Sexual Wellness Hub

  • Home
  • Sexual Wellness Hub

Sexual Wellness Hub Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sexual Wellness Hub, Medical and health, .

18/08/2025

""আমি সবসময় আল্লাহর কাছে একটি জিনিস থেকে আশ্রয় চাই!
আর সেটি হলো-নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবা! একটু হলেও অন্যদের ওপরে ভাবা!
কারণ আমি জানি, এটাই শয়তানের প্রথম ও সবচেয়ে বড় পাপ ছিলো!
*সে এটাই দাবি করেছিলো যে আমি আদমের চেয়ে উত্তম।
আর এই অহংকারের কারণে তাকে আল্লাহর দরজা থেকে চিরতরে বঞ্চিত করেছেন!
*আজ যখন কারো একটু ফ্যান-ফলোয়ার হয়!
তখন তার চারপাশে শুধু বাহবা দেওয়ার মতো লোক থাকে!
ঠিক তখনই শয়তান সেই প্রশংসার ভিতর দিয়েই আস্তে আস্তে আত্মাকে ঘিরে ফেলে!
সে ফিসফিস করে বলে,
*তুমি একটু ব্যতিক্রম, তুমি সেরা, তুমি সবার চাইতে আলাদা**
ঠিক তখন আমাদের মনে অহংকার গেঁথে দেয়!
আর আমরা সেটা বুঝতেই পারি না-
আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি!
আমি আল্লাহর কাছে বলি🤲
*হে আমার প্রতিপালক! আমাকে অহংকার থেকে রক্ষা করো(আমিন)
আমার হৃদয়কে বিনয়ী করো! আমার অন্তরকে নম্র করো,
তোমার সামনে আমি ধুলার চেয়েও তুচ্ছ*
*তুমি ছাড়া আমি কিছুই নই*
*তুমি ছাড়া আমার কোনো এলাহ নাই*
প্রিয় মানুষজন,
আমার আচরণে, কথায়. চোখে-মুখে বা কোনোভাবে
যদি কখনো অহংকারের ছাপ এসে থাকে!
যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি!
আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন!🙏
আমি প্রতিজ্ঞা করছি-
আমি কারো ওপরে না, আমি কারো নিচেও না*
আমি কেবল একজন বান্দা,
যে আল্লাহর করুণা ছাড়া এক কদমও চলতে পারেনা!
সব অহংকার, সব প্রশংসা, সব শ্রেষ্ঠত্ব,
শুধু আল্লাহরই প্রাপ্য
আমি তাঁরই দাস,
তাঁর দরবারেই আমি আমার সমস্ত অহংকার ভেঙে ফেলেছি!
আমার জন্য দোয়া করবেন-
যেন আমি সারা জীবন বিনয়ী, নম্রতা ও খাঁটি ইখলাসের সাথে পথ চলতে পারি!

*হে আমার রব চোখের এক পলক কিংবা তার চেয়েও অল্প সময়ে আপনার রহমত ও করুণা হতে আমাকে দূরে সরিয়ে দিয়েন না। (আমিন)🤲🤲🤲

18/08/2025

---

🕋 ফিরে আসার দরজা এখনো খোলা আছে — একজন পথভ্রষ্ট পুরুষের জন্য ইসলামিক বার্তা 🌙

জীবনে ভুল সবাই করে।
কিন্তু সবচেয়ে বড় ভুল হলো—ভুলের মধ্যেই পড়ে থাকা।

তুমি হয়তো নামাজ ছেড়ে দিয়েছো,
হারাম পথে সময় কাটাও,
মা-বাবার কথা শুনো না,
আর মনে মনে ভাবো — “আমার আর ফেরার পথ নেই…”

❌ ভুল ভাবছো ভাই।
আল্লাহ কখনো হতাশ করেন না।

“হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছো,
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।” (সূরা যুমার: ৫৩)

👉 আজ যদি তুমি তাওবা করো,
আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন,
এমনকি সেই গুনাহগুলোও নেকিতে পরিণত করে দিবেন! (সূরা ফুরকান: ৭০)

তুমি যতদূরে গিয়েছো,
ফেরার জন্য এক কদমই যথেষ্ট।

🕊️ শুরু করো — এক রাকাত নামাজ দিয়ে,
একটা দোয়া দিয়ে,
একটা কান্না দিয়ে।

কারণ, তুমি ফিরে এলে —
আল্লাহ নিজেই তোমার দিকে এগিয়ে আসবেন।

---

18/08/2025

যে একটি কারণে মানুষ মৃত্যুকে অপছন্দ করে,

18/08/2025

"মানব জিবনে সব পাপের মূল উৎস তিনটি:

১. অহংকার; যা ইবলিশের পতন ঘটিয়েছিল,,
২. লোভ: যার কারণে আল্লাহু তায়া’লা জান্নাত থেকে আদম (আলাইহিস-সালাম )–কে বের করেছিল।
৩. হিংসা; যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যেমন আদম (আলাইহিস-সালাম)–এর এক সন্তানের বিরুদ্ধে আরেক সন্তানকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল।

যে ব্যক্তি উক্ত তিনটি বিষয়ের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, সে দুনিয়ার যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে। কেননা, কুফরির মূল উৎস হলো ‘অহংকার’, পাপকর্মের মূল উৎস হলো ‘লোভ’, বিদ্রোহ ও সীমালঙ্ঘনের মূল উৎস হলো ‘হিংসা’।"
— ইমাম ইবনুল ক্বাইয়িম রাহিমাহুল্লাহ।
— [আল-ফাওয়াইদ: ৫৮]।🤲🤲

18/08/2025

মুসলিম নাম ধারী অনেকেই আছে যারা বলে কুরআন,হাদীস বিশ্বাস করে শ্রদ্ধা করে,মানে।।কিন্তু যখন কুরআন বা হাদীস থেকে দলীল দেওয়া হয় তখন তারা মানতে চায়না,নিজের মন মতো সেটাকে ব্যাখ্যা করে কুরআন হাদীসকে প্রত্যাখ্যান করে।।এটা এক ধরনের মুনাফিকদের চরিত্র।।রাসূল(স) যেভাবে তার জীবনে আল্লাহর হুকুমে ইসলামের জন্য জি/হা/দ, করেছে,যেভাবে ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে করেছে,যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সেটা এইসব নামধারী মুসলিমরা খুব ভালোভাবেই বলে।আর বলে এগুলা এখন সম্ভব না,আগে একসময়ের জন্য ঠিক ছিলো। আমি জানিনা আল্লাহর রাসূল(সঃ) এখন জীবিত থাকলে এই নামধারী মুসলিমরা তারে ডাকাত,চরিত্রহীন,লোভী এগুলা বলতে দ্বিতীয়বার ভাবতো কিনা,তার উম্মত হতে চাইতো কিনা?এই ধরনের মুনাফিক অহরহ। এরা নিজেদেরকে রাসূলের উম্মত দাবী করে। অথচ রাসূলের আদর্শ মন থেকে মানে না। এরা শুধু ইসলাম বলতে নামাজ,রোজা,হজ্জ আর যাকাতকেই বুঝে।।আর কিছু বুঝে না।।কি করলে ইমান নষ্ট হয়,কি করলে বেইমান হয় এই বোধ এদের নাই।।অমুকে নামাজ পরে ৫ ওয়াক্ত বাহ বেশ ভালো তাহলে।।মনে হয় নামাজ পরাটাই যেন পুরা ইসলাম।আর রাসূল(স) এর যূগে কেউ নামাজ পরবেনা এটা ভাবাই যেতো না।মুনাফিকরাও জামাতে শরীক হয়ে নামাজ পরতো।।আমাদের ইমানের যে কি অবস্থা আমরা নিজেরাও জানিনা।।খালি নামাজ,রোজা,তজবীহ গুনে গেলাম অথচ ইমান আছে নাকি শেষ হয়ে গেছে সেই খেয়াল নাই।।মনে রাইখেন ইমান ব্যতীত সকল নেক আমল ধ্বংস হয়ে যাবে।।

18/08/2025

রাসূল (সাঃ) বলছেন, "যে ব্যক্তি কাউকে ধোঁকা দেবে সে আমার উম্মত নয়।" (সহিহ মুসলিম- ২৯৫; তিরমিযি ১৩১৫)

আসসালামু আলাইকুম,,, দ্রু-ত বী-র্য পা-ত নিয়ে ল-জ্জি-ত? ল-জ্জা নয় সচেতন হন! স্থা-য়ী ভা-বে স-মা-ধান নিন! বিস্তারিত জানতে মে...
18/08/2025

আসসালামু আলাইকুম,,,
দ্রু-ত বী-র্য পা-ত নিয়ে ল-জ্জি-ত? ল-জ্জা নয় সচেতন হন! স্থা-য়ী ভা-বে স-মা-ধান নিন!
বিস্তারিত জানতে মেসেজ বক্সে ক্লিক করুন।

আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে, এই ব্যক্তি মসজিদে এসে সালাতের পূর্বে ইমাম সাহেবকে বলেছিলেন,“যদি কখনো আমাকে টানা দুই ওয়াক্ত...
18/08/2025

আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে, এই ব্যক্তি মসজিদে এসে সালাতের পূর্বে ইমাম সাহেবকে বলেছিলেন,“যদি কখনো আমাকে টানা দুই ওয়াক্ত মসজিদে জামায়াতের সালাতে অনুপস্থিত থাকতে দেখেন, তখন বুঝে নেবেন আমি বাড়িতে মৃত্যুবরণ করেছি।”

ইমাম সাহেব তার প্রতি বিস্মিত হলে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে, তাঁর কোনো সন্তান নেই এবং স্ত্রীও ইন্তিকাল করেছেন। সেদিন থেকেই বছরের পর বছর তিনি এক ওয়াক্ত সালাতও মসজিদের জামায়াতে কাযা করেন নি।

২০১৯ সালের জুলাই মাসে, জুমার সালাতের সময় তিনি মসজিদেই ইন্তিকাল করেন, সেখানে উপস্থিত সবাই তাঁর মৃত্যুর সাক্ষী হন।
আল-ফাতিহা।

18/08/2025

পুরুষের জন্য বিশাল বড় এক পরীক্ষা হলো স্ত্রীর প্রেগন্যান্সি টাইম। একদিকে বিশাল দায়িত্ব অন্যদিকে চরিত্র হেফাজতের প্রচেষ্টা। অনেক পেশেন্ট পথভ্রষ্ট হয়েছে এই সময়ে,স্ত্রীর আমানতের খেয়ানত করেছে। নিজের খায়েশ মেটাতে খারাপ জায়গায় গিয়েছে।

এরপরে আরেকটা সময় আসে সন্তান পৃথিবীতে আসলে। স্ত্রীর সাথে কোয়ালিটি টাইম কাটানো,দুজন কাছাকাছি আসা,কথা বলা,গল্প করা সবই কমে যায়। শয়তান যেন এখানে জিতে না যেতে পারে। মনে রাখবেন আপনার স্ত্রীর এই কষ্ট আপনার পুরুষত্বকে পূর্ণতা দেয়,পিতা হবার মতো এবং বাবা ডাক শোনার মতো সৌভাগ্য এনে দেয়॥

দূরত্বের এই সময়ে নিজেকে ধ্বং-স না করে স্ত্রীর পাশে থাকা,সহযোগিতা করা এবং নিজ চরিত্র হেফাজত যে করতে পারে সেই প্রকৃত অর্থে পুরুষ!

18/08/2025

আল্লাহ খুব দূরের সত্তা, তাকে সহজে কাছে পাওয়া যায় না, এ রকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে।

আসলেই কি আল্লাহ দূরের সত্তা?

মহান আল্লাহ কুরআনে বলেছেন, আর আমি তার গলার ধমনী হতেও অধিক নিকটে (সূরা ক্বাফ ১৬)।

হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, কেউ যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে একহাত এগিয়ে যাই। কেউ আমার দিকে একহাত এগিয়ে এলে আমি তার দিকে দুইহাত এগিয়ে যাই। আর কেউ আমার দিকে হেঁটে হেঁটে এলে আমি তার দিকে দৌড়ে যাই।

আপনি হাঁটা শুরু করলে যে সত্তা আপনার দিকে দৌড়ে আসেন, তিনি কি পর হতে পারেন?

আল্লাহ রহমত বা দয়া সৃষ্টি করে সেটাকে দুই ভাগে ভাগ করেছেন। একদিকে রেখেছেন ৯৯ ভাগ আর অন্যদিকে রেখেছেন ১ ভাগ। এই একভাগ ভালোবাসা তিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র সৃষ্টিকুলের মধ্যে বণ্টন করে দিয়েছেন।

একভাগ দয়ার ক্ষুদ্র একটি অংশ পেয়ে আমরা আমাদের সন্তানদের কত ভালোবাসি! এই একভাগ ভালোবাসার একটি ক্ষুদ্রাংশ পেয়ে হিংস্র বাঘিনী তার শাবককে দুধপান করায়।

এই একভাগ ভালোবাসার একটি ক্ষুদ্রাংশ পেয়ে সন্তানদের পৃথিবীতে আনতে গিয়ে মাকড়সা নিজের জীবনকে বিসর্জন দেয়।

এই একভাগ ভালোবাসার একটি ক্ষুদ্রাংশ পেয়ে একটি মুরগি প্রবল বৃষ্টিতে ভিজেও ছানাদের বুকের নিচে আগলে রাখে।

তাহলে বাকি নিরানব্বই ভাগ দয়া যার কাছে সঞ্চিত আছে, সৃষ্টির প্রতি তার মমতা কতখানি হতে পারে?

আল্লাহ পর নন, তিনি আমাদের বড় আপন। তিনি শুধু চান, কখন আমরা তাকে ডাকব।

তাকে হৃদয় থেকে ডাকুন, তার উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন। আর চলার পথে যিনি আল্লাহকে অনুভব করার গুণ অর্জন করে ফেলেন, পৃথিবীর কোনো দুঃখতাপ তাকে বিচলিত করতে পারে না।

06/01/2025

ইসলামের পরিভাষায় অহংকার হলো- ‘সত্যকে অস্বীকার করা এবং অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করা

29/12/2024

আসসালামু আলাইকুম,
দ্রু-ত বী-র্য পা-ত ও উ-ত্থান জ-নিত সমস্যা নিয়ে ভুগ-ছেন। তাদের জন্য স্থায়ী সমাধান।

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
অথবা যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে 01332-324563

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sexual Wellness Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sexual Wellness Hub:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram