Priyojon Nibas - Old Age Home Dhaka

Priyojon Nibas - Old Age Home Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Priyojon Nibas - Old Age Home Dhaka, Retirement and care home, 1/F, Shah-Alibagh, Mirpur/1, Dhaka.
(1)

প্রবীণদের জন্য নিরাপদ, সম্মানজনক ও ঘরোয়া পরিবেশে বিশেষায়িত মেমোরি কেয়ার ও পুনর্বাসন সেবা প্রদান করে। আমাদের প্রশিক্ষিত কেয়ারগিভার, ডাক্তার ও থেরাপিস্টরা ২৪/৭ যত্ন নিশ্চিত করে আপনার প্রিয়জনের জন্য।

01/10/2025

আজ প্রিয়জন ফাউন্ডেশন-এ পালিত হলো বিশ্ব প্রবীণ দিবস, প্রবীণদের প্রতি সম্মান ও যত্নের বার্তা ছড়িয়ে দিতে। এই দিনটিকে কেন্দ্র করে আমাদের প্রিয় প্রবীণদের নিয়ে আয়োজন করা হয়েছিল নানান রকম কর্ম-এক্টিভিটি—

✅ আড্ডা ও গল্প শেয়ারিং
✅ গান ও কবিতা আবৃত্তি
✅ হালকা ব্যায়াম ও মাইন্ড গেমস
✅ কেক কাটিং ও মিলনমেলা

🤝 আমরা বিশ্বাস করি—প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রেরণার ভাণ্ডার। তাদের প্রতি ভালোবাসা, সম্মান ও যত্নই পারে একটি মানবিক সমাজ গড়ে তুলতে।

🌿 প্রবীণের তরে নবীন, যত্নে গড়ে উঠুক সুন্দর জীবন।

📍 প্রিয়জন ফাউন্ডেশন | ঢাকা, বাংলাদেশ
☎️ 01940-101080
✉️ info@priyojon.org । priyojon.org

💙 প্রিয়জনের হাসি আমাদের প্রতিশ্রুতি 💙বিশেষ শিশুদের বিকাশ ও প্রবীণদের সুস্থতায় নির্ভরযোগ্য থেরাপি সেবা এখন এক ঠিকানায় — P...
27/09/2025

💙 প্রিয়জনের হাসি আমাদের প্রতিশ্রুতি 💙
বিশেষ শিশুদের বিকাশ ও প্রবীণদের সুস্থতায় নির্ভরযোগ্য থেরাপি সেবা এখন এক ঠিকানায় — Priyojon – Special Child & Senior Care Therapy Center।

✅ স্পিচ থেরাপি
✅ অকুপেশনাল থেরাপি
✅ বিহ্যাভিয়ার থেরাপি
✅ ফিজিওথেরাপি

📞 01994-888999
📍 Mirpur-1, Dhaka
🌐 www.piyojon.care

🌸 Priyojon Memory Care Homes-এ আমরা বিশ্বাস করি প্রবীণদের যত্ন মানেই শুধু চিকিৎসা নয়, বরং ভালোবাসা, সম্মান আর আন্তরিক সং...
27/09/2025

🌸 Priyojon Memory Care Homes-এ আমরা বিশ্বাস করি প্রবীণদের যত্ন মানেই শুধু চিকিৎসা নয়, বরং ভালোবাসা, সম্মান আর আন্তরিক সংযোগ। 💙

আমাদের কেয়ারগিভাররা শুধু সাহায্যই করেন না—তারা শোনেন, সান্ত্বনা দেন, আর প্রতিদিন ছোট ছোট মুহূর্তগুলোকে অর্থবহ করে তোলেন। 🌿

প্রতিটি হাসি, প্রতিটি ধৈর্যশীল স্পর্শ আর প্রতিটি সহানুভূতিপূর্ণ যত্ন আমাদের প্রবীণদের জীবনকে করে তোলে আরও উজ্জ্বল ও নিরাপদ। 🏡✨
কারণ এখানে, Care feels like family.

#প্রিয়জন_সিনিয়র_কেয়ার

26/09/2025

কিছু কিছু সময় প্রবীণদের ইচ্ছার মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে ❤️

এই মেম্বারকে ফল কেটে দিতে চাইলেও উনি বললেন – “না, আমি নিজেই খাবো।” যদিও দাঁতের সমস্যায় সহজে খেতে পারেন না, তবুও আত্মসম্মান আর নিজের ইচ্ছেটাই উনার কাছে সবচেয়ে বড়। 🍎🥭

আমাদের কাজ শুধু যত্ন নয়, প্রবীণের সম্মান, ইচ্ছে আর আবেগকে সমানভাবে মূল্য দেওয়া। 💚

✨ “প্রবীণের তরে নবীন” শুধু একটি প্রজেক্ট নয়, এটি এক আবেগ, এক ভালোবাসার যাত্রা 💙।🎶 প্রবীণদের লুকানো প্রতিভা—গান, গল্প আর ...
21/09/2025

✨ “প্রবীণের তরে নবীন” শুধু একটি প্রজেক্ট নয়, এটি এক আবেগ, এক ভালোবাসার যাত্রা 💙।
🎶 প্রবীণদের লুকানো প্রতিভা—গান, গল্প আর হাসিতে ভরে উঠেছিলো পুরো আয়োজন।

😊 তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় পুরস্কার।
🤝 এই উদ্যোগে যুক্ত থেকে আমরা গর্বিত ও আনন্দিত।
🌸 আসুন, প্রবীণদের পাশে থেকে ভালোবাসা ও যত্নের সেতুবন্ধন গড়ে তুলি।

#প্রবীণেরতরেনবীন

20/09/2025

প্রবীণের তরে নবীন
#প্রবীণের_তরে_নবীন

আমাদের সমাজের প্রবীণরা আজকের অবস্থানে আসতে আজীবন পরিশ্রম করেছেন। তাদের পাশে দাঁড়ানো, সময় দেয়া ও আনন্দ ভাগ করে নেয়া – এটি...
19/09/2025

আমাদের সমাজের প্রবীণরা আজকের অবস্থানে আসতে আজীবন পরিশ্রম করেছেন। তাদের পাশে দাঁড়ানো, সময় দেয়া ও আনন্দ ভাগ করে নেয়া – এটিই আমাদের দায়িত্ব। 💚

👉 তাই আয়োজন করা হয়েছে “প্রবীণের তরে নবীন” ইভেন্ট, যেখানে নবীনরা প্রবীণদের সঙ্গে কাটাবে এক বিকেল আড্ডা, গল্প, গান আর স্মৃতিচারণে ভরা।

ইভেন্টে থাকবে –
✅ প্রবীণদের সাথে সরাসরি আড্ডা ও গল্প শোনা 📖
✅ গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনা 🎶
✅ স্মৃতিচারণ ও অভিজ্ঞতা ভাগাভাগি 🕰️
✅ নবীনদের মাধ্যমে ভালোবাসা ও সম্মান জানানোর সুযোগ 🌸

এই ইভেন্টের মূল উদ্দেশ্য 👉 নবীনদের শেখানো কিভাবে প্রবীণদের পাশে থাকতে হয়, আর প্রবীণদের মনে করিয়ে দেয়া – তারা কখনো একা নন। 💖

📍 স্থান: প্রিয়জন নিবাস, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা
📞 বিস্তারিত জানতে যোগাযোগ: 01994-888999

✨ আসুন, প্রমাণ করি – প্রবীণ মানেই আমাদের মূল, নবীন মানেই তাদের শক্তি।

#প্রবীণের_তরে_নবীন

প্রবীণের তরে নবীন ❤️❤️❤️
19/09/2025

প্রবীণের তরে নবীন ❤️❤️❤️

“প্রিয়জন ডিমেনশিয়া রিহ্যাব সেন্টার ঢাকায় প্রবীণদের জন্য নিরাপদ, সম্মানজনক ও ঘরোয়া পরিবেশে বিশেষায়িত মেমোরি কেয়ার ও পুনর্...
18/09/2025

“প্রিয়জন ডিমেনশিয়া রিহ্যাব সেন্টার ঢাকায় প্রবীণদের জন্য নিরাপদ, সম্মানজনক ও ঘরোয়া পরিবেশে বিশেষায়িত মেমোরি কেয়ার ও পুনর্বাসন সেবা প্রদান করে। আমাদের প্রশিক্ষিত কেয়ারগিভার, ডাক্তার ও থেরাপিস্টরা ২৪/৭ যত্ন নিশ্চিত করে আপনার প্রিয়জনের জন্য।”

প্রবীণ যারা ডিমেনশিয়া বা মেমোরি সমস্যায় ভুগছেন, তাদের জন্য শুধু ওষুধ নয় – দরকার একটি ঘরোয়া পরিবেশ, নিয়মিত যত্ন আর মানসিক...
18/09/2025

প্রবীণ যারা ডিমেনশিয়া বা মেমোরি সমস্যায় ভুগছেন, তাদের জন্য শুধু ওষুধ নয় – দরকার একটি ঘরোয়া পরিবেশ, নিয়মিত যত্ন আর মানসিক সাপোর্ট।

👉 আমাদের Memory Care Home এ রয়েছে:
✅ ২৪/৭ প্রশিক্ষিত কেয়ারগিভার ও নার্স
✅ প্রতিদিন স্বাস্থ্যকর খাবার ও পুষ্টি মেনু
✅ মেডিকেল সাপোর্ট ও নিয়মিত চেকআপ
✅ মেমোরি গেমস, নার্ভ থেরাপি ও গ্রুপ অ্যাক্টিভিটিজ
✅ নিরাপদ ও আরামদায়ক আবাসন ব্যবস্থা

এখানে প্রতিটি মা-বাবা পান সম্মান, ভালোবাসা আর সঠিক যত্ন।
কারণ আমরা বিশ্বাস করি, "প্রবীণরা বোঝা নয়, তারা পরিবার।" ❤️

📞 এখনই যোগাযোগ করুন: 01994-888999
📍 93 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-1215

আমারা পুরো প্রিয়জন টিম—আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ও অঙ্গীকারকে ধরে রেখেছি:👉 প্রবীণদের সেবা, যত্ন ও সম্মান নিশ্চিত ক...
14/09/2025

আমারা পুরো প্রিয়জন টিম—আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ও অঙ্গীকারকে ধরে রেখেছি:
👉 প্রবীণদের সেবা, যত্ন ও সম্মান নিশ্চিত করা। 💙

প্রবীণরা শুধু পরিবার নয়, তারা আমাদের সমাজ ও জাতির শেকড়।
তাদের প্রতিটি হাসি, প্রতিটি আরামের মুহূর্ত আমাদের কাজের সবচেয়ে বড় পুরস্কার। 🌸

প্রিয়জন পরিবার বিশ্বাস করে—
✅ প্রবীণদের সঠিক কেয়ার শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব।
✅ ভালোবাসা, সহমর্মিতা ও পেশাদার যত্ন দিয়েই আমরা তাদের জীবনে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে দিতে পারি।

আমাদের এই যাত্রা শুধু একটি প্রতিষ্ঠান নয়—এটি একটি মানবিক আন্দোলন, যেখানে প্রত্যেক প্রবীণ পাবে একটি মর্যাদাপূর্ণ ও সুন্দর জীবন। 🌍✨

Priyojon Family – Care with Dignity, Love & Trust 💠

Address

1/F, Shah-Alibagh, Mirpur/1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Priyojon Nibas - Old Age Home Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram