Quranic Treatment BD : Hijamah & Ruqyah Center

Quranic Treatment BD : Hijamah & Ruqyah Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quranic Treatment BD : Hijamah & Ruqyah Center, Alternative & holistic health service, Road 19, House/55, Rupnagar Abashik, Mirpur, Dhaka.

তীব্বে নববী ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানের আলোকে প্রফেশনাল মানের রুকইয়াহ শরইয়াহ ও হিজামা সেবা।
+8801763 951 371 (WhatsApp)
+8801833 406 632 📞 হটলাইন: +8809643 101 112 তিব্বুন নববী | সুন্নাহভিত্তিক চিকিৎসা !
২০১৯ সাল থেকে আমরা রাসুলুল্লাহ ﷺ এর তিব্বুন নববী (সুন্নাহভিত্তিক চিকিৎসা) ও গবেষণালব্ধ জ্ঞানের আলোকে, ইসলামী শরিয়াহ মোতাবেক আন্তর্জাতিক মানের সেবা দিয়ে আসছি। স্বাস্থ্য হোক হালাল, জীবন হোক সুন্নাহময়।

📍 বিশ্বস্ততা | গবেষণালব্ধ জ্ঞান | সুন্নাহ সম্মত চিকিৎসা
📞 ইনবক্সে যোগাযোগ করুন বিস্তারিত জানতে।

Quranic Treatment BD
08/12/2025

Quranic Treatment BD

07/12/2025

কুরআনিক ট্রিটমেন্ট বিডিতে
নার্স নিয়োগ চলছে...
বিস্তারিত কমেন্ট এ

 # কেইস_স্টাডি_৫পেশেন্টের নাম: মারিয়া (ছদ্মনাম)প্যারানরমাল ফিল্ডে ডক্টররাও যে রোগী হতে পারেন, মারিয়ার কেইসটি তার প্রমা...
07/12/2025

# কেইস_স্টাডি_৫

পেশেন্টের নাম: মারিয়া (ছদ্মনাম)

প্যারানরমাল ফিল্ডে ডক্টররাও যে রোগী হতে পারেন, মারিয়ার কেইসটি তার প্রমাণ। একজন মেডিকেল কলেজের টিচার হিসেবে তিনি সবসময় বিশ্বাস করতেন জ্বীনরা মানুষের সংস্পর্শে তেমন একটা আসে না। কিন্তু যখন নিজেই আক্রান্ত হলেন, তখন তাঁর এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো।

তিনি ঘন ঘন দুঃস্বপ্ন দেখতেন এবং শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা অনুভব করতেন। একজন চিকিৎসক হওয়া সত্ত্বেও তাঁর এই ব্যথা কোনো মেডিকেল ট্রিটমেন্টে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। প্রথমবার তাদমির নেওয়ার সময় তাঁর শরীরে প্রচুর রিয়েকশন হয়েছিল।

কিছুদিন পর যখন দ্বিতীয়বার তাদমিরের জন্য আসেন, তখন তিনি জানান যে তাঁর সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে - আলহামদুলিল্লাহ। তবে এখনো হাত, পা, মাথা ও শরীরের কিছু জায়গায় ব্যথা রয়ে গিয়েছিল। মাঝে মাঝে মনে হতো যেন শরীরের ভিতরে কিছু দৌড়াদৌড়ি করছে বা পেচিয়ে থাকছে।

এবারের তাদমির সেশনে আশ্চর্যজনক পরিবর্তন দেখা যায়। রিয়েকশন অনেক কম হচ্ছিল - মা শা আল্লাহ। যেসব স্থানে আগের সেশনে প্রচণ্ড ব্যথা হয়েছিল, এবার সেখানে কোনো রিয়েকশনই হয়নি। এটি গিট নষ্ট হওয়ার সুস্পষ্ট লক্ষণ - আলহামদুলিল্লাহ!

আল্লাহর অপার রহমতে মাত্র ২টি তাদমির সেশনেই মারিয়া অসাধারণ উন্নতি লাভ করেছেন। আমরা দৃঢ়ভাবে আশা করি আল্লাহ তা'আলা তাঁকে অতি শীঘ্রই পূর্ণ শিফা দান করবেন। আল্লাহ তাঁকে সম্পূর্ণ সুস্থতা দান করুন! 🤲

---

এই কেইস থেকে শিক্ষা হলো - শিক্ষা, পেশা বা সামাজিক অবস্থান যাই হোক না কেন, জ্বীন-শয়তানের আক্রমণ থেকে কেউ মুক্ত নয়। তবে সঠিক চিকিৎসা ও আল্লাহর রহমতে দ্রুত মুক্তি সম্ভব।

*যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা হতাশ হবেন না। সঠিক রুকইয়াহ ও আল্লাহর উপর ভরসার মাধ্যমে মুক্তি সম্ভব।*

Quranic Treatment BD : Hijamah & Ruqyah Center

07/12/2025

রুকইয়াহ করে পূর্ণ উপকার পেতে তিনটি জিনিসের প্রয়োজন।

Quranic Treatment BD : Hijamah & Ruqyah Center

07/12/2025

মানুষের বদনজর শুধু সম্পর্ক না ভাই, শরীর, সৌন্দর্য, শান্তি, ক্যারিয়ার সব নষ্ট করে দিতে পারে!

06/12/2025

সবচেয়ে বেশি জাদু হয় নিজের ঘর থেকেই—
মা সন্তানদের উপর, আর স্ত্রী স্বামীর উপর।

06/12/2025

প্রায়ই স্বপ্নে খাবার খেতে দেখা, খাবার রুচি না থাকা কিংবা দিনদিন শরীর শুকিয়ে যাওয়া পেটে থাকা যাদুর লক্ষণ

বারবার চিকিৎসা করে অথবা দীর্ঘদিন রুকইয়া করে সুস্থ না হওয়ার অন্যতম একটি কারণ হলো মারিদ জিন বা মারিদ জিনের জাদু।🌙 মারিদ ...
05/12/2025

বারবার চিকিৎসা করে অথবা দীর্ঘদিন রুকইয়া করে সুস্থ না হওয়ার অন্যতম একটি কারণ হলো
মারিদ জিন বা মারিদ জিনের জাদু।

🌙 মারিদ জিন – এক বিপজ্জনক প্রতারক সৃষ্টি

🔹 মারিদ জিন কারা:
মারিদ (مارد) শব্দের অর্থ “অহংকারী” বা “বিদ্রোহী”। এরা জিনদের এক প্রকার যারা অত্যন্ত শক্তিশালী, উদ্ধত, এবং মানুষের ক্ষতি করতে আগ্রহী।
তাদেরকে সাধারণত দুষ্ট জিনদের মধ্যে “শয়তানদের নেতা” ধরা হয়। আল্লাহ বলেনঃ

إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ
“আমি নিকটতম আকাশকে তারকাখচিত করেছি এবং প্রত্যেক মারিদ শয়তান থেকে তা রক্ষা করেছি।”
(সূরা আস-সাফফাত ৩৭:৬–৭)

🔹 মারিদ জিনের বৈশিষ্ট্য:

অহংকার ও বিদ্রোহে পূর্ণ।

>রুকইয়াহ বা কুরআনের আয়াতে ভয় পায়, কিন্তু প্রতিরোধ করতে চায়।
>কালোজাদু, বদ নজর, বা হিংসার মাধ্যমে মানুষের জীবনে প্রবেশ করে।
>স্বপ্নে ভয় দেখানো, ঘুমে বাধা, বারবার দুঃস্বপ্ন, শরীর ভার লাগা, রাগ বা অবসাদ সৃষ্টি ইত্যাদি করে।

🔹 রুকইয়াহর মাধ্যমে প্রতিকার করা সম্ভব

🔹 মনে রাখতে হবে
মারিদ জিন যতই শক্তিশালী হোক, আল্লাহর কালাম তার চেয়ে অগণিত গুণ শক্তিশালী।রুকইয়াহ মানে শুধু পড়া নয়—আল্লাহর উপর পূর্ণ ভরসা

🔹 অহংকার ও বিদ্রোহের কারণে

“মারিদ” শব্দের অর্থই হলো অহংকারী ও বিদ্রোহী।
এই জিনেরা আল্লাহর আদেশ অমান্য করে, শয়তানের পথে চলে।
তারা মানুষের ক্ষতি করে আনন্দ পায়, যেন নিজেদের শক্তি ও প্রভাব দেখাতে পারে।

📖 আল্লাহ বলেনঃ

"এবং আমি প্রত্যেক বিদ্রোহী (মারিদ) শয়তানকে দূরে রাখি।"
(সূরা আস-সাফফাত ৩৭:৭)

তারা আল্লাহর পথে বাধা দিতে চায়—তাই যাদুর মাধ্যমে মানুষকে নামাজ, ইবাদত ও আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়।

🔹 মানুষের ও জিন শয়তানের চুক্তি

অনেক সময় কালো জাদুকর তার যাদু কার্যকর করতে মারিদ বা অন্য দুষ্ট জিনদের সাথে চুক্তি করে।
এই চুক্তি হয় শিরক বা কুফরির বিনিময়ে — যেমন, কুরআনের অবমাননা, অপবিত্রতা বা শয়তানের নাম উচ্চারণ।

👉 বিনিময়ে মারিদ জিন মানুষকে ক্ষতি করে:

স্বামী–স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়,

রোগ, ভয়, অবসাদ সৃষ্টি করে,

জীবনের কাজে বাঁধা দেয়।

📖 কুরআনে আল্লাহ বলেনঃ

“তারা শিখত শয়তানরা কীভাবে যাদু করত... যার দ্বারা তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত।”
(সূরা আল-বাকারা ২:১০২)

🔹 প্রতিশোধ বা ব্যক্তিগত কারণে

কখনও মারিদ জিন কোনো কারণে মানুষের উপর রাগান্বিত হয়—

যেমন:

তাকে অনিচ্ছাকৃতভাবে আগুন, পানি, বা টয়লেটে কষ্ট দেওয়া,

বা কারও শরীরে বসবাসরত অন্য জিনকে ক্ষতি করা।
তখন সে প্রতিশোধ নিতে যাদুর মাধ্যমে আঘাত করতে পারে।

🔹 শয়তানের দাওয়াত ছড়ানো

মারিদ জিনদের উদ্দেশ্য একটাই —
মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখা এবং কুফরির দিকে টেনে নেওয়া।
তারা যাদু ব্যবহার করে মানুষকে ভয়, হতাশা ও বিভ্রান্তিতে ফেলে দেয়,
যাতে মানুষ মনে করে কেউ তাকে বাঁচাতে পারবে না — অথচ একমাত্র রক্ষাকারী হলেন আল্লাহ।

🌙 রুকইয়াহর দৃষ্টিকোণ থেকে করণীয়:

নামাজ, কুরআন, যিকিরে দৃঢ় হও।

সকাল–সন্ধ্যার মাসনুন দোয়া পড়ো।

ঘর ও শরীর থেকে শিরক ও অপবিত্রতা দূরে রাখো।

নিয়মিত রুকইয়াহ আয়াত পাঠ করো।

যাদু বা জিনের ভয় মনে রাখো না — আল্লাহর শক্তির উপর ভরসা রাখো।

Quranic Treatment BD : Hijamah & Ruqyah Center

05/12/2025

স্বপ্নে সাপ,কুকুর, বিড়াল, জ্বিন,কবর স্থান, লাশ-মৃ-ত মানুষ, পানিতে বা উপর থেকে পড়ে যাওয়া ও আকাশে উড়তে দেখা সিহরের লক্ষণ।

05/12/2025

যেই পরিমাণ মেয়েরা বিয়ে বন্ধের যাদুতে আক্রান্ত..
তার চেয়ে কয়েকগুণ বেশি ছেলেরা রিযিক বন্ধের যাদুতে আক্রান্ত।

05/12/2025

Address

Road 19, House/55, Rupnagar Abashik, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Treatment BD : Hijamah & Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

আমাদের রুকইয়াহ নিয়ে সাকসেকফুল কিছু ঘটনা:

পেশেন্ট: ১: বয়স ২০ সমস্যা: সন্তান হয়না, স্বামী আসলে যৌনখমতা হারিয়ে ফেলে, ধারনা করেছিলো কেউ তাবিজ করেছে। রুকইয়াহ করছিলাম, রুকইয়ার গোসল কিছুদিন সাজেশন ছিলো , আল-হামদুলিল্লাহ। এরপর সন্তান ধারণ করেছে ডেলিভারি হয়েছে। কিন্তু তার শাশুরী জোড় করে আবার তাবিজ তাগা বাচ্চার গায়ে দেয়। .

পেশেন্ট: ২ : বয়স ৬ মাস। মাঝে মাঝে বদনজর লাগে, দুধ খেতে চায়না, অতিরিক্ত কান্নাকাটি করে । রুকইয়াহ করার পর ঠিক হয়ে যায়। আল-হামদুলিল্লাহ।

পেশেন্ট: ৩ : বয়স ৩২ হবে। সমস্যা : সন্তান হয়না। একটা পরামর্শ দিলাম ২/৩ মাস ফলো করলো আল-হামদুলিল্লাহ এরপর পেটে বাবু আসলো আল্লাহর রহমতে। . এরকম ৫জন নি:সন্তান দম্পতিকে পরামর্শ দিলাম যে ২জন ফলো করছিলো তাদের কাজ হয়েছে বাকি তিন জন হয়নি।

পেশেন্ট: ৪: বয়স ৪০ হবে: সমস্যা: জীন চালান দিয়ে বান মেরেছে পাগল বানানোর জন্য। এখনো মাঝে মাঝে পাগলামী করে। আমি রুকইয়াহ করছিলাম। জীন আসছিলো শরীরে বলছিলো চলে গেছে কিন্তু যায়নি, আরও রুকইয়াহ করতে বলছিলাম, পরামর্শ দিলাম। কিন্তু তারা কবিরাজ ও তাবিজ কবজে বিশ্বাসী। তাই ওদের কাছেই ধরনা দিচ্ছে এখনো। . হ্যা এগুলো সবই ছিলো ফ্রি পরামর্শ নিজ আত্বীয়স্বজনদের মধ্যে ।