30/10/2024
WORLD STROKE DAY 2024
স্ট্রোক নিয়ে অল্প কথা
স্ট্রোক একটি রক্ত নালী সম্পর্কিত রোগ যা সাধারনত রক্তনালী ব্লক বা রক্তনালী থেকে রক্ত ক্ষরন এর ফলে ব্রেইনের নরমাল কার্যকারিতা হারায়।
আমাদের ব্রেইন এ তিন ধরনের রক্তনালী থাকে এবং এদের ইনভোলবমেন্টের উপর নির্ভর করে কোন ধরনের লক্ষন দেখা দিবে ।
সর্বাপরি আমরা তখনই বুঝবো আমাদের স্ট্রোক হয়েছে যখনঃ.
1. আমাদের মুখ এক পার্শ্বে বেকে যাবে সাথে হাত ও পা দুর্বল হবে
2. কথা হঠাৎ করে জডিয়ে আসবে
3. চোখের দৃস্টির সমস্যা দেখা দিবে
4. প্রচন্ড মাথা ঘোরাসহ ইমব্যালান্সড লাগবে
5. মাথা ব্যাথা সহ খীচুনি হতে পারে কোন কোন ক্ষেত্রে ।
স্ট্রোকের কারন গুলো খুবই গুরত্বপুর্ন কারন বর্তমান নতুন বিশ্বের রোগগুলিই স্ট্রোকের প্রধান কারন ।
1. ডায়াবেটিস
2. উচ্চরক্তচাপ
3. কোলেস্টরল
4. ধুমপান ও অন্য নেশা আসক্তি
5. ঔষধ যেমন রক্তপাতলা করনীয় ঔষধ
6. রক্ত নালি আকৃতি গত সমস্যা
7. এছাড়া কিছু রোগ যেমন vasculitis এর ফলে
8. পারিবারিক
এবং পুরুষ রা মহিলাদের তুলনায় স্ট্রোকে আক্রান্ত বেশি হয় । ৫০ এর পর অবশ্য পুরুষ ও মহিলার আক্রান্তের হার সম পরিমান ।
আর Stroke হলে জানে বেঁচে গেলেও জীবনভর Stigma বা শারীরিক ও মানুষিকভাবে বিকলাঙ্গ হয়ে নিজের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে বোঝা হয়ে, পক্ষাঘাতগ্রস্থ (Handicap) হয়ে বেঁচে থাকা, হাত-পা-এ দুর্বলতা, কথার জড়তা, পেশাব-পায়খানার অসমানজস্যতা, চাপে চাপে চামড়ায় ক্ষত ইত্যাদি ইত্যাদি আরো কত সমস্যা যা একজন মানুষকে প্রচন্ড মানসিক রোগীতে পরিনত করে এবং অর্থ নৈতিক চাপে ফেলে দেয় ।
Evidence Based Practice এ স্ট্রোকে Brainএর যা ক্ষতি হবার হয়ে গেছে, যেটুকু বাকী আছে, ভাল আছে, বিপদের মধ্যে আছে, at any cost সেটুকু বাঁচানো আমাদের একমাত্র কাজ, most Valuable & Vulnerable zone, impending to death বা মৃত্যু পদযাত্রী মস্তিষ্কের অংশ বাঁচানোর জন্য একটা সামগ্রিক বা multidisciplinary ট্রিটমেন্টে যাইতে হবে ।
যেমনঃ প্রেসার বাড়তি থাকলে কত টুকু কমাবো কত দিনে কমাবো aspiration pneumonia বা অনন্য দীর্ঘ মেয়াদী কুফল গুলোকে সঠিক ভাবে নিরুপন করে চিকিতসা প্রদান করতে হবে । কখন নিউরো সার্জারী লাগবে , কোন অবস্হায় আমরা মেডিকেল থেরাপী দিবো সেটাও সঠিক সময়ে নিরধারন করতে জানতে হবে।
প্রতিরোধক ব্যাবস্থায় সব চাইতে প্রমানিত বেনিফিট ।
তাই নিজে সচেতন হন এবং অন্যকে শিক্ষিত করুন ।
সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক
পপুলার ডায়গনষ্টিক সেন্টার উত্তরা ।