Friends Of Life Blood Donats BD

Friends Of Life Blood Donats BD যে কোন জায়গায় সেচ্ছায় আমরা রক্ত প্রদান করি।
সবাই আমরা একএিত সমাজ করবো আলোকিত।

13/07/2025

আসসালামুয়ালাইকুম
উৎসাহে করবো রক্তদান
বাঁচবে মুমুর্ষ রোগীর প্রাণ।

💁রোগীর নাম:হাসিনা আক্তার
💁রোগীর সমস্যা:অতিমাত্রায় রক্তশূণ্যতা
🔴রক্তের গ্রুপ:0+
💉রক্তের পরিমাণ: ১ ব্যাগ
👉হিমোগ্লোবিন :৭.১
⌚রক্তদানের সময়:আজকে অথবা আগামীকাল ৫ টাই
🏥রক্তদানের স্থান:আলোক হসপিটাল, মিরপুর -১০
👨‍👨‍👧‍👦রেফারেন্স: রোগীর মেয়ে

☎️যোগাযোগ:০১৮১৭২৮২৬৬৯

আলহামদুলিল্লাহ,, ফ্রেন্স অফ লাইফের,, পক্ষ থেকে ৭ম বার রক্ত দান। '' একটি কথা মনে রাখবেন,, আপনার ১ ব্যাগ রক্ত দান হতে পারে...
11/07/2025

আলহামদুলিল্লাহ,, ফ্রেন্স অফ লাইফের,, পক্ষ থেকে ৭ম বার রক্ত দান। '' একটি কথা মনে রাখবেন,, আপনার ১ ব্যাগ রক্ত দান হতে পারে একটি মানুষের বেচেঁ থাকার শেষ চেষ্টা। তাই আসুন সকলে মিলে করি রক্ত দান রক্তের অভাবে ঝরবেনা আর একটিও প্রান।''

আগামী ০১ বছরের জন্য " Friends Of Life "  (ফ্রেন্ডস অফ লাইফ) বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হলো।
20/06/2025

আগামী ০১ বছরের জন্য " Friends Of Life " (ফ্রেন্ডস অফ লাইফ) বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হলো।

19/06/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScpBMVKJ7iOvjjwNQaBF8rT76rw_nFFsF3aj3-KIxplwQRbPA/viewform?usp=sharing&ouid=112...
30/05/2025

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScpBMVKJ7iOvjjwNQaBF8rT76rw_nFFsF3aj3-KIxplwQRbPA/viewform?usp=sharing&ouid=112559041423448085019
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস অফ লাইফ এর বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর ও মেনেজমেন্ট ডিরেক্টর নির্বাচন শুরু হলো। সবাই ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করুন।
উক্ত নির্বাচনের মেয়াদ হবে ২৪ ঘন্টা।

ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে জয়ী করুন।

11/04/2025

সড়ক দুর্ঘটনা কবলিত ব্যক্তির জন্য জরুরী ভিত্তিতে বি+ পজেটিভ রক্তের প্রয়োজন।
রোগী পান্থপথ সমরিতা হসপিটালে ভর্তি রয়েছে।যদি কেহ রক্ত দিয়ে সহযোগিতা করেন তাহলে,
এই নাম্বারে যোগাযোগ করুন ০১৩০৩২৭৭৭৮৯

Ramadan Mubarak  Everyone
01/03/2025

Ramadan Mubarak Everyone

26/12/2024
আমাদের পেজে অনেক মানুষ আছে। আমি জানি সবাই কোথাও না কোথাও বন্যার্থ মানুষের জন্য টাকা দান করেছেন। সবার কাছে একটা রিকুয়েষ্ট...
26/08/2024

আমাদের পেজে অনেক মানুষ আছে। আমি জানি সবাই কোথাও না কোথাও বন্যার্থ মানুষের জন্য টাকা দান করেছেন। সবার কাছে একটা রিকুয়েষ্ট যে যতটুকু পারি ৫,১০,১৫ টাকা দিয়ে হলেও সহায়তা করি। কখনো কিছু চাইনি এটা আপনাদের সকলের কাছে আমার বিনীত রিকুয়েস্ট।🙏 আমাদের ফান্ড আরো বৃদ্ধি পেলে আমরা দ্রুত সাহায্যের জন্য যেতে পারি। এজন্য আপনাদের সহযোগীতা কাম্য।🧡??🖤

ফ্রেন্ডস অফ লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিএ ঈদ-উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।
16/06/2024

ফ্রেন্ডস অফ লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে
পবিএ ঈদ-উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Friends Of Life Blood Donats BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Friends Of Life Blood Donats BD:

Share

Category