহর প্রতি দরদ, বিশুদ্ধ তাওহীদ এবং অক্লান্ত মেহনতের সামর্থ্য।

M***i Belal Hossain
Consultant & Raqi :
Quranic Treatment BD : Ruqyah & Hijama Center

📲 তথ্য, পরামর্শ ও সিরিয়ালের জন্য কল দিবেন (সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে)।

+88 01763-951-371

🔸 সেন্টারের ঠিকানা :
রোড ১৯, বাসা -৫৫ (২য় তলা), রুপনগর আবাসিক, মিরপুর ২, ঢাকা।

শেয়ার করুন।

28/09/2025

অনলাইনে ডায়াগনোসিস রুকইয়াহ সেশন

বহুল প্রচলিত স্বামী-স্ত্রীর বিচ্ছেদের যাদু!দাম্পত্য জীবন আল্লাহর এক অমূল্য নিয়ামত। কিন্তু হিংসুক মানুষেরা কখনোই কাউকে সু...
28/09/2025

বহুল প্রচলিত স্বামী-স্ত্রীর বিচ্ছেদের যাদু!

দাম্পত্য জীবন আল্লাহর এক অমূল্য নিয়ামত। কিন্তু হিংসুক মানুষেরা কখনোই কাউকে সুখী দেখতে চায় না। অনেক সময় কাছের আত্মীয়, প্রতিবেশী, এমনকি হাসি-খুশি মুখোশধারী আপনজনই ভেতরে ভেতরে আপনার শান্তি নষ্ট করার পরিকল্পনা করে।

তাদের অন্তরে হিংসা-বিদ্বেষ জন্ম নেয়, তারা সবসময় আপনার সফলতা আর আনন্দের দিকে নজর রাখে। আর সেই হিংসার ফলেই তারা শয়তানের সহযোগিতা নিয়ে তাবিজ, মন্ত্র কিংবা কালো যাদুর মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে অশান্তির বীজ বপন করে।

বাহ্যিকভাবে আপনি বুঝতেও পারবেন না, কে বা কারা এই কাজ করছে। একসময় ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকা স্বামী-স্ত্রীর মাঝে হঠাৎ করে ঝগড়া, সন্দেহ, ঘৃণা, এমনকি বিচ্ছেদের পরিবেশ তৈরি হয়ে যায়। অথচ মূল কারণ হয়ে দাঁড়ায় যাদুর প্রভাব।

এমন তাবিজের ছবি আমরা অনেক জায়গায় দেখতে পাই—কিছু লোক গোপনে এগুলো ব্যবহার করে স্বামী-স্ত্রীর বন্ধন ভাঙতে।

বাস্তবতা হলো: যাদু আছে, এর প্রভাবও আছে। তবে এর মোকাবেলা করার শক্তি কেবল আল্লাহর কাছে রয়েছে। নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত, রুকইয়াহ এবং দোয়ার মাধ্যমেই এই শয়তানি ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়া সম্ভব।

M***i Belal Hossain
Consultant & Raqi :
Quranic Treatment BD : Ruqyah & Hijama Center

📲 তথ্য, পরামর্শ ও সিরিয়ালের জন্য কল দিবেন (সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে)।

+88 01763-951-371

🔸 সেন্টারের ঠিকানা :
রোড ১৯, বাসা -৫৫ (২য় তলা), রুপনগর আবাসিক, মিরপুর ২, ঢাকা।

(ছবি টা সংগ্রহ করা )

#বহুলপ্রচলিত #বিচ্ছেদ_যাদু #তাবিজ #কালোজাদু #রুকইয়া #দোয়া #কুরআন #সুন্নাহ #দাম্পত্যসংকট #ঘনিষ্ঠ_বিপদ #হিংসা_বিদ্বেষ #আত্মীয়_বিশ্বস্ত_পরীক্ষা #জ্বীন_প্রভাব #বিধান_ও_প্রতিকার #روحানিয়ানুশাসন #যাদুরলক্ষণ #পরিবার_সংরক্ষণ #আল্লাহ_তে_ভরসা #ইসলামী_পরামর্শ #সংবাদ_সচেতনতা

তাড়াতাড়ি সুস্থ হতে রুকইয়াহ এর পাশাপাশি অবশ্যই হিজামা করাবেন। https://www.facebook.com/share/p/1AEnxnxiGW/
28/09/2025

তাড়াতাড়ি সুস্থ হতে রুকইয়াহ এর পাশাপাশি অবশ্যই হিজামা করাবেন।

https://www.facebook.com/share/p/1AEnxnxiGW/

🩺 বিভিন্ন রোগ ও প্রয়োজন অনুযায়ী আমাদের হিজামা প্যাকেজসমূহ!

📅 ৩ দিন ব্যাপী ডিসকাউন্ট অফার!

🗓️ অফার চলবে: ৩০শে সেপ্টেম্বর – ২রা অক্টোবর পর্যন্ত
📌 পবিত্র সুন্নাহ পদ্ধতিতে | আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশে | Wet & Dry Cupping সেবা

✅ প্যাকেজ ১: মাথাব্যথা ও মানসিক প্রশান্তি

উপযোগী যাদের জন্য:

মাইগ্রেন,রোদজনিত মাথাব্যথা,চোখজনিত ব্যথা, মানসিক চাপ ও ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, দুশ্চিন্তা ও বিষণ্ণতা, ধূমপান ত্যাগে সহায়তা বডি ডিটক্স ও সুন্নাহ পয়েন্ট থেরাপি

💳 রেগুলার মূল্য: ৳ ২০০০
🏷️ অফার প্রাইস: ৳ ১৫০০ মাত্র

✅ প্যাকেজ ২: ব্যথা ও হরমোন ভারসাম্য

উপযোগী যাদের জন্য:

উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা, হাঁটু, ঘাড়, কাঁধ, হাত ও পায়ের ব্যথা, সায়াটিকা, অনিয়মিত ও ব্যথাযুক্ত মাসিক, ব্রণ ও অতিরিক্ত চুল পড়া, নারীদের বন্ধ্যাত্ব, ইরেক্টাইল ডিসফাংশন, দ্রুত বীর্যপাত
বদনজর, কালোজাদু ও জিন সমস্যা

💳 রেগুলার মূল্য: ৳ ৩০০০
🏷️ অফার প্রাইস: ৳ ২৫০০ মাত্র

✅ প্যাকেজ ৩: ফুল বডি হিজামা

উপযোগী যাদের জন্য:

একাধিক সমস্যা একসাথে,পুরো শরীরে ব্যথা,দীর্ঘমেয়াদি পুরাতন জিন ও যাদুর পেশেন্টদের জন্য, অনেক বেশি হিজামা প্রয়োজন এমন রোগীদের জন্য

💳 মূল্য: ৳ ৪০০০
🏷️ অফার প্রাইস: ৳ ৩৫০০ মাত্র

✅ প্যাকেজ ৪: ড্রাই কাপিং (Dry Cupping) – ক্রীড়াবিদদের জন্য

উপযোগী যাদের জন্য:

খেলোয়াড়, সাঁতারু, ওয়েটলিফটার, ফিটনেস কর্মী, যাদের রক্তস্বল্পতা, হাই ডায়াবেটিস, লো প্রেসার বা ব্লাড ফোবিয়া আছে
যাদের শারীরিক ক্লান্তি, পেশির ব্যথা বা ফিজিক্যাল একটিভিটি বেশি।

💳 রেগুলার মূল্য: ৩০০০ টাকা
🏷️ অফার প্রাইস: ৳ ২৫০০ মাত্র

🔧 আমাদের সেবার বিশেষ বৈশিষ্ট্য:

• 🛡️ প্রশিক্ষিত ও অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট
• 🧪 ১০০% হাইজেনিক ও স্টেরাইল যন্ত্রপাতি
• 🚻 নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থা ও আলাদা থেরাপিস্ট
• 🕋 সুন্নাহ মোতাবেক নিরাপদ চিকিৎসা

📞 অ্যাপয়েন্টমেন্ট ও বিস্তারিত জানতে:

📱 01763 951 371 | 01833 406 632

📍 ঠিকানা:
রুপনগর আবাসিক, রোড-১৯, বাসা-৫৫ (২য় তলা)
রুপনগর, মিরপুর-২, ঢাকা

28/09/2025

জাদু মিশ্রিত খাবার খাওয়ার পর রুকইয়াহ চলাকালীন বিড়ালের অবস্থা !

#রুকইয়া #কালোযাদু #যাদুগ্রস্থেরআলামত

27/09/2025

জিনের রুকইয়াহ

27/09/2025

ম্যাস সেশন ৪র্থ তেলওয়াত

✳️ লাইভ রুকইয়াহ শোনার নিয়মঃ🪑
আপনার সমস্যা কেটে যাওয়ার নিয়ত করে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনতে থাকুন যেন আল্লাহ সুস্থ করে দেন।

📲 এপয়েন্টমেন্ট:

+88 01763-951-371
+88 01833-406-632

🔸 সেন্টার : রোড ১৯, বাসা ৫৫ (২য় তলা), রুপনগর আবাসিক মোড়,মিরপুর ২, ঢাকা।

লাইভটি শেয়ার করুন।

Address

Road 19, House/55, Rupnagar Abashik, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Treatment BD : Ruqyah & Hijama Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

আমাদের রুকইয়াহ নিয়ে সাকসেকফুল কিছু ঘটনা:

পেশেন্ট: ১: বয়স ২০ সমস্যা: সন্তান হয়না, স্বামী আসলে যৌনখমতা হারিয়ে ফেলে, ধারনা করেছিলো কেউ তাবিজ করেছে। রুকইয়াহ করছিলাম, রুকইয়ার গোসল কিছুদিন সাজেশন ছিলো , আল-হামদুলিল্লাহ। এরপর সন্তান ধারণ করেছে ডেলিভারি হয়েছে। কিন্তু তার শাশুরী জোড় করে আবার তাবিজ তাগা বাচ্চার গায়ে দেয়। .

পেশেন্ট: ২ : বয়স ৬ মাস। মাঝে মাঝে বদনজর লাগে, দুধ খেতে চায়না, অতিরিক্ত কান্নাকাটি করে । রুকইয়াহ করার পর ঠিক হয়ে যায়। আল-হামদুলিল্লাহ।

পেশেন্ট: ৩ : বয়স ৩২ হবে। সমস্যা : সন্তান হয়না। একটা পরামর্শ দিলাম ২/৩ মাস ফলো করলো আল-হামদুলিল্লাহ এরপর পেটে বাবু আসলো আল্লাহর রহমতে। . এরকম ৫জন নি:সন্তান দম্পতিকে পরামর্শ দিলাম যে ২জন ফলো করছিলো তাদের কাজ হয়েছে বাকি তিন জন হয়নি।

পেশেন্ট: ৪: বয়স ৪০ হবে: সমস্যা: জীন চালান দিয়ে বান মেরেছে পাগল বানানোর জন্য। এখনো মাঝে মাঝে পাগলামী করে। আমি রুকইয়াহ করছিলাম। জীন আসছিলো শরীরে বলছিলো চলে গেছে কিন্তু যায়নি, আরও রুকইয়াহ করতে বলছিলাম, পরামর্শ দিলাম। কিন্তু তারা কবিরাজ ও তাবিজ কবজে বিশ্বাসী। তাই ওদের কাছেই ধরনা দিচ্ছে এখনো। . হ্যা এগুলো সবই ছিলো ফ্রি পরামর্শ নিজ আত্বীয়স্বজনদের মধ্যে ।