30/08/2025
🏡 NurseCure: আপনার ঘরেই উন্নত মেডিকেল সেবা 🏡
আমরা বিশ্বাস করি, সুস্থতা শুরু হয় নিজের ঘর থেকে। অসুস্থতা বা বয়সের ভারে যখন নিজেকে বা আপনার প্রিয় মানুষটিকে বিশেষ যত্নের প্রয়োজন হয়, তখনই আপনার পাশে আছে NurseCure।
আমরা শুধু একটি সার্ভিস নয়, আপনার পরিবারের একজন বিশ্বস্ত সঙ্গী।
✅ NurseCure-এর সেবাসমূহ:
· 👵 বয়সী/বৃদ্ধ ব্যক্তির যত্ন: দৈনন্দিন দেখাশোনা, ওষুধ খাওয়ানো, companionship.
· 🏥 পোস্ট-অপারেশন কেয়ার: হাসপাতাল থেকে ডিসচার্জের পর যত্ন, ড্রেসিং পরিবর্তন, ইনজেকশন ও স্যালাইন দেওয়া।
· 💉 বিশেষায়িত মেডিকেল সেবা: বেড সোর (Bed Sore) ম্যানেজমেন্ট, catheter কেয়ার, শ্বাসকষ্টের রোগীর জন্য Nebulization.
· 🩺 নিয়মিত হেলথ মনিটরিং: ডায়াবেটিস, রক্তচাপ, জ্বর - নিয়মিত Track করা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
· 🤒 দীর্ঘমেয়াদী রোগের যত্ন: যাদের দীর্ঘদিন ধরে Diabetes, Heart Disease, Arthritis আছে তাদের জন্য বিশেষ Care প্ল্যান।
✅ আমাদের অঙ্গীকার:
· 🛡️ ** RN, trained ও experienced নার্স**
· 🤝 সহানুভূতিশীল ও patient Behavior
· ⏰ ২৪/৭ Availability (প্রি-বুকি)
· 🔒 complete Privacy ও Confidentiality*
✅আমাদের সার্ভিস এরিয়া (Service Area): প্রথম পর্যায়েআমরা যেমন: উত্তরা, মিরপুর, গুলশান ইত্যাদি] এলাকায় সেবা প্রদান করছি। শীঘ্রই অন্যান্য এলাকায়ও expanding আছে।
আপনার প্রিয়জনের যত্ন আমাদের উপর ছেড়ে দিন, নিশ্চিন্ত থাকুন।
বুকিং বা বিস্তারিত জানতে আজই ইনবক্স করুন।