NurseCure

NurseCure Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NurseCure, Medical and health, Dhaka.

Trusted Nursing & Physiotherapy Care at Your Doorstep!NurSecure পরিচালিত হচ্ছে দক্ষ BSc, MPH নার্স এবং ডিপ্লোমা নার্স, ফিজিওথেরাপিস্টদের দ্বারা, যারা আপনাদের জন্য সেরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হোম কেয়ার সলিউশন প্রদান করে।আপনার সুস্থতা আমাদের অগ্রাধিকার

🌿 ডায়াবেটিস ম্যানেজমেন্ট এখন সহজ 🌿ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা মানে শুধু ওষুধ খাওয়া নয়, বরং প্রতিদিনের সঠিক লাইফস্টাইল মে...
05/09/2025

🌿 ডায়াবেটিস ম্যানেজমেন্ট এখন সহজ 🌿

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা মানে শুধু ওষুধ খাওয়া নয়, বরং প্রতিদিনের সঠিক লাইফস্টাইল মেনে চলা।
✔️ রক্তে শর্করার মাত্রা নিয়মিত মাপুন
✔️ স্বাস্থ্যকর খাবার বেছে নিন
✔️ প্রতিদিন কিছুটা হলেও শরীরচর্চা করুন
✔️ চিকিৎসকের নির্দেশনা মতো ওষুধ সেবন করুন
✔️ মানসিক চাপ কমান
✔️ নিয়মিত মেডিকেল চেক-আপ করুন

✨ সুস্থ জীবনের জন্য ছোট ছোট অভ্যাস গুলোই বড় পরিবর্তন আনতে পারে।

💙 NurseCure – আপনার পাশে সবসময়

🏡 NurseCure: আপনার ঘরেই উন্নত মেডিকেল সেবা 🏡আমরা বিশ্বাস করি, সুস্থতা শুরু হয় নিজের ঘর থেকে। অসুস্থতা বা বয়সের ভারে যখ...
30/08/2025

🏡 NurseCure: আপনার ঘরেই উন্নত মেডিকেল সেবা 🏡
আমরা বিশ্বাস করি, সুস্থতা শুরু হয় নিজের ঘর থেকে। অসুস্থতা বা বয়সের ভারে যখন নিজেকে বা আপনার প্রিয় মানুষটিকে বিশেষ যত্নের প্রয়োজন হয়, তখনই আপনার পাশে আছে NurseCure।

আমরা শুধু একটি সার্ভিস নয়, আপনার পরিবারের একজন বিশ্বস্ত সঙ্গী।

✅ NurseCure-এর সেবাসমূহ:
· 👵 বয়সী/বৃদ্ধ ব্যক্তির যত্ন: দৈনন্দিন দেখাশোনা, ওষুধ খাওয়ানো, companionship.

· 🏥 পোস্ট-অপারেশন কেয়ার: হাসপাতাল থেকে ডিসচার্জের পর যত্ন, ড্রেসিং পরিবর্তন, ইনজেকশন ও স্যালাইন দেওয়া।

· 💉 বিশেষায়িত মেডিকেল সেবা: বেড সোর (Bed Sore) ম্যানেজমেন্ট, catheter কেয়ার, শ্বাসকষ্টের রোগীর জন্য Nebulization.

· 🩺 নিয়মিত হেলথ মনিটরিং: ডায়াবেটিস, রক্তচাপ, জ্বর - নিয়মিত Track করা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

· 🤒 দীর্ঘমেয়াদী রোগের যত্ন: যাদের দীর্ঘদিন ধরে Diabetes, Heart Disease, Arthritis আছে তাদের জন্য বিশেষ Care প্ল্যান।

✅ আমাদের অঙ্গীকার:
· 🛡️ ** RN, trained ও experienced নার্স**
· 🤝 সহানুভূতিশীল ও patient Behavior
· ⏰ ২৪/৭ Availability (প্রি-বুকি)
· 🔒 complete Privacy ও Confidentiality*

✅আমাদের সার্ভিস এরিয়া (Service Area): প্রথম পর্যায়েআমরা যেমন: উত্তরা, মিরপুর, গুলশান ইত্যাদি] এলাকায় সেবা প্রদান করছি। শীঘ্রই অন্যান্য এলাকায়ও expanding আছে।

আপনার প্রিয়জনের যত্ন আমাদের উপর ছেড়ে দিন, নিশ্চিন্ত থাকুন।
বুকিং বা বিস্তারিত জানতে আজই ইনবক্স করুন।

🥶 মৌসুমি ঠাণ্ডা-জ্বরে কাবু? নিজেকে ও পরিবারকে কীভাবে সুরক্ষিত রাখবেন? ❄️শীতের শুরুতে হঠাৎ করেই চারপাশে আক্রান্ত হচ্ছেন অ...
29/08/2025

🥶 মৌসুমি ঠাণ্ডা-জ্বরে কাবু? নিজেকে ও পরিবারকে কীভাবে সুরক্ষিত রাখবেন? ❄️

শীতের শুরুতে হঠাৎ করেই চারপাশে আক্রান্ত হচ্ছেন অনেকেই! ভাইরাল জ্বর, গলা ব্যথা, সর্দি-কাশি, শরীর ভাঙা ভাঙা অনুভব করা—এগুলো এখন খুবই সাধারণ ঘটনা।

⚠️ কিন্তু সাবধান! এটা শুধু সাধারণ ফ্লু-ই নয়, কখনো কখনো ডেঙ্গু বা ইনফ্লুয়েঞ্জার প্রাথমিক লক্ষণও হতে পারে! তাই একদমই অবহেলা করবেন না।

✅ জরুরি যা করণীয়:
→ প্রচুর পরিমাণে পানি, ভিটামিন-সি যুক্ত খাবার ও গরম স্যুপ খান।
→পর্যাপ্ত বিশ্রাম নিন। শরীরকে ক্লান্ত করবেন না। →কখনোই নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবেন না।
→জ্বর ১০১°F এর বেশি হলে বা ২-৩ দিন স্থায়ী হলে দেরি না করে ডাক্তার দেখান।

🆘 যে লক্ষণগুলো দেখলে দ্রুত ডাক্তার দেখাবেন (Emergency Signs):

→ জ্বর ৩ দিনের বেশি থাকলে →শ্বাসকষ্ট বা বুকে চাপ লাগলে →খুব বেশি দুর্বলতা বা মাথাঘোরা →বাচ্চা বা বয়স্কদের খাওয়া-দাওয়া একদম বন্ধ হয়ে গেলে

🏡 চিন্তার কিছু নেই! NurseCure আছে আপনার পাশে।
👉 আপনার এলাকায় কি এখন অনেকেই ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত? নিচে কমেন্টে জানান! 👇 🔄 শেয়ার করুন - প্রিয়জনেরা যেন সতর্ক থাকতে পারে!

🎗️ আপনার প্রিয়জনকে সুরক্ষিত রাখুন নার্সিকিউর হোম কেয়ার সার্ভিসে! 🏡💙"মায়ের হাসি এখন আমার ফোনের স্ক্রিনে"আমি অফিসে ব্যস...
19/08/2025

🎗️ আপনার প্রিয়জনকে সুরক্ষিত রাখুন নার্সিকিউর হোম কেয়ার সার্ভিসে! 🏡💙

"মায়ের হাসি এখন আমার ফোনের স্ক্রিনে"
আমি অফিসে ব্যস্ত, বাবা বিদেশে, আর মা একা বাড়িতে... ডায়াবেটিস, প্রেশার নিয়ে চিন্তা ছিল প্রতিদিন। এখন নার্সিকিউর-এর বিশেষায়িত নার্স মায়ের যত্ন নেন, মেডিসিন টাইমে দেন, রক্তের সুগার চেক করেন—আর আমি শান্তিতে থাকি! 💙

✅ কেন নার্সিকিউর বেছে নেবেন?
✔️ প্রশিক্ষিত নার্স ও কেয়ারগিভার
✔️ বাড়িতে বসেই ডাক্তারের পরামর্শ
✔️ মেডিকেল এমার্জেন্সি সাপোর্ট
✔️ বয়স্ক, শারীরিকভাবে অসুস্থ ও পোস্ট-অপারেশন কেয়ার

#সেবাইসম্পদ #বাবামায়েরযত্ন #নার্সিকিউরহোমকেয়ার #ঢাকায়_নার্সিং_সেবা

এই গরমে হাঁসফাঁস? সাবধান না হলে বিপদ ডেকে আনতে পারে!এই কয়েকদিনের প্রচণ্ড গরমে অনেকেই ক্লান্ত, দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছেন।...
11/05/2025

এই গরমে হাঁসফাঁস? সাবধান না হলে বিপদ ডেকে আনতে পারে!

এই কয়েকদিনের প্রচণ্ড গরমে অনেকেই ক্লান্ত, দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে বয়স্ক, শিশু ও রোগীদের জন্য এটা হতে পারে মারাত্মক বিপজ্জনক।
তাই এখনই সতর্ক হোন—সুস্থ থাকুন!

গরমে করণীয়:
✅ প্রচুর পানি পান করুন
✅ দিনে অন্তত ২-৩ বার ঠান্ডা পানি দিয়ে গোসল করুন
✅ হালকা ও সাদা রঙের জামা পড়ুন
✅ রোদে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করুন
✅ যতটা সম্ভব দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলুন
✅ বয়স্ক ও অসুস্থদের প্রতি বাড়তি যত্ন নিন

হোম কেয়ারের প্রয়োজন?
আপনার বাসায় থাকা বয়স্ক, অসুস্থ বা শয্যাশায়ী রোগীদের জন্য গরমে বিশেষ যত্ন নিতে চান?
NurseCure হোম কেয়ার সার্ভিস দিচ্ছে দক্ষ নার্স ও ফিজিওথেরাপিস্টদের দ্বারা বাসায় চিকিৎসা ও সেবা—ঢাকার মিরপুরে!
NurseCure—বিশ্বাসের সঙ্গে পাশে আছি সবসময়।

#গরমক
#হাসফাস
#স্বাস্থ্যসচেতনতা
#রোগীদেরসেবা
#গরমেরসতর্কতা

🚨 বাংলাদেশে স্ক্যাবিসের মহামারী: সতর্ক থাকুন ও প্রতিকার নিন!📌 বর্তমান পরিস্থিতি:বাংলাদেশে স্ক্যাবিস (খোসপাঁচড়া) একটি মার...
08/05/2025

🚨 বাংলাদেশে স্ক্যাবিসের মহামারী: সতর্ক থাকুন ও প্রতিকার নিন!

📌 বর্তমান পরিস্থিতি:
বাংলাদেশে স্ক্যাবিস (খোসপাঁচড়া) একটি মারাত্মক ছোঁয়াচে রোগ হিসেবে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে বস্তি, ঘনবসতিপূর্ণ এলাকা, রোহিঙ্গা ক্যাম্প ও স্কুল-মাদ্রাসায়। অস্বাস্থ্যকর পরিবেশ, সচেতনতার অভাব ও দ্রুত চিকিৎসার অভাবে এটি মহামারী আকার ধারণ করছে।

🔍 কেন বাড়ছে স্ক্যাবিস?
✔️ ঘনবসতি:একই বিছানা/কাপড় অনেক মানুষ ব্যবহার করলে।
✔️অপরিচ্ছন্নতা:নিয়মিত গোসল না করা, কাপড় না ধোয়া।
✔️সচেতনতার অভাব:রোগ শনাক্ত হলে দ্রুত চিকিৎসা না নেওয়া।
✔️জলবায়ু:গরম ও আর্দ্রতায় মাইট দ্রুত বংশবিস্তার করে।

📌 স্ক্যাবিস (Scabies) কি?
স্ক্যাবিস হলো একটি ছোঁয়াচে চর্মরোগ, যা *Sarcoptes scabiei* নামক মাইটের কারণে হয়। এটি ত্বকের নিচে বাসা বেঁধে চুলকানি, র্যাশ ও প্রদাহ সৃষ্টি করে।

🔍 লক্ষণসমূহ:
✔️ তীব্র চুলকানি (বিশেষ করে রাতে)
✔️ লাল দানার মতো র্যাশ (হাতের আঙুল, কব্জি, কোমর, যৌনাঙ্গে বেশি দেখা যায়)
✔️ ত্বকে সরু, ধূসর রেখা (মাইটের টানেল)

💡 প্রতিকার ও চিকিৎসা:
১.ব্যক্তিগত পরিচ্ছন্নতা: প্রতিদিন গোসল করুন, পরিষ্কার কাপড় পরুন।
২.প্রেসক্রিপশন ক্রিম/লোশন:পারমেথ্রিন ক্রিম বা আইভারমেক্টিন ট্যাবলেট (ডাক্তারের পরামর্শে)।
৩.ঘরোয়া যত্ন:গরম পানি দিয়ে কাপড় ধুয়ে রোদে শুকানো, বিছানাপত্র পরিষ্কার রাখা।
৪.পরিবারের সদস্যদের চিকিৎসা:একসাথে সবাইকে চিকিৎসা নেওয়া জরুরি।

⚠️ সতর্কতা:
✖️ অন্যদের সাথে শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলুন।
✖️ অন্যের জামাকাপড়, তোয়ালে ব্যবহার করবেন না।

⚠️ জরুরি বার্তা:**
স্ক্যাবিস দ্রুত ছড়ায়, কিন্তু **সঠিক চিকিৎসা ও সচেতনতায় নিয়ন্ত্রণ সম্ভব!** পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে, নাহলে বারবার সংক্রমণ হবে।



📌 পোস্টটি শেয়ার করে অন্যকে সচেতন করুন!

মাত্র ৭ দিনে ওজন কমানোর ৯টি কার্যকর টিপস!আপনার শরীরের জন্য ছোট পরিবর্তনেই আসতে পারে বড় ফলাফল।এই অভ্যাসগুলো গড়ে তুলুন আজ ...
25/04/2025

মাত্র ৭ দিনে ওজন কমানোর ৯টি কার্যকর টিপস!
আপনার শরীরের জন্য ছোট পরিবর্তনেই আসতে পারে বড় ফলাফল।

এই অভ্যাসগুলো গড়ে তুলুন আজ থেকেই:

1. প্রতিদিন ১টা শসা খান

2. ৮ গ্লাস পানি পান করুন

3. প্রতিদিন হালকা হাঁটাহাঁটি করুন

4. রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুমান

5. খাবারে আদা ও হলুদ ব্যবহার করুন

6. চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন

7. প্রতিদিন ১ কাপ গ্রিন টি খান

8. সবজি বেশি করে খান

9. সকালবেলা স্কিপিং করুন

NurseCure-এর পক্ষ থেকে সুস্থ ও ফিট থাকার জন্য ছোট উদ্যোগে বড় ফলাফলের প্রত্যাশা।

আপনি কি জানেন? স্ট্রোক আসার আগেও শরীর সতর্ক সংকেত দেয়!একটু ভুলে যাওয়া, হাত-পা দুর্বল লাগা বা কথা জড়ানো — এসবকেই হয়তো আপন...
18/04/2025

আপনি কি জানেন? স্ট্রোক আসার আগেও শরীর সতর্ক সংকেত দেয়!
একটু ভুলে যাওয়া, হাত-পা দুর্বল লাগা বা কথা জড়ানো — এসবকেই হয়তো আপনি অবহেলা করছেন!
স্ট্রোক আসার আগে শরীর “নীরব ঘাতক” এর মতো সংকেত দেয়।
সময়মতো চিনে নিন, সময়মতো ব্যবস্থা নিন!

স্ট্রোকের ৫টি স্পষ্ট লক্ষণ:
✅ মুখ বেঁকে যাওয়া।
✅ হাত-পা হঠাৎ দুর্বল হয়ে যাওয়া।
✅ কথা অস্পষ্ট বা জড়িয়ে যাওয়া।
✅ দৃষ্টিতে সমস্যা বা ঝাপসা দেখা।
✅ মাথা ঘোরা বা ভারসাম্য হারানো।

স্মরণে রাখুন:
👉 FAST টেস্ট করুন।
Face | Arms | Speech | Time

স্ট্রোকের ঝুঁকি এড়াতে সময়ই জীবন বাঁচায়!
আপনার প্রিয়জনের সুস্থতার জন্য আজই NurseCure Home Care এর সাথে যোগাযোগ করুন।
আমরা আছি ২৪/৭ আপনার পাশে।

#স্বাস্থ্যসচে

আপনার প্রিয়জনের যত্নে, আমাদের সনদপ্রাপ্ত নার্স এখন আপনার বাসায়!NurseCure – Trusted Home Nursing Serviceআপনার অসুস্থ বা ব...
10/04/2025

আপনার প্রিয়জনের যত্নে, আমাদের সনদপ্রাপ্ত নার্স এখন আপনার বাসায়!
NurseCure – Trusted Home Nursing Service

আপনার অসুস্থ বা বয়স্ক প্রিয়জনের জন্য প্রয়োজন একটি অভিজ্ঞ ও দক্ষ নার্স?
NurseCure এখন নিয়ে এসেছে ঘরে বসেই সেবা পাওয়ার নিশ্চয়তা।

আমাদের সার্ভিস সমূহঃ
✔️ সনদপ্রাপ্ত পুরুষ ও মহিলা নার্স
✔️ ইনজেকশন, ড্রেসিং, ক্যানুলা, স্যালাইন
✔️ বেডরিডেন পেশেন্ট কেয়ার
✔️ সিনিয়র সিটিজেন কেয়ার
✔️ পোস্ট অপারেটিভ ও পোস্ট ডেলিভারি কেয়ার
✔️ ফিজিওথেরাপি সার্ভিস (বাসায় ও অনলাইনে)

আমরা সেবা দিয়ে থাকি মিরপুর, কিশোরগঞ্জ ও আশেপাশের এলাকায়!
আপনার বাসায় আমরা পৌঁছে যাব নির্ভরযোগ্য সেবাসহ।

যোগাযোগ করুন আজই:
Inbox করুন অথবা কল করুন: [01601179654]

NurseCure – যত্ন যেখানে প্রয়োজন, সেবা সেখানে পৌঁছে দেই
#বাসায়নার্স #মিরপুরনার্সিংসেবা
#ফিজিওথেরাপি

30/03/2025

🌙✨ ঈদ মোবারক ✨🌙

প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগির মুহূর্ত এসে গেছে! ❤️🙏
সকলের জীবনে ঈদ বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
আপনার ঈদ হোক ভালোবাসায় ভরপুর!

23/03/2025

"আপনার প্রিয়জনের জন্য নির্ভরযোগ্য বয়স্ক সেবা 🏡❤️
NurseCure নিয়ে এসেছে ঘরে বসেই অভিজ্ঞ নার্স ও ফিজিওথেরাপিস্টের মাধ্যমে বয়স্কদের যত্ন।
✔ স্বাস্থ্য পরীক্ষার নিয়মিত সেবা
✔ ওষুধ সঠিক সময়ে গ্রহণে সহায়তা
✔ ফিজিওথেরাপি ও হাঁটা-চলার সাপোর্ট
✔ মানসিক সাপোর্ট ও সঙ্গ দেওয়া

বয়স বাড়ুক, সুস্থতার পথে চলা থামবে না! 💪
📞 যোগাযোগ: [০১৬০১১৭৯৬৫৪]

"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NurseCure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram