26/04/2025
Thalassemia 1st Part (থ্যালাসেমিয়া 1ম অংশ):
থ্যালাসেমিয়া নামটি প্রায় সকলেরই জানা। এই রোগটি পরিবারে কারো থাকুক বা না থাকুক প্রায় সকলেই এটা জানেন যে, এ রোগে আক্রান্ত ব্যক্তিকে বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় এবং এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ প্রাণঘাতি ব্যাধি। কিন্তু থ্যালাসেমিয়া সম্পর্কে সঠিক ও যথাযথ ধরণা যদি থাকে তবে আমরা এই রোগটিকে সহজেই প্রতিরোধ করতে পারি। সেই লক্ষ্যে কয়েকটি অংশে ধাপে ধাপে থ্যালাসেমিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা থাকবে এই পোস্টে।
থ্যালিাসেমিয়া কি?
বৈজ্ঞানিকভাবে বা Medical Term অনুয়ায়ী থ্যালাসেমিয়া কি বা কাকে বলে সেটা আমরা অবশ্যই জানবো তবে তার পূর্বে আলোচিত রোগটির নাম থ্যালাসেমিয়া কেন হলো সেটা জেনে নেওয়া যাক। যদিও এই তথ্য রোগ প্রতিরোধে কোন ভূমিকা রাখবে না তবে আলোচিত রোগটির নাম থ্যালাসেমিয়া হওয়ার পিছনে একটা চমৎকার গল্প রয়েছে বলেই এখানে বিষয়টি তুলে ধরা হলো।
থ্যালাসেমিয়ার নামকরণের ইতিহাস:
খুব সম্ভাবত ১৯২৫ সালের দিকের ঘটনা। Thomas Cooley নামক একজন মার্কিন ডাক্তার যিনি শিশু বিশেষজ্ঞ ছিলেন। তাঁর কাছে চিকিৎসা নিতে আসা কিছু শিশু রোগীদের মধ্যে তিনি এক বিচিত্র রকমের রক্তের বিশৃঙ্খলাযু্ক্ত অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করেন। আক্রান্ত বাচ্চাদের মধ্যে প্রকাশিত অদ্ভুত ধরনের এই রক্তের রোগটির সাধারণ কিছু লক্ষণ তাঁর পর্যাবেক্ষণে ধরা পড়ে। আক্রান্ত শিশুদের প্রত্যেকেরই ……
1. প্রচণ্ড রক্তাল্পতা (anemia) ছিল,
2. হাড়ের গঠন অস্বাভাবিক হচ্ছিল এবং
3. তাদের স্প্লিন (spleen) অনেক বড় হয়ে যাচ্ছিল।
তিনি এই ঐ বাচ্চাদের মধ্যে আরো একটি মিল খুঁজে পান- তা হলো এই শিশুদের অরজিন মূলত ভূমধ্যসাগরীয় (Mediterranean) সংলগ্ন দেশ। অর্থ্যাৎ অসুস্থ এই শিশুদের বাবা-মা ভূমধ্যসাগরীয় এলাকা (গ্রিক, ইতালীয়এবং সিসিলিয়া) থেকে আগত অভিবাসী।
যেহেতু এই বিশেষ ধরণের রক্তের রোগটির প্রথম আক্রান্ত বা বাহকদের মূল আবাসস্থল ভূমধ্যসাগরীয় তথা সমুদ্র অঞ্চল সেই বিবেচনায় রোগটির নামকরণের করা হয়েছে।
থ্যালাসেমিয়ার নামকরণে দুটি গ্রীক শব্দ ব্যবহার করা হয়েছে:
i. Thalassa (থ্যালাসা) যার অর্থ "সমুদ্র"
ii. Emia (এমিয়া) যার অর্থ "রক্তের অবস্থা বা রক্তের সমস্যা"।
এই দুই শব্দ একত্র করে নাম রাখা হয়"Thalassemia (থ্যালাসেমিয়া)" যার মানে দাঁড়ায়"সমুদ্র অঞ্চলের রক্ত রোগ"।
এটি আসলে বোঝাতে চাওয়া হয়েছিল, এই রোগটা মূলত যাদের পূর্বপুরুষ ভূমধ্যসাগরীয়অঞ্চলের, তাদের মধ্যেই বেশি দেখা যায়।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, রোগটি সংক্রমক ব্যধি না হওয়া সত্ত্বেও বর্তমানে এটি শুধুমাত্র আর সমুদ্র অঞ্চলে সীমাবদ্ধ নেই ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ আরো অনেক দেশে। বিশেষ করে, বাংলাদেশে এটি একটি বড় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এজন্যই প্রয়োজন সচেতনা ও থ্যালাসেমিয়া সম্পর্কে যথাযথ জ্ঞান।
(চলমান…………)