Agrani Stroke Rehabilitation Centre-ASRC

Agrani Stroke Rehabilitation Centre-ASRC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Agrani Stroke Rehabilitation Centre-ASRC, Hospital, U64, Nurjahan Road, Dhaka.

স্ট্রোক ও প্যারালাইসিস রোগীর অক্ষমতা পুর্ণাঙ্গ অ্যাসেসমেণ্টের মাধ্যমে শারীরিক অবস্থা নির্নয় করে ট্রিটমেন্ট প্লান তৈরি করা হয় এবং সেই অনুযায়ী ম্যানুয়াল চিকিৎসা সেবা প্রদান করা হয়। আপনারা সকলেই অবগত আছেন যে, ASPC ম্যানু্পুলেশন থেরাপি সেন্টার (House , Nurjahan Road Mohammadpur, Dhaka-1207) বিগত ১৮ বছর ধরে সুনামের সহিত মাস্কুলোস্কেলিটাল এবং অর্থোপেডিক কন্ডিশনের (কোমর ব্যাথা, ঘাড় ব্যাথা, বাত ব্যাথা

,কঁনুই ব্যাথা,গোড়াঁলী ব্যাথা) সহ শরীরের বিভিন্ন অংশের ব্যাথা SDM টেকনিকে অ্যাসেসমেণ্ট করে সম্পূর্ন ম্যানুয়াল থেরাপির মাধ্যমে ব্যাথা নিরাময়ের পাশাপাশি রোগীর স্বাভাবিক জীবনযাপন নিশ্চত করে আসছে।

আমরা লক্ষ করে দেখলাম যে, বাংলাদেশে স্ট্রোকের হার প্রতি ১ হাজার জনে ১১.৩৯ জন, যারা অনেক ক্ষেত্রেই সঠিক চিকিৎসার অভাবে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না।

এই চিন্তা থকেই, ASPC ম্যানু্পুলেশন থেরাপি সেন্টার (House , Noorjahan Road Mohammadpur, Dhaka-1207) বিগত ১ বছর থেকে সফল ভাবে ASRC স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেন্টার পরিচালনা করে আসছে।

যেখানে প্যারালাইসিস রোগীর অক্ষমতা পুর্ণাঙ্গ অ্যাসেসমেণ্টের মাধ্যমে শারীরিক অবস্থা নির্নয় করে ট্রিটমেন্ট প্লান তৈরি করা হয় এবং সেই অনুযায়ী ম্যানুয়াল চিকিৎসা সেবা প্রদান করা হয়। যার ফলে রোগী খুব অল্প সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

একজন রোগী স্ট্রোক করার পরে তার সর্বপ্রথম প্রয়োজন হয় মেডিক্যাল স্ট্যাবিলিটি (ব্লাড প্রেশার, তাপমাত্রা, হার্ট রেট ও ডায়াবেটিস নিয়ন্ত্রন)। স্ট্রোক করার ১০-১৫ দিন পরেই একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে পুর্ণাঙ্গ অ্যাসেসমেণ্টের মাধ্যমে রোগীর চিকিৎসা শুরু করা খুবই জরুরী যা রোগীকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করে।

আমাদের সেবাসমূহঃ
শরীরের এক হাত/এক পা কিংবা শরীরের এক পাশ দুর্বলতা, প্যারালাইসিস বা অবশ
চলাফেরায় সমস্যা বা ভারসাম্যহীনতা
একপাশে মুখ বেঁকে যাওয়া (বেলস পালসি/ফেসিয়াল পালসি)
জিবিএস

07/07/2025
07/07/2025
04/07/2025

🧠 স্ট্রোক রোগীর চিকিৎসা ও ফিজিওথেরাপি – এখনই জানুন সঠিক পদ্ধতি!

স্ট্রোক একটি হঠাৎ আঘাত, তবে সঠিক চিকিৎসা ও নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
এই ভিডিওতে আপনি জানতে পারবেন:
✅ স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা কেমন হওয়া উচিত
✅ ফিজিওথেরাপি কখন ও কীভাবে শুরু করবেন
✅ স্ট্রোক রোগীর জন্য ঘরে বসে সহজ ব্যায়াম
✅ মানসিক ও শারীরিকভাবে রোগীর পাশে থাকার উপায়

👨‍⚕️ সঠিক সময়ের চিকিৎসাই দিতে পারে নতুন জীবন।

📢 ভিডিওটি আপনার প্রিয়জন ও পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। সচেতনতা ছড়িয়ে দিন।
#স্ট্রোক #স্ট্রোকচিকিৎসা #স্ট্রোকরোগী #স্ট্রোকফিজিওথেরাপি

Address

U64, Nurjahan Road
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agrani Stroke Rehabilitation Centre-ASRC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share