16/10/2025
টাইফয়েড ভ্যাক্সিন নিয়ে বিভ্রান্তি নয়, জানুন আসল তথ্য 💉
বর্তমানে অনেকেই মনে করছেন সরকার যে টাইফয়েড টিকা দিচ্ছে, সেটা বাজারে বিক্রি হওয়া টাইফয়েড ভ্যাক্সিনের মতোই।
কিন্তু আসলে এই দুই ধরনের ভ্যাক্সিন এক নয় এদের মধ্যে বড় পার্থক্য আছে 👇
🔹 ১️⃣ মেডিসিন কোম্পানির তৈরি টিকা
নাম: Typhoid Polysaccharide টাইফয়েড পলিসাকারাইড ভ্যাক্সিন।
🔸 ২ বছর বয়সের পর দেওয়া যায়
🔸 প্রতিরোধ ক্ষমতা থাকে প্রায় ২ বছর
🔸 উদাহরণ: Typhedrix, Typhim Vi, Incepta বা Popular-এর টিকা
🔹 ২️⃣ সরকার কর্তৃক দেওয়া টিকা নাম: Typhoid Conjugate Vaccine (TCV)
🔸 এটি আধুনিক প্রযুক্তির কনজুগেটেড ভ্যাক্সিন।
🔸 ৬ মাস বয়স থেকেই দেওয়া যায়
🔸 এটি দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা দেয় (অনেক বছর পর্যন্ত)
🔸 বর্তমানে সরকার এটি EPI প্রোগ্রামের আওতায় বিনামূল্যে দিচ্ছে
🔸 এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত
তাহলে সরকার টেস্ট না করেই কেন দিচ্ছে?
এই প্রশ্নের উত্তর খোজার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই
ভ্যাক্সিন দেওয়া হয় সুস্থ শিশুদের, অসুস্থদের নয়।
যদি কেউ টাইফয়েডে অলরেডি আক্রান্ত হয়,তাহলে সে তখন জ্বর, বমি, পেটব্যথা ইত্যাদি নিয়ে চিকিৎসাধীন থাকত , ডাক্তার এর কাছে যাইত, টিকা নিতে যাইত না।
অতএব, সরকার টেস্ট ছাড়াই সুস্থ শিশুদের টিকা দিতে পারে — কারণ তারা অসুস্থ নয়।
ডিপ্লোমা ডা:মো আব্দুল মালেক
উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার