
21/03/2025
আলহামদুলিল্লাহ!!
আজ সপ্তম পোস্ট অপারেটিভ ডে তে রোগীর মুখে হাসি।
Osteosarcoma of Left Shoulder with Bilateral Lung Metastases এ আক্রান্ত হয়ে প্রায় ২৬ কেজি ওজনের টিউমার নিয়ে ব্যাথায় জীবন যাপন করছিলেন। কিছুটা ক্যান্সার সম্পর্কে অজ্ঞতা ও অসচেতনার জন্য আজ এই অবস্থার মুখোমুখি ছিলেন উনি।
যেহেতু ফুসফুসে ক্যান্সার ছড়িয়ে গিয়েছে তাই শুধুমাত্র উনার symptom relief and tumor burden কমানোর লক্ষ্যে Palliative Surgery করার মত কঠিন decision নিতে হয় আমাদের।
খুবই challenging and difficult operation ছিল, টিউমার এর কারনে anatomy distorted ছিল - subclavian vein and artery অনেক কষ্টে খুজে পেয়ে Ligate করার পর কিছুটা স্বস্তি মেলে।
তবে মূল challenge টা ছিল, Anesthesiologist Sir এর, দীর্ঘ ৪ ঘন্টা এমন ভংগুর ফুসফুস কে সঞ্চালন করা কোন সহজ কাজ নয়। তবুও চেতনা ফিরিয়ে আনতে সময় লেগে যায়, তারপর ICU support এ দুইদিন যুদ্ধ করে রোগী আজ মোটামুটি সুস্থ।
সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের এই কাজে সফলতা দিয়েছেন।
Dr Jahid Surgical Oncologist ডা জাহিদ ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন