হোমিওপ্যাথি বিডি Homoeopathybd

  • Home
  • হোমিওপ্যাথি বিডি Homoeopathybd

হোমিওপ্যাথি বিডি Homoeopathybd বিশ্বাসে মুক্তি সঠিক ঔষধ নির্বাচন যদি হয়, সকল ব্যাধির ঘটবে পরাজয়

22/06/2025
22/06/2025
22/06/2025

🔸🏖️জীব জন্তু পোকা-মাকড় থেকে যে সমস্ত হোমিওপ্যথিক মেডিসিন তৈরী হয়
মশা দিয়ে তৈরি হয় - Culex Musca.
ছারপোকা দিয়ে তৈরি হয় - Cimex Lectularius.
তেলাপোকা দিয়ে তৈরি হয় - Blatta orientalis & Americana.
মৌমাছি দিয়ে তৈরি হয় - Apis Mellifica.
ইউরোপিয়ান জায়ান্ট ভীমরুল দিয়ে তৈরি হয় - Vespa Crabo. (জার্মানিতে এই ভীমরুল হত্যা করা আইনত দন্ডনীয়)
Spanish মাছি দিয়ে - Cantharis.
জীবন্ত মাকড়শা (New zealand এ পাওয়া যায়) দিয়ে তৈরি হয় - Lactrodectus katipo.
বড় কালো রঙের কিউবান মাকড়শা দিয়ে তৈরি হয় - Mygale.
কিউবার বিষাক্ত এক ধরনের মাকড়শা দিয়ে তৈরি হয় - Terentula Cubensis.
স্পেনের এক ধরনের মাকড়শা মিউজিকের তালে নাচতে থাকে সেটা দিয়ে তৈরি হয় (রোগীও মিউজিকের তালে নৃত্য করে) - Terentula Hispanica.
কমলা রঙের মাকড়শা দিয়ে তৈরি হয় - Theridion.
হাঙর মাছের তৈল (Cod Liver Oil) দিয়ে তৈরি - Oleum Jecoris Aselli.
সবুজ বর্ণের টিকটিকি (USA এ পাওয়া যায়) দিয়ে তৈরি হয় - Lacerta.
রাজহাঁস (Tundra Swan) থেকে তৈরি হয় - Lactis Vaccini Flos.
সামুদ্রিক কিং ক্র্যাব বা কাঁকড়ার শুকনো রক্ত দিয়ে তৈরি হয় - Limulus.
পাগলা কুকুরের লালা দিয়ে তৈরি হয় - Lyssinum/Hydrophobinum.
বিচ্ছুর বিষাক্ত বিষ দিয়ে - Scorpio.
বিড়ালের দুধ দিয়ে - Lac Felinum.
কুকুরের দুধ দিয়ে - Lac Caninum.
গরুর দুধ দিয়ে - Lac Vaccinum.
গরুর দুধের সড় (Skimmed milk) দিয়ে - Lac defloratum.
গরুর দুধের দই দিয়ে তৈরি হয় - Lac Vaccinum Coagulatum. (গর্ভবতী মহিলাদের বমির ভাবে ভালো কাজ করে)
ঘরের কুনোব্যাঙের গ্ল্যান্ড থেকে নিঃসৃত সাদা রঙের আঠালো পদার্থ দিয়ে তৈরি হয় - Bufo Rana.
জীবন্ত পিঁপড়া গুঁড়া করে তৈরি হয় - Formica Rufa/Myrmexine.
গরুর চামড়ার ভস্ম দিয়ে তৈরি হয় - Carbo Animalis.
গরুর gallbladder (Ox gall) থেকে তৈরি হয় - Fel Tauri.
সদ্য প্রসূত গরু বা ঘোড়ার বাছুরের জিহবার লালা দিয়ে তৈরি হয় (যৌনশক্তি বৃদ্ধি করে যা গ্রীক সৈন্যরা সেবন করত) - Hippomanes.
ভেড়া বা ষাঁড়ের অগ্ন্যাশয় ও লালাগ্রন্থি দিয়ে তৈরি হয় - Pancreatinum.
ভেড়া ও গরুর ওভারির জুস দিয়ে - Oophorinum/Ovininum.
ভেড়া ও গরুর টেস্টিসের জুস দিয়ে - Orchitinum.
ভেড়া ও বাছুরের থাইরয়েড দিয়ে - Thyroidinum.
শুঁয়োরের পাকস্থলীর জুস থেকে তৈরি হয় - Pepsinum.
মাছের ফসিল দিয়ে তৈরি হয় - Ichthyolum.
তিমি মাছের বমি দিয়ে তৈরি হয় - Ambra Grisea.
হরিণ/মৃগনাভ (কস্তুরী) দিয়ে তৈরি হয় - Moschus.
এক ধরনের চিংড়ি মাছ (Crawfish) দিয়ে তৈরি হয় - ASTACUS FLUVIATILIS (CANCER ASTACUS).
সামুদ্রিক Cuttle fish এর বিষাক্ত কালো কালি দিয়ে তৈরি হয় - Sepia Officinalis.
সামুদ্রিক Red Starfish দিয়ে তৈরি হয় - Asterias Rubens.
শুয়োপোকা বা রেশমপোকার গুটি দিয়ে তৈরি হয় - Bombyx.
মুরগীর ডিমের খোসার ভস্ম দিয়ে তৈরি হয় - Ova Tosta.
Yellow Viper সাপের বিষ দিয়ে তৈরি হয় - Brothops.
পদ্মগোখরা সাপের বিষ দিয়ে - Naja.
জার্মান দেশের ভাইপার নামক সাপের বিষ দিয়ে তৈরি - Vipera Berus.
Moccasin সাপের বিষ দিয়ে - Toxicophis.
Bush Master/Surucucu সাপের বিষ দিয়ে - Lachesis Mutus.
Rattle Snake এর বিষ দিয়ে - Crotalus Horridus.
সামুদ্রিক Coral Snake এর বিষ দিয়ে - Elaps Corallinus.
Cactus গাছের পোকা দিয়ে - Coccus Cacti.
ঘোড়ার পায়ের নখ দিয়ে - Castor Equi.
সামুদ্রিক ঝিনুকের খোলস ভস্ম (Indian Cockle) দিয়ে - Cocculus Indicus.
সামুদ্রিক লাল কোরাল দিয়ে - CORALLIUM RUBRUM.
জীবন্ত Lobster এর পরিপাকতন্ত্রের রস দিয়ে তৈরি হয় - Homarus.
অগ্ন্যাশয়ের রস দিয়ে তৈরি হয় - Insulin.
মানুষের যৌনাঙ্গ থেকে নিঃসৃত গণোরিয়ার পুঁজ দিয়ে - Medorrhinum.
মানুষের যৌনাঙ্গের ঘা থেকে নিঃসৃত সিফিলিসের পুঁজ দিয়ে - Syphilinum.
Purple Fish দিয়ে তৈরি হয় - Murex Purpurea (যা মেয়েদের অত্যধিক যৌন আকাক্ষা দূর করে।
……………………………………………
সংগৃহীত

28/04/2025

টিউমার চিকিৎসায় কেন অপারেশন নয়!!!

(কার্য - কারণ পরস্পর সম্পর্ক যুক্ত
কারণ বিহীন কার্য সিদ্ধ হয় না
তাই কারনের উচ্ছেদ ছাড়া কার্য সম্পাদন অসম্ভব)

👉যেহেতু টিউমার হওয়ার পিছনে কোন না কোন কারণ দায়ী
👉তাই টিউমার অপারেশন করে আপাতত দৃষ্টিতে সেই টিউমার না থাকলেও পরবর্তীতে আবার টিউমার হওয়ার সম্ভাবনা ৮০%
👉সেই জন্য টিউমার হওয়ার পিছনে যে মূল কারণ
দায়ী তাকে আগে সরাতে হবে।(Fundamental caugestion)

টিউমার চিকিৎসায় হোমিওপ্যাথি
টিউমার হলেই আমরা টেনশনে পড়ে যাই। অনেকে অনেকের নানা কথা শুনে দিশেহারা হয়ে নানা অপচিকিৎসার স্বীকার হয়ে অবশেষে আরো জটিলতা সৃষ্টি করে ফেলে। এমনকি পরিশেষে অনেকের ক্যান্সারও হতে দেখা যায়।যে কোন রোগীর চিকিৎসায় আগে সে রোগের #কারণ, লক্ষ্মণ, ভাবীফল,টেস্ট, টোটকা,পথ্য ইত্যাদি জেনে চিকিৎসা শুরু করলে অতি সহজেই আরোগ্য সম্ভব।

ইংরেজিতে টিউমার বাংলায় অর্বুদ বলে। টিউমার শরীরের বিভিন্ন স্থানে হতে পারে । স্হান ভেদে নাম ভিন্ন ভিন্ন হতে পারে। মেরুদণ্ডে হলে উহাকে টিউমার অব দি স্পাইন বলে, ডিম্ব কোষে হলে উহাকে ওভারিয়ান টিউমার, পেটের ভেতর হলে তাকে টিউমার বা অর্বুদ বলে।
টিউমার সাধারণ দুই প্রকার যথা:

১. ম্যালিগন্যান্ট টিউমার- দূষিত টিউমার

২. ইনোসেন্ট টিউমার – দোষ শূন্য টিউমার।

স্হান এবং লক্ষণ ভেদে নিম্নের ঔষধ গুলো টিউমারের ক্ষেত্রে ব্যবহার করা যায়

* স্তনের টিউমারেঃ ফাইটোলক্কা, বেলেডোনা, ক্যালকেরিয়া ফ্লোর, লেপিস এল্বা, ব্রায়োনিয়া, কোনিয়াম ইত্যাদি।

* পলিপ টিউমারঃ ইহা নাসারন্ধ্রে, কর্ণে, জরায়ুতে, কন্ঠে, সরলান্ত্রে জন্মায়- calcarea flour, silicea, thuja ইত্যাদি ব্যবহারে উওম ফলাফল পাওয়া যায়।

* মূত্র থলিতে টিউমার – apis, apocynum, silicea ইত্যাদি ব্যবহারে ভালো কাজ করে।

* ডিম্ব কোষের টিউমারঃ apis, calcarea carb, colcynth, ,thuja ইত্যাদি ব্যবহারে চমৎকার ফলাফল পাওয়া যায়।

* মাথার টিউমারঃ calcarea flour, staphysag, thuja ইত্যাদি ব্যবহারে অব্যার্থ ফল পাওয়া যায়।

* চোখের টিউমারঃ calcarea flour, heper, arnica, causticum, conium, mercsol, silicea, thuja ইত্যাদি ব্যবহারে উওম ফলাফল পাওয়া যায়।

* মুখের টিউমারঃ Belladonna, coniun, causticum, acid nit, silicea ইত্যাদি ব্যবহার করা যায়।

* ঘাড়ের টিউমারঃ arsenic iod, calcarea carb, causticum, acid nit ইত্যাদি খুব ভালো কাজ করে।

* বাহুর টিউমারঃ arnica, causticum, sepia, silicea ইত্যাদি

ব্যবহারে টিউমার নির্মূল করা যায়।

* বুকের টিউমারঃ apis, arnica, acid nit, silicea ইত্যাদি অব্যার্থ ফল প্রদান করে।

* পাকস্থলী ও আশেপাশের অংশে- arsenic iod, Artemisia, kreasote ইত্যাদি ব্যবহারে উওম ফলাফল পাওয়া যায় ‌।

* পুংজননেন্দিয়ের টিউমারঃ arnica, mercsol, acit nit, sepia, thija, conium ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া যায়।

* চর্বিযুক্ত নরম টিউমারঃ baryta carb, calcarea carb, phytollacca ইত্যাদি মন্ত্রের ন্যায় কাজ করে।

* আঘাত জনিত কারণে টিউমার হলে সেখানে arnica ও conium ইত্যাদি অব্যার্থ ফল প্রদান করে থাকে।

08/04/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথি বিডি Homoeopathybd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হোমিওপ্যাথি বিডি Homoeopathybd:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share