Vashoj Seba Ghor - ভেষজ সেবা ঘর

Vashoj Seba Ghor - ভেষজ সেবা ঘর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vashoj Seba Ghor - ভেষজ সেবা ঘর, Medical and health, Dhaka.

আসসালামুয়ালাইকুম,,চিনা বাদাম থেকে শুরু করে পেস্তা বাদাম কি নেই আমাদের কাছে,,দেশি চিনা বাদাম দামে কম মানে ভালো,, কাঠবাদা...
16/08/2025

আসসালামুয়ালাইকুম,,

চিনা বাদাম থেকে শুরু করে পেস্তা বাদাম কি নেই আমাদের কাছে,,

দেশি চিনা বাদাম দামে কম মানে ভালো,, কাঠবাদাম পুষ্টির সমাহার,,

কাজু ও পেস্তা বাদাম সুস্বাদু রান্না এবং ডেজার্ট ডেকোরেশনের এক্সপার্ট ।

মগজের কার্যকারিতা বাড়ায় যে আখরোট সেটাও পাচ্ছেন একেবারে ফ্রেশ।

তাছাড়া বিভিন্ন ধরনের বীজ তো রয়েছেই যা মানবদেহের জন্য অনেক বেশি উপকারী।

ড্রাই ফ্রুটস এন্ড সীডস এর সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে আর্টিফিসিয়াল কোন ব্যাপার নাই।

এখনই অর্ডার করুন

পৌঁছে যাবে আপনার গন্তব্যে নিরাপদে ইনশাআল্লাহ

আপনার কি হার্টের সমস্যা আছে? আপনার কি রক্তচাপ বেশি? আপনার কি হজমের সমস্যা হয়? আপনি কি কখনো চাইবেন হার্টে ২/৩ টা ব্লক হও...
20/06/2025

আপনার কি হার্টের সমস্যা আছে? আপনার কি রক্তচাপ বেশি? আপনার কি হজমের সমস্যা হয়?
আপনি কি কখনো চাইবেন হার্টে ২/৩ টা ব্লক হওয়ার পর মাত্রারিক্ত খরচে চিকিৎসা করাতে? আপনার অসচেতনতার কারনে যদি হার্টে ব্লক হয় এবং বাইপাস সার্জারীতে পায়ের রগ কেটে যদি হার্টে লাগানো হয়, পারবেন কি সেই অসহ্য যন্ত্রনা সহ্য করতে? সচেতন হওয়ার এখনি সময় ।
হার্টকে সুস্থ রাখতে নানা রকম সমাধানের মধ্যে প্রাকৃতিক সমাধানই হচ্ছে সেরা সমাধান ।
আপনার হার্টকে সুস্থ ও সাভাবিক রাখতে অর্জুন হার্ট কেয়ার আপনার জন্য আদর্শ সমাধান!
অর্জুন হার্ট কেয়ারের উপকারিতা-
✅ রক্তনালীর কোলেস্টেরল দূর করতে সহায়ক।
✅ হার্ট ব্লকেজ এর ঝুঁকি কমায়।
✅ বুক ধড়ফড় করা দূর করে।
✅ ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমায়।
✅ অ্যাজমার সমস্যা দূর করে।
✅ ডায়াবেটিস নিয়ন্ত্রন করে।
✅ উচ্চ রক্তচাপ কমায়।
✅হৃৎপিণ্ডের পেশী শক্তিশালী করে।
✅কাশি ও সর্দি-কাশি উপশম করে।
উপরের সবগুলো সমাধানে চমৎকার কাজ করে।
হার্ট সমস্যার প্রাকৃতিক সমাধান নিতে এখনই অর্ডার করুন
অর্ডার করতে ইনবক্স করুন

যৌনজীবনে হতাশা কাটাতে সমাধান খুঁজছেন কিন্তু শারীরিক ক্ষতি হবে ভেবে কিছুই সেবন করতে পারছেন না?চিন্তার কোনো কারণ নেই, বনাজ...
18/06/2025

যৌনজীবনে হতাশা কাটাতে সমাধান খুঁজছেন কিন্তু শারীরিক ক্ষতি হবে ভেবে কিছুই সেবন করতে পারছেন না?
চিন্তার কোনো কারণ নেই, বনাজী আলকুশি আছে আপনারই জন্য।
বনাজী আলকুশি পাউডার, সরাসরি ভেষজের জন্য, বিশ্ব বিখ্যাত গ্রাম নাটোর থেকে সংগ্রহ করা হয়।
এছাড়াও আলকুশি বাংলাদেশের প্রথম BSTI অনুমোদিত একটি প্রোডাক্ট এবং এখন পর্যন্ত সঙ্গী হয়েছে ৩০ হাজারের অধিক দম্পতির সুখী জীবনের।

নিয়মিত বনাজী আলকুশি সেবনের উপকারিতা:
✅সে-ক্স পাওয়ার বাড়ায়
✅স্ট্যামিনা ও শক্তি বৃদ্ধি করে
✅সেক্স ড্রাইভ বাড়ায়, দ্রুত আউট প্রতিরোধ করে
✅দ্রুত বীর্যপাত রোধে কার্যকর
✅শারীরিক দুর্বলতা দূর করে
✅শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি করে, বাবা হওয়ার সম্ভাবনা বাড়াবে
✅হস্তমৈথুনের ক্ষতিপূরণ করে
✅আমাদের পাউডারের গুণগত মান:
✅ ১০০% খাঁটি ও ল্যাব টেস্টেড
✅ BSTI অনুমোদিত
✅সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে তৈরি

আলকুশি পাউডার—নির্ভরযোগ্য প্রাকৃতিক সমাধান যা আপনার ভালোবাসার শক্তি, ইচ্ছা, এবং ক্ষমতা বাড়ায়।
গর্জন হবেই ‼
আর দেরি কেন? অর্ডার করুন এখনই!

🎇সজিনা পাতা গুড়াকে সুপার ফুড বলা হয়।সজিনা পাতা সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে অবাক করবেঃ🌿সজনে পাতার গুঁড়াতে রয়েছে - ডায়াবে...
15/06/2025

🎇সজিনা পাতা গুড়াকে সুপার ফুড বলা হয়।
সজিনা পাতা সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে অবাক করবেঃ

🌿সজনে পাতার গুঁড়াতে রয়েছে - ডায়াবেটিস, কোষ্টকাঠিন্য, গ্যাস্টিক নিয়ন্ত্রণ সহ প্রায় ৩০০+ ঔষধি গুন।
🌿সজিনা পাতায় কমলা লেবুর তুলনায় ৭ গুণ ভিটামিন-সি রয়েছে।
🌿 দুধের তুলনায় ৪ গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ রয়েছে।
🌿 গাজরের তুলনায় ৪ গুণ ভিটামিন-এ পাওয়া যায়।
🌿 কলার চেয়ে ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান।
শুনে আরও অবাক হবেন যে সজিনার পাতা পানিকে আর্সেনিক মুক্তও করে।
আসুন এই অলৌকিক পাতার আরো কিছু বিস্ময়কর গুন জেনে নেইঃ
🌱সজিনার পাতা হৃদরোগীদের জন্যে ঠিক ওষুধের মত কাজ করে, উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়বেটিস নিয়ন্ত্রিত রাখে।
🌱এক টেবিল চামচ শুকনা সজিনা পাতার গুঁড়া থেকে ১-২ বছর বয়সী শিশুদের অত্যবশ্যকীয় ১৪% আমিষ, ৪০% ক্যালসিয়াম ও ২৩% লৌহ ও ভিটামিন-এ সরবরাহ হয়ে থাকে।
🌱দৈনিক ৬ চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবর্তী বা স্তন্যদাত্রী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম।
🌱 সজিনা পাতা বহুমূত্র রোগের জন্যে অনেক উপকারী।
🌱সজিনার ডাটা থেকে সজিনার পাতা অধিক উপকারী।
🌱এলার্জি জনিত সমস্যা হলে সজিনার পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে অনেক উপকার পাওয়া যায়।
🌱প্রতিদিন সকালে এক চামচ শুকনা গুড়া পানিতে গুলিয়ে খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক মুক্তি পাওয়া যায়।
🌱গেটেবাত এর জন্যে সজিনা পাতা বেটে হাটুতে বা যে স্থানে ব্যাথা হয় লাগিয়ে রাখলে ব্যাথা মুক্তি পাওয়া যায়।
🌱সজিনার ফুল এ ও অনেক উপকার আছে যেমন : হজম শক্তি বাড়ায়, কোষ্ট কাঠিন্য দূর করে ইত্যাদি।
🌱সজিনার পাতা পোকার কামড়ের তাতক্ষনাৎ এন্টিসেপ্টিক হিসেবে অনেজ ভালো কাজ করে।
🌱 সজিনার পাতা ক্রিমিনাশক হিসেবে কাজ করে। ক্রিমি সমস্যা করলে সজিনা পাতা গুড়ো করে অথবা অন্য খাবারের সাথে খান।
🌱সজিনা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর কে কর্মঠ রাখে। হাড় এর ক্ষমতা বৃদ্ধি করে যা আত্মরক্ষার ও ভূমিকা পালন করে।
🌱 সজিনা পাতা যকৃত ও কিডনির কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ করে কিডনি ও লিভার সুস্থ রাখে।
🌱সজিনা পাতা গর্ভবস্থায় মায়ের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি করে
👉👉অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করেন।

💯💯প্রাকৃতিক রঙে রাঙুক আপনার হাত – ১০০% কেমিক্যাল ফ্রি মেহেদিতে!💯💯✅✅কেন বেছে নেবেন ভেষজ সেবা ঘরের মেহেদি?✔️ হালাল ও পার্শ...
15/06/2025

💯💯প্রাকৃতিক রঙে রাঙুক আপনার হাত – ১০০% কেমিক্যাল ফ্রি মেহেদিতে!💯💯
✅✅কেন বেছে নেবেন ভেষজ সেবা ঘরের মেহেদি?
✔️ হালাল ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন
✔️ শিশু ও গর্ভবতী মায়ের জন্য নিরাপদ
✔️ কেমিক্যাল ও কালার ফ্রি
✔️ ঘরে বসেই হোম ডেলিভারি
✔️ গাঢ় রঙ ধীরে ধীরে আরও স্পষ্ট হয়

১ কেজি অর্ডার দিলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি🥰🥰🥰

এক আপুর প্রশ্ন আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি।
এই মেহেদী গুঁড়া ব্যবহার করলে কি আমার নামাজ হবে ,যদি কেমিক্যাল ছাড়া শুধু মেহেদী গুঁড়া হয় তাহলে আমার জন্য পাঠাবেন তা না হলে পাঠাবেন না।
সবার জন্য একটাই উওর_______এটা সম্পুর্ণ মেহেদী পাতা দিয়ে তৈরি করা।
কোন কেমিক্যাল ব্যবহার করা হয় না।

🌿🌿🌿🌿 ব্যস্তময় জীবনে বাটাবাটির ঝামেলা ছাড়াই মাথায় বা হাতে মেহেদি ব্যবহার করা যায়।🌿🌿🌿🌿

সপ্তাহে দুই দিন মেহেদী গুঁড়া মাথায় দিলে খুশকি দূর হবে সাথে চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ হবে।

সাদা চুল লাল করতে ও কালো চুল ব্রাউন কালার করতে মেহেদী গুঁড়া ব্যবহার করা যায়।

03/10/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vashoj Seba Ghor - ভেষজ সেবা ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram