Dr. Salman Bashar Al Ayub

Dr. Salman Bashar Al Ayub MBBS (ShSMC), BCS (Health), MD(Medical Oncology)
Medical Oncologist
NICRH, Mohakhali, Dhaka

07/06/2025

সবাইকে ঈদ মুবারক

Ramadan Mubarak to everyone.🤲🤲
01/03/2025

Ramadan Mubarak to everyone.🤲🤲

17/11/2024

ফুসফুসের ক্যান্সারের পর্যায়গুলি:

প্রথম পর্যায়: ক্যান্সার ফুসফুসে সীমাবদ্ধ।
দ্বিতীয় পর্যায়: ক্যান্সার ফুসফুস এবং নিকটস্থ লিম্ফ নোডে উপস্থিত রয়েছে।
তৃতীয় পর্যায়: ক্যান্সার লিম্ফ নোডে উপস্থিত থাকে এবং বুকের একদিকে উপস্থিত হতে পারে যেখানে ক্যান্সার বাড়তে শুরু করেছে বা বুকের বিপরীতেও উপস্থিত হতে পারে।
স্টেজ চতুর্থ: ক্যান্সার উভয় ফুসফুসে এবং ফুসফুসের আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ফুসফুসের ক্যান্সারের সংকেত ও লক্ষণ:কাশি যে ঠিক হয় নারক্ত কাশিবুকে ব্যথাকর্কশতাক্ষুধামান্দ্যওজন হ্রাসনিঃশ্বাসের দুর্বলতা
02/11/2024

ফুসফুসের ক্যান্সারের সংকেত ও লক্ষণ:

কাশি যে ঠিক হয় না
রক্ত কাশি
বুকে ব্যথা
কর্কশতা
ক্ষুধামান্দ্য
ওজন হ্রাস
নিঃশ্বাসের দুর্বলতা

কেমোথেরাপি কেন দেয়া হয়?*ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য।*কোষের বৃদ্ধি বন্ধ করার জন্য।*ক্যান্সার কোষের বিভাজন রোধ করার জন্য...
24/10/2024

কেমোথেরাপি কেন দেয়া হয়?

*ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য।
*কোষের বৃদ্ধি বন্ধ করার জন্য।
*ক্যান্সার কোষের বিভাজন রোধ করার জন্য।
*ক্যান্সার কোষে পুষ্টি সরবরাহ বন্ধ করার জন্য।
*রোগীর ব্যথা উপসম করার জন্য।
*বেঁচে থাকার সময় বৃদ্ধির জন্য।

ক্যান্সার রোগী কি চিনি খেতে পারবে?আপনি যদি ডায়াবেটিসে ভুগে থাকেন তবে অবশ্যই চিনি এড়িয়ে চলতে হবে এবং ডাক্তারের নির্দেশ...
11/10/2024

ক্যান্সার রোগী কি চিনি খেতে পারবে?

আপনি যদি ডায়াবেটিসে ভুগে থাকেন তবে অবশ্যই চিনি এড়িয়ে চলতে হবে এবং ডাক্তারের নির্দেশনা মেনে চলতে হবে। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা না থাকে, তাহলে প্রতিদিন 3 থেকে 4 চামচ চিনি খাওয়ার কোনও ক্ষতি নেই। আপনি এখান ক্যান্সার রোগীদের জন্য একটি সম্পূর্ণ ডায়েট প্ল্যান ডাউনলোড করতে পারেন।

03/10/2024



With everyone's cooperation, the first day of our program concluded very successfully.

27/09/2024
খাদ্যনালীর ক্যান্সার: লক্ষণ সাধারণ তবে মৃত্যু ঝুঁকি বেশি, করণীয় কী?বাংলাদেশের মানুষের মধ্যে শনাক্ত হওয়া সাধারণ ক্যান্স...
21/09/2024

খাদ্যনালীর ক্যান্সার: লক্ষণ সাধারণ তবে মৃত্যু ঝুঁকি বেশি, করণীয় কী?

বাংলাদেশের মানুষের মধ্যে শনাক্ত হওয়া সাধারণ ক্যান্সারগুলোর একটি হল খাদ্যনালীর ক্যান্সার বা ইসোফেগাল ক্যান্সার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন খাদ্যনালীর ক্যান্সারে। বলা হচ্ছে, মোট রোগীদের প্রায় ১৪% খাদ্যনালীর ক্যান্সারে ভোগেন।

খাদ্যনালী হল মানুষের মুখ থেকে পাকস্থলীর সাথে সংযোগকৃত ফাঁকা নল। এর মূল কাজ মুখ গহ্বরে থাকা খাবার পাকস্থলী পর্যন্ত নিয়ে যাওয়া।

এটি খাদ্যনালীর অভ্যন্তরে প্রদাহ বা টিউমার থেকে ক্যান্সার হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২০ সালের ওই প্রতিবেদন অনুযায়ী, এক বছরে ২১ হাজার ৭৪৫ জনের মধ্যে খাদ্যনালীর ক্যান্সার শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ হাজার এবং নারী আক্রান্ত হয়েছেন সাড়ে সাত হাজারের কিছু বেশি।

পুরুষদের মধ্যে আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকলেও এখন খাদ্যনালীর ক্যান্সার শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের পরেই খাদ্যনালী ক্যান্সারের অবস্থান।

এছাড়া এই ক্যান্সারে মৃত্যুহারও সবচেয়ে বেশি- প্রায় ১৪% এর মতো।

ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ডের ২০১৮ সালের গবেষণা অনুযায়ী খাদ্যনালী ক্যান্সারে আক্রান্তের হারে বাংলাদেশে এশিয়ায় চতুর্থ অবস্থানে রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধে এখন থেকেই উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কেমোথেরাপি কীভাবে দেয়া হয়?সাধারণত ইনজেকশনের মাধ্যমে কেমোথেরাপি শিরায় প্রবেশ করানো হয়।অনেক সময় স্যালাইন যেভাবে দেয়া...
09/09/2024

কেমোথেরাপি কীভাবে দেয়া হয়?

সাধারণত ইনজেকশনের মাধ্যমে কেমোথেরাপি শিরায় প্রবেশ করানো হয়।

অনেক সময় স্যালাইন যেভাবে দেয়া হয়, কেমোথেরাপিও সেভাবে দেয়া হয়। এতে করে ঔষধ কিছুটা পাতলা হয়ে আসে।

কোন রোগীকে যদি অন্য ঔষধও নিতে হয় তখন তার শিরায় একটি ইনজেকশনের টিউব রেখে দেয়া হয়। যাতে করে বিভিন্ন ধরনের ঔষধের জন্য বারবার সেটি খুলতে এবং লাগাতে না হয়। এতে করে রোগীর অস্বস্তি কম হতে পারে।

অনেক সময় শরীরের একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণ কেমোথেরাপি দিতে হয়। ক্যান্সার আক্রান্ত জায়গাটিতে কেমোথেরাপি সরাসরি প্রয়োগ করা হলে পার্শ্বপ্রতিক্রিয়া কম হতে পারে।

কেমোথেরাপি কতদিন চলবে সেটি নির্ভর করে ক্যান্সারের ধরণের উপর। কিছু কেমোথেরাপি ১৫দিন পরপর দেয়া হয়। আবার কিছু দেয়া হয় এক মাস পরপর।

এমপক্স কী এবং এর লক্ষণগুলো কী?:গুটিবসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক।প্রথমে এটি প্রাণী থে...
18/08/2024

এমপক্স কী এবং এর লক্ষণগুলো কী?:

গুটিবসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক।

প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল। কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষেও ছড়ায়।

এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা।

আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশসহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে।

অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল পুরু আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায়। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে।

সংক্রমণের ১৪ থেকে ২১ দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে।

তবে ছোট শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক।

এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং যৌনাঙ্গসহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে।

ওভারিয়ান ক্যান্সার সারা বিশ্বে একটি কমন ক্যান্সার।মহিলাদের ডিম্বাণু (ওভাম) সৃষ্টিকারক অঙ্গ (ওভারি)-এর টিস্যুর ক্যান্সার...
10/08/2024

ওভারিয়ান ক্যান্সার সারা বিশ্বে একটি কমন ক্যান্সার।মহিলাদের ডিম্বাণু (ওভাম) সৃষ্টিকারক অঙ্গ (ওভারি)-এর টিস্যুর ক্যান্সারকে ওভারিয়ান ক্যান্সার বলে। আসুন আমরা স্যারের কাছ থেকে এই ক্যান্সার লক্ষণ ও তার প্রতিকার কি শুনি:

Address

TB Gate Road, Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Salman Bashar Al Ayub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Salman Bashar Al Ayub:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram