Ergon Ayurvedic Medicine BD

Ergon Ayurvedic Medicine BD Health and Beauty Food Supplement, Personal Care, Beauty and Wellness, Skin Care, Weight loss, Product

আল কুইট (Al Quit) #কার্যকারিতাঃএকজিমা, দাউদ, সোরিয়াসিস,আটিক্যারিয়া,এলার্জি,চুলকানি, ব্রন, মেছতা, কুঠ ও বাতরক্ত প্রশমক।ন্...
30/01/2024

আল কুইট (Al Quit)
#কার্যকারিতাঃ
একজিমা, দাউদ, সোরিয়াসিস,আটিক্যারিয়া,এলার্জি,
চুলকানি, ব্রন, মেছতা, কুঠ ও বাতরক্ত প্রশমক।

ন্যাচারাল আয়ুর্বেদিক ঔষধ।

ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের জন্য ডায়কেয়ার, ইরো-লিনা এবং ই-ওপিআই সেবনে আল্লাহর রহমতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ্।...
02/01/2024

ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের জন্য ডায়কেয়ার, ইরো-লিনা এবং ই-ওপিআই সেবনে আল্লাহর রহমতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ্।

নিয়মিত সেবন করুন ।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।
সুস্থ থাকুন ।

Price -
Ero-Lina:550Tk (30 piece)

Dicare:900 Tk(60 piece) & 450 Tk(30 piece)

E-OPI:900 Tk(100 piece) & 275 Tk(30 piece)

1) Cap. Dicare (ডায়কেয়ার) চলবে
সুগার লেভেল - - - - - - - ডোজ
(0-10 m.mol/L))= 0+0+1
(11-15 m.mol/L))= 1+0+1
(16-20 m.mol/L))= 1+1+1
(20 up m.mol/L))= 2+0+2
(খাবারের ৩০ মিনিট পূর্বে সেব্য)

পাশাপাশি

2) Cap. Erolina(ইরোলিনা)
১+০+১ আহারের পর সেব্য

3) Cap. E-OPI (ই-ওপিআই)
১+০+১ আহারের ৩০ মিনিট পূর্বে সেব্য
------------------------------------------------------
ডায়কেয়ার সেবন করুন ইনসুলিন মুক্ত জীবন গড়ুন

ডায়কেয়ার ১০০% কার্যকরি একটি আয়ুর্বেদিক ঔষধ।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসলে আপনার ওষুধ, পথ্য ব্যয় হ্রাস পাবে ।

সবসময় আপনাদের সুস্থতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে ধন্যবাদ।
ফোন +8801710-15 00 68
Inbox or Call For more details & Order.

অশ্বগন্ধা কি এবং এর উপকারীতাঅশ্বগন্ধা আমাদের স্বাস্থের জন্য খুবই উপকারী একটা ঔষধী গাছ।অশ্বগন্ধাকে এডাপ্টোজেন বলা হয়, এর ...
01/01/2024

অশ্বগন্ধা কি এবং এর উপকারীতা

অশ্বগন্ধা আমাদের স্বাস্থের জন্য খুবই উপকারী একটা ঔষধী গাছ।

অশ্বগন্ধাকে এডাপ্টোজেন বলা হয়, এর অর্থ হল অশ্বগন্ধা আমাদের মানষিক চাপ কমাতে সাহায্য করে।

এছাড়াও অশ্বগন্ধা আমাদের মস্তিষ্ক এবং শরীরের জন্য খুবই উপকারী।

উদাহরনস্বরুপ বলা যায়, অশ্বগন্ধা রক্তে সুগারের পরিমান কমায়, কর্টিসোল কমায়, মস্তিস্কের কার্যকলাপে উন্নতি সাধন করে, দুঃচিন্তা এবং হতাশা কমাতে সাহায্য করে।

অশ্বগন্ধা আয়ুর্বেদিকের সবচে ভেষজ উদ্ভিদ। এটা প্রায় ৩ হাজার বছর ধরে মানষিক চাপ কমাতে, শক্তি বাড়াতে আর মনযোগ বৃদ্ধিতে ব্যবহার করা হচ্ছে।

অশ্বগন্ধা সংস্কৃত শব্দ, যার অর্থ “ঘোড়ার গন্ধ”, অশ্বগন্ধার গন্ধ অনেকটা ঘোড়ার মত আর ঘোড়ার মত শক্তিবর্ধক।

এটার বৈজ্ঞানিক নাম হল, “Withania Somnifera” এটা ইন্ডিয়ান জিনসেং বা উইন্টার চেরি নামেও পরিচিত।

অশ্বগন্ধা ছোট একধরনের গুল্ম, যাতে হলুদ রঙের ফুল হয়। এটা ভারত এবং উত্তর আফ্রিকাতে পাওয়া যায়। এটার জড় অথবা পাতার নির্জাস বা গুড়া বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

☞ রক্তের সুগার কমাতে অশ্বগন্ধা

বেশকিছু গবেষণাতে দেখা গেছে অশ্বগন্ধা রক্তে সুগার কমাতে সাহায্য করে।

অশ্বগন্ধা ইনসুলিন লেভেল এবং পেশীর কোষে ইনসুলিন এর কার্যকারিতা বৃদ্ধি করে।

কিছু গবেষণাতে এ ও দেখা গেছে অশ্বগন্ধা স্বাস্থ্যকর এবং ডায়াবেটিস আক্রান্ত উভয় মানুষের শরীরে, রক্তের সুগার লেভেল কমায়।

☞ ক্যান্সার রোধে অশ্বগন্ধা

বেশকিছু টেস্টটিউব আর পশুপাখীর উপর গবেষণাতে দেখা গেছে অশ্বগন্ধা টিউমার সেল ধ্বংস করতে সাহায্য করে, যা বিভিন্ন ধরনের ক্যান্সারের উপর কার্যকরী হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মানুষের উপর কোন গবেষনা সম্পন্ন হয়নি, নিকট ভবিষ্যতে হয়তো জানা যাবে।

☞ কর্টিসোল এর লেভেল কমাতে অশ্বগন্ধা

কর্টিসোল স্ট্রেস হরমোর নামে পরিচিত, কারণ যখন আমাদের শরির কোন মানষিক চাপে থাকে বা রক্তে সুগারের লেভেল কমে যায় তখন এডরেনাল গ্ল্যান্ড কর্টিসোল রিলিজ করে।

☞ অশ্বগন্ধা আপনার হতাশা, দুঃচিন্তা আর মানষিক চাপ কমাতে সাহায্য করে। এসব কম থাকলে মনযোগ বৃদ্ধি পাবে স্বাভাবিক। ঠিক এ কারণেই মনোযোগ বাড়ানোর জন্য অশ্বগন্ধা ব্যবহার হয়ে থাকে।

☞ অশ্বগন্ধা কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড লেভেল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।

☞ অশ্বগন্ধা টেস্টোস্টেরন বাড়াতে এবং ছেলেদের ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে।

নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। সকলকে জানাই নতুন বর্ষের শুভেচ্ছা। ২০২৪ -এ সবার পথচলা আরো সমৃদ্ধ হোক।
31/12/2023

নতুন স্পন্দন,
নতুন আশা,
নতুন সম্ভাবনা।
সকলকে জানাই নতুন বর্ষের শুভেচ্ছা। ২০২৪ -এ সবার পথচলা আরো সমৃদ্ধ হোক।

 #আরগোপেক (Ergopec)এলার্জি জনিত কাশি,সর্দি,জমাটবদ্ধ কফ,শ্বাসকষ্ট ও রক্তপিত্ত প্রশমনে অত্যন্ত কার্যকারী।সেবন বিধিঃ ৬-১২ ব...
13/12/2023

#আরগোপেক (Ergopec)
এলার্জি জনিত কাশি,সর্দি,জমাটবদ্ধ কফ,শ্বাসকষ্ট ও রক্তপিত্ত প্রশমনে অত্যন্ত কার্যকারী।

সেবন বিধিঃ ৬-১২ বছরঃ ১ চা চামচ দিনে ২-৩ বার,
প্রাপ্ত বয়স্কঃ ২-৩ চা চামচ দিনে ২-৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

10/12/2023
 #ট্যাবলেট ই লিউকো (Tab E-Leuco) প্রাপ্ত বয়স্ক মহিলাদের স্ত্রী-প্রজননতন্ত্রের বিভিন্ন রোগে খুবই কার্যকরী একটি ঔষধ ।  #উ...
30/11/2023

#ট্যাবলেট ই লিউকো (Tab E-Leuco) প্রাপ্ত বয়স্ক মহিলাদের স্ত্রী-প্রজননতন্ত্রের বিভিন্ন রোগে খুবই কার্যকরী একটি ঔষধ ।

#উপাদানঃ লৌহ ভস্ম, বঙ্গ, আহিফেন, রক্ত চন্দন, রক্তুৎপল ও অন্যান্য প্রাকৃতিক উপাদান।

#মানব দেহে কিভাবে কাজ করেঃ
ট্যাবলেট ই-লিউকো-এ ব্যবহৃত উপাদান সমূহে বেশকিছু ফাইটোকেমিক্যাল (Phytochemical) থাকায় এটি মানব দেহে দুইভাবে কাজ করে -
১) চূর্ণ বিচূর্ণ DNA Microbial Cell দ্বারা Nucleic Acid Synthesis কে বাধা প্রদান করে, ফলে Anaerobic Bacteria & Protozoa-এর কার্যকরী ক্ষমতা কমে যায়।
২) কোন কোন ক্ষেত্রে ট্যাবলেট ই-লিউকো-এর উপাদানসমূহ ছত্রাকের (Fungal) Cytochrome P-450-এর সাথে আবদ্ধ হয়ে Lanosterol কে Ergosterol-এ রূপান্তরিত করতে বাধা প্রদান করে। ফলে ছত্রাক (Fungal) জনিত রোগ তৈরি তে কার্যকরী ক্ষমতা কমে যায়।

#কার্যকারিতাঃ
ক) #সাদাস্রাব, স্বেতপ্রদর ও রক্তপদর-এ খুবই কার্যকরী।
খ) #অতিরিক্ত রজস্রাব (Menorrhagia) এবং ইউটেরাস-এর সমস্যা জনিত অতিরিক্ত রক্তক্ষরণ (Metrorrhagia )-এ খুবই কার্যকরী।
গ) #মেয়েদের অনিয়মিত মাসিক নিয়মিত করণে বিশেষ কার্যকরী।
ঘ) #রক্তশূন্যতা পূরণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর।
ঙ) #হোয়াইট ডিসচার্জ (সাদাস্রাব)-এর ফলে ভেজাইনাল পেইন, চুলকানি, রাশ, মাসিক বন্ধ, প্রস্রাবের সময় জ্বালাপোড়া এবং সহবাসের সময় ব্যাথা প্রতিরোধে খুবই কার্যকরী।
চ) #সাদাস্রাব এর ফলে ভেজিনার দুর্গন্ধ প্রতিরোধে খুবই কার্যকরী।
ছ) #ভেজিনাল ক্যান্দিডিয়াস-এ খুবই কার্যকরী।

#সেবনবিধিঃ
১টি করে ট্যাবলেট ই-লিউকো দিনে তিনবার নূন্যতম ৭ দিন অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

প্রকৃতিতে ফিরে আসি, সুস্বাস্থ্য স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত। সম্পুর্ন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত আরগন ফার্মাসিউটিক্যালসের (আ...
27/11/2023

প্রকৃতিতে ফিরে আসি, সুস্বাস্থ্য স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত। সম্পুর্ন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত আরগন ফার্মাসিউটিক্যালসের (আয়ুর্বেদিক ঔষধ) সেবন করি। নিজেকে সুস্ত্য রাখি।

আয়ু’ শব্দের অর্থ ‘জীবন’ এবং ‘বেদ’ শব্দের অর্থ ‘জ্ঞান’ বা ‘বিদ্যা’। ‘আয়ুর্বেদ’ শব্দের অর্থ জীবনজ্ঞান বা জীববিদ্যা। অর্থ...
25/11/2023

আয়ু’ শব্দের অর্থ ‘জীবন’ এবং ‘বেদ’ শব্দের অর্থ ‘জ্ঞান’ বা ‘বিদ্যা’। ‘আয়ুর্বেদ’ শব্দের অর্থ জীবনজ্ঞান বা জীববিদ্যা। অর্থাৎ‍ যে জ্ঞানের মাধ্যমে জীবের কল্যাণ সাধন হয় তাকে আয়ুর্বেদ বা জীববিদ্যা বলা হয়। আয়ুর্বেদ চিকিত্‍সা বলতে ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে যে চিকিত্‍সা দেয়া হয় তাকে বুঝানো হয়। এই চিকিত্‍সা ৫০০০ বছরের পুরাতন। পবিত্র বেদ এর একটি ভাগ - অায়ুর্বেদ এর যে অংশে চিকিৎসা বিদ্যা বর্ণিত আছে তাই আয়ুর্বেদ। আদি যুগে গাছপালার মাধ্যমেই মানুষের রোগের চিকিৎসা করা হতো। এই চিকিত্‍সা বর্তমানে ‘ইউনানী ন্যাচারাল বা আয়ুর্বেদিক চিকিৎসা’ নামে পরিচিত বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই চিকিত্‍সা বেশি প্রচলিত। পাশাপাশি উন্নত বিশ্বেও এই চিকিত্‍সা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। কারণ মর্ডান এলোপ্যাথি অনেক ঔষধেরই side effect বা পার্শ প্রতিক্রিয়া রয়েছে। যেমনঃ ঔষধ সিপ্রোফ্লক্রাসিন, ফ্লুক্লক্রাসিলিন, মেট্রোনিডাজল, ক্লক্রাসিলিন প্রভৃতি ঔষধ রোগ সারানোর পাশাপাশি মানব শরীরকে দুবর্ল করে ফেলে এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে স্মৃতিশক্তি, যৌনশক্তি, কর্মক্ষমতা কমে যাওয়ার ইতিহাস পাওয়া যায়। কিন্তু তবুও দ্রুত আরোগ্য লাভের জন্য মানুষ এগুলো ব্যবহার করে চলেছে। পক্ষান্তরে ডাক্তার এবং ঔষধ ব্যবসায়ীগণ এসকল পার্শ প্রতিক্রিয়া পরোয়া না করে সুনামের জন্য অনবরত যথেচ্ছহারে রোগীদেরকে এসকল ঔষধ দিয়ে যাচ্ছেন। তাই এখন এ ঔষধের বিকল্প ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হিসেবে বিশ্বে এখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে আমরা অনেকেই এই চিকিৎসা পদ্ধতি ব্যাবহার করি। এবং এই চিকিৎসায় সাইড এফেক্ট অনেক কম।পাশাপাশি একজন জঠিল কঠিন রোগি স্থায়িভাবে ভালো হয়ে থাকেন! একবার চিন্তা করে দেখুন আগের সময়ে কোন ডাক্তার আধুনিক যন্ত্রপাতি ছিলো কি না?রাজা বাদশাহ জমিদারদের সময় এই ভেষজ চিকিৎসা ধারা জঠিল এবং কঠিন রোগ আরোগ্যলাভ করতো। যুগের সাথে সাথে ভিবিন্ন চিকিৎসক চিকিৎসা ভিবিন্ন পরিক্ষা নিরিক্ষা নিয়ে, জন সাধারনকে বোকা বানিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন কিছু ডাক্তার নামের কশাই! মজার ব্যাপার হলো আজো কিছু মানুষ আছে তারা ওইসব ডাক্তারের চটকদার বিজ্ঞাপন এড়িয়ে গিয়ে ন্যাচারাল ভেষজ চিকিৎসা নিয়ে তারা সুস্থতা লাভ করছেন।পরিশেষে মানবতার জয় হোক,, জয় হোক যারা মানব সেবার উদ্দেশে এই মহান পেশায় নিয়োজিত আছেন!!
ওষধী গাছ রোপণ করুন,,মানব সেবায় অবদান রাখুন!

 #কিউরফেভ যেকোন জ্বর এর জন্য কার্যকারী।
23/11/2023

#কিউরফেভ যেকোন জ্বর এর জন্য কার্যকারী।

05/11/2023

নিউরো-এক্স(Neuro-Ex)
#কার্যকারিতাঃ ব্রেনের দূর্বলতা,হাত পা ঝি-ঝি করা ও জালা - যন্ত্রনা,মাংসপেশিতে টান পরা,আর্থ্রাইটিস আমবাত, প্যারালাইসিস পক্ষাঘাত,কটিশূল, সায়াটিকা গৃধ্রসী,ঘাড়, পিঠ ও কোমড়ের হাড় ক্ষয়জনিত নার্ভের ব্যাথা অত্যন্ত কার্যকারী।

05/11/2023

পি-কেয়ার(P-kear)
#কার্যকারিতাঃ পাইলস(অর্শরোগ),অর্শ জনিত রক্ত পরা,পুঁজ, ব্যাথা,প্রদাহ,কোঠকাঠিণ্য, এসিড ও বায়ু নিঃসারক হিসাবে কার্যকারী।

Osteo Arthritis (হাড়ের বাত ব্যথা) Acute pain/  তীব্র ব্যথা toothache /দাঁত ব্যথা CC(প্রধান লক্ষণ)1.severe pain with shor...
18/06/2022

Osteo Arthritis (হাড়ের বাত ব্যথা)
Acute pain/ তীব্র ব্যথা
toothache /দাঁত ব্যথা
CC(প্রধান লক্ষণ)
1.severe pain with short duration(স্বল্প সময়ে তীব্র ব্যথা)
2.Burning sensetion(জ্বালাপোড়া)
3.Swelling (ফোলা)
RX.
1.Tab. Etonip (ইটোনিপ) (৩/৫/৭/১০ দিন)
০+১+০ আহারের পর সেব্য।
2.Cap.Max bone-D (মেক্সবন ডি) (১মাস)
3.cap Eopi (ই-ওপিআই) (১মাস)
( বিশেষ পরামর্শ)
1.অতিরিক্ত ঠান্ডা খাবার ও পরিবেশ পরিহার করুন।
2.পায়ের গোড়ালিতে ব্যথা হলে কুসুম কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে আক্রান্ত স্থান 10 মিনিট ডুবিয়ে রাখুন।
3. অতিরিক্ত শারীরিক পরিশ্রম/কাজ নিষেধ।
4.আক্রান্ত স্থান গরম সেক দিবেন।
সবসময় আপনাদের সুস্থতা, সুস্বাস্হ্য এবং দীর্ঘ জীবন কামনা করি।

প্রকৃতিতে ফিরে আসি, সুস্বাস্থ্য স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত।সম্পুর্ন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত সরকার অনুমোদিত, আরগন ফার্মা...
23/05/2022

প্রকৃতিতে ফিরে আসি, সুস্বাস্থ্য স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত।সম্পুর্ন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত সরকার অনুমোদিত, আরগন ফার্মাসিউটিক্যালসের (আয়ুর্বেদিক ঔষধ) Max Bone D, &Max joint সেবন করি। নিজেকে ব্যথা মুক্ত রাখি।

বয়স বাড়ার সাথে সাথে এই ২টি পরীক্ষা নিয়মিত করুন।১) ব্লাড প্রেসার২) ব্লাড সুগার🔸৩টি জিনিস একেবারেই ভুলে যান৷১) বয়স বেড়ে ...
10/05/2022

বয়স বাড়ার সাথে সাথে এই ২টি পরীক্ষা নিয়মিত করুন।
১) ব্লাড প্রেসার
২) ব্লাড সুগার

🔸৩টি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করা
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা
৩) সবসময় দুঃখে কাতর থাকা

🔸৪টি খাবার যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন
২) চিনি
৩) অতিরিক্ত চর্বি ও ভাজাপোড়া খাবার
৪) বাইরের কেনা খাবার বা প্রসেসড ফুড

🔸৪টি খাবার বেশি করে খান
১) সব রকমের সবুজ শাক সব্জি
২) দেশীয় ফলমূল
৩) বিভিন্ন ধরনের বাদাম
৪) প্রোটিন জাতীয় খাবার

🔸৫টি কাজ দেরী না করে আগেই করবেন
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া

🔸৬টি জিনিষের চর্চা করুন
১) অহংকার না করা
২) সবার সাথে হাসিমুখে কথা বলা
৩) মানুষের সাথে ভালো আচরণ করা
৪) নিয়মিত শরীর চর্চা ও হাঁটা
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা
৬) সরল ও সৎ জীবন যাপন করা

🔸৭টি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য বা ঋণ
২) লোভ
৩) অলসতা
৪) ঘৃণা
৫) সময়ের অপচয়
৬) পরচর্চা, পরনিন্দা
৭) কোন রূপ নেশা বা আসক্তি

🔸সুখী হতে ৭টি জিনিস সাথে রাখুন
১) একজন প্রকৃত ভালো বন্ধু
২) নিজের সমগ্ৰ পরিবার
৩) সবসময় সুচিন্তা
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন।
“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

Address

Mirpur
Dhaka

Telephone

+8801710150068

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ergon Ayurvedic Medicine BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram