22/10/2024
স্বাস্থ্য সৌন্দর্য বজায় রাখার জন্য এরোমাথেরাপি কেন ব্যবহার করবেন!
সম্পূর্ণ কেমিক্যাল ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত সুগন্ধিযুক্ত এই এরোমাথেরাপিতে যেসব সমস্যার নিরসন করা সম্ভবঃ
1. আর্থ্রাইটিস উপশম করে।
2. খেলোয়ারদের আঘাত/ভ্রমণ জনিত পেশীর ব্যাথা নিরাময় করে।
3. কোমর, পিঠের এবং হাঁটুর ব্যাথা নিরাময়ে অব্যার্থ।
4. পেষিতে টান জনিত ব্যাথা উপশম করে।
5. ফ্রোজেন জয়েন্ট উপশম করে।
6. হাড়ের প্রদাহ রোধ করে
7. শরীরের যাবতীয় প্রদাহ এবং ব্যথা হ্রাস করে।
8. চল্লিশোর্ধ বয়সে হাড়ের ক্ষয় রোধ করে।
8. ব্রণ নিরাময়ে সক্ষম।
9. ব্রণ জনিত কালো দাগ (ব্ল্যাকহেড ও ডার্কসার্কেল) নিরাময় করে।
10. ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সাথে লড়াই করে।
11. হজম শক্তির উন্নতি করে।
12. কোস্ট কাঠিন্য দূর করে। পেটের গ্যাস নিরাময় করে
13. বয়সের ছাপে ত্বকের সংকোচন দূর করে।
14. চুল পড়া রোধ করে।
15. খুশকি উকুন নিরাময় করে।
16. দাঁতের সমস্যা/পাইওরিয়া নিবারণ করে।
17. দাঁতের দাগ নির্মুল করে।
18. সাইনুসাইটিস উপশম করে
19. হাঁপানি উপশম করে।
20. সর্দি কাশী নিরাময় করে
21. মেনোপজ জনিত সমস্যা নিরাময় করে।
22. মাসিকের ব্যাথা নিরাময় করে।
23. মেজাজ শান্ত প্রশান্ত রাখতে সহায়তা করে।
24. স্মরণশক্তি ফিরে পেতে সাহায্য করে
25. মাথাব্যাথা উপশম করে
26. মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং মনোযোগ বৃদ্ধির মাধ্যমে
কর্মক্ষমতা উন্নত করে। 27. ক্লন্তি ও অবসাদের অস্বস্তি নিরাময় করে।
28. ঘুমের উন্নতি ঘটায়।
29. বমি বমি ভাব কমায়।
30. ক্রোধ দমন করে।
31. নাক ডাকা রোধ করে
32. ঘর এবং টয়লেট সুবাসিত রাখে। (air freshner)
33. ইরেক্টাইল ডিসফাংশন নিরাময় করে।
34. এন্টি সেপটিক আবিষ্কারের আগে এই এসেনশিয়াল
ওয়েল হাসপাতালগুলিত পরিচ্ছন্নতার এজেন্ট হিসাবে
ব্যবহার হোত।
** কিভাবে এগুলি ব্যবহার করবেনঃ
১। ব্যবহারের আগে বোতলটি ভাল করে ঝাঁকিয়ে নিবেন।
২। আক্রান্ত স্থানে মালিশ করে (হালকা গরম সেক দিবেন,
জরুরী)
৩। সরাসরি বা বডি ওয়েল মাথার তেল, ক্রিম, বা লোশন এর
সাথে মিশিয়ে
৪। শ্যম্পুর সাথে মিশিয়ে
৫। শরীরের পালস পয়েন্টে প্রয়োগ করবেন (জরুরী)
৬। বুকে ও গলায় হালকা মালিশ করে
৭। পেটে ও তলপেটে মালিশ করে
৮। কুসুম গরম পানিতে ৩/৪ ফোটা মিশিয়ে কুলি ও গার্গলিং
করে
৯। ফেসিয়াল স্টিমার করে.
১০। স্নাণের পানির সাথে মিশিয়ে
১১। ডিফিউজারের মাধ্যমে স্প্রে করে
১২। গরম পানির ভাপের সাথে গন্ধ শোঁকার মাধ্যমে
১৩। গন্ধ শোঁকার মাধ্যমে
১৪। মুখে মাস্ক হিসেবে ব্যবহার করে
*** সতর্কতাঃ
১। গর্ভবতী ও স্তন্য দানকারীনি মা এবং ৮ বছর বয়সের কম বাচ্চাদের এই তেল ব্যবহার করবেন না।
২। যাদের এলার্জিক প্রতিক্রিয়া রয়েছে তারা হাতের কব্জিতে প্যাচ টেস্ট না করে এই তেল ব্যবহার করবেন না।
৩। এগুলি কেবলমাত্র বাহ্যিক প্রয়োগের জন্য, মুখে সেবন করা যাবেনা।
যোগাযোগঃ মোঃ খালিদ উমর, 01742968831, whatsapp/nessenger/telegram