Dr Jahid Surgical Oncologist ডা জাহিদ ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Dr Jahid Surgical Oncologist ডা জাহিদ ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন

Dr Jahid Surgical Oncologist ডা জাহিদ ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ক্যান্সার স্পেশালিষ্ট ও সার্জন
ডা: জাহিদুল ইসলাম খান
এমবিবিএস, এমএস (সারজিক্যাল অনকোলজি)
মোবাইল নাম্বার: 01717936631

আলহামদুলিল্লাহ!! আজ সপ্তম পোস্ট অপারেটিভ ডে তে রোগীর মুখে হাসি।Osteosarcoma of Left Shoulder with Bilateral Lung Metasta...
21/03/2025

আলহামদুলিল্লাহ!!

আজ সপ্তম পোস্ট অপারেটিভ ডে তে রোগীর মুখে হাসি।

Osteosarcoma of Left Shoulder with Bilateral Lung Metastases এ আক্রান্ত হয়ে প্রায় ২৬ কেজি ওজনের টিউমার নিয়ে ব্যাথায় জীবন যাপন করছিলেন। কিছুটা ক্যান্সার সম্পর্কে অজ্ঞতা ও অসচেতনার জন্য আজ এই অবস্থার মুখোমুখি ছিলেন উনি।

যেহেতু ফুসফুসে ক্যান্সার ছড়িয়ে গিয়েছে তাই শুধুমাত্র উনার symptom relief and tumor burden কমানোর লক্ষ্যে Palliative Surgery করার মত কঠিন decision নিতে হয় আমাদের।

খুবই challenging and difficult operation ছিল, টিউমার এর কারনে anatomy distorted ছিল - subclavian vein and artery অনেক কষ্টে খুজে পেয়ে Ligate করার পর কিছুটা স্বস্তি মেলে।

তবে মূল challenge টা ছিল, Anesthesiologist Sir এর, দীর্ঘ ৪ ঘন্টা এমন ভংগুর ফুসফুস কে সঞ্চালন করা কোন সহজ কাজ নয়। তবুও চেতনা ফিরিয়ে আনতে সময় লেগে যায়, তারপর ICU support এ দুইদিন যুদ্ধ করে রোগী আজ মোটামুটি সুস্থ।

সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের এই কাজে সফলতা দিয়েছেন।

Dr Jahid Surgical Oncologist ডা জাহিদ ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন


একজন ক্যান্সার সার্জন এর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য থাকে তার রোগীর ক্যান্সার এর অপারেশনের সময় পুরো টিউমার কেটে আনা (Resec...
05/03/2025

একজন ক্যান্সার সার্জন এর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য থাকে তার রোগীর ক্যান্সার এর অপারেশনের সময় পুরো টিউমার কেটে আনা (Resection Margin - Clear) এবং টিউমারের সাথের lymph node গুলো ঠিকমত আনা (Retrieval of adequate number of Lymph Node).

আর এই দুটো কাজ ঠিকমত করতে পারলাম কিনা তার প্রমাণ হলো হিস্টোপ্যাথলজি রিপোর্ট। আর একজন দক্ষ হিস্টোপ্যাথলজিস্ট এর সহায়তা ছাড়া নিজের দক্ষতা ও কাজের পরিপক্কতা সম্পর্কে আস্থা আসে না।

অনেক ধন্যবাদ AI Khan Lab কে। Sigmoid Colon Cancer এর অপারেশন এর পর এত সুন্দর রিপোর্ট প্রদান করার জন্যে।

Dr Jahid Surgical Oncologist ডা জাহিদ ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন

মুখগহ্বরের ক্যান্সারকারণ:১. পান, তামাক-গুল ইত্যাদির ব্যবহার২. ধুমপান৩. মুখের যত্ন না নেয়া৪. তীক্ষ্ দাত, যা ক্রমশ মুখের ভ...
18/02/2025

মুখগহ্বরের ক্যান্সার

কারণ:
১. পান, তামাক-গুল ইত্যাদির ব্যবহার
২. ধুমপান
৩. মুখের যত্ন না নেয়া
৪. তীক্ষ্ দাত, যা ক্রমশ মুখের ভিতর আঘাত করে এমন দাত

সাধারণত বয়স্ক পুরুষদের এই রোগ বেশী হয় এবং যারা উপরে বর্ণিত কারণগুলোর সাথে জড়িত থাকেন।

এই ক্যান্সার মুখ থেকে গলা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। তাই মুখের ভিতর যে কোন শক্ত ভাব লাগা, ক্ষত- যা দ্রুত বড় হচ্ছে, রক্ত পড়া, জ্বালাপোড়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিন।

যত দ্রুত রোগ নির্ণয় হবে, তত দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেড়ে যাবে।



ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার::মাত্র দুইমাসের পেটে ব্যাথা, এর মধ্যে একদিন তীব্র পেটে ব্যাথায় জেনারেল ফিজিশি...
26/01/2025

ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার::

মাত্র দুইমাসের পেটে ব্যাথা, এর মধ্যে একদিন তীব্র পেটে ব্যাথায় জেনারেল ফিজিশিয়ান এর কাছে পরামর্শ নেয়ার পর ব্যাথার ওষুধ সেবন ও সব চেয়ে সহজলভ্য কমদামি আল্ট্রাসনোগ্রাম (USG of W/A) করা হল।

রিপোর্ট এ আসলো ডিম্বাশয়টি বড় হয়ে গিয়েছে অনেক। কিন্তু কি কারণে বড় হলো বা রোগটি শনাক্ত করা গেল না।

তাই ঢাকা এসে পর্যায়ক্রমে পরীক্ষা নিরিক্ষা করা হলো এমনকি সিটি স্ক্যান করা হলো, প্রায় ৯X১০ সেমি একটা চাকা পেটে আছে।

তাই দেরি না করে যেহেতু এত বড় টিউমার দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেয়া হলো।

আলহামদুলিল্লাহ। কোন রকম ঝুঁকি ছাড়াই সফল অপারেশন সম্পন্ন হয়েছে। এখন মাংস পরীক্ষার রিপোর্ট এর অপেক্ষা। পরবর্তী চিকিৎসা কেমোথেরাপি শুরুর জন্য।

মনে রাখা ও মেনে চলা উচিৎ ::

১. যে কোন শারীরিক সমস্যায় প্রথমে অবশ্যই এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হতে হবে।

২. পরীক্ষা নিরিক্ষায় কখনই গাফলতি নয়, সাধারণ সমস্যার ভেতরেই অনেক বড় রোগ লুকিয়ে থাকে।

৩. পেটের পীড়া বা সমস্যায় অন্তত একটা আল্ট্রাসনোগ্রাম করতে কাপর্ন্য না করা।

৪. চিকিৎসক এর উপর আস্থা রাখা ও সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা।




Urinary Bladder Cancer:: প্রস্রাবের থলির ক্যান্সারএই ক্যান্সারকে মূলত দুভাগে ভাগ করা যায়:১. Non-muscle invasive (NMIBC)২...
07/01/2025

Urinary Bladder Cancer:: প্রস্রাবের থলির ক্যান্সার

এই ক্যান্সারকে মূলত দুভাগে ভাগ করা যায়:
১. Non-muscle invasive (NMIBC)
২. Muscle invasive (MIBC)

লক্ষণ:
১. প্রস্রাবের সাথে রক্ত যাওয়া
২. তল পেটে ব্যাথা বা ভারি অনূভুত হওয়া
৩. কোন কোন ক্ষেত্রে কোন লক্ষণ ছাড়াই, অন্য কোন রোগের জন্য আল্ট্রাসনোগ্রাম (USG) করার সময় ধরা পরে, যাকে Incidental Diagnosis বলা হয়।

আমাদের পঞ্চাশোর্ধ রোগীটির এমনই incidental diagnosis হয়েছিল USG করার পর।৷ Repeat USG তে একই রিপোর্ট আসে মানে Bladder Cancer।

Cystoscopic evaluation এ treatment plan করা হয় TURBT মানে পুরা টিউমার টি তার base সহ কেটে অপারেশন করতে হবে।

After successful TURBT, ২৪ ঘন্টার অবশ্যই ক্যাথেটারের মাধ্যমে Intravescial chemotherapy দেয়া লাগবে।

ক্যান্সার চিকিৎসা একটি Multidisciplinary Team Approach based চিকিৎসা।

এই সুন্দর অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের প্রিয় বড় ভাই, সবসময় হাস্যোজ্জ্বল, প্রখ্যাত ইউরোলজিস্ট Dr. Dr Munshi Akid Mostofa Urologist & Uro-Oncologist স্যারের মাধ্যমে।

সুন্দর পরিকল্পিত চিকিৎসা উপর নির্ভর করে, একজন রোগী কতটুকু সুস্থ হয়ে উঠবে এবং তার জীবনমান ও বেচে থাকার সম্ভাবনা কত বেশী হবে।

নিশচই সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য।



:::Pig Tail Catheterisation:::যে সকল রোগীদের তার রোগের কারণে সব সময় পানি জমতে থাকে (Ascites) তাদের জন্য একটা কলের মাধ্যম...
03/01/2025

:::Pig Tail Catheterisation:::

যে সকল রোগীদের তার রোগের কারণে সব সময় পানি জমতে থাকে (Ascites) তাদের জন্য একটা কলের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পানি বের করার প্রক্রিয়া হল Pig Tail Catherisation.

রোগসমূহ: যে সকল রোগে এই ক্যাথেটার ব্যবহার করা হয়।
১. Malignant Ascites
২. Peritoneal metastases
৩. CLD

এই পুরো প্রক্রিয়াটি USG আল্ট্রাসনো গাইডেড করা হয়। এতো ক্যাথেটারটি কোথায় অবস্থান করলো আর পেটের ভিতরের অংগসমূহের কোন আঘাত প্রাপ্ত হলো কিনা তাও ডিটেক্ট করা যায়।

সুবিধা:
১। রোগী তার ইচ্ছেমত ও প্রয়োজনমত
পেটের পানি বের করে নিতে পারে। এতে পানির জন্য যে অস্বস্তি, তার সমধান হয়।
২। পেটে পানি থাকলে কেমোথেরাপি কাজ করে না। তাই কেমোথেরাপি র ইফেক্ট ভালো পেতে এই প্রক্রিয়ায় পানি বের করা সহজতর।
৩। খুবই সহজে রোগী এটা ব্যবহার করতে পারবে।

ডা: জাহিদুল ইসলাম খান
ক্যান্সার বিশেষজ্ঞ সারজন
এমবিবিএস, এমএস (সারজিক্যাল অনকোলজি)
বসুন্ধরা আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা

চেম্বার:
মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতাল
সূত্রাপুর, গেন্ডারিয়া, ঢাকা।
01717936631




TIVA (Total Intravenous Anesthesia) উন্নত বিশ্ব ও আধুনিক একটি পদ্ধতির মাধ্যমে অজ্ঞান করে অপারেশন করা কৌশল।অনেক রোগী আছেন...
27/12/2024

TIVA (Total Intravenous Anesthesia) উন্নত বিশ্ব ও আধুনিক একটি পদ্ধতির মাধ্যমে অজ্ঞান করে অপারেশন করা কৌশল।

অনেক রোগী আছেন, GA (General Anesthesia) বা সম্পূর্ণ অজ্ঞান করে তাদের ছোট্ট সোনামনিদের মুসলমানী বা প্রিয়জনের ডে কেয়ার অপারেশন করাতে ভয় পাবেন। তাদের জন্য খুবই উপযোগী এই TIVA.

আলহামদুলিল্লাহ!!!

Successful Breast Abscess Case

Operated by TIVA (Total Intravenous Anesthesia)

এটা GA এর চেয়ে অনেক সেইফ এবং patient compliance is good.

রোগীর postoperative pain and side effect কতটা কম হলে, এত painful একটা procedure এ রোগি সম্পূর্ণ অজ্ঞান না হয়েই এত আরামে ঘুমাচ্ছে দেখে ভালো লাগছিলো আজ। আলহামদুলিল্লাহ!!

বি: দ্র: নো পিকচার ডিউ টু প্রাইভেসি।

ডা: জাহিদুল ইসলাম খান
ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন
বসুন্ধরা আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা।




Gall Stone Disease/Cholelthiasis (পিত্তথলির পাথর):লক্ষণ:১. পেটের ডান দিকের উপরিভাগে তীব্র ব্যথা২. তেল-মাংস জাতীয় খাবারে ...
16/12/2024

Gall Stone Disease/Cholelthiasis (পিত্তথলির পাথর):

লক্ষণ:
১. পেটের ডান দিকের উপরিভাগে তীব্র ব্যথা
২. তেল-মাংস জাতীয় খাবারে ব্যাথা বেড়ে যাওয়া
৩. জ্বর ও প্রদাহ সাথে ব্যাথা
৪. বমি বমি ভাব ও বমি হওয়া

কেন পিত্তথলির পাথর হলে দ্রুত চিকিৎসা করাবেন?
১. পাথর এর জন্য ঘণ ঘণ পেট ব্যাথা হবে
২. পাথরের কারণে পিত্তথলির ইনফেকশন এর ঝুঁকি বেড়ে যাবে, যাকে Cholecystitis রোগ বলা হয়
৩. পিত্তথলিতে পুজ জমবে,Empyema GB
৪. পিত্তথলি থেকে পাথর বের হয়ে নালীতে প্রবেশ করে জন্ডিস দেখা দিবে
৫. অনেক দিনের পাথর পিত্তথলির ক্যান্সার (CANCER) এ পরিবর্তন হবে

চিকিৎসা:
পিত্তথলির পাথর রোগের একমাত্র আধুনিক ও নিরাপদ চিকিৎসা Laparoscopic Cholecystectomy - কম্পিউটার ও ক্যামেরা নলের মাধ্যমে পেটে শুধুমাত্র ৪ টা ছিদ্রপথ এর মাধ্যমে অপারেশন সম্পন্ন করা।

তাই লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নিন, শুধুমাত্র একটি সহজ পরীক্ষা পেটের আল্ট্রাসনোগ্রাম করেই এই রোগ নির্ণয় সম্ভব।

ডা: জাহিদুল ইসলাম খান
জেনারেল, ল্যাপারোস্কপিক ও ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন
বসুন্ধরা আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার:
মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতাল
সূত্রাপুর, গেন্ডারিয়া, ঢাকা।

সময়:
সোমবার রাত ৮-১০ টা
শুক্রবার সকাল ৯-১২ টা

যোগাযোগ:01717936631

Todays Presentation
13/12/2024

Todays Presentation


খুবই পরিচিত একটি রোগ: Wart (ওয়ার্ট)এই রোগটি শরীরের যে কোন অংশের চামড়ায় হতে পারে। এর বিভিন্ন চিকিৎসার মধ্যে Surgical Exci...
08/12/2024

খুবই পরিচিত একটি রোগ: Wart (ওয়ার্ট)

এই রোগটি শরীরের যে কোন অংশের চামড়ায় হতে পারে। এর বিভিন্ন চিকিৎসার মধ্যে Surgical Excision একটা পরিচিত পদ্ধতি।

কেন অপারেশন করা হয়?

১. কসমেটিক তথা সৌন্দর্য্য বৃদ্ধি
২. ব্যাথা অনূভুতি হওয়া
৩. রক্ত পড়া
৪. আকারে দ্রুত বড় হয়ে যাওয়া
৫. রঙয়ের পরিবর্তন হওয়া

যে কোন টিউমার বা ক্যান্সার রোগের পরামর্শের জন্য যোগাযোগ করুণ

ডা: জাহিদুল ইসলাম খান
ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন
বসুন্ধরা আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার:
মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতাল
সূত্রাপুর, গেন্ডারিয়া, ঢাকা

ফোন নাম্বার: 01717936631


অন্ডকোষের ক্যান্সার ও পেটের ভিতরের রেট্রোপেরিটোনিয়াল টিউমার রোগের সফল সার্জারি সম্পন্ন
01/12/2024

অন্ডকোষের ক্যান্সার ও পেটের ভিতরের রেট্রোপেরিটোনিয়াল টিউমার রোগের সফল সার্জারি সম্পন্ন

Address

Dhaka

Telephone

+8801717936631

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Jahid Surgical Oncologist ডা জাহিদ ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Jahid Surgical Oncologist ডা জাহিদ ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন:

Share