01/10/2025
আজ প্রিয়জন ফাউন্ডেশন-এ পালিত হলো বিশ্ব প্রবীণ দিবস, প্রবীণদের প্রতি সম্মান ও যত্নের বার্তা ছড়িয়ে দিতে। এই দিনটিকে কেন্দ্র করে আমাদের প্রিয় প্রবীণদের নিয়ে আয়োজন করা হয়েছিল নানান রকম কর্ম-এক্টিভিটি—
✅ আড্ডা ও গল্প শেয়ারিং
✅ গান ও কবিতা আবৃত্তি
✅ হালকা ব্যায়াম ও মাইন্ড গেমস
✅ কেক কাটিং ও মিলনমেলা
🤝 আমরা বিশ্বাস করি—প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রেরণার ভাণ্ডার। তাদের প্রতি ভালোবাসা, সম্মান ও যত্নই পারে একটি মানবিক সমাজ গড়ে তুলতে।
🌿 প্রবীণের তরে নবীন, যত্নে গড়ে উঠুক সুন্দর জীবন।
📍 প্রিয়জন ফাউন্ডেশন | ঢাকা, বাংলাদেশ
☎️ 01940-101080
✉️ info@priyojon.org । priyojon.org