Govt. Unani and Ayurvedic Medical College and Hospital

Govt. Unani and Ayurvedic   Medical College and Hospital Official page
(1)

ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এর ২০২৪-২৫ সেশন অর্থাৎ ৩৬ তম ব্যাচের প্রথম দফায় অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়েছে।
13/09/2025

ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এর ২০২৪-২৫ সেশন অর্থাৎ ৩৬ তম ব্যাচের প্রথম দফায় অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়েছে।

২০২৪-২৫ সেশন অর্থাৎ ৩৬তম ব্যাচের ভর্তির তারিখ বৃদ্ধি করে ৪ ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে..
01/09/2025

২০২৪-২৫ সেশন অর্থাৎ ৩৬তম ব্যাচের ভর্তির তারিখ বৃদ্ধি করে ৪ ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে..

৩৬ তম ব্যাচের ভর্তি ২৬-২৮ আগস্ট পর্যন্ত চলবে।ভর্তির সময় নিম্নলিখিত কাগজ পত্র প্রয়োজন হবে:১. ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষের...
27/08/2025

৩৬ তম ব্যাচের ভর্তি ২৬-২৮ আগস্ট পর্যন্ত চলবে।

ভর্তির সময় নিম্নলিখিত কাগজ পত্র প্রয়োজন হবে:
১. ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষের বিইউএমএস/বিএএমএস/বিএইচএমএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
২. এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড।
৩. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র।
৪. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র ও প্রশংসা পত্র।
৫. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র।
৬. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।
৭. উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ/গোত্র প্রধান এবং জেলা প্রশাসকের প্রদত্ত মূল সনদপত্র।

• ভর্তি প্রার্থীরা সকাল ৯ টায় ক্যাম্পাসে চলে আসবেন।

বি.দ্র. স্টুডেন্ট কপি সঙ্গে নিয়ে আসবেন।

ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে: * ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। * এইচ.এস.সি পরীক্ষ...
29/06/2025

ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে:

* ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
* এইচ.এস.সি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
* এস.এস.সি ও এইচ.এস.সি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র।
* এস.এস.সি ও এইচ.এস.সি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র ও প্রশংসা পত্র।
* স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের প্রদত্ত মূল নাগরিক সনদপত্র।
* চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
* উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ/গোত্র প্রধান এবং জেলা প্রশাসকের প্রদত্ত মূল সনদপত্র।

★ ভর্তির সময় ১৩ হাজার টাকা লাগতে পারে।

বিঃদ্রঃ বাহিরের যেকোন ক্লিনিক থেকে Chest X-ray with Report করে নিবেন ।

ভর্তি পরীক্ষার ফলাফলসেশন ২০২৪-২৫চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন।
28/06/2025

ভর্তি পরীক্ষার ফলাফল
সেশন ২০২৪-২৫
চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে BUMS, BAMS ও BHMS ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ!স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি ইউনানি, আয়ুর্বেদিক...
27/05/2025

২০২৪-২৫ শিক্ষাবর্ষে BUMS, BAMS ও BHMS ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ!

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা প্রকাশিত হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ:
২৭ জুন,২০২৫ (শুক্রবার),
বিকাল ৩ টা থেকে ৪ টা

বিষয়: (MCQ ভিত্তিক, ১০০ নম্বর)

আবেদন শুরুর তারিখ: ০১ জুন ২০২৫,
আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৫
প্রবেশ পত্র - ২৫ জুন,২০২৫

আবেদন ফি: ১০০০ টাকা (Teletalk Prepaid)

যোগ্যতা:

এসএসসি ২০২১ ও এইচএসসি ২০২৩ (বিজ্ঞান বিভাগ হতে)

উভয় পরীক্ষায় ন্যূনতম GPA ৩.৫০ এবং মোট GPA ৮.০০

জীববিদ্যা বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকতে হবে

আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য:
http://dgme.teletalk.com.bd
www.dgme.gov.bd

বিশেষ নির্দেশনা:
বিদেশি বোর্ড থেকে পাস করা শিক্ষার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে সমতুল্যতা সনদপত্র জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তী কোনো ধাপে অংশগ্রহণের সুযোগ থাকবে না।

সূত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

03/05/2025

২০২৪- ২৫ শিক্ষাবর্ষের BAMS,BUMS ভর্তি সার্কুলার প্রকাশিত হবে জুন,২০২৫।

Website - dgme.gov.bd

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল  কর্তৃক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে পুষ্প...
21/02/2025

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের শিক্ষক,মেডিকেল অফিসার,ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

#মহান_শহিদ_দিবস #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস

আজকে আয়োজিত সেমিনার.... " Mastering on building career on development sector and Professional "এর কিছু স্থির চিত্র
19/02/2025

আজকে আয়োজিত সেমিনার....
" Mastering on building career on development sector and Professional "

এর কিছু স্থির চিত্র

Address

Mirpur 13
Dhaka
1221

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Unani and Ayurvedic Medical College and Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram