Nazmul Hasan

Nazmul Hasan আমার রক্তে যদি সহযোগিতা করে- মুমূর্ষ রুগীর প্রাণ ,তাহলে আমরা কেন করবোনা রক্তদান?

1.নিয়মিত রক্তদাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।
2.বছরে তিনবার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে। দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়।
3.রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায়, এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।
4.রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয়, তা ওজন কমানোর ক্ষেত্রে ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
5.শরীরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোনো রোগ আছে কি-না, সেটি বিনা খরচে জানা যায়।
6.রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
7.শরীরের ভারসাম্য ঠিক থাকে।
8.এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব।

30/10/2025
কারা যেন বলেছিলো কোটা নক মেধা, মেধা মেধা। তারা আজ নিজেই কোটা চায়। কি আজব দেশ ভাই।
23/10/2025

কারা যেন বলেছিলো কোটা নক মেধা, মেধা মেধা। তারা আজ নিজেই কোটা চায়। কি আজব দেশ ভাই।

টাইমলাইনে রেখে দিন..পরবর্তী যে কোন সময়ে কাজে লাগবে...!! কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন..১)  #উত্তরা_উত্তর (Uttara ...
23/07/2025

টাইমলাইনে রেখে দিন..পরবর্তী যে কোন
সময়ে কাজে লাগবে...!!

কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন..
১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর মতিঝিল থেকে: ১০০ টাকা।
২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন, এয়ারপোর্ট, উত্তরা আজমপুর। উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৮০ টাকা।
৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১১, মিল্কভিটা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৭০ টাকা।
৬) #মিরপুর_১০ (Mirpur 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।
৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।
(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।
(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।
প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।
এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।
প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।
..মেট্রোরেল!! 🏵️

বর্তমান সময়ে বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো যে হারে কলরেট এবং ডাটা সহ অন্যান্য সার্ভিস সমূহের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে তা ...
16/07/2025

বর্তমান সময়ে বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো যে হারে কলরেট এবং ডাটা সহ অন্যান্য সার্ভিস সমূহের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে তা সত্যিই অসহনীয়! অন্তত কল এবং এসএমএস এর বিকল্প সমাধান হলো টেলিটক অপারেটরের সিম ব্যবহার করা অথবা আইপি কলিং অ্যাপ ব্যবহার করা। সরকারি প্রতিষ্ঠান হওয়ার পরও বাংলাদেশের প্রায় সব জায়গায় টেলিটক অপারেটরের নেটওয়ার্ক অবস্থা খুবই খারাপ হওয়ায় অনেকেই টেলিটক সিম ব্যবহার করতে পারে না! তবে বর্তমানে প্রায় সবাই ইন্টারনেট নির্ভরশীল হওয়ায় অনেকের কাছে সবসময় কোনো সিমে ইন্টারনেট অথবা ওয়াই-ফাই সংযোগ থাকে। সে হিসেবে আইপি কলিং অ্যাপ হতে পারে তাদের জন্য সেরা অপশন...

☞ বাংলাদেশের যেসকল IPTSP প্রতিষ্ঠানের নিজস্ব আইপি কলিং অ্যাপ আছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলো:

১। ব্রিলিয়ান্ট কানেক্ট (Brilliant Connect)
• কলরেট: ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
• কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
• প্রথমবার একাউন্ট খুললে ১০ মিনিট কথা বলার সমপরিমাণ টাকা অর্থাৎ ৪ টাকা বোনাস পাওয়া যাবে।
• এজেন্ট থেকে রিচার্জ করলে ১০% থেকে ২০% পর্যন্ত বোনাস পাওয়া যাবে।
• প্রতিবারে সর্বনিম্ম ২০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9638 ### ###
• উক্ত অ্যাপটি ইন্টারক্লাউড লিমিটেড (Intercloud limited) প্রতিষ্ঠানের অধীনে।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।

২। ডায়াল (Dial)
• কলরেট: ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট।
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
• কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
• প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না।
• মাঝেমধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করলে মিনিট বোনাস পাওয়া যায়। বোনাস অফারটি চালু থাকলে/হলে অ্যাপে মেসেজ অথবা নোটিফিকেশন পেয়ে যাবেন।
• প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9678 ### ###
• উক্ত অ্যাপটি লিংক৩ টেকনোলজিস লিমিটেড (Link3 Technologies Ltd.) প্রতিষ্ঠানের অধীনে।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করার সুবিধা নেই এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।

৩। আলাপ (Alaap)
• কলরেট: ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে।
• প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না।
• প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
• কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং দুটো সুবিধাই আছে।
• এজেন্ট থেকে রিচার্জ করলে ২০% বোনাস পাওয়া যায়।
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9696 ### ###
• উক্ত অ্যাপটি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড/বিটিসিএল (Bangladesh Telecommunications Company Limited/BTCL) প্রতিষ্ঠানের অধীনে অর্থাৎ সরকারি আইপি কলিং অ্যাপ।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।

৪। আম্বার আইটি (AmberIT)
• কলরেট: ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে।
• প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না।
• অ্যাপ থেকেই বিকাশের মাধ্যমে রিচার্জ করলে ২০% বোনাস পাওয়া যেতো এখন বন্ধ।
• প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
• কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9611 ### ###
• উক্ত অ্যাপটি আম্বার আইটি লিমিটেড (AMBER IT LTD.) প্রতিষ্ঠানের অধীনে।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।

৫। অগ্নিটক (Agnitalk)
• কলরেট: ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে।
• কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং দুটো সুবিধাই আছে।
• প্রথমবার একাউন্ট খুললে ৫ টাকা বোনাস পাওয়া যাবে।
• কোনো প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই।
• প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9606 ### ###
• উক্ত অ্যাপটি অগ্নি সিস্টেমস লিমিটেড (Agni Systems Limited) প্রতিষ্ঠানের অধীনে।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।

৬। অরবিটক (Orbitalk)
• কলরেট: ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট।
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে।
• কল ফরওয়ার্ডিং সুবিধা আছে এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
• প্রথমবার একাউন্ট খুললে ১০ টাকা বোনাস পাওয়া যাবে।
• কোনো প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই।
• প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9643 ### ###
• উক্ত অ্যাপটি রেস অনলাইন লিমিটেড (Race Online Limited) প্রতিষ্ঠানের অধীনে।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।


☞ বিশেষ দ্রষ্টব্য:

◑ উক্ত সকল আইপি কলিং অ্যাপগুলো গুগল প্লে স্টোর (Google Play Store)-এ পেয়ে যাবেন।
◑ উক্ত আইপি কলিং অ্যাপগুলো ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ সহ আইপি নম্বর গুলোতে ক্রেডিট/ব্যালেন্স/টাকা থাকতে হবে।
◑ উক্ত আইপি কলিং অ্যাপগুলো থেকে বাংলাদেশের যেকোনো টেলিফোনি/আইপি নম্বরে কল ফ্রি। এছাড়া আইপি কলিং অ্যাপ থেকে সিমিলার আইপি কলিং অ্যাপে মেসেজ, অডিও কল এবং ভিডিও কল ফ্রি (ফেসবুক ম্যাসেন্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদির মতো)।
◑ উক্ত সকল আইপি কলিং অ্যাপগুলোর প্রত্যেকটিতে আলাদা আলাদা ভাবে একটি এনআইডির মাধ্যমে সর্বোচ্চ ৫টি নম্বর রেজিষ্ট্রেশন করা যাবে।
◑ উক্ত সকল আইপি কলিং অ্যাপগুলোতে রেজিষ্ট্রেশনের পর একটি করে ভার্চুয়াল টেলিফোনি নম্বর পাওয়া যাবে; যা দিয়ে অন্যান্য মোবাইল অপারেটরের মতো কল এবং এসএমএস আদান-প্রদান করা সম্ভব।
◑ উক্ত সকল আইপি কলিং অ্যাপগুলোতে অ্যাপ থেকেই মোবাইল ব্যাংকিং (বিকাশ,নগদ,রকেট,উপায়,ট্যাপ,ওকে ওয়ালেট ইত্যাদি)/ব্যাংক অ্যাকাউন্ট/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে রিচার্জ করার সুবিধা আছে।
◑ উক্ত সকল আইপি কলিং অ্যাপে ব্যালেন্স/টাকা মেয়াদবিহীন।
◑ উক্ত সকল আইপি কলিং অ্যাপ থেকে সিমিলার আইপি কলিং অ্যাপে ব্যালেন্স/টাকা ট্রান্সফার করার সুবিধা রয়েছে।
◑ উক্ত সকল আইপি কলিং অ্যাপগুলো ইন্টারনেট নির্ভর হওয়ায় অ্যাপগুলোর কল কোয়ালিটি অনেকাংশে ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। এছাড়া কিছু কিছু সময় টেকনিক্যাল সমস্যাও থাকে। তবে কল কোয়ালিটি নিয়ে প্রায়ই ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়।
◑ উক্ত যেসকল আইপি কলিং অ্যাপে কল ফরওয়ার্ডিং সুবিধা আছে, এই সুবিধাটি মোটেও ফ্রি নয়।

[ মোবাইল অপারেটর (১) → আইপি কলিং অ্যাপ → মোবাইল অপারেটর (২)
অর্থাৎ মোবাইল অপারেটর (১) → মোবাইল অপারেটর (২) ]

আইপি কলিং অ্যাপে কল ফরওয়ার্ডিং চালু থাকলে ফরওয়ার্ড সিস্টেমটি উক্ত নিয়মে কাজ করবে। এখানে আইপি কলিং অ্যাপের উপর কোনো প্রভাব পড়বে না এবং টাকাও কাটবে না। অন্যদিকে, মোবাইল অপারেটর (১) থেকে কল করা হলে টাকা কাটবে, এটা সাধারণ বিষয়। তবে আইপি কলিং অ্যাপের কল ফরওয়ার্ড হয়ে মোবাইল অপারেটর (২) এ কল যাওয়ার পর যতক্ষন কথা বলা হবে, মোবাইল অপারেটর (২) এর কলরেট অনুযায়ী সেই পরিমাণ টাকা কাটা হবে। অর্থাৎ দুটো মোবাইল অপারেটর (১ এবং ২) থেকেই কলরেট অনুযায়ী টাকা কাটা হবে।
এছাড়া আইপি কলিং অ্যাপের কল ফরওয়ার্ড হয়ে মোবাইল অপারেটর (২) এ কল যাওয়ার পর সেখানে মোবাইল অপারেটর (১) এর নম্বর শো না করে আইপি কলিং অ্যাপের নম্বর শো করবে। মোবাইল অপারেটর (১) এর নম্বর দেখতে চাইলে আপনাকে আইপি কলিং অ্যাপের মিসড কল (Missed call) অপশনে যেতে হবে।
◑ উক্ত সকল আইপি কলিং অ্যাপগুলো সরকার কতৃক (BTRC) অনুমোদিত হওয়ায় তথ্য ঝুঁকির সম্ভাবনা নেই বললেই চলে।
◑ IPTSP এর পূর্ণরূপ হলো : INTERNET PROTOCOL TELEPHONY SERVICE PROVIDER.



☞ উক্ত সকল তথ্যের সর্বশেষ আপডেট এর তারিখ হলো ১০-০৭-২০২৫। পরবর্তীতে যেকোনো সময় উক্ত তথ্যের পরিবর্তন হতে পারে।

#সবার সহযোগিতায় ভিত্তিতে গ্রুপ এডমিনের কাছে অনুরোধ করবো আমার পোস্টটির পিনপোস্ট হিসাবে রাখা হোক।ধন্যবাদ🌸🥰
Calling App

it ... 🇧🇩

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
18/05/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

**পুরো দেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’***স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে চর্মরোগ, যা সারকোপটিস স্ক্যাবে...
29/04/2025

**পুরো দেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’**

*স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে চর্মরোগ, যা সারকোপটিস স্ক্যাবেই (Sarcoptes scabiei) নামক ক্ষুদ্র পরজীবী জীবাণুর (mite) সংক্রমণের ফলে হয়।

এর প্রধান লক্ষণগুলো হলো:

*তীব্র চুলকানি, বিশেষ করে রাতের বেলা বেশি হয়

*লালচে ফুসকুড়ি বা গুটি দেখা যায়

*চামড়ার নিচে সুঁই দিয়ে আঁকা রেখার মতো দাগ হতে পারে

*সাধারণত আঙ্গুলের ফাঁক, কব্জি, কনুই, বগল, কোমর, নাভির চারপাশ, যৌনাঙ্গ ও পায়ের গোড়ালি সংক্রমণের সাধারণ স্থান

*শিশুদের ক্ষেত্রে মাথা, মুখ, হাতের তালু ও পায়ের পাতা আক্রান্ত হতে পারে

*বেশি আক্রান্ত হলে চামড়ায় ক্ষত, ঘা এবং দ্বিতীয়িক সংক্রমণ (secondary infection) হতে পারে

স্ক্যাবিস খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তাই একজন আক্রান্ত ব্যক্তি থেকে পরিবারের অন্য সদস্যরাও সহজেই সংক্রমিত হতে পারে।

_Permethrin cream বা Ivermectin সঠিক নিয়মে ব্যাবহার করতে হবে।
_সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
_জামা, কাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে ভালো ভাবে শুকাতে হবে
_ সচেতনতা জরুরি।

ভাই তোরা ৬ এর মধ্যে শেষ করে দে ৭ আর দেখতে চায় না ব্রাজিলের জন্য শুভকামনা 🤲
27/03/2025

ভাই তোরা ৬ এর মধ্যে শেষ করে দে ৭ আর দেখতে চায় না
ব্রাজিলের জন্য শুভকামনা 🤲

17/03/2025

বয়ফ্রেন্ডের জন্য পাঞ্জাবি কিনার পর পাঞ্জাবিটা দিতে পারেন-নি, ব্রেকাপ হয়ে গেছে! এরকম পাঞ্জাবি কম দামে বিক্রি করলে জানাবেন।😊

ড.ইউসুন বলেছিলেন আমরা কোথাও যাবো না সমগ্র  বিশ্ব আমাদের কাছে আসবে ★ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আসছেন ইলন মাস্ক!★
26/12/2024

ড.ইউসুন বলেছিলেন আমরা কোথাও যাবো না সমগ্র বিশ্ব আমাদের কাছে আসবে
★ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আসছেন ইলন মাস্ক!★

Address

Pabna
Dhaka
6682

Telephone

01740412542

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nazmul Hasan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category